বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান-সম্পাদক মতিউর

বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিবিএএ) ২০২০-২০২১ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার (কাষ্টমস, ভ্যাট ও এক্সসাইজ) ড. মো. মতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার নারায়ণগঞ্জের ভুলতার সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে অনুষ্ঠিত বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশন এর বনভোজন ও বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি করা হয়। আগামী দুই বছরের (২০২০-২০২১) জন্য ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মতিউর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, আমাকে দ্বিতীয়বারে মত বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশালের ছেলে হিসেবে আমি গর্বিত। আমি অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর জন‌্য কাজ করতে চাই।

মেয়র সাদিক আবদুল্লাহ’র সাথে কম্বোডিয়ান ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কোম্বোডিয়ান থেকে আগত একদল ব্যবসায়ী।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় ঢাকায় আর্লি লিউ এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময়ে বরিশাল তথা দক্ষিণাঞ্চলে বিনিয়োগের সুনির্দিষ্ট প্রস্তাব সমূহ সাদিক আবদুল্লাহ এর কাছে তুলে ধরেন কোম্বোডিয়ান ব্যবসায়ীরা।

আইটি, ট্যুরিজম, বিশেষ অর্থনৈতিক জোন সহ প্রায় ৮টি বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এ বিষয়ে বিডিকো লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর আসাদ জামান বলেন, বরিশালে বিনিয়োগে আগ্রহী কোম্বোডিয়ান ব্যবসায়ীরা। সে বিষয়েই আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ ডাটা সেন্টার করার পরিকল্পনা চলছে।

সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এ বিষয়ে সকল সহযোগীতার আশ্বাস প্রদান করে বলে জানান তিনি।

আসাদ বলেন, আমাদের প্রাথমিক আলোচনা আজ শেষ হয়েছে সামনে আরো বিস্তারিত জানতে পারবেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র (এফবিসিসিআই) পরিচালক সেরনিয়াবাত মইন আবদুল্লাহ, কোম্বোডিয়ান ব্যবসায়ী উই জি ইয়াং, মিঃ লিয়াও কাই সহ অন্যান্য।

বরিশালে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর কাউনিয়া থানার ভাটিখানা বাজারের পান্থ সড়কে অভিযান চালিয়ে ১৩৫পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮। শনিবার রাতে র‌্যাবের অভিযানে আটক পিযুষ কুমার দাস (৪০) পটুয়াখালীর লাউকাঠী এলাকার দিলিপ কুমার দাসের ছেলে।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাবের একটি বিশেষ দল ভাটিখানা বাজারের পান্থ সড়কে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও পিযুষকে হাতেনাতে আটক করে তারা। এ সময় তার দেহ তল্লাশি করে ১৩৫পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।
জিজ্ঞাসাবাদ শেষে পিযুষকে ওই রাতেই নগরীর কাউনিয়া থানায় সোপর্দ করে র‌্যাব-৮’র ডিএডি মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানানো হয়েছে।

শ্রমিক লীগ নেতার মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহ’র শোক

বরিশাল জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তালুকদারের আকস্মিক মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ শনিবার অনুষ্ঠিত নামাজে জানাযা শেষে মরহুমের কফিনে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বরিশালে নিখোঁজ কলেজ ছাত্র মেহেদীর মরদেহ উদ্ধার

লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়ার সাত দিন পর মেহেদী হাসান বাবু (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যবর্তী ভাষানচর নামক এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

বাবু বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর মুণ্ডপাশা গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। তিনি উত্তরা ট্রাস্ট কলেজের ছাত্র ছিলেন। মায়ের সঙ্গে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন বাবু।

 

নিহত বাবুর মামা নাজমুল হক মুন্না বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) মায়ের সঙ্গে ঢাকা থেকে সুরভী-৯ লঞ্চে করে উজিরপুর নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল বাবু। ওইদিন দিনগত রাত ৩টার পর থেকেই নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ভাষানচর এলাকায় মেঘনা নদীতে বাবুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেহেদীর মরদেহ শনাক্ত করেন তারা। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।

 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, মূলত জেলেরা মরদেহ নদীতে ভাসতে দেখে থানা পুলিশে অবহিত করে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বরিশালে ২৭তম সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ শাহাজাদা হীরা:
আজ ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯ টার দিকে বঙ্গবন্ধু উদ্যান বরিশালে। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে ২৭তম সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধনী, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস।

 

বিশেষ অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর বরিশাল জেরান্ড অলিভার গুডা, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার, বরিশাল জেলার ১০ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি বৃন্দরাসহ বিভিন্ন অতিথি বৃন্দের পাশাপাশি ১০ টি উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তান অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে ২৭তম সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

 

উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ২ টায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

