উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চন্দ্রমোহন  ইউনিয়নে নৌকা বিজয়ের বিকল্প নেই – তালুকদার মোঃ ইউনুস  

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ ধারাবাহিকভাবে সরকার গঠন করায় দেশে আজ সমানতালে উন্নয়ন হচ্ছে।  শহরের ন্যায় প্রতান্ত গ্রামাঞ্চলেও জনগণের প্রত্যাশা পূরণে  কাঙ্খিত উন্নয়ন করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা।
তাই বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১১ নভেম্বর চন্দ্রমোহন ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা বিজয়ের কোন বিকল্প নেই।

শনিবার (০৬ নভেম্বর) বিকেলে চন্দ্রমোহন বাজার এলাকায়  আসন্ন ১০ নং চন্দ্রমোহন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এসএম মতিউর রহমানের সমর্থনে উঠান বৈঠকে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার  মোঃ মকবুল আহম্মেদের সভাপতিত্বে উঠান বৈঠকে  বিশেষ অতিথির বক্তৃতা করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান,বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম রেজা মোফাজ্জল,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মাহাবুবুর রহমান  মধু,জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অ্যাডভোকেট মিলন ভূঁইয়া, চন্দ্রমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন এবং উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থণা করে বক্তব্য রাখেন  আসন্ন   চন্দ্রমোহন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এসএম মতিউর রহমান ।
এছাড়াও উঠান বৈঠকে  বক্তব্য রাখেন সদর উপজেলা ও চন্দ্রমোহন ইউনিয়ন  আওয়ামী লীগ নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জাতীয় শ্রমিক লীগ,আওয়ামী যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় চার নেতাকে খুন করেনি, এরা পূর্বে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে- এমপি শাওন

এনামুল হক রিংকু  লালমোহন প্রতিনিধি:
৩ নভেম্বর যারা জাতীয় চার নেতাকে যাহারা  হত্যা করেছে সেই খুনিদের ফাঁসির রায় কার্যকর দেখতে বাংলার মানুষ অপেক্ষা করছেন। বাংলাদেশের মানুষ
খুনিদের বিচার কার্যকর কড়ার  আশা প্রকাশ করেন।
বুধবার (৩ নভেম্বর) জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে লালমোহন পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন।
তিনি আরো বলেন, ৩ নভেম্বর খুনিরা শুধু জাতীয় চার নেতাকে খুন করেনি, এরা পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু ও চার নেতার খুনিদের ফাঁসির রায় দ্রæত কার্যকর করতে হবে।
এসময় লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান হাওলাদার, এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আ ন ম শাহ জামাল দুলাল, আঃ খালেক সওদাগর, পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, ইমাম হোসেন, আনোয়ার হোসেন হিরন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর ছাত্রলীগের আহ্ববায়ক ভিপি রাসেলসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগরসহ ৪ জেলায় বিএনপির নতুন কমিটি

বরিশাল মহানগরসহ চার জেলা ও মহানগরে নতুন কমিটি দিয়েছে বিএনপি। এসব জেলা শাখায় আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বুধবার সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল মহানগরে আহ্বায়ক করা হয়েছে মনিরুজ্জামান ফারুককে। ১নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী হায়দার বাবুল ও সদস্য সচিব করা হয়েছে মীর জাহিদুল কবির জাহিদকে। বরিশাল মহানগরে দীর্ঘদিন ধরে সভাপতি পদে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।  এদিকে, বরিশাল দক্ষিণ জেলায় আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্য সচিব করা হয়েছে আকতার হোসেন মেবুলকে।

বরিশাল উত্তরের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব করা হয়েছে মিজানুর রহমান মুকুলকে। চুয়াডাঙ্গা জেলায় আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব করা হয়েছে মো. শরীফুজ্জামানকে।

কনক সারোয়ার-মেজর (অব.) দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার চার্জশিট আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন।

 

মামলার অভিযোগে বলা হয়, ‘আসামি কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেন। এ ছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সেনাপ্রধানকে নিয়ে ব্যঙ্গাত্মক তথ্য ছড়ান।’

এ ঘটনায় গত বছরের অক্টোবরে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। তদন্ত শেষে ২ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় এ বছর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল মোল্লা আদালতে চার্জশিট দাখিল করেন। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বরিশালে রাজনৈতিক দল সহ সকল কোঠায় ৩৩ শতাংশ নারীদের রাখার দাবীতে মানববন্ধন

শামীম আহমেদ ॥

“রাজনৈতিক দল সহ সকল প্রর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যৌথভাবে বরিশাল নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক বরিশাল সদর উপজেলা কমিটি।

আজ (১লা) নভেম্বর) রবিবার সকাল ১০টায় নগরীর সদররোডে মানববন্ধন কর্মসূচি পালন করে।বরিশাল সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম সাধারন সম্পাদক হিরন বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিসিসি সংরক্ষিত কাউন্সিলর ও নারী নেত্রী কহিনুর বেগম,হেনারা বেগম, ফেরদৌসি মুন্নি,বিথিকা রানি আইস সহ বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা দাবী আদায়ে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক দপ্তরে তাদের দাবী পুরনের জন্য স্বারকলিপি প্রদান করেন।

রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করনের দাবীতে বরিশালে সংবাদ সাম্মেলন

বরিশাল:
রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০ বাস্তবায়নে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা ও রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করনের দাবীতে বরিশালে সংবাদ সাম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর বিডিএস মিলনায়তনে নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক বরিশালের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, পিরোজপুরের নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা, বরিশাল মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, ঝালকাঠী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ ও অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কর্মসূচির সমন্বয়কারী রাবেয়া বসরী প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে কেবলমাত্র প্রর্তীকী অংশগ্রহণ নয়, নরীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর সমান অধিকার থাকা সত্ত্বেও নারীদের ক্ষেত্রে রাজনৈতিক ভাবে সমান অধিকার নেই। নারীদের সংরক্ষিত আসনে নির্বাচন করতে হয়। প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে পুরুষ প্রার্থী নির্বাচন করতে পারে কিন্তু নারীদের সংরক্ষিত (তিনটি ওয়ার্ডের) বিপরীতে প্রতিদন্দ্বিতা করতে হয়। একটি ওয়ার্ডে যে ভোটার থাকে তার ৩ গুন ভোটারের মন জয় করে একজন নারীকে সংরক্ষিত ওয়ার্ডে রাজনীতি করতে হচ্ছে। তারা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডিয়াম, স্থায়ী কমিটি, সম্পাদকীয় ও নির্বাহী সদস্য থাকে। তাদের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল গণফ্রন্ট তাদের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি রাখার কথা বললেও, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২৪ শতাংশ, বিএনপির সব পর্যায়ে ১৫ শতাংশ, জাপায় ২০ শতাংশ, জাতীয় পার্টি-জেপিতে ১৬ শতাংশ নারী নেতৃত্ব রাখা হয়েছে। তাই তারা স্থানীয় সরকার নির্বাচনে এক-তৃতীয়াংশ নারীকে দলীয়ভাবে মনোনয়ন ও রাজনৈতিক দলের সকল পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব রাখার দাবী জানান। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠক শুভংকর চক্রকর্তী। ধারণাপত্র পাঠ করেন পিরোজপুরের মঠাবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফাহমিদা মুন্নী।

বরিশালে জেলা যুবদলের মিছিলে পুলিশের লাঠি চার্যের মধ্যে দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শামীম আহমেদ ॥

বরিশালে জেলা যুবদল (দক্ষিণ) এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ব্যানার ও শ্লোগান দিয়ে দলীয় কার্যলয়ে প্রবেশের পূর্বে মিছিলে বাধা দিয়ে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্ঠা ও লাঠি চার্যকরে বেশ কয়েকজন নেতা কর্মীকে আহত করার অভিযোগ করেছে। জেলা যুবদল নেতৃবৃন্দ।

আজ বুধবার (২৭ই) অক্টোবর নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর,বরিশাল জেলা (দক্ষিণ) ও বরিশাল উত্তর জেলা যুবদল একই মঞ্চে পৃথকভাবে আলোচনা সভা ও দলীয় চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে দোয়া- মোনাজাতের আয়োজন করে।

বেলা সাড়ে বারটার দিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদলের সদস্যরা দলীয় প্রোগ্রামে অংশ গ্রহন করার জন্য সদররোডের বিভিন্নস্থানে জড়ো হয়ে ব্যানার ও শ্লোগান দিয়ে টাউন হলের গেট দিয়ে প্রবেশের পূর্বে পুলিশ মিছিল বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এসময় ব্যানার টানাটানিে এক প্রর্যায়ে পুলিশ লাঠিচার্য করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের লাঠিচার্যে বেশ কয়েকজন নেতা-কর্মী ও তাদের হাতের অস্ত্রের বাটে আঘাতপ্রাপ্ত হয় বলে বাবুগঞ্জ উপজেলার যুবদল নেতা আওলাদ হোসন জানান।

বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, এখানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা (দক্ষিণ) যুবদল সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক এ্যাড, এইচ এম তছলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু,সিনিয়র যুগ্ম সম্পাদকমাওলা রাব্বি শামীম,সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ,্এ্যাড, শফিকুল ইসলাম পলাশ,যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন,কোতয়ালী আহবায়ক কবির হোসেন।

এর পূর্বে বরিশাল মহানগর যুবদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে মহানগর যুবদল সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাজহারুল ইসলাম জাহান,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ,সহ-সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ,আসাদুজ্জামান মারুফ প্রমুখ।

এখানেও পুলিশ মহানগর যুবদলের বিভিন্ন মিছিলের ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে পরে মহানগর সভাপতি আখতারুজ্জামান শামীমের হস্তক্ষেপ করে পুলিশ বাহিনীকে শান্ত করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান শেষ করে।

এর আগে সকালে বরিশাল উত্তর জেলা যুবদল আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে। উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিকলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হিজলা উপজেলার প্রতিষ্ঠাতাকালীন যুবদল সাধারন সম্পাদক দেওয়ান মোঃ শহিদুল্লাহ, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন,যুবদল সদস্য সচিবগোলাম মোর্সেদ মামুন।

সেই ইন্ধনদাতাদের নাম প্রকাশ শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। রংপুর ও নোয়াখালীর ঘটনায় গ্রেফতাররা ইন্ধনদাতাদের নাম জানিয়েছেন। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তারা এসব নাম জানিয়েছেন। তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে তাদের নাম আপনাদের সামনে প্রকাশ করব। সেখানে বিএনপি-জামায়াত আছে কি না, সেটা এখনই বলতে চাচ্ছি না। আমরা নিশ্চিত হয়েই আপনাদের জানাতে চাই। গ্রেফতারদের জবানবন্দি নেওয়া হচ্ছে, শিগগিরই সেই ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

এসময় সংগঠনের যুগ্ম-সম্পাদক মেহদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহীদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল, শাহজাহান মোল্লা, হাসিফ মাহমুদ শাহ ও শাহাদাত হোসেন রাকিব উপস্থিত ছিলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম, কোরআন শরিফ রেখে দেওয়া… কোনো এক জায়গা থেকে এসেছে। আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, আমাদের পুলিশের সব পর্যায়ের টিম সেখানে পাঠিয়েছিলাম, যাতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হয়। আমরা দেখলাম, একটা মসজিদের পাশে একটা পুকুর ছিল, পুকুরে মাছ চাষ হতো, পুকুরের মাছচাষি মসজিদের বারান্দায় একটা ক্যামেরা বসিয়েছেন, যেখানে পরিষ্কার দেখা গেছে, কেউ মসজিদ থেকে কোরআন নিয়ে হনুমানের গদার স্থানে রেখে গদা নিয়ে বেরিয়ে চলে এলেন।’

তিনি বলেন, ‘যখন এ ঘটনা সামনে চলে এলো তখন তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। আমরা তাকে গ্রেফতার করেছি, তার নাম প্রকাশ করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১৩ অক্টোবর কুমিল্লার সহিংসতায় ১০টি মামলা হয়েছে এবং এখন পর্যন্ত ওই ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।’

‘আমাদের ধারণা ছিল, জুমার নামাজের পর অসুবিধা হতে পারে। আমরা সনাতন ধর্মাবলম্বীদের বলেছিলাম, তার আগেই প্রতিমা বিসর্জন দেবেন এবং তারা তা করেছেন। আমাদের নামাজও ঠিকভাবে শেষ হলো। কিন্তু দুভাগে বিতর্ক শুরু হলো। একপক্ষ পুলিশের সামনে হল্লা শুরু করল। আরেকপক্ষ পুলিশকে ব্যস্ত রেখে ধ্বংসযজ্ঞ চালাল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল। সেখানে বেশকিছু ভাঙচুর হয়েছে। ওই সময় পুকুরে ঝাঁপ দেওয়ায় একজন মারা যায়।’

