বরগুনায় আ. লীগের কমিটি গঠনের একদিন পরই স্থগিত ঘোষণা

বরগুনার পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণার একদিন পরই তৃণমূল নেতা কর্মীদের অভিযোগের ভিত্তিতে নতুন কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বরগুনা জেলা আওয়ামী লীগ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পূর্বের কমিটিকে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্যও বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্বে, অনিয়ম, পক্ষপাতিত্ব, রাজাকার পরিবারের সন্তানদের পদ-পদবী দেবার অভিযোগ এনে তৃণমূলের কর্মীরা জেলা আওয়ামী লীগের নিকট লিখিত অভিযোগ করেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুবল তালুকদার, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের ২ মার্চ রাতে ঘোষিত ইউনিয়ন ও পৌর কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত সিদ্ধান্তের সত্যতা স্বীকার করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়ে বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সাথে আলোচনা করি। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের জরুরী সভায় পূর্ববর্তী কমিটিকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবার জন্য বলা হয়।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যাড. জাবির কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণার বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি মৌখিক ভাবে শুনেছি, তবে লিখিত কোন সিদ্ধান্ত আমরা এখনো পাইনি।

পাথরঘাটায় ২ মাদক বিক্রেতা আটক

বরগুনার পাথরঘাটায় ২০ পিস ইয়াবাসহ ২ বিক্রেতাকে আটক করেছে পাথরঘাটা কোষ্টগার্ড। বুধবার রাত পৌঁনে এগারটারদিকে বিএফডিসি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পৌরসভার ৬ নং ওয়ার্ডের মো. নেছার মিয়ার ছেলে রিপন (৩৫) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মিজানুর রহমান (২১)। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বিসিজি স্টেশান পাথরঘাটার স্টেশান কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার সত্যতা স্বীকার করেন।

বিসিজি স্টেশান পাথরঘাটার স্টেশান কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পৌরসভাধীন ৬নং ওয়ার্ড বিএফডিসি এলাকায় মাদক বিক্রি হচ্ছে। সংগীয় কোষ্টগার্ড সদস্যদের নিয়ে সেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলো মো. রিপন এবং মিজানুর রহমান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

আমতলীতে আ’লীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ ॥ আহত ১১

আমতলী প্রতিনিধি ॥ সোমবার দুপুরে আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র ও বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যানের কর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে ৭টি মোটর সাইকেল ভাংচুর ও প্রতিপক্ষের হামলায় ১১ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আইন শৃংখলা রক্ষায় শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানাগেছে, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম ছরোয়ার ফোরকানকে ঋণ খেলাপীর অভিযোগে গত ১৭ ফেব্রুয়ারী বরগুনা জেলা যুগ্ম জজ প্রথম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে বিচারক আল মামুন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী ঘোষনা করে নির্বাচন কমিশনকে ১৫ কার্যদিবসের মধ্যে গেজেটভুক্ত করার আদেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান রবিবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালত এবং নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করেন।

আদালতের বিচারক মো. হাসানুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে ও প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে চেয়ারম্যান ঘোষনা করে গেজেটভুক্তির যে রায় দিয়েছিলেন তা স্থগিত করে দেন।

রায়ে স্থগিত হওয়ায় উপজেলা চেয়ারম্যানেরন কর্মী সমর্থকরা উচ্ছাসিত হয়। সোমবার সকাল ১১ টার দিকে তার সমর্থকরা মোটর সাইকেল শোভাযাত্রা করে ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসে এবং সংবর্ধনার আয়োজন করে।

ওই সংবর্ধনায় কয়েক হাজার নেতা-কর্মী ও কর্মী সমর্থকরা অংশ নেয়। এ দিকে উপজেলা চেয়ারম্যানের এ সংবর্ধনাকে প্রতিহত করতে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের নেতৃত্বে অন্তত পাঁচ শতাধিক নেতা-কর্মী ও সমর্থকরা এসে উপজেলা কম্পাউন্ডের মধ্যে সকাল ১০ টার দিকে অবস্থান নেয়।

উপজেলা চেয়ারম্যান ও তার সমর্থকরা ইউএনও অফিসের সম্মুখে এবং চেয়ারম্যানের অফিস ও ইউএনও অফিসের দোতালায় অবস্থান নেয় এবং সাধারণ সম্পাদক পৌর মেয়রের সমর্থকরা স্মৃতিস্তস্তের পাদদেশে অবস্থান নেয়।

এ সময় দু’পক্ষের কর্মী-সমর্থকরা বিভিন্ন ধরনের উস্কানী মূলক শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এক পর্যায়ে পুলিশ উভয় পক্ষকে উপজেলা পরিষদ কম্পাউন্ডের মধ্যে থেকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে।

আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান ফোরকান মিয়ার সংবর্ধনা সভা পন্ড করার কথা অস্বীকার করে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফোরকান মিয়া পটুয়াখালী থেকে তার ভাই যুবদলের সভাপতির মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে আমতলীতে কয়েকশ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমতলী এসে আওয়ামীলীগের কর্মী সমর্থকদের উপর হামলা ও আমতলীতে নৈরাজ্য সৃষ্টি করে।

আমি এটা প্রতিরোধ করেছি। এছাড়া ফোরকানের কর্মী সমর্থকরা আমার কর্মী সমর্থকদের উপর হামলা করে।

হামলা ৬ জন কর্মী আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমি উভয় পক্ষকে শান্ত রাখার জন্য উপজেলা পরিষদের সামনে গিয়েছিলাম।

আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য পুলিশকে সহযোগিতা করেছি।

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান অভিযোগ করে বলেন, আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের সন্ত্রাসী কর্মী সমর্থকরা পৌরসভার সামনে দিয়ে আমার কর্মী সমর্থকরা বাড়ী ফিরে যাওয়ার সময় তাদের উপর হামলা করে।

হামলায় ৫ জন আহত হয়েছে এর মধ্যে জাহাঙ্গীর (২৫) ও সিরাজ (৫০) আহত হয়েছে। তাদেরকে প্রথমে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা গুরুতর হওয়ায় দুপুর ২টায় তাদেরকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া তারা আমাদের ৭টি মোটর সাইকেল ভাংচুর করেছে। তিনি আরো বলেন, আমার সংবর্ধনা অনুষ্ঠানকে পন্ড করার জন্য মতিয়ার রহমান সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে গন্ডগোল করেছে।

তারতো এখানে কোন কাজ ছিল না। তিনি মতিয়ার রহমানের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাথে বিএনপি এবং সন্ত্রাসী কোন বাহিনী ছিল না।

যারা ছিল সবাই আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্ম সমর্থক ছিল। আওয়ামীলীগের লোক কখনো সন্ত্রসী হয় না। তিনি হামলার বিচার দাবী করেন।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, পুলিশের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়েছে।

বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হামলায় আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে।

আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে ছিল। তিনি আরো বলেন, পরিস্থিতি রক্ষায় শহর জুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তালতলীতে আগুনে দুইটি ঘর পুড়ে ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামে খলিল মোল্লার দুইটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান অন্তত ৫ লক্ষ টাকা। ঘটনা ঘটেছে শনিবার রাতে।
জানাগেছে, উপজেলার নলবুনিয়া গ্রামের খলিল মোল্লার রান্না ঘর থেকে শনিবার রাত ৮ টার দিকে একটি বিকট শব্দে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। আগুনে তার বসতঘর এবং রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মোঃ খলিল মোল্লা।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। এতে খলিল মোল্লার বসতঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
খলিল মোল্লা বলেন, একটি বিকট শব্দে রান্না ঘরের বিদ্যুৎ লাইন থেকে আগুনের সুত্রপাত হয়েছে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে আমার রান্না ঘর ও বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আসাদুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে আর্থিক সহযোগীতা করা হবে।

দাফনের ৯ মাস পর বরগুনায় কবর থেকে শিক্ষকের লাশ উত্তোলন

বরগুনার ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা গ্রামে লাশ দাফনের প্রায় ৯ মাস পর আদালতের আদেশে কবর থেকে নাসির হাওলাদার নামে এক সহকারী শিক্ষকের লাশ উত্তোলন করেছে উপজেলা প্রশাসন।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিক তথ্য পাওয়ায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য এ লাশ উত্তোলন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের উপস্থিতিতে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে বরগুনা থানা পুলিশ কবর থেকে তার লাশ উত্তোলন করেন।
২০২০ সালের ২৪ মে নাসিরকে তার স্ত্রী ফাতিমা আক্তার মিতু (২৪) তার পরকীয়া প্রেমিক রাজু (২০) পরিকল্পিতভাবে হত্যা করে। মোবাইল ফোনে স্থানীয় কয়েকজন যুবক নাসির হত্যা পরিকল্পনার মিতু আর রাজুর কথোপকথনের অডিও উদ্ধার করে নাসিরের ভাই জলিলের মাধ্যমে পুলিশকে হস্তান্তর করে।

