মাঘের শুরুতেই দেশীয় আমের মুকুলের সৌরভ ছড়াচ্ছে

বেতাগী ॥ মাঘের প্রথম সপ্তাহ চলছে। শীতের ভরা মৌসুম। অথচ এরমধ্যেই বরগুনার বেতাগীতে অনেক আম গাছে মুকুলের দেখা মিলছে। এতে চাষি ও বগানের মালিকরা খুশি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভরা শীতে গাছে মুকুল আসা তেমন ভালো নয়। কারণ আগেভাগে আসা মুকুল ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে শঙ্কা রয়েছে আমের ফলন কমে যাওয়ার।

চলতি মাঘ মাসের প্রথম সপ্তাহেই দেশি জাতের আম গাছে এই মুকুল দেখা গেছে । অবশ্য চাষিদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে আর বড় প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার আমের বাম্পার ফলন হবে।

উপজেলার কয়েকটা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আম গাছে মুকুল আসতে শুরু হয়েছে। সোনারাঙা সেই মুকুলের পরিমাণ কম হলেও সৌরভ ছড়াচ্ছে বাতাসে।

আমচাষি ও বাগান মালিকরা জানান, বিভিন্ন এলাকা জুড়ে শীতের তীব্রতা বিরাজ করলেও আগাম জাতের সব আম গাছে মুকুল আসতে শুরু করেছে। পৌষের শেষের দিকে গাছে মুকুল আসার লক্ষণ দেখা গিয়েছিল। মাঘের শুরুতেই মুকুল বের হয়েছে, এ কারণে বাগানে পরিচর্যা বাড়িয়েছেন তারা।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য কোর্স সম্পন্নকারী কৃষিবিদ লিটন কুমার ঢালী জানায়, ‘ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির মাঝামাঝি সময় অবধি বারোমাসি বা লোকাল জাতের আম গাছে মুকুল আসা শুরু হয়।

তবে এবার জানুয়ারির শুরুতেই মুকুল আসা শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসেই মূলত আম গাছে মুকুল আসা শুরু হয়। শীতের তীব্রতা, তাপমাত্রা ও ঘন কুয়াশার কারণে গাছের মুকুল নষ্ট হতে পারে।

মোকামিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের দেশীয় জাতের আম চাষি রতন হাওলাদার জানান, তার আম বাগানের অধিকাংশ গাছেই মুকুল দেখা দিয়েছে। তবে কিছুদিন থেকে ঘন কুয়াশার কারণে মুকুল কিছুটা হতে পারে এমন আশঙ্কায় রয়েছি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন, ‘ দেশীয় ও বারোমাসী জাতের গাছে আমের মুকুল আসতে শুরু করেছে।

মূলত ঘনকুয়াশার কারণে দেশি জাতের (বিশেষ করে আঁটি ও ফজলি আম) গাছে এই আগাম মুকুলে ছত্রাকে নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। ঘন কুয়াশার কবলে না পড়লে, এসব মুকুলে ভালো আম হবে।

তিনি আরো বলেন, ‘তবে নিয়ম মেনে মাঘের শেষ দিকে যেসব গাছে মুকুল আসে, তাতে আরও বেশি ফলন হয়।

বেতাগীতে বাল্য বিয়ে প্রতিরোধে কিশোরী ক্লাবের নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের কিসমত গ্রামে কিশোরী ক্লাবের উদ্যোগে আজ বিকেলে (১৭ জানুয়ারি) বাল্য বিয়ে প্রতিরোধে বিশেষ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেসরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার -কোডেকের আয়োজনে সংস্থার শাখা ব্যবস্থাপক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক নাসিমা আক্তার, বিশেষ অতিথি প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক স্বপন কুমার ঢালী। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাল্য বিয়ে প্রতিরোধে নাটক, কবিতা আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধক সংগীতে বিজয়ী কিশোরীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন কোডেক এর প্রোগ্রাম কর্মকর্তা মাইনুল হোসেন।

বরগুনায় কুমিরের চামড়াসহ আটক -১

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় কুমিরের চামড়া সহ রিপন গোলদার (৪৫) কে আটক করেছে পাথরঘাটা কোষ্টগার্ড। আজ চরদুয়ানি খালের উত্তর পাড় থেকে একটি কুমিরের চামড়াসহ তাকে আটক করা হয়। আটক রিপন গোলদার উপজেলার কাঠালতলী ইউনিয়নের হোসেনপুর এলাকার ৩ নং ওয়ার্ডের নাজেম গোলদারের ছেলে।

কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার জানান,গোপন সংবাদের ভিত্তিতে কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে কোষ্টগার্ড সদস্যরা চরদুয়ানী খালের উত্তর পাড় থেকে আজ রিপন গোলদারকে ৭ ফুটলম্বা একটি কুমিরের চামড়াসহ আটক করা হয়।
রিপন গোলদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রানী সংরক্ষন আইনে ৩ মাসের কারাদণ্ড দেন।

আমতলীতে কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক সেমিনার

মো: মহসীন মাতুব্বর আমতলী প্রতিনিধি:
কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক সেমিনার শনিবার আমতলী কৃষি রেডিও অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ী ঢাকার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধান তথ্য অফিসার কৃষিবিদ অঞ্জন কুমার বড়াল।
আমতলী কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার কৃষিবিদ মোঃ ইশা ইকবালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য অফিসার কৃষিবিদ অঞ্জন কুমার বড়াল, কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ী ঢাকা। বিশেষ অতিথি ছিলেন তথ্য কর্মকর্তা কৃষিবিদ মারুফ হোসেন, মোঃ মঞ্জুর হোসেন, আঞ্চলিক কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, আমতলী সরকারী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম তালুকদার, এনএসএস নির্বাহী পরিচালক অ্যাড শাহাবুদ্দিন পান্না। সভায় বক্তব্য রাখেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক মোঃ নুহু-উল- আলম নবিন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, কৃষি রেডিও’র প্রোগ্রামার মোঃ শামিম মিয়া। সেমিনার শেষে কৃষি রেডিও’র সেচ্ছাসেবক মেহেদী হাসানকে সম্মাননা স্বারক দেয়া হয়। সেমিনারে বক্তারা কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভুমিকা নিয়ে আলোচনা করা হয়। আমতলী কৃষি রেডিও’র তথ্য সেবা প্রান্তিক কৃষকদের মাঝে পৌছে দেয়ার ভুমিকা নিয়ে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন।

পাথরঘাটায় নদী খননে মিলল ১১৪ কেজির মূর্তি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় কালো পাথরের একটি মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় মূর্তিটি পাওয়া যায়। যার ওজন ১১৪ কেজি।

সকাল ১১টার দিকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে মূর্তিটি জমা দেন পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা।

সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা জানান, সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলা এলাকায় তুলসীগঙ্গা নদীর পাথরঘাটায় নদীতে খনন কাজের সময় এই মূর্তিটি পাওয়া যায়। সে সময় আটাপুর ইউনিয়নের গ্রাম পুলিশরা জেলা প্রশাসককে বিষয়টি জানান। খবর পেয়ে মূর্তিটি প্রশাসনের জিম্মায় নেয়া হয়।

পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন জানান, মূর্তিটি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। এর আগেও ডিসেম্বরে পাথরঘাটা এলাকার তুলসীগঙ্গা নদী থেকে আরও দুটি মূর্তি পাওয়া যায়। ওই মূর্তি দুটিও ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়।

আমতলীতে জালটাকাসহ গ্রেফতার -১

বরগুনার আমতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার গভীর রাতে আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. বশির উদ্দিন মিয়া ভাড়াটিয়া মো. আব্দুল মান্নান ওরফে রনি(৩৫)কে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেছেন ।

আমতলী থানা সূত্রে জানা যায়, বরগুনা সদর থানার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ গ্রামের হাজী সেকান্দার আলীর পুত্র মো. আব্দুল মান্নান দীর্ঘদিন যাবৎ আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মো. বশির উদ্দিন মিয়ার বাড়ীতে ভাড়া থেকে জাল টাকার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শনিবার রাতে আমতলী থানা পুলিশের এস আই মো,. আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত জাল টাকা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।

বছরের প্রথম দিন বই পেল আমতলীর ২৪ হাজার কোমলমতি শিশু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বছরের প্রথম দিন বই পেল আমতলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ২৪ হাজার ৩’শ কোমলমতি শিশু। সরকারী নির্দেশনা মতে শুক্রবার শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে শিশু ও অভিভাবকদের হাতে বই তুলে দিয়েছেন। দীর্ঘদিন পর স্কুলে এসে বই পেয়ে উচ্ছাসিত ও উৎফুল্ল কোমলমতি শিক্ষার্থীরা।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সারা দেশের স্কুল বন্ধ রয়েছে। সেই মুহুর্তে বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের হাতে বই তুলে দিতে সিদ্ধান্ত নেন সরকার। সরকারী সিদ্ধান্ত মোতাবেক আমতলী উপজেলার ১৫৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২৪ হাজার ৩’শ শিশু ও অভিভাবকদের হাতে বই তুলে দিয়েছেন।
আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী নওরিন জাহান পূর্নতা বলেন, বহুদিন পরে বিদ্যালয়ে এসে নতুন বই পেয়েছি। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়।
কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস আলম রাসেল বলেন, সরকারী নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরন করা হয়েছে।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, সরকারী নির্দেশনা অনুসারে উপজেলার ১৫৩টি বিদ্যালয়ে ২৪ হাজার ৩’শ কোমলমতি শিশুদের মাঝে বই বিতরন করা হয়েছে। তিনি আরো বলেন, শিশু ও অভিভাবকরা বিদ্যালয় এসে বই নিয়েছেন।

বরগুনায় প্রেমিকের হাত ধরে নববধূর পলায়ন

বরগুনার তালতলীতে টয়লেটে যাওয়ার বাহানা দিয়ে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের হাত ধরে ইতি রানী নামে এক নববধূ পালিয়ে গেছে। মঙ্গলবার রাতে ওই উপজেলার মালিপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায় সে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়। বিয়ের পরও আগের প্রেমিকের সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলত ইতি রানী। মঙ্গলবার রাত ১১টার দিকে প্রেমিক মেসেজ দেয় ‘আমি আসতেছি’। এরপর রাতে টয়লেটে যাওয়ার বাহানা দিয়ে বাইরে বের হয়ে যায় ইতি রানী। অনেক সময় পরও ঘরে না ফিরলে তাকে খোঁজাখুঁজি করে শ্বশুরবাড়ির লোকজন। এক পর্যায়ে ঘরে থাকা মোবাইলের মেসেজ ঘেটে জানা যায়, প্রেমিকের হাত ধরে পালিয়েছে সে। পালিয়ে যাওয়ার সময় ঘর থেকে ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় পলাতক ইতি রানীর শাশুড়ি ঝর্ণা রানী কর্মকার থানায় জিডি করেছেন। তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিখোঁজের ৫ দিনেও উদ্ধার হয়নি আমতলীর সহোদর

