এমপির ব্যানারে ‘১৯৫১ সালের’ ভাষা শহীদদের শ্রদ্ধা

মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলা মায়ের দামাল সন্তানেরা। ভাষা শহীদদের স্মরণে প্রতিবছর দিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তবে ক্ষমতাসীন দলের সিলেটের এক সংসদ সদস্য ‘১৯৫১ সালের ভাষা শহীদদের শ্রদ্ধা’ জানিয়ে ব্যানার টানিয়েছেন। সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর নামে তার নির্বাচনী এলাকার সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের মস্তফা মেম্বার এলাকার একটি তোরণে এ ব্যানারটি টানানো হয়।

ব্যানারে লেখা রয়েছে, ‘ভাষা আমাদের, ভাষা দিবস বিশ্ববাসীর’ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। পরের লাইনে লেখা হয়েছে, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫১ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ নিচের লাইনে লেখা হয়েছে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সিলেট-৩।

তবে ব্যানারের ভুলের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি বলেন, ‘ভাষা শহীদদের ব্যানারে কী ভুল হয়েছে তা আমার জানা নেই।’

দু’পক্ষের সংঘর্ষে লক্ষাধিক টাকার পেঁয়াজ খেত নষ্ট

নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সালথা উপজেলায় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে কয়েক লাখ টাকার পেঁয়াজ খেত নষ্ট হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৭ ব্যক্তি।
বুধবার উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ফসলি মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইউসুফদিয়া গ্রামের এনা

নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের সালথা উপজেলায় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে কয়েক লাখ টাকার পেঁয়াজ খেত নষ্ট হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৭ ব্যক্তি।
বুধবার উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ফসলি মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইউসুফদিয়া গ্রামের এনায়েত মাতব্বরের সমর্থকদের সঙ্গে সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামানের সমর্থকদের এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে এনায়েতের সমর্থক নূর আলম ও লিটনের সঙ্গে ওহিদুজ্জামানের ভাই শাহিন মোল্যার ইউসুফদিয়া বাজারে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ১৭ ব্যক্তি আহত হয়। আহতদের ফরিদপুরের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তাদের সংঘর্ষের জেরে কয়েক লাখ টাকার পেঁয়াজ খেত নষ্ট হয়।

সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

য়েত মাতব্বরের সমর্থকদের সঙ্গে সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামানের সমর্থকদের এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে এনায়েতের সমর্থক নূর আলম ও লিটনের সঙ্গে ওহিদুজ্জামানের ভাই শাহিন মোল্যার ইউসুফদিয়া বাজারে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ১৭ ব্যক্তি আহত হয়। আহতদের ফরিদপুরের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তাদের সংঘর্ষের জেরে কয়েক লাখ টাকার পেঁয়াজ খেত নষ্ট হয়।

সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এক ঘরে মিলল স্বামী-স্ত্রীর লাশ

ফরিদপুরে এক ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত স্মৃতি বণিকের ভাই নিলয় বণিক বাদী হয়ে কোতোয়ালী থানায় এ মামলাটি করেন।

নিহতরা হলেন- রাজীব বিশ্বাস (৩৪) ও স্ত্রী স্মৃতি বণিকের (২২)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেন স্বামী।

গত সোমবার রাতে শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাট এলাকার একটি ভাড়া বাড়ি হতে রাজীব ও স্মৃতির লাশ উদ্ধার করা হয়। স্মৃতির লাশ ঘরের শয্যায় শায়িত অবস্থায় এবং রাজীবের মৃতদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

স্মৃতির পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে রাজীব বাটিকামারি স্কুল এন্ড কলেজে খণ্ডকালীন শিক্ষকের চাকরি নেন। ওই স্কুলেই পড়তেন স্মৃতি। একই সঙ্গে রাজীব স্মৃতির গৃহ শিক্ষক ছিলেন। সেখান থেকেই দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে পরিবারের অমতে স্মৃতি বিয়ে করেন রাজীবকে। এর মাস ছয়েক পরে স্মৃতি তার মামাদের কাছে গিয়ে বিয়ে মেনে নিয়ে সনাতন রীতি অনুযায়ী বিয়ে দেওয়ার দাবি জানান। স্মৃতির মামারা প্রচলিত প্রথা অনুযায়ী অনুষ্ঠান করে রাজীবের সঙ্গে বিয়ে দেয়। এরপর থেকে তারা ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার শওকত সিকদারের এক তলা পাকা ভবনে ভাড়া থাকতেন। স্মৃতি মাঝে মধ্যে মা ও মামাদের কাছ থেকে টাকা চেয়ে আনলেও পারিবারিক অশান্তির কথা তাদের কাছে কখনো বলেননি।

