বরিশালে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পাবে ৯০ হাজার অসহায় পরিবার

দেশে করোনা ভাইরাস বিস্তার লাভ করায় কর্মহীন ও অসহায় লোকজানের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর মানবিক বিচেনায় ২০ কেজি করে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বরাদ্দের ধারাবাহিকতায় বরিশাল জেলায় ৯০ হাজার অসহায় পরিবার এই খাদ্য সহায়তার আওতায় আনা হবে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, মাঠ পর্যায়ের তথ্য, পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা, দারিদ্রতার হার, সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনা করে এলাকায় বন্টনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনসংখ্যা হিসাব অনুযায়ী তালিকায় বরিশাল সদর উপজেলায় ৯৯৬০ পরিবার, আগৈলঝাড়া উপজেলায় ৬৭৪০ পরিবার, বাবুগঞ্জে ৬৩৩০ পরিবার, বাকেরগঞ্জে ১৪১৫০ পরিবার, বানারীপাড়ায় ৬৬৮০ পরিবার, গৌরনদীতে ৮৫১০ পরিবার, হিজলায় ৬৫৮০ পরিবার, মেহেন্দিগঞ্জে ১২৫৭০ পরিবার, মুলাদীতে ৭৮৮০ পরিবার, উজিরপুরে ১০৬০০ পরিবার, সহ মোট ৯০ হাজার পরিবার ২০ কেজি করে খাদ্য সহায়তা (চাল) পাবেন।

এদিকে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এক সভায় উপজেলার পাঁটচি ইইনয়নে ৬৭৪০টি পরিবারের মধ্যে পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা, দারিদ্রতার হার, সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনা করে বন্টন করা হয়েছে। বন্টন অনুযায়ি রাজিহার ইউনিয়নে ১৪৮২ পরিবার, বাকাল ইউনিয়নে ১২৮১ পরিবার, বাগধায় ১৪১৫ পরিবার, গৈলায় ১২৮১ পরিবার ও বাগধায় ১২৮১ পরিবার।

উপজেলা প্রশাসনের সভায় স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের জনসংখ্যার প্রাপ্যতা অনুযায়ি দুঃস্থ মানুষের সুযোগ দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

‘করোনা রোগীকে ঘৃণা বা পরিত্যাগ নয়, স্বাস্থ্যবিধি মানতে হবে’ : ডিআইজি শফিকুল

করোনাভাইরাস পরিস্থিতিতে সবাইকে মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম বলেছেন, করোনা রোগীকে ঘৃণা বা পরিত্যাগ না করে স্বাস্থ্যবিধি মেনে তাকে সহযোগিতা করতে হবে। দেশের এই ক্রান্তিকালে নিজের এবং দেশের স্বার্থেই আমাদের বাড়িতে থাকতে হবে। জীবনের চেয়ে মুল্যবান কিছুই নেই৷ সরকারি সকল নির্দেশনা মেনে চলা আমাদের সবার দায়িত্ব।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক দুটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক স্ট্যাটাসে ডিআইজি মো. শফিকুল ইসলাম লিখেছেন,, ‘আমরা সবাই জানি বাংলাদেশসহ পুরো পৃথিবী মহাসংকটকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে আমাদের সবারই মানবিক আচরণ করা প্রয়োজন। করোনা রোগীকে ঘৃণা বা পরিত্যাগ নয়, স্বাস্থ্যবিধি মেনে তাকে সহযোগিতা করতে হবে। যে কোন সময় আমি-আপনিও এই রোগে আক্রান্ত হতে পারি। আর করোনার লক্ষণ দেখা দিলে তা গোপন না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘরে থাকা, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ সরকারি সকল নির্দেশনা মেনে চলা আমাদের সবার দায়িত্ব। সবার সুস্থতা কামনা করছি।’

আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন,, ‘করোনা ভাইরাসের করাল থাবা থামেনি। বিশ্ববাসীর ঘুম হারাম করে কোভিড-১৯ তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কেন যেন একটু ঢিলেঢালা হয়ে যাচ্ছি। অপ্রয়োজনীয় মুভমেন্ট বাড়ছে। পুলিশসহ সংশ্লিষ্টরা হিমশিম খাচ্ছে এগুলো সামাল দিতে। চিকিৎসা, কৃষি উৎপাদন, জরুরি ক্রয়, সরকার অনুমোদিত অফিস ও সেবাকাজসহ গুরুত্বপূর্ণ প্রয়োজন ব্যতীত অবশ্যই আমাদের বাড়ির বাইরে যাওয়া উচিৎ নয়। জীবনের চেয়ে মুল্যবান কিছুই নেই৷ নিজের এবং দেশের স্বার্থেই আমাদের বাড়িতে থাকতে হবে। আর আমরা অন্যকে সহযোগিতা করতে সাধ্যমত চেষ্টা করবো।’