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
নিখোঁজের ৫ দিনেও উদ্ধার হয়নি আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের কিশোর চন্দ্র বাইন (১৮) ও তার চাচাত ভাই আকাশ চন্দ্র বাইন (১৪)। এতে স্বজনদের মাঝে উৎকন্ঠা বেড়ে গেছে। এ ঘটনায় আমতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের কাঁলাচান বাইনের ছেলে কিশোর চন্দ্র বাইন (১৮) ও ননী গোপাল বাইনের ছেলে আকাশ চন্দ্র বাইন (১৪) গত ২৬ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে স্থানীয় বিশ্বাসের বাজারে যায়। ওই সময় থেকে তারা নিখোজ রয়েছে। কিশোর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণী ও আকাশ আমতলীর পশ্চিম চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে লেখাপড়া করে। নিখোজের পর থেকে স্বজনরা হন্য হয়ে খুজেও তাদের কোন সন্ধান পায়নি। ৫ দিনেও উদ্ধার না হওয়ায় পরিবারের মাঝে আতঙ্ক ও উৎকন্ঠা বেড়ে গেছে। এ ঘটনায় সোমবার নিখোজ কিশোর বাইনের বাবা কাঁলাচান বাইন আমতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
আকাশের বাবা ননী গোপাল বাইন বলেন, নিখোজের ৫ দিনেও দুই ভাইকে খুঁজে পাওয়া যায়নি। নিখোজ কিশোরের মোবাইল ফোন ( ০১৭৭২১৯৮১৭৯) বন্ধ রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই ভাইকে সন্ধানের জন্য বাংলাদেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

আমতলীর পৌরশহর রক্ষার জন্য ৭২৬ কোটি টাকার মেগা প্রকল্প

বরগুনার আমতলীর সুবান্দী, রামজী ঘুঘুমারী খাল সংস্কার ও উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী বেড়ি বাঁধ, চাওড়া ইউপির ঘটখালী বেড়িবাঁধ পুন:নির্মান ও আমতলী পৌর শহর রক্ষা বাধ নির্মানের জন্য বরগুনার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ৭২৬ কোটি টাকা ডিপিপি (ডকুমেন্ট অফ প্রজেক্ট প্রফর্মা) জমা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। প্রস্তাবটি চুড়ান্ত পর্যায়ে রয়েছে সচিবের অনুমতির অপেক্ষায়। বরগুনা পাউবো সূত্রে জানা যায় সচীব অনুমতি দিলেই প্রকল্পের নিয়ম অনুযায়ী কার্যক্রম শুরু করা হবে।

সুবান্দী, রামজী ঘুঘুমারী খাল সংস্কার ও উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী বেড়ি বাঁধ, নদী ভাংগন রোধ চাওড়া ইউপির ঘটখালী বেড়িবাঁধ পুন:নির্মান নদী ভাংগন রোধ ও আমতলী পৌর শহর রক্ষা বাধ নির্মানের জন্য বরগুনার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ৭২৬ কোটি টাকা ডিপিপি (ডকুমেন্ট অফ প্রজেক্ট প্রফর্মা) জমা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।

এ প্রকল্পের মধ্যে বেড়ি বাধ নির্মান. পুনঃনির্মান শহর রক্ষাবাধ নির্মান, সুবান্ধী খালে ১০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মান লোচা খালে ৫ ব্যান্ডের স্লুইজ, সোনাগজা খালে ৩ ব্যান্ডের স্লুইজ, সেনের হাট বাজারে ২ ব্যান্ডের স্লুইজ ও পূর্বচিলা ২ ব্যান্ডের স্লইজ নির্মাণ, ছুরিকাটা মহাসড়ক, হলদিয়া বাজার সংলগ্ন, বলইবুনিয়া খালের গোড়ায়, লক্ষিরখালের গোড়ায়, চন্দ্রাপাতাকাটা ও কাউনিয়া বাঁধসহ ১০ টি স্থানে কালভার্ট নির্মাণ, পশ্চিম ঘটখালী ও কৃষ্ণনগর গ্রামে ২টি আউটলেট নির্মাণ,ও কচুরীপানা উত্তোলনের জন্য বরগুনা পাউবো ৭২৬ কোটি টাকার ডিপিপি (ডকুমেন্ট অফ প্রজেক্ট প্রফর্মা) জমা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ।

উল্লেখ্য বরগুনার আমতলী উপজেলার চাওড়া, হলদিয়া, কুকুয়া, সদর ইউনিয়ন ও পৌরসভার উপরদিয়ে প্রবাহিত ৩০ কিলোমিটার দৈর্ঘ্য ও ২০০ মিটার প্রস্থ চাওড়া- সুবান্দি নদী কচুরীপানায় ভরপুর হয়ে গেছে। পানি পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দুষিত হওয়ায় চার ইউনিয়ন ও পৌরসভার লাখো মানুষ দুর্ভোগে পড়েছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে আমতলীর চাওড়া ও পায়রা নদীর ভয়াবহ ভাঙ্গনের হাত থেকে আমতলী শহরকে রক্ষায় সংযোগস্থল চৌরাস্তায় পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ করে। কালের বিবর্তনে চাওড়া নদী মরা নদীতে পরিনত হয়। ত্রিভুজ আকৃতির ৩০ কিলোমিটার দৈর্ঘ্য ও ২০০ মিটার প্রস্থ এ নদীটি উপজেলার হলদিয়া, কুকুয়া, চাওড়া, আমতলী সদর ইউনিয়ন ও পৌরসভার ৩০টি গ্রামের উপর দিয়ে প্রবাহিত। নদীর ভৌগলিক অবস্থানের কারনে সুবন্দি অংশে রামনাবাঁধ নদী, ঘুঘুমারী অংশে টিয়াখালী ও আমতলীর অংশে পায়রা নদীর সাথে সংযোগ রয়েছে। প্রকৃতিক জলোচ্ছাস ও লবনাক্ততার হাত থেকে মানুষ ও সম্পদ রক্ষায় ২০০৯ সালে রামনাবাঁধ নদীর একাংশ সুবন্দি নামক স্থানে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ করে। চাওড়া ও সুবন্দি নদীর পানিপ্রবাহ নিশ্চিত করার জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে সুবান্ধী পয়েন্টে ২০১৫ সালে দু’ব্যান্ডের স্লুইজ নির্মাণ করেছে। দুব্যন্ডের একটি স্লুইজ নির্মান করলেও ৩০ কিমি লম্বা এবং প্রায় কোয়াটার কিলোমিটার প্রশস্ত খালের পানি প্রবাহ নিশ্চিত করতে দুব্যন্ডের স্লুইজ কোনভাবেই যথার্থ নয়।

পানি উন্নয়ন বোর্ড বাধ নির্মানে লবন পানি প্রবেশের অজুহাত তুললেও বঙ্গোপসাগর সংলগ্ন নদীগুলোর লবনাক্ততা বিষয়ে সাম্প্রতিক সময়ের স্টাডি বলছে, পায়রা বিষখালী এবং বলেশ্বর মোহনায় মার্চের প্রথম থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত লবনাক্ততা থাকলেও তালতলীর পর পায়রা নদীতে লবনাক্ততা সহনীয় মাত্রার এবং বগি বাজারের পর থেকে লবনাক্ততা খুব কম। আন্দারমানিক এবং রামনাবাদ চ্যানেলের লোন্দা পয়েন্ট পর্যন্ত মার্চের প্রথম থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত লবনাক্ততা থাকলেও সুবন্ধি পয়েন্টে লবনাক্ততা নেই কালেভদ্রে দেখা গেলেও তা খুবই সহনীয় মাত্রার সিডরের সময় সুবান্ধি খোলা ছিল। সুবান্ধি ও জুলেখার স্লুইজ থেকে আমতলী পর্যন্ত চাওড়া হলদিয়া খালের দুপাড়ে ২১টি কার্লভার্ট ও ইনলেটসহ উচু রাস্তা রয়েছে। যে কারনে সিডরে এসব এলাকায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ১৯৬৭ সালে জুলেখা খালে পাঁচ কপাট ও উত্তর টিয়াখালী খালে পাঁচ কপাট এবং ঘুঘুমারিতে এক কপাটের স্লুইজ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। সুবান্দির তিনটি জলকপাট থেকে পানি নিস্কাসনের কারনে নদীর ১০ কিলোমিটার পর্যন্ত পানি’র স্বাভাবিক প্রবাহ রয়েছে। জুলেখা, উত্তর টিয়াখালী ও ঘুঘুমারি খালের জল কপাট বন্ধ করে একটি প্রভাবশালী মহল মাছ চাষ করে ও জাল দিয়ে আটকিয়ে মাছ ধরে। এছাড়াও জুলেখার স্লুইজ খালের লক্ষী নামক স্থানে তিনটি বাঁধ, উত্তর টিয়াখালী স্লুইজের বাঁধসহ খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করে পানি প্রবাহ বন্ধ করে রেখেছে।