স্মৃতির মাসী বাসনা পোদ্দার জানান, ঘটনার দিন স্মৃতির প্রতিবেশীরা তাকে প্রথমে জানায় যে, রাজীব স্মৃতিকে মারধোর করেছে। ওদের ঘর তালাবদ্ধ। এরপর তিনিসহ বাড়ির মালিক দরজা ভাঙার চেষ্টা করে না পেরে জানালা খুলে দেখতে পান রাজীব সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে, আর স্মৃতি নিথর হয়ে বিছানায় শুয়ে আছে। পরে তারা পুলিশকে জানালে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ধারণা করা হচ্ছে, রাগারাগির এক পর্যায়ে মাথায় আঘাত করায় মারা যান স্মৃতি। স্মৃতির মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, স্মৃতির মৃত্যুর পর রাজীব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

বৌভাতে মাংস সংকট, আনতে গিয়ে বরের মৃত্যু

প্রিয় মানুষটিকে ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন এমরান। বিরাট আয়োজনে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু সেই সুখ আর ধরা দেয়নি এমরানের।

বিয়ের পরদিন শনিবার ছিল বৌভাত। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের অংশগ্রহণে দুপুরে চলছিল প্রীতিভোজ পর্ব। হঠাৎ বাবুর্চি জানায় গরুর মাংসের স্বল্পতার কথা।

সাথে সাথে মোটরসাইকেল নিয়ে মাংস আনতে বেরিয়ে পড়েন এমরান। তবে কুমিল্লার চান্দিনা-বদরপুর সড়কের বাড়েরা নামক এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতেই গুরুতর আহত হন এমরান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমরান চান্দিনা উপজেলার মহিচাইল উত্তরপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট এমরান।

বড় ভাই জুয়েল জানান, একই গ্রামের শিউলী নামে এক মেয়েকে ভালোবাসে আমার ভাই এমরান। তাদের ভালোবাসা দেখে ভালোবাসা দিবসেই (শুক্রবার) তাদের বিয়ে দেই। আর বৌভাতের দিনই এমন শোক সইতে হবে তা আমাদের জানা ছিল না।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল বলেন, ‘ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এখনো পলাতক।’

ব্রিজের নিচে বস্তায় কলেজছাত্রীর লাশ

অনলাইন ডেস্ক:

রংপুরের সদর উপজেলার মোমিনপুরে ব্রিজের নিচ থেকে এক কলেজছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে মোমিনপুর পালপাড়ার লোকজন সেখানকার সেচ ক্যানেলের ওপর ব্রিজের নিচে বস্তাবন্দি একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, বস্তাবন্দি লাশটি রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বদরুজ্জামানের মেয়ে রুমাইয়া আক্তার রুমির। তিনি দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এ দিকে র‌্যাব, পিবিআই, সিআইডির ক্রাইমসিন সদস্যরাও ঘটনাস্থলে পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মমিনপুর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা ক্যানেলের পানিতে সাদা রঙের ইউরিয়া সারের বস্তার একটি লাশ আছে বলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বস্তার মুখ খুলে দেখা যায় তরুণীর লাশ। তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে একটি কাগজ মেলে। ওই কাগজে লেখা তথ্য দিয়ে তাকে শনাক্ত করে পুলিশ।

ধারণা করা হয়, প্রেমের সম্পর্কে জড়িয়ে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে রেখে যায়।

মমিনপুর ইউপি চেয়ারম্যান কল্পনা আক্তার বলেন, বস্তাবন্দি লাশ দেখার পর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

রংপুর সদর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, লাশের সঙ্গে পাওয়া আলামত থেকে তরুণীর পরিচয় জানা গেছে। হত্যার আগে রুমিকে ধর্ষণ করা হয়েছে কী না তা ময়নাতদন্তের পর বলা যাবে।

ভালোবাসা দিবসে মেয়ের প্রেমিকের মুখে বিষ দিলেন মা

ভালোবাসা দিবসে অনেকেই অনেকভাবে ভালোবাসার পরীক্ষা দিয়ে থাকেন! কিন্তু এমন পরীক্ষা? মেয়ের প্রেমিকের মুখে জোরপূর্বক বিষ ঢালল প্রেমিকার মা ও পরিবারের অন্য সদস্যরা। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রেমিক রতন মান্না। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মোহম্মদপুরে শিলাখালি গ্রামে।

ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেয়ের ভালোবাসার পাত্রকে মেনে নিতে পারেনি পরিবার। বৃহস্পতিবার মধ্যরাতে রতনের বাড়ি গিয়ে রতন ও তার ভাইকে বেধড়ক মারধর করে প্রেমিকার বাড়ির লোকেরা। তাদের মেয়েকে ভুলে যেতে হবে বলে হুঁশিয়ারি দেয়। প্রেমিক রতন মান্না একথা অস্বীকার করেন। এরপরই তার হাতে বিষের পাত্র তুলে দেয় প্রেমিকার বাড়ির লোকেরা। জোর করে তাকে সেই বিষ খেতে বাধ্য করেন।মেয়ের মা বলতে থাকেন, ‘তাহলে বিষ খেয়ে মর।’

খবর পেয়ে গ্রামবাসী ছুটে এসে গুরুতর অবস্থায় প্রেমিক রতন মান্নাকে উদ্ধার করে তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করায়। পরে তারা অভিযুক্ত প্রেমিকার পরিবারকে মারধর করেন। মারধরের পর ৪ জনকে পুলিশের হাতে তুলে দেয় তারা।

ভালবাসা দিবসে সড়কে ঝরল ৫ শ্রমিকের প্রাণ

নির্মাণ কাজে যাওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে ঝরে গেল পাঁচ শ্রমিকের প্রাণ।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষে তারা নিহত হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে এদের গোপালগঞ্জ ও ফরিদপুর পাঠানো হয়েছে।

হতাহতরা নছিমনের যাত্রী ছিলেন। তারা উপজেলার পারুলিয়া ইউনিয়নের চিতা গ্রাম থেকে নছিমনে ভবন নির্মাণ কাজ করতে ভাটিয়াপাড়া গ্রামে যাচ্ছিলেন।

দুর্ঘটনাস্থল ও কাশিয়ানীতে হাসপাতালে মারা যাওয়া তিনজন হলেন- কাশিয়ানীর তিতা গ্রামের রাফিক মোল্লার ছেলে বদির মোল্লা (২৪), একই গ্রামের বেলায়েত মুন্সির ছেলে সুমন মুন্সি (২০) ও বজলু ফকিরের ছেলে মিজান ফকির (৪০)।

এছাড়া গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিতা গ্রামের আবি মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মোল্লা (৩০) মারা গেছেন বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক। আর ফরিদপুর নেয়ার পথে হাফিজুর মোল্লার ছেলে সুজন মোল্লার ( ৩০) মৃত্যু হয় বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. অঞ্জন কুমার সাহা।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান দুর্ঘটনায় হতাহতের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাশিয়ানীতে তিনজন এবং গোপালগঞ্জে হাসপাতালে একজন ও ফরিদপুর নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. ইকবাল খান জানান, সকালে কাশিয়ানীর পোনায় ফিডার সড়ক থেকে একটি নছিমন মহাসড়কে ওঠার সময় ফালগুনী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নছিমন যাত্রী নিহত হন। কাশিয়ানী হাসপতালে আনার পথে আরও দুই নছিমন যাত্রী মারা যান। আহত নছিমনের আরও ৯ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। আহতদের মধ্যে রেজাউল, বেলায়েত মুন্সি ও রাফিদসহ ৯ জনকে গোপালগঞ্জ ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

 

মুক্তিযোদ্ধা কোটা শূন্য রেখেই সহকারী শিক্ষক নিয়োগ: কুয়াকাটায় মানবেতর দিন কাটাচ্ছে মুক্তিযোদ্ধা পরিবার

 

