বরিশালে করোনা স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা

বরিশালে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯টি প্রতিষ্ঠান এবং সরকারি কাজে বাধা দেয়ায় এক ব্যক্তির কাছ থেকে মোট ১ লাখ ৩৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর বিসিক এলাকায় দুটি প্রতিষ্ঠানের গোডাউন সিলগালা করে দেয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা র‌্যাবের সহায়তায় এবং অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ করোনার ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন এবং এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য বিধি অনুযায়ী নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

বরিশাল থেকে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক পাঠাল পুলিশ

বরিশালে লকডাউনে আটকে পড়া কর্মরত ৬২ জন শ্রমিককে ধান কাটতে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে পাঠিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে নগরী থেকে তাদেরকে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জে পাঠায় পুলিশ।

বিএমপি সূত্রে জানা গেছে, করোনার প্রাদুর্ভাবের আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৬২ জন শ্রমিক বরিশালে ঠিকাদার ভিত্তিক বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে আসে।

বর্তমানে বরিশাল লকডাউন হওয়ায় শ্রমিকরা আটকা পড়ে যায়। পড়ে শ্রমিকরা ধান কাটতে নিজ গ্রাম চাঁপাইনবাবগঞ্জে যেতে চায় বলে বিএমপি পুলিশকে অবহিত করে। তারপর বিএমপি কমিশনারের নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদারের তত্বাবধানে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে আলাপচারিতা করে শ্রমিকদের পাঠানোর ব্যবস্থা করা হয়৷

শ্রমিক পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন জানান, দেশের করোনাকালীন দুঃসময়ে কৃষি ও ধান কাটা মৌসুমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী । এমতাবস্থায় বরিশালে আটকে পড়া ৬২ জন শ্রমিক তাদের নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে ধান কাটতে যেতে চাইলে বিএমপি পুলিশ তাদের পাঠানোর ব্যবস্থা করে।

আজ (২২ এপ্রিল) দুপুরে বাসের ভিতরে শ্রমিকদের প্রত্যেকে মুখে মাস্ক পড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সীটে বসিয়ে পুরোপুরি স্যানিটাইজেশন ব্যবস্থায় তাদের চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়।

শেবাচিমের ৪ ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত, ছাত্রাবাস লকডাউন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা করোনায় আক্রান্ত হওয়ায় বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু চিকিৎসকরা নন একইসাথে করোনায় আক্রান্ত হচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা্ও। ফলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের একমাত্র করােনা চিকিৎসার কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

সর্বশেষ আজ বুধবার ৪ শিক্ষানবিশ চিকিৎসকের করোনা পজেটিভ এসেছে। এ কারনে চারটি ছাত্রবাস লকডাউন করা হয়েছে। একইসাথে সকল ইন্টার্ন চিকিৎসকদের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হােসেন।

ডা. বাকির হোসেন বলেন, হাসপাতালে প্রথমে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হলেও নতুন করে আরো ৬০ জন চিকিৎসক ৩ দিনের মধ্যে যোগদানের কথা রয়েছে। তারা এলে পরিস্থতি স্বাভাবিক হবে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মেডিকেল কলেজের ৩ পুরুষ ও ১ নারী ইন্টার্ন চিকিৎসকের দেহে করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় কর্তৃপক্ষ জামিলুর রহমান ছাত্রাবাস ও হাবিবুর রহমান ছাত্রাবাস, ডা. নূর- উর নবী ইন্টার্ন হোস্টেল ও মেয়েদের একটি ছাত্রাবাস লকডাউন করেছেন।

২০ এপ্রিল রাতে হাবিবুর রহমান ছাত্রাবাস লকডাউন করা হয়। বাকি তিনটি ২১ ও ২২ এপ্রিল লকডাউন করা হয়।

ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্তের খবর জানাজানি হলে পিছনের গেট আটকে দিয়েছে স্থানিয়রা। ওদিকে হােস্টেলের বাবুর্চি গেছেন পালিয়ে। ফলে বেকায়দায় পড়েছিলেন ছাত্রাবাসের শিক্ষার্থীরা।

যদিও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসিত ভূষণ দাস জানিয়েছেন, প্রথম দিনে খাবারের কষ্ট থাকলেও বর্তমানে নেই। সিটি মেয়রের তত্ত্বাবধানে সেখানে খাবার দেওয়া হচ্ছে।

বরিশালে টিসিবির পণ্য বিতরণ

আসন্ন রমজানকে সামনে রেখে করোনা ভাইরাসের কারনে গৃহবন্ধী নিন্ম আয়ের জনগোষ্ঠির পণ্যের চাহিদা পূরনের লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বাসিন্দাদের মাঝে সরকারী মূল্যে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধণ করা হয়েছে।