‘এ সহিংসতা সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য করেছে একটি মহল। এ ঘটনায় গ্রেফতারদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে, এতে অনেকের নাম জানা গেছে। শিগগির কারা এসব ঘটিয়েছে তা উদ্ঘাটন করা সম্ভব হবে’,- বলেন তিনি।

পায়রা সেতুর নাম “শহীদ আলাউদ্দিন স্মৃতি পায়রা সেতু” করার দাবি বাসদের

আজ এক যুক্ত বিবৃতিতে বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, আজ সকালে লেবুখালি সেতুর নামকরণ পায়রা সেতুর নামে ঘোষণা করা হয়েছে। কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল এই সেতুর নাম শহীদ আলাউদ্দিনের নামে নামকরণ করা।
নেতৃবৃন্দ বলেন,পটুয়াখালির কলাপাড়ার সন্তাান ও বরিশালের এ কে স্কুলের ছাত্র ৬৯’এর গণ অভ্যুত্থানের বরিশালের প্রথম শহীদ আলাউদ্দিন। নবম শ্রেণিতে পড়ার সময় ৬৯ এর গন অভ্যুত্থানের মিছিলে গিয়ে পাকিস্তানি ই পি আর এর গুলিতে তার মৃত্যু হয়। শহীদ আলাউদ্দিনের নামে লেবুখালি সেতুর নামকরণ করার দাবি করেছিল দক্ষিণাঞ্চলের মানুষ।

পটুয়াখালী, কলাপাড়া ও বরিশালে কয়েক বছর ধরে এই দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচি পালিত হয়েছে।অথচ আজ সেতুটির উদ্বোধন হল পায়রা সেতু নামে। এর কারণ হিসেবে বলা হল নদীর নামেই নাকি সেতুর নামকরণ হওয়া উচিত, এতে নদীর পরিচিতি বাড়ে।
অথচ বরিশাল থেকে কুয়াকাটা যেতে পথে আরো ৩টি নদী পড়ে যাদের নাম আন্ধারমানিক, সোনাতলা ও শিববাড়িয়া। এই নদীগুলির উপরের সেতুর নাম যথাক্রমে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতু। কীর্তনখোলা নদীর উপরে সেতুর নামকরণ করা হয়েছে শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নামে। এই সেতুগুলির নামকরণের ক্ষেত্রে নদীর পরিচিতির বিষয়টি বিবেচিত হয়নি এটা বলাই বাহুল্য।

নেতৃবৃন্দ বলেন, এলাকার যেকোন স্থাপনার নাম ঐ এলাকার ঐতিহাসিক ব্যাক্তিত্বদের নামেই হওয়া দরকার যেখান থেকে মানুষ ঐ এলাকার ইতিহাস সম্পর্কে জানবে, নতুন প্রজন্ম তাদেরকে চিনবে এসব স্থাপনার মাধ্যমে। তাহলে কি কোন বিশেষ দলের অনুসারী না হলে কারো আত্মত্যাগের মূল্যায়ন হবেনা?
নেতৃবৃন্দ অবিলম্বে পায়রা সেতুর নামে শহীদ আলাউদ্দিনের নাম যুক্ত করে এর নাম “শহীদ আলাউদ্দিন স্মৃতি পায়রা সেতু” ঘোষণা করার দাবি জানান।

পূজামণ্ডপে হামলার মামলা যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইনমন্ত্রী

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার প্রক্রিয়া সম্পর্কে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘পূজামণ্ডপে মামলার যখন পুলিশ প্রতিবেদন পাওয়া যাবে, তখন মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এর বিচার হবে। আর মামলার অ্যাভিডেন্স হিসেবে ভিডিও ফুটেজ গ্রহণ করার একটা ধারা আছে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না।’

আজ শনিবার দুপুরে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নবাগত সাব-রেজিস্ট্রারদের বরণ এবং রেজিস্ট্রেশন সার্ভিসের সব কর্মকর্তার সঙ্গে মতবিনিময় উপলক্ষে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সংবর্ধনা ও মতবিনিময় সভায়’ প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নেন।