বরিশালে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের মীরগঞ্জ ফেরীঘাটে পন্টুন ও গ্যাংওয়ে অতিরিক্ত বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাক সহ ডুবে গেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় এই দুর্ঘটনার পর থেকে ওই অঞ্চলের রুটে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।

 

মীরগঞ্জ ফেরীঘাটের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাকটি ফেরী থেকে উঠে গ্যাংওয়ে পাড় হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে পন্টুনে গিয়ে ঠেকে যায়।

 

এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে পানি ঢুকে যায়। এ সময় ট্রাকের পেছনের অংশ সহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আশিংক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেলপার নিরাপদে বের হয়ে পালিয়ে যায়। ফেরী থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিনের স্টার্ট বন্ধ না হলে এই দুর্ঘটনা ঘটতো না বলে মনে করেন রফিকুল ইসলাম।

 

এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল ফেরী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ জানান, ট্রাকটি অতিরিক্ত মাল বোঝাই হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের খাম্বাগুলো আগে উত্তোলন করে ট্রাকটি উদ্ধারের পর ক্রেন দিয়ে ডুবে যাওয়া পন্টুন উদ্ধারের চেস্টা চলছে।

 

একই সাথে দ্রুত সময়ের মধ্যে সরাসরি যান চলাচল শুরুর জন্য ওই ঘাটের পাশে একটি বিকল্প গ্যাংওয়ে নির্মান সহ একটি পন্টুন প্রতিস্থাপনের কাজ চলছে। সড়ক ও জনপথ বিভাগ এবং ফেরী বিভাগ যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

আগৈলঝাড়ায় চেয়ারম্যান শ্যালকের মোটরসাইকেল রহস্যজনক কারনে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

শামীম আহমেদ:
বরিশাল জেলার আগৈলঝাড়ায় রাতের আধারে পেট্রোল দিয়ে চেয়ারম্যান শ্যালকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পোড়া মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।

পুড়িয়ে দেয়া মোটসাইকেলের মালিক আমিন আহম্মেদ নিরব সাংবাদিকদের জানান, অন্যান্য দিনের মতো শুক্রবার সন্ধ্যার পরে নিজের ব্যবহৃত হিরো হাং ১৫৫সিসি মোটরসাইকেল নিয়ে বাকাল এলাকায় তার দুলাভাই আগৈলঝাড়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের চাষ করা মাছের ঘের দেখতে যান তিনি।

বাকাল গোবিন্দ মন্দির সংলগ্ন স্থানীয় উত্তমের বাড়ির পাশে রাস্তার উপর মোটরসাইকেল রেখে মাছের ঘেরে গেলে এই সুযোগে দুর্বিত্তরা তার মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিরবসহ স্থানীয়রা আগুন দেখে দৌড়ে ছুটে আসলেও আগুনের লেলিহান শিখার কারনে কাছে গিয়ে আগুন নেভাতে না পারায় চোখের সামনেই মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে রাতেই এসআই তৈয়বুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসআই তৈয়বুর রহমান বলেন, ঘটনাটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এরকম ঘটনা এর আগে আগৈলঝাড়া থানা এলাকায় ঘটেনি জানিয়ে আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আমিন আহম্মেদ নিরব বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৬শ পরিবারকে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ ৬শ শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দ জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে ৬শ দুঃস্থ শীতার্ত পরিবার সদস্যদের কম্বল বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জিয়াউর রহমান সিমুলের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মাহবুব চোকদার, আনন্দ টিভির ব্যুরো চীফ কাজী আল আমিন, বাংলা টিভির প্রতিনিধি এফএম নাজমুল রিপন, ৭১ টিভির প্রতিনিধি স্বপন দাস প্রমুখ।

বরিশালে মাদক ব্যবসায়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মাদক ব্যবসায়ি সানিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব ফুল্লশ্রী এলাকার নূর-এ-মদিনা মসজিদের সামনের রাস্তা থেকে ১২পিচ ইয়াবাসহ সানি (২১)কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত সানি মোল্লা রাজবাড়ি জেলার গোয়লন্দ থানার পাটুরিয়া এলাকার লিটন মোল্লার ছেলে। সানি বর্তমানে ঢাকার মোহম্মদপুর থানার রায়ের বাজার এলাকার ৩২/২৯ নম্বর সাদেক খান রোডের মুক্তি মিয়ার বাসার ভারাটিয়া বাসিন্দা ও ওই এলাকার অন্যতম মাদক ব্যবসায়ি।

 

এঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে ওই রাতে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের হাসান মিয়ার ছেলে কোটালীপাড়া থানার জিআর ১৩৫/১৯ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাহাবুদ্দিন মিয়া (২৪) কে এসআই নাসির নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের শনিবার বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।