ভোলার প্রথম করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নুরে আলম

ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মনপুরা উপজেলার একমাত্র করোনা আক্রান্ত রোগী ঢাকা ফেরত যুবক নুরে আলম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ১১ দিন ধরে উপজেলার মনপুরা সরকারি ডিগ্রি কলেজে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি।

নুরে আলম উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিমের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সদরঘাট শাখায় চাকরি করতেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ ছাড়পত্র দিলে নুরে আলম বাড়ি ফেরেন।

সুস্থ হয়ে ফেরার সময় নুরে আলমকে ফুল দিয়ে শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানান উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, ইউএনও বিপুল চন্দ্র দাস, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ, চিকিৎসকসহ অনেকে। এছাড়াও তার পরিবারের জন্য একটি ফলভর্তি ব্যাগ, ইফতার ও ঈদের খাদ্যসামগ্রী দেয়া হয়।

নুর আলম বলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দুঃসময়ে সবচেয়ে বেশি সাহস যুগিয়েছেন ইউএনও স্যার। তিনি এখানে (আইসোলেশন সেন্টার) এসে আমার সঙ্গে আড্ডা দিতেন, রাতে ফোনে কথা বলতেন। আমার ফোনে ফ্লাক্সিলোডসহ খাওয়ার জন্য ফল দিতেন। এছাড়া হাসপাতালে ডাক্তার-নার্সরা সঠিকভাবে দায়িত্ব পালন করায় তাদের উছিলায় আল্লাহ আমাকে সুস্থ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডা. মাহমুদর রশীদ বলেন, পরপর দুইবার করোনা আক্রান্ত যুবকের নমুনার পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনাভাইরাস না থাকায় তাকে মেডিকেল ছাড়পত্র দেয়া হয়েছে।

ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, করোনা আক্রান্ত যুবক সুস্থ হওয়ায় সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে। উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১০টি বাড়ির ৪১ টি ঘরের লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল নুরে আলম ঢাকা থেকে বাড়িতে ফেরেন। খবর পেয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহামুদুর রশীদ নুরে আলমসহ আরো তিনজনের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠান। ২৩ এপ্রিল রাতে নুরে আলমের করোনা শনাক্ত হওয়ার তথ্য আসে। অন্য তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। রাতেই ইউএনও, ওসি ও হাসপাতালের চিকিৎসক-নার্সরা নুরে আলমকে বাড়ি থেকে এনে মনপুরা সরকারি ডিগ্রি কলেজের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। একইসঙ্গে আক্রান্ত যুবকের পরিবারের ছয়জন সদস্যসহ আরো ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে সেগুলোর রির্পোটও নেগেটিভ আসে।

ভোলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ভোলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে পাঁচজন। এদের মধ্যে বোরহানউদ্দিনে একজন, মনপুরায় একজন, ভোলা সদর উপজেলায় তিনজন। এদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

বরিশালে করোনায় মৃত কৃষকের ছেলে এবার আক্রান্ত

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বাবুগঞ্জের ব্রাহ্মণদিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন হাওলাদারের ছেলে সাব্বির হোসেনের (২০) শরীরে এবার করোনা সংক্রমণ ধরা পড়েছে। সোমবার রাতে তার মেডিকেল রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসলে আজ মঙ্গলবার তাদের বাড়িসহ আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের একটি যৌথ দল। ৩ দিন ধরে প্রচন্ড জ্বরের সঙ্গে পাতলা পায়খানা এবং শরীর ব্যথার উপসর্গ নিয়ে গত ১ মে শেষরাতে বাড়িতেই মারা যান জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের মৃত আবদুল খালেক মাস্টারের ছেলে কৃষক জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৫০)।

