বরিশাল সিটি মেয়রের নামে ফেইক আইডি খুলে চাঁদাবাজী: গ্রেফতার ২

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নামে ফেইক আইডি খুলে চাঁদাবাজী করায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

আহজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরগুনার আমতলী উপজেলার মৃধাবাড়ী ওয়াদা সড়কের মোঃ আলম মৃধা ছেলে আশিকুর রহমান আশিক ওরফে বিল্লাল(২৫) ও বরিশাল সদরের মানিক সড়কের মোঃ জামাল হোসেন খানের স্ত্রী জান্নাতুন তহুরা (৩৫)।

উল্লেখ, আসামী মোঃ আশিকুর রহমান আশিক ওরফে বেল্লাল দীর্ঘদিন ধরে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নাম ব্যবহার করে এবং সে নিজে সাদিক আব্দুল্লাহ পরিচয় দিয়ে S Sadiq Abdullah নামের ফেইসবুক আইডি ব্যবহার করে যা হুবহু সাদিক আব্দুল্লাহর ফেসবুক আইডির মত। সে উক্ত আইডি ব্যবহার করে লোকজনের বিশ্বস্ততা অর্জন করে ও পরবর্তীতে ফোনে যোগাযোগ করে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবি করে আসছে।

এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল প্রথমে আশিকুর রহমান আশিক ওরফে বেল্লালকে বরগুনার আমতলী থেকে গ্রেফতার করে এবং পরবর্তীতে একটি ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা লেনদেনের কারণে সহযোগী জান্নাতুন তহুরাকে বরিশালের কাউনিয়া থেকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে।তারা বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পরিচয় দিয়ে অনেক লোকের কাছ থেকে বিকাশ, রকেট এবং ব্যাংক একাউন্ট এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি দেওয়ার নাম করে চাঁদা দাবি করে এবং অনেকের কাছ থেকে নানান রকমভাবে চাঁদার টাকা উত্তোলন করেছে। তাদের চাঁদাবাজির কাজে ব্যবহৃত মোবাইল এবং সিম কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বানারীপাড়ায় বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া:
বানারীপাড়ায় বিদ্যুৎ স্পর্শ হয়ে দু’জন ইমারত শ্রমিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। জানা গেছে বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের ময়দার মিল সংলগ্ন সড়কের ওপরে ডাক্তার খলিলুর রহমানের নির্মাণাধীন বহুতল ভবনে নির্মান কাজ করার সময় এ গুরতর দূর্ঘটনা ঘটে।

 

১৫ জানুয়ারি দুপুর দেড়টার সময় ওই নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত লাল খানের ছেলে চান্দু খান (৫৫) ও সদর ইউনিয়নের মাছরং গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে আব্দুর রহমান (৭০) বিদ্যুৎ স্পর্শে আহত হন। দু’জন শ্রমিকের আহত হওয়ার খবর পেয়ে তড়িৎ বানারীপাড়া থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জাহিদ হোসেন ঘটনা স্থলে ছুটে গিয়ে আহতদের বানারীপাড়া ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহমেদ ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জাহিদ হোসেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আব্দুর রহমানের অবস্থা আশঙ্কা জনক বলে জানাগেছে।

 

স্থানীয় সুত্রে জানাগেছে ডাক্তার খলিলুর রহমানের নির্মাণাধীন ভবনটি অনেকটা সড়কের মধ্যে এবং ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার ঘেষে নির্মাণ করায় এ দূর্ঘটনা ঘটেছে। তারা আরও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন প্রকার তদারকি লক্ষ করা যায়নি ওই ভবনটি নির্মাণের সময়।

বরিশালে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর দক্ষিণ চকবাজারের বিউটি রোডের সড়কের জায়গা দখল করে অনুমোদনহীন ভবন নির্মান করায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে বরিশাল নগরীর দক্ষিন চকবাজার এলকার বিউটি রোডে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কর্পোরেশন সূত্রে জানা গেছে, উক্ত এলাকবাসীর আবেদনের প্রেক্ষিতে ভবনের মালিককে নোটিশ দেয়ার পরও তারা ভবন অপসারনের কোন উদ্যোগ গ্রহন না করার কারনেই এই অভিযান চালানো হয়।

