কানাডায় ঢুকতে না পেরে ঢাকার পথে ডা. মুরাদ

কানাডায় প্রবেশ করতে না পেরে সেখান থেকে ঢাকা ফেরার পথে এখন দুবাই বিমানবন্দরে আছেন সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। রবিবার ঢাকা ফেরার জন্য টিকিটি কেটেছেন তিনি।

তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, কাল সকাল ৮টা ২০ মিনিটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছেন। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার অবস্থানের ব্যাপারে কিছু জানা নেই তার।

বিতর্কিত মন্তব্য এবং এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের জের ধরে পদত্যাগের পর আত্মগোপন, অবশেষে বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে যাত্রা। ডা. মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে আটকে দেয় কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি। ভ্রমণ সংক্রান্ত যথাযথ কাগজপত্র না থাকায় কানাডায় ঢুকতে দেয়া হয়নি মুরাদ হাসানকে। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। বিপুল কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেয়া হয়।

এর আগে, অডিও কেলেঙ্কারি-নানান আলোচনা সমালোচনার পর মন্ত্রীত্ব ও দলীয় পদ হারিয়ে গত বৃহস্পতিবার রাত ১টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

ডাক্তার মুরাদ ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সেখানে ছাত্রলীগের রাজনীতি করতেন। ছিলেন সে প্রতিষ্ঠানটির ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি। তবে মেডিক্যাল কলেজের শিক্ষা জীবনের শুরুর কিছু দিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

কয়েদি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, কয়েদি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

হানিফ বলেন, সাজাপ্রাপ্ত কয়েদির দণ্ড স্থগিত করে বিদেশে পাঠানোর কোন সুযোগ নেই। তা আমাদের দেশ কিংবা পৃথিবীর  কোন দেশই পারমিট করে না। কারণ অন্যদেশে এদেশের আইন ওই কয়েদির ওপর কার্যকর করা সম্ভব নয়। খালেদা জিয়াও কয়েদি, এজন্য তাকে বিদেশে পাঠানোর সুযোগ  নেই।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আনোয়ার  হোসেন খাঁন এমপি, লক্ষ্মীপুর  পৌরসভার নবনির্বাচিত মেয়র  মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।-বাসস

স্বামী বদলানো গেলেও প্রতিবেশী বদলানো যায় না : মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ভারত আমাদের এমন প্রতিবেশী, যেখানে আমাদের একদিকে বঙ্গোপসাগর আর তিন দিকে ভারত। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মুক্তিযুদ্ধের সময়ে ভারত নানাভাবে আমাদের পাশে ছিল। সহযোগিতা করেছে। শিশুকে লালন-পালনের মতো করে নতুন রাষ্ট্রকে সহযোগিতা দিয়েছিল প্রতিবেশী রাষ্ট্র।

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘মৈত্রীর বন্ধনে সুবর্ণ সম্প্রীতি’ আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে যে সহযোগিতা করেছে সেগুলো মনে রাখতে হবে। কিন্তু ১৯৭৫ সালের পরে যারা দেশের ক্ষমতায় এসেছেন তারা নানাভাবে ভারতের সঙ্গে বিরোধে জড়িয়েছেন। ভারতের এত অবদান তারা ভুলে গিয়েছে। তারা কখনো বন্ধু হিসেবে মেনে নেয়নি। যারা স্বাধীনতা বিশ্বাস করে না তারাই ভারতের বিরুদ্ধে অপপ্রচার করে। অথচ স্বামী বদলাতে পারবেন কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না।

তিনি বলেন, বিদেশ থেকে মাল আনতে হত, গ্যারান্টি কে দিত? ভারত সরকার গ্যারান্টি দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন এনেছে, কে গ্যারান্টি দিয়েছে? তারা দিয়েছে। কৃতজ্ঞ জাতি হিসাবে ভারতের সেই অবদানকে স্বীকার করতে হবে।

সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য আরমা দত্ত, নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার বক্তব্য দেন।

দেশ ছাড়লেন ডা. মুরাদ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় একটি ফ্লাইটে উঠেছেন তিনি। ওই ফ্লাইটটি দুবাই হয়ে কানাডার টরেন্টো যাবে।

এর আগে রাত ৯টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করে।

দেশ ছাড়ছেন ডা.মুরাদ হাসান

সদ্য মন্ত্রিত্ব হারানো ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান রাতেই দেশ ছাড়ছেন।

বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে কানাডার উদ্দেশ্যে দেশ চাড়বেন তিনি।

এর আগে, কানাডা যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার দিবাগত রাত আটটা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন তিনি।

সদ্য সাবেক এই প্রতিমন্ত্রীর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন গত মঙ্গলবার তাঁর কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে হাইকোর্টে রিটও দায়ের হয়েছে।

অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান। গতকাল তাঁর নাম তথ্য মন্ত্রণালয়ের নামফলক থেকেও মুছে ফেলা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে থাকা প্রতিমন্ত্রীর তালিকা থেকেও তার নামটি বাদ দেয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তাঁর নাম নেই।

এদিকে, ডা. মুরাদ হাসান দেশে থাকবেন, না বিদেশে যাবেন এটা তার নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি সংবলিত ফোনালাপ ফাঁস ও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যসহ নানান ইস্যুতে সমালোচিত হয়ে তোপের মুখে পড়েন মুরাদ হাসান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর গেলো মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে নিজেকে সরিয়ে নিতে পদত্যাগপত্র জমা দেন। রাতে সেটি গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর এই বিষয়ে সরকারি গেজেট প্রকাশিত হয়।

পদত্যাগপত্র জমা দিয়ে ওই দিনই ঢাকা ছেড়ে চট্টগ্রাম চলে যান ডা. মুরাদ। এর পর থেকে আত্মগোপনে আছেন তিনি। তার ব্যাপারে আর খোঁজখবর পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছিল খুব শিগগিরই দেশ ছাড়ছেন তিনি। এমন গুঞ্জনের মধ্যেই কানাডায় যাওয়ার জন্য বুধবার মুরাদ হাসানের টিকিট কাটার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্র।

যাবতীয় অপরাধ চিত্র বদলে দিতে সমাজের আস্থাশীল আগুয়ান ভালো মানুষের সহযোগিতা কাম্য – পুলিশ কমিশনার বিএমপি

০৭ ডিসেম্বর  সকাল সাড়ে  ১০টায় বন্দর থানা বিএমপি কর্তৃক “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়।
উক্ত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
প্রতিমাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে,জনসাধারনের কথা শুনেন।থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডে’র দিন উপস্থিত থাকেন।
প্রধান অতিথি , বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, এই ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন  গুরুত্ব সহকারে শুনে থাকি ; ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।তাই, নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি  তথ্য দিয়ে সহায়তা করুন। এমনকি আমাদের আচরণে সাধারণ জনগণ বা সেবা প্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম-দুর্নীতি,অনাস্থার নেপথ্যে কেউ থাকলে মুখ বুজে না থেকে সরাসরি বা গোপনে বলুন।
 উন্নত নিরপেক্ষ পুলিশিং দোরগোড়ায় পৌঁছে দিতে নির্মোহ দৃষ্টিতে পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে ইতিমধ্যে তা চোখে আঙুল দিয়ে জনগণকে দেখিয়ে দিতে সক্ষম হয়েছি।
সমাজের অপরাধ চিত্র বদলে দিতে, সমাজে অপরাধ  দানাবাঁধার আগেই তা প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ একটি বিশেষ ভূমিকা পালন করতে পারেন। কমিউনিটি পুলিশিং পূর্ণাঙ্গ অরাজনৈতিক, সামাজিক একটি প্লাটফর্ম, সমাজের শীর্ষ স্থানীয় নেতৃবর্গ সহ এখানে আস্থাশীল আগুয়ান ভালো মানুষ থাকতে পারবে।
পুলিশ মহাপরাক্রমশালী কোন গয়েবি বস্তু নয় বিধায়   সামাজিক শক্তি তথা জনগণের সহযোগীতা ছাড়া যাবতীয় অপরাধ নির্মূলে সফল হতে পারে না। জনতা পুলিশ দুয়ের সমন্বয় প্রয়োজন।  মাদকের বিষবৃক্ষ দমনে আমরা যথেষ্ট এগিয়ে আছি, সমাজের সকলের অংশগ্রহণে নবউদ্যোগে মাদক উদ্ধার অভিযান কার্যক্রম আরও বেগবান করতে চাই, আপনাদের আন্তরিকতা কাম্য।
এই ওপেন হাউজ ডে-তে এসে আইনশৃঙ্খলা রক্ষার্থে মতবিনিময় করলে সামাজিক ও জাতীয় স্বার্থ হাসিল হয়। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম এন্ড অপারেশন জনাব মোঃ এনামুল হক  বলেন, সমাজের সর্বস্তরের অপরাধ দানাবাঁধার  আগেই আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন, বিশেষ করে স্থানীয় জনগণ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ধরে সহায়তা করলে আমরা মাদক শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি, আর তাহলেই জুয়া, চুরি সহ নানাবিধ অপকর্মগুলো কমে আসবে, এজন্য আমরা সজাগ থেকে কাজ করছি, আপনারাও সচেতন নাগরিক হিসেবে আমাদের সাহায্য করুন, সমাজের বিভিন্ন ধরনের সমস্যা ও  নানান অসঙ্গতির তথ্য আমাদের কাছে তুলে ধরতে উদ্যোগী হয়ে এগিয়ে আসলে আপনাদের নিরাপত্তায় আমাদের কাজ করা আরও সহজ হবে।
বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম নির্বাচিত জনপ্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রতিটি অভিযোগ সঠিক ও নিরপেক্ষভাবে তদন্ত করা সহ আমাদের নিয়মিত অাভিযানিক কার্যক্রম চলমান রয়েছে মাদকের বিরুদ্ধে স্থানীয় ভাবে পারিবারিক ভাবে সোচ্চার হয়ে আইনশৃঙ্খলা সমুন্নত রেখে অর্থনীতির চাকা সচল রাখতে আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ জনাব এইচএম আব্দুর রহমান মুকুল পিপিএম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ কমিশনার  কাউনিয়া থানা (অতিঃ দাঃ) বিএমপি জনাব  রবিউল ইসলাম শামীম সহ কাউনিয়া থানার অন্যান্য  অফিসারবৃন্দ,  সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।

বরিশালে হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি:
বরিশালে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার খানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আশুলিয়ার মোল্লা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন (৪২) বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন লামছরি এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। তিনি জানান, গতকাল তাকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে রবিবার ঢাকার আশুলিয়া মোল্লা মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) সগির হোসেনের নেতৃত্বে অভিযানে ছিলেন এস আই হুমায়ন কবির, হালিম, এএসআই সাইফুলসহ ৬ থেকে ৭ জনের একটি দল অভিযানটি পরিচালনা করে। মামলার বাদী ও নিহতের পিতা মো. আব্দুল মালেক মাঝি জানান, ২০১০ সালের ২ জুন তার ছেলে সুলতান বাদশাকে চার লাখ টাকার জন্য অপহরণ করে খুন করে একই ইউনিয়নের বশির ফকির, আঃ ছত্তার, আনোয়ার হোসেনসহ ৫ থেকে ৬ জন। যে ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে ২০১৩ সালের ১১ নভেম্বর ফাঁসির দন্ডাদেশ দেয় আদালত। মামলার অপর দুই আসামীর মধ্যে বশির ফকির এখনও পলাতক রয়েছেন।

প্রতিমন্ত্রী মুরাদের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাবেন ওবায়দুল কাদের

অনেক দিন ধরে নানা বিষয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ প্রসঙ্গে সাংবাদিকরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এসব তার ব্যক্তিগত মন্তব্য। দলের বা সরকারের কোনো বক্তব্য নয়। তার বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানালেন তিনি।

অনলাইনে বিতর্কিত বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হবে বলে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুরাদের বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগ বা সরকারের অবস্থানের কোনো সম্পর্ক নেই।

বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ সফল করতে সোমবার মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এটা তার ব্যক্তিগত মন্তব্য হতে পারে। আমাদের দলের বা সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য না। এই ধরনের বক্তব্য কেন তিনি দিলেন, অবশ্যই আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’

নারীর প্রতি ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তার বিরুদ্ধে ’বর্ণবাদী’ শব্দ ব্যবহারের অভিযোগও উঠেছে।

প্রতিমন্ত্রীর এসব মন্তব্যকে ‘কুরুচিপূর্ণ’, ‘অশালীন’ ও ‘মর্যাদাহানিকর’ বলে নিন্দা জানিয়েছেন জেন্ডার বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা। তবে এসব সমালোচনা পাত্তা দিচ্ছেন না প্রতিমন্ত্রী মুরাদ। আলোচিত ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইন থেকে সরিয়ে নিলেও মুরাদ হাসান বলছেন, তিনি আগের অবস্থানেই আছেন।

গত ১ ডিসেম্বর রাতে ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতাকর্মী’ শিরোনামে এক ফেসবুক লাইভে যুক্ত হন মুরাদ হাসান। লাইভটির সঞ্চালক ছিলেন নাহিদ রেইনস নামে এক ইউটিউবার ও ফেসবুকার।

লাইভে বিএনপির রাজনীতি সমালোচনার একপর্যায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি বিভিন্ন মন্তব্য করেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ও পরিবার নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর এসব বক্তব্য ‘প্রচণ্ড আপত্তিকর’ উল্লেখ করে তীব্র সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আলোচিত লাইভটি শনিবার রাত পর্যন্ত প্রতিমন্ত্রীর ভেরিফায়েড পেজের টাইমলাইনে দেখা গেলেও সোমবার আর দেখা যাচ্ছে না। তবে টাইমলাইন থেকে সরিয়ে নিলেও প্রতিমন্ত্রীর ফেসবুক পেজের ভিডিও অংশে এটি দেখা গেছে।

বিষয়টি নিয়ে রোববার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমি রাজনীতি করি, তাই আমি রাজনৈতিক কর্মী। সবকিছু সবাই ভালোভাবে নেবে, এ রকম তো কথা নেই। সমালোচনা করতেই পারে।’

তিনি বলেন, ‘যারা সমালোচনা করেন, তারা আমাদের শত্রুপক্ষ বা বিরোধীপক্ষ বা বিরোধী দল বা ’৭১-এর স্বাধীনতাবিরোধী অপশক্তি। এরা তো সমালোচনা করবেই। এগুলো দেখার সময় আসলে আমার নেই।’

নারীর প্রতি অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, ‘নারীর প্রতি অবমাননা বুঝলাম না! কোন নারীর প্রতি?’