পুলিশ অডিওর ভিত্তিতে তদন্ত করে প্রাথমিক ভাবে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়ে নাসিরের স্ত্রী ফাতিমা আক্তার মিতু ও প্রেমিকা রাজুকে গ্রেফতার করে। গ্রেফতারের পরে তারা প্রথমে পুলিশের নিকট এবং পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

আমতলীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন

আমতলী উপজেলা আওয়ামী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাবেক কাউন্সিলর মো. মোয়াজ্জেম হোসেন খানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

জানাগেছে, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমতলী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মোয়াজ্জেম হোসেন খাঁনের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে উপজেলার মধ্য আমতলী গ্রামের নিজাম খাঁন নামের এক ব্যাক্তি গত ৯ জানুয়ারী বাদীকে মারধরের অভিযোগ এনে আমতলী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে তিন নম্বর আসামী করা হয়।

এ মামলা প্রত্যাহার ও তাকে হয়রানী বন্ধে মঙ্গলবার উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

আমতলী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা পরিষদ সদস্য পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ,

উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান,

সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসাইন, গুলিশাখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. কামাল হোসেন মাষ্টার, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কাওসার আহম্মেদ পপিন,

হলদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নান্নু মাতুব্বর, যুবলীগ নেতা নাশির হাওলাদার ও ইউপি সদস্য মো. মামুন হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা দ্রুত মিথ্যা ও রাজনৈতিক হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবী জানান।

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খান বলেন, এ মামলার বাদী নিজাম খাঁনকে আমি চিনিনা। আওয়ামীলীগের কতিপয় নেতার ইন্ধনে আমাকে রাজনৈতিকভাবে হয়রানী করার জন্য এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

আমি বরগুনা পুলিশ সুপারের কাছে এ মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবী জানাই। তিনি আরো বলেন, ছাত্রজীবন থেকে আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। কোনদিন দলের বিপক্ষে অবস্থান করিনি।

কিন্তু দল ক্ষমতায় থাকতে আমি দলের কিছু নেতার রোশানলে পরে মিথ্যা মামলা ও হয়রানীর স্বীকার হচ্ছি। এটা খুবই দুখজনক।

ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই পরিবহন শ্রমিক গ্রেপ্তার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি (২৫) ও সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজ (২৪)। তারা দু’জনই নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হাউজিং এলাকার বাসিন্দা।

কোতয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি নুরুল ইসলাম) জানান, মঙ্গলবার (১৬ ফেব্রয়ারি) মধ্যরাতে রূপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি মেসে হামলা চালানো হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ ফেব্রয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহসিন উদ্দিন বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। তবে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পেতে আত্মগোপন করেন হামলাকারীরা।

এ কারনে তাদের গ্রেপ্তারে সক্ষম হচ্ছিল না পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে তাদের দুই জনকে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি নুরুল ইসলাম আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আবুল বাশার রনি ও মো. ফিরোজ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত ওই দুই জন ছাড়াও হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন পরিবহন শ্রমিক জড়িত রয়েছেন। তাদেরকে গ্রেপ্তারের চেস্টা অব্যাহত রয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।

বরিশালে চলছে ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির নির্বাচন

শামীম আহমেদ ॥ বরিশাল ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১১) ফেব্রয়ারী সকাল নয়টায় থেকে বিকাল চারটা পর্যন্ত আইনজীবী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবারে নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনিত বাবলু-খোকনের (সাদা) প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক সহ ১১টি কার্যকরি পরিষদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনিত পান্না-রিয়াজ মালেক (নিল) প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক সহ ১১টি কার্যকরি পরিষদে প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্ধিতা করছেন।

আওয়ামী লগি সমর্থিত নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি পদে এ্যাড. গোলাম মাসউদ বাবলু ও সাধারন সম্পাদক পদে এ্যাড.রফিকুল ইসলাম খোকন প্রতিদ্বন্ধিতা করছে।

এছাড়া এই প্যানেল থেকে সহ-সভাপতি লীলা রানী চক্রবর্তী,মোঃ সালাউদ্দিন (সিপু),অর্খ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান মিন্টু,যুগ্ম সম্পাদক পদেসুমন চন্দ্র হালদার ওএস.এম আতিকুল ইসলাম।নির্বাহী সদস্য পদে রয়েছে এস.এম তৌহিদুর রহমান,মুহাম্মদফিরোজ আলম সিকদার,মোঃ শহিদুল ইসলাম খলিফা ও মোঃ নুরে হোসেন।