সূত্রমতে প্রায় ২৩ শতাংশ জমিতে একটি বানিজ্যিক ভবন এর কাজ চলছিল। এর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি সরকারি রাস্তার স্থানীয় জনগণ, অবৈধভাবে নির্মানের বিষয়ে সিটি কর্পোরেশনে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং জনস্বার্থে ভবন মালিককে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার জন্য কয়েকবার নির্দেশ দেয়া হয়। সেটি ভবন মালিক কর্তৃপক্ষ না শোনায় বুধবার নির্মানাধীন ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়া হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল বলেন, সরকারি রাস্তা দখল করে ভবনটি নির্মান করা হচ্ছিল। ভবন মালিককে নিয়ম বহির্ভুতভাবে সড়কের জায়গার ওপর ভবন নির্মাণ বন্ধ করতে নোটিশ দেয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ তা না শেনায় সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালায়।

বানারীপাড়ায় জাসদ নেতাকে হত্যাচেষ্টা

বানারীপাড়া প্রতিনিধি
: বানারীপাড়া উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মো : হুমাউন কবীরকে হত্যার পর এবার বর্তমান উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মো : আবুল কালাম আজাদকে হত্যার চেষ্ঠা করেছে এক আওয়ামী লীগ নেতা ও তার পুত্রসহ অন্যান্যরা। এসময় ওই জাসদ নেতার ডান পা ভেঙ্গে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যার পর উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের মিলনের দোকান সংলগ্ন এলাকায় এ হত্যা চেষ্ঠার ঘটে। এসময় জাসদ নেতা আবুল কালাম আজাদের ডাক চিৎকারে পাশর্^বর্ত্তি লোকজন ছুটে এলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। আশংকা জনক অব¯’ায় তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের নানান দূর্নীতির অভিযোগ এনে দূর্নীতি দমন কমিশনে মামলা করার জের হিসেবে তাকে হত্যার চেষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ করেন আবুল কালাম আজাদ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আবুল কালাম আজাদ জানান, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের নানান দূর্নীতির বিষয়ে তিনি সবর ছিলেন। মোহাম্মদ চেয়ারম্যানের দূনীতির প্রতিবাদে তিনি এলাকায় ইতিপূর্বে মিছিল মিটিং ও মানববন্ধনসহ নানান আন্দোলন সংগ্রাম করেছেন। শুধু তাই নয়, চেয়ারম্যানের দূর্নীতির নানান তথ্য প্রমানসহ দূর্নীতি দমন কমিশনে আমি বাদী হয়ে মামলা করেছিলাম। এ ঘটনায় চেয়ারম্যান আমাকে নানান ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো। এরই অংশ হিসেবে গত সোমবার রাতে আমাকে হত্যার চেষ্ঠা করা হয়েছে। আবুল কালাম আজাদ জানান, সোমবার সন্ধ্যার পর ব্যাক্তিগত কাজের জন্য তিনি বাইশারী কচুয়া এলাকায় গিয়েছিলেন। ওখানে মিলনের দোকানের ২-৩শ গজ দুরে তিনি মোবাইলে তার এক পরিচিতজনের সাথে কথা বলছিলেন। এসময় বাইশারী ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি মেম্বার জাহাঙ্গির বেপারী ও তার মাদকাশক্ত পূত্র সাগর বেপারীর নেতৃত্ব তার উপর এলোপাথারী হামলা চালানো হয়। ¯’ানীয় চেয়ারম্যানের নির্দেশে তাকে হত্যার জন্যই এ হামলা হয় বলে জানান আবুল কালাম আজাদ। ঘটনার সময় হামলাকারীরা লোহার রড ও কুঠারের আছাড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন ¯’ানে স্বজোড়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে তারা কুঠারের বাট (আছাড়ি) দিয়ে তার ডান পা থেতলে দেয়। হামলাকারীদের হাত থেকে বাচতে ডাকচিৎকার শুরু করলে পাশর্^বত্তি লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে সজ্ঞাহীন অব¯’ায় উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে তার অব¯’ার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ওই রাতেই বরিশাল শেবাচিম হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির কুমার পাল ঘঁনার সত্যতা স্বীকার কওে বলেন এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযৈাগ পেলে এ বিষয়ে অননগত ব্যাব¯’া নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৩ সালে বানারীপাড়া উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হুমাউন কবীরকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। বাকপুরের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকু, আওয়ামী লীগ নেতা ছালাম ও তার পূত্র ফিরোজসহ দূর্বৃত্তরা হত্যা করে বলে অভিযোগ। এ ঘটনায় একটি হত্যা মামলা হলে আসামীদের বিরুদ্ধে চার্যসিট দেয় পুলিশ। বর্তমানে কবির হত্যা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

