বরিশালে জেলা প্রশাসনের সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ শাহাজাদা হীরা:
আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন বরিশালের সহায়তায়, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বরিশাল অঞ্চলের আয়োজনে। ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ও ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুস্থ অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় ২ শতাধিক দুস্থ অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিশনার বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বরিশাল অঞ্চল রাবেয়া খাতুন, জেলা কমিশনার বরিশাল বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন লুৎফর নাহার আফরোজা, আঞ্চলিক সচিব বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বরিশাল হাসিনারা বেগম, স্থানীয় কমিশনার বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বরিশাল মমতাজ পারভীন, জেলা সচিব বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বরিশাল জেসমিন নাহার, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমানসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীরা এবং বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বরিশালের সদস্যরা উপস্থিত ছিলেন।

বরিশাল শিশু একাডেমির জন্য নিজস্ব জমি-ভবনের দাবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য সরকারি অর্পিত (ভিপি) সম্পত্তি লিজ দেওয়ার দাবি জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গন ও সুশীল সমাজের ব্যক্তিরা।  পাশাপাশি তারা একটি ভবনের দাবিও জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এ নিয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেছে সাংস্কৃতিক অঙ্গন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতার মাধ্যমে আগামী প্রজন্মকে শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলার জন্য এবং বরিশালের শিশুদের মেধা ও মননশীলতা বিকাশ ও সৃজনশীল দেশপ্রেমিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমির বরিশাল কার্যালয় কাজ করে আসছে।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অন্যান্য জেলার মতো শিশুদের অন্য অত্যন্ত প্রয়োজনীয় হলেও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয়ের নিজস্ব কোনো ভবন নেই। বর্তমানে একটি ভাড়া বাড়িতে জেলা কার্যালয়ের কার্যক্রম পরিচালনার ফলে সীমিত পরিসরের মধ্যে শিশুদের বিভিন্ন কর্মকাণ্ড (যেমন-বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রমসহ, প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কার্যক্রম, কম্পিউটার প্রশিক্ষণ, নাশনাল চিলড্রেন টাঙ্কফোর্স কার্যক্রম, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ অন্যান্য কর্মকাণ্ড) পরিচালিত হচ্ছে। ফলে শিশু অধিকার বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

শিশু একাডেমির নিজস্ব ভবন না থাকায় প্রয়োজনের তুলনায় সীমিত হয়ে পড়ছে শিশু অধিকার বাস্তবায়ন সংক্রান্ত সরকারি বিভিন্ন কর্মপ্রক্রিয়াও। জেলা পর্যায়ে একটি মানসম্মত শিশু পাঠাগার এবং শিশু যাদুঘর যেমন স্থাপন করা যাচ্ছে না পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয় শহরের মধ্যবর্তী স্থানে না হওয়ায় শহরের সব স্থান থেকে একাডেমি কার্যালয়ে শিশুদের গমনাগমন এবং অভিভাবকদের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।

বরিশাল একটি বিভাগীয় শহর। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে এ জেলার অসামান্য অবদান জাতীয় ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে। এর প্রাসঙ্গিকতায় বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের কাছে এ জেলার মানুষের প্রত্যাশা অনেক বেশি। এ প্রত্যাশা পুরণে তথা শিশু অধিকার বাস্তবায়ন সংক্রান্ত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ শিশু একাডেমির জন্য এ শহরে একটি নিজস্ব ভবন থাকা অপরিহার্য্য হয়ে পড়েছে।

বরিশালের সাংস্কৃতিক সংগঠন, শিশু সংগঠন এবং সুশীল সমাজের পক্ষ থেকে স্মারকলিপিতে জেলা প্রশাসকের কাছে বরিশালের শিশুদের স্বার্থে বাংলাদেশ শিশু একাডেমি, বরিশালের জন্য একটি ভবন বরাদ্দের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি দেওয়ার সময় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, সহ-সভাপতি মিন্টু কর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে, বরিশাল শিশু থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল, বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, ব্রজমোহন থিয়েটারের সাংগঠনিক সম্পাদক প্রদীপ হাওলাদার প্রমুখ।