অপরদিকে বিএনপি সমর্থিত (নিল) প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করছেন সাবেক সাধারন সম্পাদক এ্যাড. নাজিম উদ্দিন আহম্মেদ পান্না, সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন মির্জা মোঃ রিয়াজ হোসেন।

এছাড়া এ প্যানেলে সহ-সভাপতি পদে অসীম কুমার বাড়ৈ ও শেখ মেহেদী হাসান (শাহিন),অর্থ সম্পাদক আব্দুল মালেক,যুগ্ম সম্পাদক পদে মোঃ নিজাম উদ্দিন ও মোঃ শাহ্ আলম।

নির্বাহী সদস্য পদে মোঃ শাহিন উদ্দিন,মোঃ হারুন অর-রসিদ,আঃ রহমান চোকদার ও কাজী মাহমুদা।

নির্বাচনে ৮শত ৮৬ জন আইনজীবী ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

বরগুনায় স্বামী হত্যায় স্ত্রী সহ প্রেমিক আটক

স্বামীকে খুন করার রহস্য উদঘাটন হলো পরকিয়া প্রেমিকের হারিয়ে যাওয়া ফোনে

গত বছরের ২৩ মে রাতে মৃত্যু বরণ করেন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের গয়েজ উদ্দিনের ছেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন। তার স্ত্রী মিতুর কাছে নাসিরের হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর খবর পাওয়ার পর স্বাভাবিক ভাবেই তার মরদেহ দাফন সম্পন্ন করেন নাসিরের স্বজনরা।

এ ঘন্টার নয় মাস পর মিতুর পরকিয়া প্রেমিক রাজুর হারিয়ে যাওয়া মোবাইল ফোনে নাসিরকে পরিকল্পিত ভাবে হত্যার কথোপকথনে রেকর্ডিং পায় নাসিরের স্বজনরা। পরে থানায় অভিযোগ করলে পুলিশ নাসিরের স্ত্রী ফাতেমা মিতু (২৪) এবং মিতুর পরকিয়া প্রেমিক রাজু মিয়াকে (২০) গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ফাতেমা মিতু বরগুনা পৌরসভার থানাপাড়া এলাকার মোঃ মাহতাব হোসেনে মেয়ে এবং রাজু মিয়া ঢলুয়া ইউনিয়নের গুলবুনিয়া এলাকার বারেক মিয়ার ছেলে। আদালতে হাজির করে আজ এ দুই অভিযুক্তের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গির মল্লিক বলেন, গত বছর ২৩ মে ঈদুল ফিতরের আগের দিন রাতে নাসিরের মৃত্যুর খবর পান তার স্বজনরা। পরবর্তীতে নাসিরের স্বাভাবিক মৃত্যু জেনে তাকে স্বাভাবিক নিয়মেই দাফন করে স্বজনরা। ঘটনার আট মাস ১৯ দিন পর তার স্বজনরা জানতে পারেন- নাসিরের স্ত্রী ফাতেমা মিতু ও তার পরকীয়া প্রেমিক রাজু নাসিরকে পরিকল্পিতভাবে ঘুমের ওষুধ খাইয়ে কম্বল চেপে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় নাসিরের বড় ভাই মোঃ জলিল হাওলাদার বরগুনা সদর থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ। পরে তদন্তকালে ঘটনার প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় নাসিরের স্ত্রী ফাতেমা মিতু ও তার পরকীয়া প্রেমিক রাজুকে গ্রেফতার করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, ফাতেমা মিতুর পরকীয়া প্রেমিক রাজুর ব্যবহৃত মোবাইল ফোনটি বরগুনার একটি দোকানে চার্জ করাতে দেন রাজু। সেখান থেকে তার মোবাইলটি হারিয়ে যায়। হারিয়ে যাওয়া ফোনে নাসিরকে হত্যার পরিকল্পনা এবং পরবর্তী বিষয়ে রাজু ও মিতুর কথোপকথনের রেকর্ড জমা থাকে। পরে হারিয়ে যাওয়া ওই ফোনের কথোপকথন পায় নাসিরের স্বজনরা। এর প্রেক্ষিতে থানায় অভিযোগ করেন নাসিরের বড় ভাই জলিল হাওলাদার। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে রাজু ও মিতুকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে নাসিরের বড় ভাই ও মামলার বাদি মোঃ জলিল হাওলাদার বলেন, “মিতুর কাছ থেকে আমার ভাইয়ের হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর খবর পাই আমরা। তখন আমাদের কোন কিছু সন্দেহ হয়নি। তাই স্বাভাবিক নিয়মেই আমরা নাসিরকে দাফন করি। এঘটনার নয় মাসেরও বেশি সময় পর মিতু ও তার পরকীয়া প্রেমিক রাজুর মোবাইল ফোনে কথোপকথনের বেশ কয়েকটি রেকর্ড পাই আমরা। সে রেকর্ডে নাসিরকে পরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের কথোপকথন রয়েছে। তখন আমরা নাসিরকে পরিকল্পিতভাবে হত্যার বিষয়টি নিশ্চিত হই। এরপর পুলিশে অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।

খোঁজ নিয়ে জানা গেছে, নাসির এবং মিতু দম্পতি দুই সন্তানের জনক জননী। তাদের এক মেয়ে ও এক ছেলের মধ্যে মেয়ে বড় এবং ছেলে ছোট। আট বছর বয়সী মেয়ের নাম নুসরাত জাহান এবং পাঁচ বছর বয়সী ছেলের নাম মোঃ নাঈম।

আমতলীর অপহৃত স্কুল ছাত্রীকে রংপুর থেকে উদ্ধার

আমতলীর আরপাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির অপহৃত স্কুল ছাত্রী কুলসুম বেগমকে (১৮) অপহরনের ৩৭ দিন পর রংপুরের কাউনিয়া উপজেলার নিজ পাড়া গ্রাম অপহরনকারীর খালা রাবেয়া খাতুন খুকু বেগমের বাড়ী থেকে শুক্রবার বিকেলে উদ্ধার করা হয়। কুলসুম দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের ইব্রাহিম হাওলাদারের মেয়ে।

অপহৃত কুলসুমের পরিবার এবং আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আরপাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের ইব্রাহিম হাওলাদারের মেয়ে ২০২০ সালের ২৯ ডিসেম্বর বুধবার সকালে কুলসুম আমতলী শহরে এসে নিখোঁজ হন।

অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে গত ২১ জানুয়ারি কুলসুমের বাবা ইব্রাহিম হাওলাদার আমতলী থানায় তার মেয়ে নিখোঁজের কথা উল্লেখ করে একটি সাধারন ডায়েরী করেন।

ডায়েরীর সূত্র ধরে আমতলী থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা শুভ বাড়ৈ মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারেন জামালপুর জেলার নুরুল ইসলামের ছেলে শিমুল (২২) আমতলী থেকে কুলসুমকে ২৯ ডিসেম্বর অপহরন করে তাকে রংপুর জেলার কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী অপহরন কারীর খালা রাবেয়া বেগম খুকুর বাড়ীতে রাখা হয়েছে।

তাৎক্ষনিক তিনি আমতলী থানার পুলিশ নিয়ে কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার বিকেল ২ টার সময় অপহৃত কুলসুমকে উদ্ধার করেন। এসময় ওই বাড়ির লোকজন পুলিশের টের পেয়ে কুলসুমকে বাড়িতে একা রেখে তারা পালিয়ে যায়। অপহৃত কুলসুমকে শনিবার সকালে আমতলী থানায় নিয়ে আসা হয়। এবং তার মা শেফালি বেগমের জিম্মায় দেওয়া হয়েছে।

কুলসুমের মা শেফালি বেগম বলেন, শনিবার সকালে মেয়ে কুলসুমকে অপহরনকারীর হাত থেকে উদ্ধার করে আমতলী থানার পুলিশ শনিবার সকালে আমার জিম্মায় দিয়েছে। মেয়েকে পেয়ে আমরা অনেক খুশি।

আমতলী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শুভ বাড়ৈ জানান, মেয়েটির মোইল ফোন ট্রাকিং করে তার অবস্থান নিশ্চিত হয়ে রংপুরের কাউনিয়া উপজেলার নিজ গ্রামে অভিযান চালিয়ে অপহৃতা কুলসুমকে উদ্ধার করে তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় ওই বাড়ির লোকজন পুলিশের টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের এবং অপহরন কারীকে আটক করা যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, অপহৃত স্কুলছাত্রী কুলসুমকে রংপুরের কাউনিয়া উপজেলায় অবস্থিত অপহরন কারীর খালা বাড়ী থেকে উদ্ধার করে শনিবার সকালে তার মা শেফালি বেগমের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, অপহৃতাকে উদ্ধারে পুলিশ তার যথাযথ দায়িত্ব পালন করেছে। আশা করি অপহরন কারীকেও গ্রেফতার করতে সক্ষম হবো।