মেয়র সাদিক আবদুল্লাহ’র সাথে কম্বোডিয়ান ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কোম্বোডিয়ান থেকে আগত একদল ব্যবসায়ী।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় ঢাকায় আর্লি লিউ এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময়ে বরিশাল তথা দক্ষিণাঞ্চলে বিনিয়োগের সুনির্দিষ্ট প্রস্তাব সমূহ সাদিক আবদুল্লাহ এর কাছে তুলে ধরেন কোম্বোডিয়ান ব্যবসায়ীরা।

আইটি, ট্যুরিজম, বিশেষ অর্থনৈতিক জোন সহ প্রায় ৮টি বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এ বিষয়ে বিডিকো লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর আসাদ জামান বলেন, বরিশালে বিনিয়োগে আগ্রহী কোম্বোডিয়ান ব্যবসায়ীরা। সে বিষয়েই আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ ডাটা সেন্টার করার পরিকল্পনা চলছে।

সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এ বিষয়ে সকল সহযোগীতার আশ্বাস প্রদান করে বলে জানান তিনি।

আসাদ বলেন, আমাদের প্রাথমিক আলোচনা আজ শেষ হয়েছে সামনে আরো বিস্তারিত জানতে পারবেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র (এফবিসিসিআই) পরিচালক সেরনিয়াবাত মইন আবদুল্লাহ, কোম্বোডিয়ান ব্যবসায়ী উই জি ইয়াং, মিঃ লিয়াও কাই সহ অন্যান্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *