বরিশালে করোনায় মৃত কৃষকের ছেলে এবার আক্রান্ত

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বাবুগঞ্জের ব্রাহ্মণদিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন হাওলাদারের ছেলে সাব্বির হোসেনের (২০) শরীরে এবার করোনা সংক্রমণ ধরা পড়েছে। সোমবার রাতে তার মেডিকেল রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসলে আজ মঙ্গলবার তাদের বাড়িসহ আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের একটি যৌথ দল। ৩ দিন ধরে প্রচন্ড জ্বরের সঙ্গে পাতলা পায়খানা এবং শরীর ব্যথার উপসর্গ নিয়ে গত ১ মে শেষরাতে বাড়িতেই মারা যান জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের মৃত আবদুল খালেক মাস্টারের ছেলে কৃষক জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৫০)।

এ নিয়ে অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তড়িঘড়ি করে মৃতের স্বজন ও স্থানীয়রা করোনা উপসর্গ গোপন রেখেই স্বাভাবিক নিয়মে তাকে জানাজা ও দাফন করেন। তবে প্রকাশিত ওই সংবাদের সূত্র ধরে ২ মে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল তাদের বাড়িতে গিয়ে মৃত কৃষকের স্ত্রী ও ছেলে সাব্বিরসহ মোট ৬ জনের নমুনা সংগ্রহ করেন। এরমধ্যে সাব্বির হোসেনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার।

মুঠোফোনে সমকালকে ডাঃ সুভাষ সরকার বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ দেখে আমরা তাদের বাড়িতে যাই। তবে এর আগেই মৃত ব্যক্তিকে দ্রæত দাফন করে ফেলায় তার পরিবার ও স্বজনদের মধ্যে যারা সরাসরি সংস্পর্শে ছিলেন এমন ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে মৃত ব্যক্তির ছেলের শরীরে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসায় মঙ্গলবার সকালে আমরা পুলিশের সহায়তায় তাদের বাড়ি লকডাউন করি। তবে করোনা শনাক্ত হওয়া সাব্বির হোসেনের শরীরে সংক্রমণের সামান্যতম লক্ষণ না থাকায় তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।’

বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘করোনা শনাক্তের খবর পাবার সঙ্গেসাঙ্গেই মৃত জাহাঙ্গীর হাওলাদারের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি মঙ্গলাবার সকালে লকডাউন করা হয়েছে। মিডিয়ার মাধ্যমে মৃত্যুর খবর পেয়ে সেদিন থেকেই তাদের বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *