করোনায় ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩,০৫৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ৭০৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫১০ জন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে মহাখালী থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৪১ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯৮টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বরিশালে নতুন করে ৪৩ জনের করোনা শনাক্ত

বরিশাল জেলায় নতুন করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে আজ মৃত্যুবরণ করেনি কেউ। এরআগে জেলায় ৩৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২০ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- বাকেরগঞ্জ উপজেলার ৭ জন, হিজলা উপজেলার ৪ জন, ১ জন স্বাস্থ্য বিভাগের স্টাফসহ মুলাদী উপজেলায় ৩ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, উজিরপুর উপজেলার ১ জন, বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ৩ জন, শ্রীনাথ চ্যাটার্জি লেন ও মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, দীনবন্ধু সেন সড়ক, কলেজ রোড, ধোপা বাড়ির মোড়, কবি নজরুল সড়ক, কালী বাড়ি রোড, রুপাতলী, বাংলাবাজার, বগুড়া রোড, কাউনিয়া ও নথুল্লাবাদ প্রত্যেক এলাকার ১ জন করে ১০ জন, রেঞ্জ পুলিশে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন চিকিৎসক ও ১ জন স্টাফ, সদর জেনারেল হাসপাতালের ১ জন চিকিৎসক, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ১ জন স্টাফ, সদর উপজেলাধীন তালুকদারহাট এলাকার ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৪৩ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাকেরগঞ্জে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

বরিশাল জেলার বাকেরগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে এক ইউপি সদস্যের নির্মাণাধীন স্থাপনা গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন। সোমবার (২০ জুলাই) উপজেলার কামারখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই নির্মাণাধীন ভবনটি গুড়িয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) মো: তরিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজারে সরকারি সম্পত্তি দখল করে স্থানীয় ইউপি সদস্য রফিক একটি দ্বিতল পাঁকা দোকানঘর নির্মাণ করছিলেন। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে দাড়িয়াল ইউনিয়ন ভূমি কর্মকর্তা ওই দোকান স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেয়। দুই দিন কাজ বন্ধ রেখে সোমবার (২০ জুলাই) সকালে পুরোদমে আবার দোকানের নির্মাণ কাজ শুরু করেন ইউপি সদস্য রফিক।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি বাকেরগঞ্জ মোঃ তরিকুল ইসলাম কামারখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি জমিতে নির্মাণাধীন ইউপি সদস্যের অবৈধ স্থাপনাটি গুড়িয়ে দেন। এ সময় বাকেরগঞ্জ শার্শী থানার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ জোবায়ের আহমেদ, দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই সাথে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনা করার দায়ে ওই বাজারের আল মদিনা এবং আল আরাফাত বেকারিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মোতালেব হোসেন ও দিলীপ চন্দ্র দাস নামের দুই হোটেল মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: তরিকুল ইসলাম জানান, জেলা প্রশাসকের অনুমতি ব্যতিত চানদিনা ভিটির বাইরে কোনভাবেই হাট-বাজারে স্থায়ী স্থাপনা তৈরি করা যাবেনা। সেজন্য ওই ইউপি সদস্যের অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে বাজারের চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাকেরগঞ্জে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করছে পুলিশ।

রোববার রাতে উপজেলার আরাইবেকি গ্রামের মাসুদ মৃধার স’মিলসংলগ্ন শ্রীমন্ত নদীর তীর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, স্থানীয়রা শ্রীমন্ত নদীর তীরে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পাদ্রীশিবপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদুল হাসান জানান, শ্রীমন্ত নদীর তীরে তার মরদেহ পাওয়া গেছে। বৃদ্ধার বয়স ৬০-৭০ এর বেশি হবে। স্থানীয় কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।

বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই বশির জানান, সোমবার সকাল পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশালে করোনায় মৃত ব্যক্তির কফিন থেকে গাঁজা উদ্ধার

করোনার রিপোর্ট জালিয়াতি নিয়ে তোলপাড় চলছে গোট দেশ জুড়ে। ঠিক সেই মুহূর্তে করোনাকে কেন্দ্র ঘটেছে আরেক কান্ড আর তা হলো করোয় আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তির কফিনে মাদকের চালান পাচার।

এমনই ঘটনা ঘটেছে বরিশাল নগরীতে। গভীর রাতে করোনা উপসর্গে মৃত্যু হওয়া ব্যক্তির জন্য আনা কফিনে পাওয়া গেছে ২১ পুরিয়া গাঁজা। রোববার ভোর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের সামনে ঘটেছে এই ঘটনা। তবে মাদকের চালান পাচারের আগেই এ্যাম্বুলেন্স চালকের সহযোগিতায় তা চলে গেছে পুলিশের হাতে। অবশ্য এই ঘটনার সাথে জড়িত কাউকেই খুঁজে পায়নি পুলিশ।

সন্দেহ করা হচ্ছে করোনা ওয়ার্ডে দায়িত্বরত দারোয়ান কিংবা মৃত ব্যক্তির ছেলে জড়িত রয়েছে মাদক পাচার চক্রের সঙ্গে। বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শেবাচিমের করোনা ওয়ার্ড সূত্রে জানাগেছে, ‘গত শুক্রবার দুপুর ২টার দিকে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় আব্দুল হালিম নামের ৭০ বছর বয়সী বৃদ্ধকে।

তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী তুলাতলা গ্রামের মৃত কদম আলী’র ছেলে। এরপর রোববার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, ‘নিয়ম অনুযায়ী করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তিদের দেহ হাসপাতাল থেকে নিতে হলে কফিন বাধ্যতামূলক করা হয়েছে।

সে কারণেই ওই ব্যক্তির মৃতদেহ দাফনের জন্য একটি কাঠের তৈরি কফিন আনা হয় বাহির থেকে।

মৃতদেহ বহন করা শেবাচিম এলাকার বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক লিটন জানান, ‘কফিনে মৃতদেহ প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে কফিনের ভেতরে কাগজে মোড়ানো কিছু বস্তু চোখে পড়ে। তখন মৃত ব্যক্তির ছেলে সোহাগ মিয়া ওগুলো ময়লা আবর্জনা বলে ছুড়ে ফেলে।

কিন্তু সে-ই আবার ওই কাগজে মোড়ানো ওই বস্তু কফিনে ভরে মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলে।

চালক লিটন আরও জানান, ‘সোহাগের আচরণ সন্দেহজনক মনে হয়।

এ কারণে বিষয়টিকে চ্যালেঞ্জ করেন তিনি। তাৎক্ষণিকভাবে জাতীয় কল সেন্টার ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি অবগত করেন।

মুহূর্তের মধ্যে এসআই মিজান এর নেতৃত্বে কোতয়ালী মডেল থানার দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে কাগজে মোড়ানো প্যাকেট থেকে ২১ পুরিয়া গাঁজা উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পাশাপাশি রাতে সোহাগসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছেন তারা।

তথ্য নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) বলেন, ‘কফিন কোথা থেকে এবং কে এনেছে সে বিষয়টি এখনো অস্পষ্ট। তাছাড়া কফিনের ভেতরে কে গাঁজা রেখেছে সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

তাই বিষয়টি অনুসন্ধান চলছে। খুব শীঘ্রই বিষয়টি বেরিয়ে আসবে বলে জানিয়েছেন থানা পুলিশের এই কর্মকর্তা।

তবে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানিয়েছে,রাতে হাসপাতালে ওয়ার্ড মাস্টারের দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ

কিন্তু তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার অবর্তমানে নিরাপত্তা প্রহরী মমিনুল এবং খায়ের দায়িত্বে ছিলেন করোনা ওয়ার্ডে।

তাদের মধ্যে খায়ের মৃতদেহ বহনের জন্য কফিনের ব্যবস্থা করে দিয়েছেন।

যদিও খায়েরের দাবি ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদের দেখানো মতেই তিনি ওই কফিন সংগ্রহ করে দিয়েছেন।

তার পরেও করোনা উপসর্গে মৃত ব্যক্তির কফিনের মধ্যে গাঁজা পাওয়ার বিষয়টিতে সন্দেহের তীর নৈশ প্রহরীর দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী এবং মৃতব্যক্তির ছেলের দিকেই ছুটছে।

উজিরপুরে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসায় ঢাকা প্রেরণ

বরিশালের উজিরপুর মডেল থানায় কর্মরত চৌকস পুলিশ অফিসার এস আই মাহবুব হোসেন করোনা আক্রান্ত হয়ে নিজের বাসায় চিকিৎসাধীন ছিলেন। গত ২২ শে জুন তার নমুনা সংগ্রহ করা হয়, ২৪ শে জুন করোন পজিটিভ আসে।
এরপর থেকে তিনি তার বাসায় চিকিৎসাধীন ছিলেন, পরে তার শরীর অবস্থা অবনতি হলে বরিশাল পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা নেন ।
গতকাল তৃতীয়বারের মতো তার রিপোর্ট পজিটিভ আসে এবং তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি দেখা দেয়।
আজ বরিশাল পুলিশ লাইন হাসপাতাল থেকে তাকে ঢাকা রাজার বাগ কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য বিশেষ এম্বুলেন্সে নেওয়া হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেন।

বরিশালে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দেড় কেজি গাঁজাসহ বিক্রেতা ফারুক আহমেদ সেন্টু সরদারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামে এই অভিযানের সময় সেন্টুর এক সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার সকালে থানার এসআই সুশান্ত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুপুরে সেন্টুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে পুলিশ। সেন্টু ওই উপজেলার অশোকসেন গ্রামের হারুন অর রশিদ সরদারের ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, গত শনিবার রাতে উপজেলার অশোকসেন গ্রামের করম আলী সরদারের বাড়ির পুকুর পাড়ে মাদক বিক্রির গোপন খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও সেন্টু সরদারকে একটি ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্বাস উদ্দিন জানান, মাদক মামলায় সেন্টুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সিমেন্ট বোঝাই জাহাজ ডুবে বরিশাল-ঢাকার নৌপথের মিয়ারচর চ্যানেল বন্ধ