অপরদিকে নদী সংলগ্ন ১০টি খাল প্রভাবশালীরা অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষ এবং খাল দখল করে স্থায়ী বাড়ী ঘর নির্মাণ করছে। এতে নদীর পশ্চিম, দক্ষিণ ও পুর্ব দিকের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়াতে ১৫ কিলোমিটারের কচুরীপানা আটকে জন দুভোর্গ চরম আকার ধারন করেছে। নদীর দু’পাড়ের মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। কচুরীপানার কারনে পানি নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পরিবেশ দুষিত হয়ে মারাত্মক আকার ধারণ করেছে। ওই খালের পানি ব্যবহার অযোগ্য হয়ে পরেছে। এ খালের দু’পাড়ের প্রায় লক্ষাধিক মানুষের জনদুর্ভোগে পরিনত হয়েছে। ফলে খালের পানি প্রবাহ নিশ্চিতকরন ও অবৈধ দখল করা খাল মুক্ত করার দাবীতে সোচ্চার হয়ে উঠেছে ৪ ইউনিয়ন ও একটি পৌরসভার লাখো মানুষ।

হলদিয়া গ্রামের মো. রফিকুল ইসলাম বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে জরুরী ভিত্তিতে কচুরীপানা অপসারণ করা দরকার। তিনি আরও বলেন স্থানীয় প্রভাবশালীরা খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। এ বন্ধ খালগুলোর বাঁধ কেটে পানি প্রবাহ নিশ্চিত করার দাবী জানাই।
চন্দ্রা গ্রামের কৃষক মো. সুমন মিয়া বলেন, খালের কচুরীপানা জমে পানি নষ্ট হয়ে গেছে। এ পানি ব্যবহার করা যাচ্ছে না। দুর্গন্ধে পরিবেশ দুষিত হচ্ছে। অতিদ্রুত কচুরীপানা অপসারনের দাবী জানাই।

চাওড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান খান বাদল মুঠোফোনে বলেন, চাওড়া ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের দাবী সুবান্ধী খাল সংস্কার, ঘটখালী বেড়ি বাধ পুন: নির্মান ও নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার। দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন হলে চাওড়া বাসীর দুর্ভোগ লাঘব হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, এ প্রকল্প বাস্ত বায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, চাওড়া সুবন্দি খালের পানি প্রবাহের জন্য যে প্রকল্প দেয়া হয়েছে তা যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরও বলেন,খালের শাখা প্রশাখার বাঁধগুলো কেঁটে স্লুইজ ও কালভার্ট নির্মাণ করে নৌ পরিবহন চলাচল নিশ্চিত করতে হবে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার আলম মুঠোফোনে বলেন, চাওড়া-সুবান্দি নদীর পানি নিষ্কাশন ও কচুরীপানা অপসারন ওয়াকওয়ে নির্মানের ও আড়পাঙ্গাশিয়া, ঘটখালী ও আমতলী পৌরশহর রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ৭২৬ কোটি টাকা ডিপিপি (ডকুমেন্ট অফ প্রজেক্ট প্রফর্মা) জমা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। এখন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব মহোদ¦য়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ প্রকল্প বাস্তবায়ন হলে আমতলী উপজেলার সুবান্ধীবাদ সংশ্লিষ্ট মানুষসহ উপজেলার তিন লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে জানান।