বরিশালে তিন দিনব্যাপী পৌষ মেলার সমাপনী

মোঃ শাহাজাদা হীরা:
বরিশালে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে। নগরীর কালীবাড়ি রোডস্থ জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী পৌষ মেলা আজ সমাপনী অনুষ্ঠান। মেলা শুরু হয়েছিলো ১১ জানুয়ারি শনিবার সন্ধ্যায়।

 

আজ সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬ টায়, প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যদিয়ে তিন দিনব্যাপী পৌষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। আলোচক ছিলেন কবি ও নাট্যকার অধ্যাপক নজমুল হোসেন আকাশ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ বরিশাল মোঃ শাহ্ আলম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ বরিশাল শাখা অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু।

 

আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা পৌষ মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলার ২৩ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা, পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটক।

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও প্রেসক্লাব নেতৃবৃন্দর সাথে নবাগত ইউএনও রওশন’র মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক:
পরস্পর পরস্পরের সাহায্য ও সহযোগীতার আশ্বাসের মধ্য দিয়ে সাধারণ জনগনের পাশে থেকে ভাল কাজ করার অঙ্গিকার নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।
মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সোমবার বিকেলে উপজেলা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল বাশার হাওলাদার, ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ সাবেক মহিলা সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অমিও লাল চৌধুরী, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বজলুল হক হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সম্পাদক জাকির পাইক।

এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, দলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার, সহ-প্রচার সম্পাদক কেএম আজাদ রহমান, সহ-দপ্তর সম্পাদক উজ্জল লাহেড়ীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও প্রশাসনের সাথে মতবিনিময় সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও নির্বাহী অফিসার জনগনের পাশে থেকে উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য পরস্পর পরস্পরকে সাহায্য ও সহযোগীতার আশ্বাষ প্রদান করেন।

অপরদিকে ওই দিন বিকেলে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন নবাগত ইউএনও চৗধুরী রওশন ইসলাম।
উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের লিখনীর মাধ্যমে এলাকার সাধারণ জনগনের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও উন্নয়নের প্রতিবন্ধকতা অপসারন কল্পে প্রেসক্লাবের সাহায্য ও সহযোগীতা কামনা করেন ইউএনও।

পাশাপশি হলুদ সাংবাদিকতা পরিহারেরও আহ্বান জানান তিনি। এসময় সাংবাদিক নেতৃবৃন্দও প্রশাসনকে তাদের লিখনি ও আলোচনার মাধ্যমে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক ও সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাবেক সভাপতি ও আহ্বায়ক সদস্য সরদার হারুন রানা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, ওয়াসীম ভূইয়া সেলিম, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক সদস্য শামীমুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক তপন বসু, প্রবীর বিশ্বাস ননী, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, মনিরুজ্জামান মনির, জয় রায়, বাংলা টিভির প্রতিনিধি এফএম নাজমুল হোসেন, ৭১টিভির প্রতিনিধি স্বúন দাস, বরুন বাড়ৈ, মৃদুল দাস, মারুফ মোল্লা।

 

১৪ জানুয়ারী প্রবীণ সাংবাদিক মোঃ হোসেন শাহ’র ১৬ তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার:
আগামীকাল ১৪ জানুয়ারী দক্ষিণাঞ্চলের বিশিষ্ট প্রবীণ সাংবাদিক, বরিশাল থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলার বনে’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং “দৈনিক শাহনামা”র প্রতিষ্ঠাতা, সম্পাদক মন্ডলির সভাপতি ও প্রকাশক মরহুম মোঃ হোসেন শাহ’র ১৬ তম মৃত্যুবার্ষিকী।

 

ভাষা আন্দোলন, বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে এই মহান প্রবীণ সাংবাদিকের কর্মকান্ড আজও শ্রদ্ধার সাথে স্মরণ হয়ে থাকে। ২০০৪ সালের ১৪ জানুয়ারী তিনি বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মরহুম হোসেন শাহ প্রায় ৩৯ বছর আগে প্রথম মাসিক বাংলার বনে পত্রিকা প্রকাশের মাধ্যমে সংবাদপত্র অঙ্গনে প্রবেশ করেন। পরে তিনি এ পত্রিকাটি দৈনিকে রূপান্তর করেন। এছাড়া ১৯৯১ সালে দৈনিক শাহনামা পত্রিকা প্রকাশ করেন। বরিশালের সংবাদপত্র অঙ্গনের প্রতিষ্ঠিতদের অনেকেই তার পত্রিকায় হাতে খড়ি দিয়েছেন।