এস এম আলমাস (কুয়াকাটা প্রতিনিধি)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মুক্তিযোদ্ধা কোটা সংযুক্ত সার্কুলারে সহকারী শিক্ষক নিয়োগে কলাপাড়া উপজেলায় শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সকল যোগ্যতা প্রমাণ সাপেক্ষ লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থী থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধা কোটা শূন্য রেখেই শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। একই ঘটনায় বিভিন্ন জেলায় উচ্চাদালতের শরণাপন্ন হলেও অর্থাভাবে কোথাও যেতে পারেনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কুয়াকাটার মোঃ শহিদ। এরফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাবরে ডাকযোগে তিনটি আবেদন পাঠিয়ে ঘরে বসে মানবেতর দিন কাটাচ্ছে এই পরিবারটি।
বিভিন্ন কাগজপত্র ঘেটে জানা যায়, কুয়াকাটা পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম মুহাম্মদ উল্লাহ মিয়ার কন্যা মমতাজের পুত্র মোঃ শহিদ। ২০০৮ সালে দাখিল এবং সর্বশেষ ২০১৫ সালে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে কামিল সম্পন্ন করেন। ২০১৮ সালের ৩০ জুন মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী শিক্ষক (রাজস্ব) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কুয়াকাটার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ উল্লাহ মিয়ার সাময়িক সনদপত্র নম্বর ম-৮৭৪৭১, লালবই মুক্তিবার্তা নম্বর ০৬০৩০৫০১০৮, গেজেট নম্বর ৭২৫ এর নাতি হিসেবে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর ২০১৯ সালের ৩১ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, যার রোল ছিল ৬৮৩৬৩১০। এরপর একই বছর ১৪ অক্টোবর মৌখিক পরীক্ষার জন্য তাকে ডাকা হয়। সেখানে চাকুরী প্রার্থী সন্তোষজনক উত্তর দিতে পারলেও ওই বছর ২৪ ডিসেম্বর সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফলে উপজেলার একমাত্র মুক্তিযোদ্ধা কোটায় থাকা মোঃ শহিদের নাম আর মেলেনি।
এদিকে, নানা অনিয়মের অভিযোগ এনে বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করা চাকুরী প্রার্থীরা মহামান্য হাইকোর্টে রিট আবেদন করলেও মেধাবী শিক্ষিত এই যুবকের অর্থাভাবে কোথাও যাওয়া হয়নি।
এব্যাপারে পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ছাইয়াদুজ্জামান বলেন, এ বিষয়ে বিভিন্ন জেলার অনেক চাকুরী প্রার্থী হাইকোর্টে রিট আবেদন করেছেন। এরফলে ওই সার্কুলারের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পটুয়াখালী জেলায়ও স্থগিত রয়েছে।

সড়ক দুর্ঘটনার কবলে ভিপি নুর

বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গতকাল প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। গতকাল রাতে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিপি নুর।

নিজের ফেসবুক পেজে তিনি বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে এবারের মতো বেঁচে ফিরলাম। বাইকে হাতিরঝিল দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হই। ভিপি নুর বলেন, খুব বড় ধরনের আঘাত পাইনি, তবে ভয়াবহ হতে পারত। পেছনের বাইক আমাদের ওভারটেকিং করছিল, এমন সময় অন্যদিক থেকে ট্রাক আসছিল, দুটি বাইক ছেঁচড়ে পড়ে যায়।

তিনি বলেন, পেছনের বাইকে চালকের পেছনে আমি ছিলাম। হাত, পা, শরীরে ব্যথা পেয়েছি, কয়েক জায়গায় একটু ছিঁড়ে গেছে। তিনি আরও বলেন, কৃতজ্ঞতা ও প্রশংসা মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি বিপদ থেকে হেফাজত করেছেন। সবাই দোয়া করবেন বিপদে যেন এভাবে মহান আল্লাহর রহমত পাই।

প্রেমিকার অনশন, বিয়ে আতঙ্কে পরিবার নিয়ে বাড়ি ছাড়া প্রেমিক!

বিয়ের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। এতে আতঙ্কে পরিবার নিয়ে পালিয়েছেন প্রেমিক।ওই উপজেলার হাটিকুমরুল ইউপির আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ওবায়দুল্লাহ ওই গ্রামের ডা. শফিকুল ইসলামের ছেলে।

ওই তরুণী জানান, ওবায়দুল্লাহর সঙ্গে কয়েক বছর ধরে প্রেম চলছিল তার। প্রেমের সময় একাধিকবার বিয়ের প্রতিশ্রতি দিয়েছেন ওবায়দুল্লাহ। এখন বিয়ে করতে রাজি হচ্ছেন না। তাই নিরুপায় হয়ে মঙ্গলবার থেকে তার বাড়িতে অবস্থান নিয়েছেন ওই তরুণী।

তিনি আরও জানান, অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। দুয়েক দিনের মধ্যে ওবায়দুল্লাহ বিয়ে না করলে ওই বাড়িতেই আত্মহত্যা করবেন।

স্থানীয়রা জানান, আঙ্গারু গ্রামের আব্দুল মান্নান ওই তরুণীর খাওয়া-দাওয়া ও দেখাশোনার দায়িত্ব নিয়েছেন।

ভুক্তভোগী তরুণীর মা জানান, ওবায়দুল্লাহ বিয়ে না করায় তার মেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে। এ নিয়ে পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।

সলংগা থানার ওসি তাজুল হুদা জানান, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ওই তরুণীর অবস্থানের সংবাদ পেয়েছেন। তার পরিবার অভিযোগ করলে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

হাটিকুমরুল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম হোসেন জানান, বিষয়টি নিয়ে সুষ্ঠু মীমাংসার চেষ্টা চলছে। ওবায়দুল্লাহ আগেও অন্য মেয়ের সঙ্গে প্রেম করে সালিশে জরিমানা দিয়েছেন।