বুধবার সকালে পিঙ্গলাকাঠী বাজারে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধণ করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলাম,

প্যানেল চেয়ারম্যান শহিদ খান। জানা গেছে, নলচিড়া ইউনিয়নের আট শতাধিক বাসিন্দাদের মধ্যে পর্যায়ক্রমে সরকারী মূল্যে টিসিবির তৈল, মসুর ডাল, ছোলা বুট, চিনি ও খেজুর বিতরণ করা হবে। একইদিন পিঙ্গলাকাঠী বাজারের পল্লী চিকিৎসকদের মাঝে ইউপি চেয়ারম্যান পিপিই বিতরণ করেন।

বরিশালে টানা তিন দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বিজলী চমকানোসহ দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিন দিন তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র বিজলী চমকানোসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে আবহাওয়া অফিস জানায়।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ২৬ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে ২০ মিলিমিটার, খুলনায় ১৬ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

বরিশালে পিপিই পরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু

বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় নামক স্থানে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে ছিল বেক্সিমকো ফার্মার এরিয়া ম্যানেজার সুজিত হালদার।

গায়ে পিপিই জড়ানো। করানা আতংকে কেউ তার কাছে ঘেষেনি। পড়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপতালে ভর্তি করে। কিন্দু বাঁচানো যায়নি তাকে।

স্থানীয়দের মাধ্যমে জানাগেছে, বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় রাস্তার পাশে জ্ঞান হারানো অবস্থায় পড়ে থাকা ব্যক্তির নাম সুজিত হালদার (৪০)।

তিনি বেক্সিমকো ফর্মাসিটিউক্যাল কোম্পানীর এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাথে মোঃ শাহে নেওয়াজ নামে একজন সহযোগী রয়েছেন।

শাহে নেওয়াজ জানান, বরিশাল থেকে তারা গৌরনদী উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইক (ঢাকা মেট্রো-হ-৪৬-১৩৩৬) দাড় করিয়ে রাস্তার পাশে একটি গাছের উপর বসে পড়েন।

এর একটু পরেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং শ্বাসকষ্ট শুরু হয়। এসব দেখে মুঠোফোনে ওই ব্যক্তির বাড়িতে খবর দেয়া হয়।

কিন্তু স্বজনদের আসতে দেরিয়ে হওয়ায় পার্শ্ববর্তী এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ারেজসহ একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সাথে ওই ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে দেয়।শেবাচিম হাসপাতাল সূত্রে জানাগেছে, ‘সুচিত হালদার নামের ওই ব্যক্তিকে উদ্ধার হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছিল।

অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে এয়ার এম্বুলেন্স যোগে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। সুজিদ হালদারের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন।

বরিশাল বিভাগে নতুন পাঁচজনসহ করোনায় মোট আক্রান্ত ৭৩

বরিশাল বিভাগে নতুন করে পাঁচজন নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরিশালে একজন, পটুয়াখালীতে তিনজন ও ঝালকাঠিতে একজন। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৭৩ জন৷

বুধবার (২২ এপ্রিল)  বিকালে বরিশাল স্বাস্থ্য বিভাগের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার নতুন পাঁচজন আক্রান্ত নিয়ে  বরিশালে ৩২ জন, বরগুনায়  ১৭ জন, পটুয়াখালীতে ১৩ জন, ঝালকাঠীতে ছয়জন ও  পিরোজপুরে পাঁচজনসহ মোট ৭৩ জন।

এর মধ্যে বরগুনায় দুইজন, পটুয়াখালী ও বরিশাল জেলায় একজন করে মোট চারজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আক্রান্ত ও মৃত্যুর বিষয়টি  বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন, বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।

করোনা দুর্যোগে ঝালকাঠির অ্যাডিশনাল এসপি মাহমুদ হাসানের মানবতা

করোনাভাইরাসে কারণে দিনমজুর ও দৈনিক রোজগার বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের মানুষের। এই দুর্যোগ মুহূর্তে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম মাহমুদ হাসান।

করোনার প্রাদুর্ভাব শুরু হাওয়ার পর থেকে ঝালকাঠির সদর উপজেলা ছাড়াও নলছিটির বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে নলছিটির কুলকাঠি ইউনিয়নের সরই এলাকায় ব্যক্তিগতভাবে বেশ কিছু অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। শুরু থেকেই এ নিয়ে শতাধিক পরিবারের মাঝে গোপনে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে এসেছেন তিনি।