এ নিয়ে অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তড়িঘড়ি করে মৃতের স্বজন ও স্থানীয়রা করোনা উপসর্গ গোপন রেখেই স্বাভাবিক নিয়মে তাকে জানাজা ও দাফন করেন। তবে প্রকাশিত ওই সংবাদের সূত্র ধরে ২ মে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল তাদের বাড়িতে গিয়ে মৃত কৃষকের স্ত্রী ও ছেলে সাব্বিরসহ মোট ৬ জনের নমুনা সংগ্রহ করেন। এরমধ্যে সাব্বির হোসেনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার।

মুঠোফোনে সমকালকে ডাঃ সুভাষ সরকার বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ দেখে আমরা তাদের বাড়িতে যাই। তবে এর আগেই মৃত ব্যক্তিকে দ্রæত দাফন করে ফেলায় তার পরিবার ও স্বজনদের মধ্যে যারা সরাসরি সংস্পর্শে ছিলেন এমন ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে মৃত ব্যক্তির ছেলের শরীরে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসায় মঙ্গলবার সকালে আমরা পুলিশের সহায়তায় তাদের বাড়ি লকডাউন করি। তবে করোনা শনাক্ত হওয়া সাব্বির হোসেনের শরীরে সংক্রমণের সামান্যতম লক্ষণ না থাকায় তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।’

বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘করোনা শনাক্তের খবর পাবার সঙ্গেসাঙ্গেই মৃত জাহাঙ্গীর হাওলাদারের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি মঙ্গলাবার সকালে লকডাউন করা হয়েছে। মিডিয়ার মাধ্যমে মৃত্যুর খবর পেয়ে সেদিন থেকেই তাদের বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল।’

বরিশালে করোনা সন্দেহে বৃদ্ধকে ফেলে পালাল স্বজনরা, উদ্ধার করলো ডিসি

বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রবীন্দ্র চন্দ্র (৭০) নামের এক বৃদ্ধকে স্কুলের বারান্দায় ফেলে রেখে পালিয়ে গেছেন স্বজনরা। পরে বৃদ্ধকে উদ্ধার করে বরিশাল সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে জেলা প্রশাসন।

রবীন্দ্র চন্দ্র নগরীর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও মৃত মনোরঞ্জন চন্দ্র দে এর ছেলে ।

মঙ্গলবার (৫ মে) বিকেলে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) দুপুরে নগরীর ভাটিখানা সরকারি বীনা পানি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দায় বৃদ্ধ রবীন্দ্রকে ফেলে পালিয়ে যায় স্বজনরা।

এমন খবর শুনে সোমবার দুপুরেই বরিশালের জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও মহানগর প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্তসহ কাউনিয়া থানা পুলিশ।

পরে বৃদ্ধকে তাৎক্ষণিকভাবে গাড়িতে উঠিয়ে সমাজসেবা অফিসার জাহান কবিরের সহযোগিতায় বরিশাল সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বৃদ্ধকে উদ্ধার ও হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, সোমবার জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে বৃদ্ধকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি হাসপাতাল সমাজসেবা কার্যালয় হতে বৃদ্ধের ওষুধপত্রের ব্যবস্থা করা হয়। তবে উদ্ধার হওয়া বৃদ্ধের কোনো আত্মীয় স্বজনের খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

বরিশাল বিভাগে নার্সসহ নতুন ৭ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৩৪

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক নার্সসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩৪ জন। এর মধ্যে ২৩ জনই চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, যা মোট আক্রান্তের ১৭ ভাগ।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশালের। এই জেলায় নতুন তিনজনসহ আক্রান্তের সংখ্যা ৪৪। এরপরে আছে বরগুনা। এখানে নতুন আক্রান্ত একজনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জন। পটুয়াখালীতে নতুন দুজনসহ আক্রান্তের সংখ্যা ২৯ জন। এ ছাড়া পিরোজপুরে নতুন একজনসহ ১১ জন, ঝালকাঠিতে ১২ জন এবং ভোলায় পাঁচজন।