বরিশালে এক বছরে ৫৫ খুন

নিজস্ব প্রতিবেদক:

অপরাধ দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন নতুন নতুন কৌশল অবলম্বন করছে, তেমনি অপরাধীরাও নতুন নতুন পন্থায় অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করছে।

২০১৮ সালে সংঘটিত হত্যাকাণ্ডের তুলনায় ২০১৯ সালে পাঁচটি হত্যাকাণ্ড বেশি হয়েছে। ২০১৮ সালে খুনের সংখ্যা ছিল ৫০। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ তে। যা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক পরিসংখ্যানের তথ্যে উঠে এসেছে।

পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় চারটি খুন, ১৪টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ২২টি মামলা ও আট শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়। এছাড়া ১৫০টি মাদক মামলাসহ ৩১৯টি অপরাধ সংঘটিত হয়েছে।

ফেব্রুয়ারিতে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় আটটি খুন, ১৩টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৫টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৩৬টি মাদক মামলাসহ ২৮৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।

মার্চে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় তিনটি খুন, ১২টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৬টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৫২টি মাদক মামলাসহ ৩২১টি অপরাধ সংঘঠিত হয়েছে।

এপ্রিলে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় চারটি খুন, ১৫টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৯টি মামলা দায়ের করা হয়। এছাড়া ১৬২টি মাদক মামলাসহ ২৪৯টি অপরাধ সংঘঠিত হয়েছে।

মেতে একটি খুন, ১৬টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৫২টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৭৩টি মাদক মামলাসহ ৩৭১টি অপরাধ সংঘঠিত হয়েছে।

জুনে বরিশাল মহানগর ও জেলার ১৪টি থানা এলাকায় সাতটি খুন, ১৩টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৫৪টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৫৭টি মাদক মামলাসহ ৩৮১টি অপরাধ সংঘঠিত হয়েছে।

জুলাইয়ে পাঁচটি খুন, ১৮টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৫টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৯১টি মাদক মামলাসহ ৩৪৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।

আগস্টে পাঁচটি খুন, ২২টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৪৭টি মামলা ও এক শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ২০১টি মাদক মামলাসহ ৪০৮টি অপরাধ সংঘঠিত হয়েছে।

সেপ্টেম্বরে পাঁচটি খুন, ২৭টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩৩টি মামলা ও দুই শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৯৩টি মাদক মামলাসহ ৩৯৫টি অপরাধ সংঘঠিত হয়েছে।

অক্টোবরে চারটি খুন, ২৮টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৩২টি মামলা ও দুই শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৬৮টি মাদক মামলাসহ ৩৫৯টি অপরাধ সংঘঠিত হয়েছে।

নভেম্বরে চারটি খুন, ১৮টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ৪৪টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৪১টি মাদক মামলাসহ ৩২৭টি অপরাধ সংঘঠিত হয়েছে।

ডিসেম্বরে পাঁচটি খুন, ১২টি চুরি ও সিঁধেল চুরি, নারী নির্যাতনের অভিযোগে ২৪টি মামলা ও চার শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়। এছাড়া ১৪৪টি মাদক মামলাসহ ৩০৬টি অপরাধ সংঘঠিত হয়েছে।

নিখোঁজের তিনদিনেও সন্ধান মেলেনি বরিশালের কলেজ ছাত্র মেহেদীর

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে মায়ের সাথে বাড়ি ফেরার পথে ঢাকা-বরিশাল নৌরুটের এমভি সুরভী-৯ লঞ্চ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ঢাকা উত্তরা ট্রাষ্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মেহেদী হাসানের তিনদিনেও কোন সন্ধান মেলেনি।
মঙ্গলবার দুপুরে নিখোঁজ কলেজ ছাত্রের মা রেহানা পারভীন মুন্নী জানান, গত ১১ জানুয়ারি ঢাকা সদরঘাট থেকে মেহেদী হাসানকে নিয়ে তিনি সুরভী-৯ লঞ্চে পৃথক কেবিনযোগে উজিরপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত এগারোটার দিকে তার কেবিন থেকে ঘুমানোর জন্য লঞ্চের ২৩৫ নাম্বার কেবিনে চলে যায় মেহেদী। ১২ জানুয়ারি ভোরে বরিশাল টার্মিনালে লঞ্চ ভিরলে লঞ্চ থেকে নামার জন্য তিনি ছেলের অপেক্ষ করছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও মেহেদী হাসান তার কক্ষে না আসায় মেহেদী হাসানের কেবিনে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার (মেহেদী) মোবাইল, ব্যাগ ও জুতা কেবিনে ছিলো। তিনি আরও জানান, পরবর্তীতে বিষয়টি লঞ্চের ষ্টাফদের অবহিত করা হয়েছে। এরপর অনেক খোঁজাখুজি করেও মেহেদীর সন্ধান না পেয়ে ওইদিনই কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

বরিশালে জাসদ নেতার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ নেতার শোক

শামীম আহমেদ:

বরিশাল জেলা কমিটি জাসদ নেতা কাজী বাকি উল্লাহ (বাক্কু কাজী) (৬৫), হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনিষ্ট্রটিউটটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১৪) জানুয়ারী সকাল সাড়ে ৮ টায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।

তার মৃত্যুতে আজ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড, মোঃ আব্দুল হাই মাহাবুব এক বিবৃতি শোক প্রকাশ করে বলেন, আজন্ম জাসদ রাজনীতির পক্ষে লড়াই –সংগ্রামে অবিচল থাকা জাসদ নেতা কাজী বাকী উল্লাহ’র মৃত্যুতে জাসদ এবং দেশবাসী সমাজতন্ত্রের পক্ষের রাজনীতির একজন যোদ্ধাকে হারিয়েছে।

জাসদ নেতা কাজী বাকী উল্লাহ পিতা-মাতার এক মাত্র সন্তান সহ তিনি মৃত্যু কালে চিরকুমার ছিলেন।

বুধবার সকাল ৮টায় বরিশাল জেলার হিজলা থানার বড়জালিয়া ইউনিয়নের নুরু কাজী বাড়ি মসজিদ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

বরিশালে স্মার্ট ফোন না পেয়ে ও অভিমানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
আগৈলঝাড়ায় এসএসসি দুই স্কুল শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার ব্যার্থ চেষ্টা। মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের আবুল কাশেম ফকিরের ছেলে ও বিএইচপি একাডেমীর এসএসসি পরীক্ষার্থী রবিউল ইসলাম পরিবারের কাছে একটি স্মার্টফোন মোবাইল ফোন দাবি করেন।

পরিবার থেকে মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমান করে সোমবার রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে রবিবউল। অন্যদিকে উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের শাহিন তালুকদারের মেয়ে ও পয়সা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী হাফিজা আক্তার ভাবীর সাথে ঝগড়া করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

মুমুর্ষ অবস্থায় দু’জনকে সোমবার রাতেই উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশালে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে রাজিহার ইউনিয়নের সাবেক মেম্বর মহিউদ্দিন তালুকদারকে গ্রেফতার করেছে।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ তালুকদারের ছেলে ও ওই ইউনিয়নের সাবেক মেম্বর টিএম মহিউদ্দিন তালুকদারকে এএসআই মাকসুদুর রহমান গ্রেফতার করেছে।
সোমবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতারকৃত মহিউদ্দিন একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত মহিউদ্দিনকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

শীতার্তদের পাশে বরিশাল রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক:
গত ১২ জানুয়ারী ২০২০ খ্রিঃ রবিবার রাত সাড়ে ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম বরিশাল নগরীর লঞ্চঘাট, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরের বিভিন্ন স্থানে শীতার্ত ও অসহায় গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় মোঃ হাবিবুর রহমান প্রাং, পুলিশ সুপার (ফিন্যান্স এন্ড ডিসিপ্লিন), জনাব মোঃ ফয়েজ আহমেদ,অতিরিক্ত সুপার (পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত) রেঞ্জ অফিস, এবং জনাব মোঃ রকিব আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত) বরিশাল জেলা সহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।