খাদ্যদ্রব্যে দশ কেজি চাল, এক কেজি ডাল, পাঁচ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল ও একটি সাবান দেয়া হয়। সবকিছু বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষের রোজগার নেই বললেই চলে। তাই তার এই ক্ষুদ্র প্রয়াস দিয়ে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন।

এসব খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবার গুলো স্বস্তি প্রকাশ করেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, পুলিশ দেখছি কিন্তু এভাবে মানবিক পুলিশ অফিসার কমই দেখছি। আমরা ঝালকাঠিবাসী ধন্য এরকম একজন পুলিশ অফিসার পেয়ে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক।

যেভাবে করোনায় আক্রান্ত হলো বানারীপাড়ার মা-মেয়ে

করোনার রেডমার্ক নগর নারায়নগঞ্জ থেকে ছেলে ফিরেছে। শরীরে নিয়ে এসেছে মারনঘাতি কভিড-১৯। ছেলেকে হারাতে চাননি পরিবার। তাই এলাকায় জােড় প্রচারণা চালিয়েছেন, ছেলে বাগেরহাট থেকে ফিরেছে। কিন্তু করোনা যে কাউকে ছাড়ে না তা মিথ্যায় চাপা পড়বে কিভাবে? ছেলের তথ্য গােপন করা হলেও ওই পরিবারের মা ও এসএসসি ফল প্রত্যাশী বোন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। ঘটনাটি বানারীপাড়া উপজেলায়।

যদিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়ে ইতিমধ্যে ঘরে ফিরেছেন ওই মা মেয়ে। কিন্তু করোনা সনাক্তের পর তাদের হাসপাতালে ভর্তি করানোর জন্য এ্যামস্বুলেন্স পাঠিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কবির হাসান জানান, ১৭ এপ্রিল উদয়কাঠি ইউনিয়নের তেতলা-মধুরভিটা গ্রামের এক তরুণী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তা দেখে স্বাভাবিত ডায়রিয়া মনে হয়নি। ফলে ১৮এপ্রিল ওই তরুনী ও তার সঙ্গে থাকা তার মায়ের (৪৫) নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

সেখানে পরীক্ষায় আজ মঙ্গলবার দুপুরে জনিয়েছে মা ও মেয়ে উভয়ের করোনা পজেটিভ। ডাঃ কবির হাসান জানান, ২০ এপ্রিল তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে চলে গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, করোনা আক্রান্ত ওই দুই মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর জন্য তাদের বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

উদয়কাঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জানান আক্রান্তরা মধুরভিটা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী ও কন্যা। ওই মেয়েটি (১৬) চলতি বছর স্থানীয় ইউনিয়ন প্রগ্রতি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, খলিলুর রহমানের ছেলে বালুর জাহাজের শ্রমিক গাফ্ফার (২০) সম্প্রতি নারায়নগঞ্জ থেকে বাড়িতে এলেও তথ্য গোপন করে বাগেরহাট থেকে এসেছে বলে এলাকায় প্রচারণা চালায়। গাফফার সুস্থ্য আছে। তবে ধারনা করা হচ্ছে করোনার সংক্রমন গাফফারের শরীর থেকে হতে পারে।

বিএমপির দুই এলাকায় ৫ জনের বেশি জনসমাগম নিষিদ্ধ

লোকসমাগম ঠেকাতে বরিশাল মেট্রোপলিটন এলাকার দুটি স্থানে কারফিউ জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ আদেশ জারি করেন।

এলাকা দুটি হল, নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকাধিন নূরিয়া স্কুল, তৎসংলগ্ন সাবেক সিটি মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের বাসভবন এলাকা ও নগরীর গোরস্থান রোডস্থ মুসলিম গোরস্থান এলাকা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, যেহেতু প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বরিশাল মহানগরী এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে মহানগরী এলাকার কোথাও যাতে জানাযা নামাজে লোকসমাগম ঘটতে না পারে সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করা আবশ্যক।

যেহেতু ২০০৯ সালের বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইনের ৩১, ৩২ ও ৩৪ ধারার ক্ষমতা বলে আমি মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার), পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল, উল্লেলিখিত স্থানে ও তার আশপাশের এলাকার ৫০০ (পাঁচশত) গজ পরিধির মধ্য কোন ধরণের শব্দযন্ত্র বা লাউড স্পিকার ব্যবহার, পাঁচ (০৫) বা তাতোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করছি।

২১ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি শওকত হোসেন হিরনের বড় ভাই হারুন অর রশিদের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। তার জানাযা নামাজে জনসমাগম ঠেকাতে এই নির্দেশনা জারি করেছে পুলিশ।