নিজের কথায় কোনো নারীর প্রতি অবমাননা হয়নি দাবি করে তিনি বলেন, ‘প্রশ্নই ওঠে না। আমার মা আছে। আমি একজন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। আমার বোন আছে, স্ত্রী আছে, আমার সন্তান আছে, কন্যা আছে। আমি কাউকে অবমাননা করে কোনো কথা বলার মানসিকতা পোষণ করি না।

“এটা সমালোচকদের, নিন্দুকদের… ওই যে বলে ‘পাছে লোকে কিছু বলে’ ওই রকম হইছে আরকি। এসব নিয়ে মাথা ব্যথা দেখানোর মতো সময় আমার নেই।”

খালেদা জিয়ার অবস্থা গুরুতর: ড. জাফরুল্লাহ

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ‘গুরুতর’ বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের একাংশের কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি তাকে দেখতে গিয়েছিলাম। তার অবস্থা ক্রিটিক্যাল, কখন কি হয় বলা যায় না, আমরা কেউ জানি না।

কাউন্সিলে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামের দৃষ্টি আকর্ষণ করে ড. জাফরুল্লাহ বলেন, আমি তাদের একটি অনুরোধ করেছি। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আমি কোনো কথা বলছি না। আজ তারেকের উচিত- প্রতিটি রাজনৈতিক দলকে ফোন করে বলা, আমাকে পছন্দ করেন আর না করেন, মায়ের জন্য সবাই দোয়া করেন। তার জীবন বাঁচান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘তারেক আরও একশ’ বুদ্ধিজীবীকেও ফোন করে বলবেন, আপনাদের প্রতি অনুরোধ, আমার মায়ের জীবন বাঁচান। আর মির্জা ফখরুলসহ সবাই প্রতিটি পার্টির কাছে যাবেন এবং বলবেন- আসেন, আমরা সবাই ঈদগাহ মাঠে এক ঘণ্টার জন্য সমবেত হই।’

আইনমন্ত্রী আনিসুল হকের বাবা অ্যাডভোকেট সিরাজুল হক বন্ধু ছিলেন উল্লেখ করে ড. জাফরুল্লাহ বলেন, ‘যখন এরশাদ কোনো আইনজীবী পাচ্ছিলেন না, তখন অ্যাডভোকেট সিরাজুল হক তাকে সাহায্য করেছিলেন। তার ছেলে আজকের আইনমন্ত্রী আনিসুল হক। এই সরকারের আরেকটা বিচার হবে। দুর্নীতির মামলার বিচার হবে।’

বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে খারাপ যুগের সূচনা করেছে সরকার – মুন্না

শামীম আহমেদ ॥

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার হল সংলগ্ম জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে জেলা যুবদল ও জেলা কৃষকদলের প্রস্ততি সভা অনুষ্ঠিত।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু। প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বরিশাল বিভাগীয় টিম প্রধান মোনায়েম মুন্না, বিশেষ অতিথি জেলা সদস্য সচিবআকতারহোসেন মেবুল ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন নান্নু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন প্রমুখ।

প্রধান বক্তা আবদুর মোনায়েম মুন্না বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে খারাপ যুগের সূচনা করেছে সরকার। এখন তাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থার সময় ক্ষেপন করা হচ্ছে খালেদা জিয়াকে মামলা থেকে নিঃর্শত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ০৩ ডিসেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই ফ্যাসিষ্ট সরকারের পতনে বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

এর পূর্বে দলীয় কার্যলয়ের নিচতলায় বরিশাল জেলা কৃষকদল সমাবেশ সফল করতে এক প্রস্ততি সভা করেন। জেলা আহবায়ক এইচ এম মহসিনের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ এ্যাড, বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা কৃষকদল সম্পাদক সফিউল আলম সাফরুল,যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান শামীম,জাহিদুল ইসলাম আনোয়ার ও সবুর খান।

অপরদিকে প্রস্তুতি সভা উপলক্ষে দীর্ঘদিন পর দলীয় কার্যলয়ে আসেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ ও সদ্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন।

এসময় তারা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড, বিলকিস জাহান শিরিনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এছাড়া বেলা তিনটায় বিএনপি কার্যলয়ে জেলা বিএনপি আহবায়ক এ্যাড,মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশ সভা সফল করতে এখন বিএনপি দলীয় কার্যলয়ে নেতা কর্মীদের আগমনে দলীয় কার্যলয়ে এক মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়েছে।