আক্রান্তদের মধ্যে ৫৬ জনই সুস্থ হয়েছেন। এর মধ্যে বরিশালে ২৫ জন, বরগুনায় ১৪ জন, পটুয়াখালীতে চারজন, ঝালকাঠিতে দুজন ও পিরোজপুরে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় পটুয়াখালীর দুমকি ও বরগুনার আমতলীতে। গত ৯ এপ্রিল ওই দুই রোগী মারা যান। এরপর বরিশাল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল। ৯ এপ্রিলের পর রোগীর সংখ্যা তেমন না বাড়লেও ২০ এপ্রিলের পর রোগীর সংখ্যা বাড়তে থাকে। ২৫ এপ্রিল আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ায়।

আক্রান্তের গতিপ্রকৃতি পর্যালোচনায় দেখা যায়, বরিশাল, বরগুনা ও পটুয়াখালীতে ২০ এপ্রিলের পর করোনা রোগী বাড়তে থাকে। বরগুনায় ৯ এপ্রিল একজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর সেখানে ১১ এপ্রিল আরও একজন রোগী শনাক্ত হয়। ২৫ এপ্রিলের মধ্যে সেই সংখ্যা দাঁড়ায় ৩০-এ। এরপর আক্রান্তের গতি কিছুটা কমে আসে। এরপর গত ৯ দিনে এই জেলায় মাত্র তিনজন আক্রান্ত হয়। বরিশালে ১২ এপ্রিল প্রথম এক রোগীর মৃত্যুর মধ্য দিয়ে করোনা শনাক্ত হয়। এরপর ১৪ এপ্রিল একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ছয়জনের করোনা শনাক্ত হয়। ১৬ এপ্রিল পর্যন্ত জেলা আক্রান্ত ছিল ১৪ জন। ২৪ এপ্রিলের মধ্যে তা বেড়ে হয় ৩৬ জনে। এরপর গত ১০ দিনে এই জেলায় ৮ জন আক্রান্ত হন।

পটুয়াখালী জেলায় ৯ এপ্রিল প্রথম শনাক্ত রোগী মারা যাওয়ার পর ২০ এপ্রিল পর্যন্ত দুজন আক্রান্ত ছিলেন। কিন্তু ২১ এপ্রিল এক দিনে নতুন ৮ জন আক্রান্ত হয়ে সংখ্যা দাঁড়ায় ১০-এ। এরপর ২৬ এপ্রিল পর্যন্ত ৫ দিনে আরও ১০ জন রোগী শনাক্ত হয়। এরপর গত ৮ দিনে আক্রান্ত হয় ৯ জন। তবে ঝালকাঠি ও পিরোজপুর ও ভোলায় রোগী সংখ্যা অনেকটা স্থিতিশীল রয়েছে। সোমবার পর্যন্ত পিরোজপুরে ১১ জন, ঝালকাঠিতে ১২ জন এবং ভোলায় ৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যুর দিক থেকে পটুয়াখালীতে তিনজন, বরগুনায় দুজন এবং বরিশালে একজন রোগী মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘তিন জেলায় আক্রান্তের সংখ্যা নিয়ে আমাদের দুশ্চিন্তা ছিল। তবে গেল এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসায় অনেকটা স্বস্তি মিলেছে। তবে পটুয়াখালী আক্রান্তের হার কিছুটা বেশি। তারপরও আমরা এই তিন জেলার ওপর বিশেষ নজর রাখছি’। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের আক্রান্তের বিষয়টি উদ্বেগের উল্লেখ করে তিনি বলেন, ‌’আমরা পর্যালোচন করে যত দূর জানতে পেরেছি তাতে হাসপাতালে রোগীদের তথ্য গোপন করা একটি বড় কারণ। এ জন্য আমরা প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও অন্যদের আরও সতর্ক হওয়ার ব্যাপারে পরামর্শ দিচ্ছি।

নগরবাসীর সেবায় তৎপর বরিশাল সিটি কর্পোরেশন

মহামারী করোনা সংক্রমণে থমকে গেছে অনেক কিছুই। তবে জীবনের ঝুঁকি নিয়ে নগরবাসীর সেবার গতিকে আরো বাড়িয়ে দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল­াহর নির্দেশে সকল কাউন্সিলর এবং বিসিসির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা মাঠে তৎপর। ঝুঁকি জেনেও এই করোনাকালে তারা সেবা দিয়ে যাচ্ছেন আগের চেয়েও দ্রুত গতিতে।

ইতমধ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিসিসি মেয়রের উদ্যোগে প্রায় অর্ধলক্ষাধিক পরিবারে খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বরিশাল নগরীতে প্রতিদিন ৪২ হাজার লিটার জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সহ বর্ধিত এলাকাগুলোতেও এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্কার পরিচ্ছনা কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

বিভিন ড্রেন পরিস্কার সহ নগরীকে পরিচ্ছন্ন ও ভাইরাস মুক্ত রাখাতে প্রাণপন চেস্টা চালিয়ে যাচ্ছে বিসিসি। মশার প্রকোপ রুখতে ছেটানো হয়েছে মশা নিরোধক ওধুধ। তাছাড়া নাগরিক সেবার অন্যান্য খাতে এমনই তৎপরতা দেখা গেছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন নগরবাসী। বিসিসি মেয়র সকলের জন্য শুভ কামনা জানিয়ে বলেছেন, করোনা প্রতিরোধে সচেতন হোন। জীবনের ঝুঁকি নিয়ে সকলের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছি আমরা। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন।

বরিশালে ৩৪ হাজার জেলে পাচ্ছে বিশেষ ভিজিএফ চাল

নিষিদ্ধ সময়ে জাটকা শিকারে বিরত থাকা বরিশালের ৩৪ হাজার ৭১৫ জন জেলে পাচ্ছে সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তার বিশেষ ভিজিএফ চাল। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা শিকারে বিরত থাকা প্রত্যেক জেলেকে মাসে ৪০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

বরিশাল জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গেল মাসের ২৬ এপ্রিল থেকে শুরু করে চলতি মাসের ৮ মে পর্যন্ত বরিশাল জেলার মোট নিবন্ধিত জেলেদের মধ্যে ৩৪ হাজার ৭১৫ জনকে এপ্রিল ও মে দুই মাসে ৮০ কেজি করে চাল বিতরণ করা হবে।

আরো জানা গেছে, বরিশাল জেলায় মোট ৭৫ হাজার ৬৯১ জন নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে আবার ৪৯ হাজার ৪৯ জন জেলে জাটকা শিকারে বিরত থাকে। এদের মধ্যে হত-দরিদ্র অনুযায়ী বিশেষ বিবেচনায় ৩৪ হাজার ৭১৫ জন জেলেকে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

জেলে ও চাল বিতরণের বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মৎস্য বান্ধব সরকার। এই সরকারের আমলে আগের তুলনায় ইলিশের উৎপাদন বেড়েছে কয়েকগুণ।

কেননা এই সরকার ইলিশের প্রজন্ম মৌসুম এবং নিষিদ্ধ সময়ে জাটকা শিকারে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তার বিশেষ ভিজিএফ চালসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সহায়তা করছে ।

জেলেদের মাঝে চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান এই মৎস্য কর্মকর্তা।

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা: নতুন শনাক্ত ৭৮৬ জন

নিজস্ব প্রতিবেদক:
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭৮৬ জন।

করোনায় আক্রান্ত হয়ে গতকাল সোমবার ৫ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ৬৮৮ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ৬৮৮।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১১৮৩ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১০৯২৯ জন।

মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আজকে ৩৩ টি ল্যাবের ফলাফল ঘোষণা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৮২টি। যে একজন মারা গেছেন তার বয়স ২১-৩০ বছরের মধ্যে। তিনি পুরুষ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।

বরিশালের রিফাত হারিয়ে দিল করোনাকে

বরিশালের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই প্রথম করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরল নয় বছরের শিশু রিফাত ফরাজী। সোমবার সকালে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে বাবার হাত ধরে বাড়িতে ফিরে যায় সে।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী জানান, গত ১৩ এপ্রিল পার্শ্ববর্তী উপজেলার মধ্য রাকুদিয়া থেকে সর্দি, জ্বর, গলাব্যাথা, শ্বাসকষ্ট, কাশিতে আক্রান্ত রিফাত ফরাজীকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৬ এপ্রিল রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর শিশুটিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। গত ২৪ এপ্রিল শিশুটির আবার নমুনা সংগ্রহ করে বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হলে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। দ্বিতীয়বার ২ মে তার নমুনা সংগ্রহ করে বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হলে ৪মে পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

তিনি বলেন, এরপর সোমবার সকালে শিশুটিকে ছাড়পত্র দেওয়া হলে উপজেলা প্রশাসন করতালির মাধ্যমে হাসপাতাল থেকে তাকে বিদায় জানায়।