 

মরহুম মোঃ হোসেন শাহ বরিশালের গৌরনদী ধানডোবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি যৌবনে প্রথমে কংগ্রেস, যুক্তফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি গৌরনদীর টরকিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদানে সহায়তা করেছেন। এই প্রবীণ সম্পাদক ও সংবাদপত্র মালিক মরহুম মোঃ হোসেন শাহ্’র ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ জানুয়ারী বেলা ১১টায় মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, বাদ এশা দৈনিক শাহনামায় দোয়া ও মিলাদ। এছাড়াও স্থানীয় চাঁদমারী এছহাকিয়া রশিদিয়া কওমী মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এদিকে একই দিন বাদ জোহর মেহেন্দিগঞ্জের শ্রীপুুর মাদ্রাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করছেন তার পরিবার, দৈনিক শাহনামা ও দৈনিক বাংলার বনের পরিবারবর্গ।

বরিশালে উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ শীর্ষক সেমিনার

আজ  ১৩ জানুয়ারী ২০২০ খ্রিঃ তারিখ বরিশাল জেলার সরকারি কলেজ ও স্কুলের ছাত্রদের নিয়ে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ কেন্দ্র নির্মান প্রকল্পের সহায়তায় দিন ব্যাপী সেমিনার “উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ” এর আয়োজন করা হয়। উক্ত সেমিনারে উদ্বোধক ,প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে যোগদান করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম,

এসময় তিনি উপস্থিত ছাত্রদের নিয়ে এ সময় বর্তমান সময়ের বিশ্ব আলোচিত বিষয় জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে বিস্তারিত  আলোচনা করেন । ছাত্ররা জঙ্গীবাদ সম্পর্কে নানান প্রশ্ন উত্থাপন করেন এবং  প্রশ্ন গুলোর উত্তর প্রদান র্পূবক সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন । একই সাথে বাংলাদেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত করতে ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য সর্ম্পকে পর্যালোচনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের এবং রেঞ্জ অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

বরিশালে ম্যাশনরী ও রডবাইন্ডিং এবং ফেব্রিকেশন ট্রেডের সার্টিফিকেট বিতরণী

মোঃ শাহাজাদা হীরা:

আজ ১৩ জানুয়ারি সকাল ১০ টায় কারিতাস মটস বাসিছসিইপ প্রকল্পের আয়োজনে। কারিতাস বরিশাল আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে। মটস বাসিছসিইপ প্রকল্পের, ম্যাশনরী ও রডবাইন্ডিং এবং ফেব্রিকেশন ট্রেডের ৮ম ব্যাচের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক কারিতাস বরিশাল ফ্রান্সিস বেপারী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ম্যানেজার ও অফিস ইন চার্জ সেইভ দ্যা চিলড্রেন বরিশাল মোঃ ফারুক হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আতাউর রাব্বিসহ অংশগ্রহণকারী বেকার যুবক যুবতীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভায় অতিথিরা ৩ মাস মেয়াদি মটস বাসিছসিইপ প্রকল্পের, ম্যাশনরী ও রডবাইন্ডিং এবং ফেব্রিকেশন ট্রেডের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। পরে জেলা প্রশাসক বিভিন্ন ট্রেড এর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

বরিশালে বঙ্গবন্ধু জাতীয় চাম্পিয়নশীপ ২০২০ উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি

মোঃ শাহাজাদা হীরা:
আগামী ১৭ জানুয়ারি ২০২০ তারিখ হতে দেশব্যাপী একযোগে শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০।

এ উপলক্ষে আজ ১৩ জানুয়ারি সোমবার সকাল সাড়ে নয়টায়। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আতাউর রাব্বিসহ সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়ার, কোচ, ম্যানেজার, রেফারি ধারাভাষ্যকার এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

পরিচয় মিলেছে মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিহত ২ জনের

নিজস্ব প্রতিবেদক:

মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে রোববার (১২ জানুয়ারি) রাতে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজনের পরিচয় মিলেছে। নিহতরা দুইজনে মা-ছেলে। এ দুর্ঘটনায় আহত হন আরও তিন।

নিহতরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভান্ডারিকাঠি এলাকার রুবেলের স্ত্রী মাহমুদা খাতুন (২৪) ও তার ছেলে মমিন (৬)। আহতরা হলেন, নুর জাহান বেগম (২৮), আইফুনা বেগম (৬০) ও হযরত আলী (৭০)।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খান বলেন, রোববার রাতে চাঁদপুর হাইমচর উপজেলার মাঝের চর ও মিয়ার বাজার এলাকার মধ্যবর্তী স্থানে এমভি কীর্তনখোলা-১০ ও এমভি ফারহান-৯ নামক লঞ্চ দু’টির সংঘর্ষ হয়। এতে কীর্তনখোলা-১০ লঞ্চের দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন।

নিহত দুইজনের মরদেহ ওই লঞ্চে করে বরিশাল নেওয়া হয়েছে। গুরুতর আহত নুর জাহান বেগমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে প্রাথমিক চিকিৎসার পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশালে ঘন কুয়াশার কারনে দুই লঞ্চের সংঘর্ষে নিহত-২ আহত-৪

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল থেকে ঢাকাগামী এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সঙ্গে অপর একটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১ টার দিকে বৃহত্তর মেঘনা নদীতে মাঝেরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেলেও লঞ্চ কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেনি।

 

কীর্তনখোলা লঞ্চ কোম্পানির কাউন্টার ম্যানেজার ঝন্টু জানান, হুলারহাট থেকে ঢাকাগামী ফারহান লঞ্চটি কুয়াশার মধ্যে কীর্তনখোলা-১০ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের নীচতলা ও দোতলার অংশ দুমড়ে মুচরে যায় এবং কয়েকজন যাত্রী আহত হয়।

যেহেতু মাঝ নদীতে ঘটনাটি ঘটেছে তাই আহত যাত্রীদের চিকিৎসার জন্য দ্রুত ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

 

এদিকে লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন জানান, ফারহান-৯ লঞ্চে কোনো আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণেই কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে কীর্তনখোলা ১০ লঞ্চের উপরিভাগ ক্ষতিগ্রস্থ হলেও তলা ঠিক রয়েছে। তাই হতাহতদের নিয়ে লঞ্চটিকে নিয়ে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশে যেতে বলা হয়েছে।

 

এ বিষয়ে বরিশাল নৌ-পুলিশ ও নদী বন্দর কর্তৃপক্ষ কিছু জানাতে না পারলেও চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, ঘটনাটি জানার পর আমার মোবাইলে লঞ্চের স্টাফদের সঙ্গে যোগাযোগ করেছি।

দুর্ঘটনাটি ঠিক কোন জায়গায় হয়েছে সেটি এখনও নিশ্চিত নই, কখনো তারা বলছে চাঁদপুরের মধ্যে আবার কখনো বরিশালের মেহেন্দিগঞ্জের কথা। তবে এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ২ জন নিহত হওয়ার খবর মোবাইলে তাদের কাছ থেকে জেনেছি। যদিও এ বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নই। কারণ লঞ্চটি এখনো চাঁদপুর এসে পৌঁছায়নি।

এদিকে শাকিল নামে কীর্তনখোলা ১০ এর এক যাত্রী জানিয়েছেন ২ জন নিহত ও ৪ জন আহত হওয়ার বিষয়টি যাত্রীদের মুখে মুখে, তবে চিকিৎসক ছাড়া এ বিষয়ে কেউ নিশ্চিত হতে পারছে না।

 

অলি নামে অপর এক যাত্রী জানিয়েছেন, ৯৯৯ এ ফোন দিয়ে চাঁদপুরে আহতদের নামিয়ে চিকিৎসা সেবা দেয়ার জন্য সহায়তা চাওয়া হয়েছে। লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে।

 

এদিকে ফারহান-৯ এর যাত্রী শাহিন জানিয়েছেন. সংঘর্ষে ফারহান-৯ লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি এ লঞ্চেও বেশ কয়েকজন আহত হয়েছেন।