দক্ষিানাঞ্চলের বরিশাল-ঢাকা নৌপথের বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মেঘনার শাখা নদীর মিয়ার চরে এমভি ফারহানা মোনেম নামের একটি সিমেন্ট বোঝাই কারগো জাহাজ প্রচণ্ড ঢেউয়ের স্রোতের মুখে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় বরিশাল-ঢাকা নৌপথের মিয়ার চর চ্যানেটি ঝুকিপূর্ণ হয়ে উঠায় প্রায় ২ ঘন্টা অতিরিক্ত সময় ব্যয় ও ৪ কিলোমিটার বিকল্প নৌপথ ঘুড়ে পাড়ি দিয়ে ঢাকাগামী বিলাশবহুল যাত্রীবাহী লঞ্চ সহ বিভিন্ন নৌযানকে চলাচলের জন্য বরিশাল বিআইডব্লিউটি’এ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে নির্দেশনা জারী করেছে।

প্রায় ২৫ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত ডুবে যাওয়া কারগো জাহাজটি পানির স্রোত বাধা হয়ে দাঁড়াবার কারনে ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করার কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এমনকি প্রচণ্ড পানির স্রোত না কমা পর্যন্ত কিছুই করা হবে না। তবে আপাতত ঐ ঝুকিপূর্ণ চ্যানেল পথে কেহ যাতে নৌযান নিয়ে চলাচল না করে সেজন্য স্থানটি চিহ্নিত করে মার্কিং করে দেওয়া সহ বিআইডব্লিইটি’এর সদস্যরা অবস্থান করে নজরদারী করছেন।

এছাড়া আগামী সপ্তাহে মিয়ারচর চ্যানেলে নৌ চলাচলের জন্য নতুন করে ড্রেজিং করা সহ ডুবে যাওয়া কারগোটি উদ্ধারের জন্য ব্যবস্থা নেয়া হতে পারে বলে বরিশাল বিআইডব্লিউটি’এ নদী বন্দর উপ-পরিচালক বিষয়টি নিশ্চিত করেছে।

কারগো জাহাজটি ডুবে যাওয়ার ঘটনায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার স্বর্থে ঝুকিপূর্ণ মিয়ার চর চ্যানেল পথ ব্যবহার না করে জেলার মেহেন্দিগঞ্জে উপজেলার উলানিয়ার কালিগঞ্জ নদী দিয়ে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চগুলোকে চলাচল করার জন্য লঞ্চ মালিক পক্ষকে অবহিত করেছে বিআইডব্লিউটি’এ।

এ ব্যাপারে কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি ও সুন্দরবন নেভিগেশন কোং এর চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু বলেন, বর্তমান করোনা কালীন সময়ে পূর্বের চেয়ে তিন ভাগের এক ভাগ যাত্রী নিয়ে লঞ্চ সার্ভিসটি চালু রাখা হয়েছে। আমরা শুধু যাত্রীদের সুবিধার্থে ও স্টাপদের অনুরোধে লঞ্চ সার্ভিস দিয়ে যাচ্ছি। এখানে আমাদের যে পরিমান খরচ হয় তা উঠে আসে না। এরপর মিয়ারচর চ্যানেলটি বন্ধ হওয়ার কারনে আমাদের অতিরিক্ত ৪ ব্যারেল তেল সহ ৫২ হাজার টাকা লোকশান দিয়ে যাত্রীদের সেবা দিতে হবে।

তিনি আরো বলেন, আমি সকালে বিআইডব্লিউটি’এর চেয়ারম্যান কমোডর সাদেক এর সাথে কথা বলেছি তিনি আমাকে আশ্বস্থ করেছে আগামী সপ্তাহের মধে পানির স্রোত কমে আসলে ড্রেজিং করার মাধ্যমে চর অপসারন করার মাধ্যমে চ্যানেলটি চালু করে দেবেন। তাই জনস্বার্থে লঞ্চ সার্ভিস চালু রাখতে হচ্ছে। এবিষয়ে বরিশাল নদী বন্দর উপ-পরিচালক আজমুল হুদা মিঠু বলেন, কারগো জাহাজটি মিয়ারচর এলাকায় নদীতে নিমজ্জিত হবার পরপরই ঘটনাস্থলে ছুটে যাই। সেখানের নদীর অবস্থা পর্যবেক্ষেণ করে দেখা যায় উত্তরের বন্যার পানি দক্ষিণাঞ্চলে টান পড়ায় প্রচন্ড ঢেউ ও স্রোত বইছে সেখানে এক মিনিটের জন্য কোন নৌযান থামিয়ে রাখা যাচ্ছে না। এছাড়া ওখানে জরুরী প্রয়োজনে ড্রেজিং করার মাধ্যমে ডুবো অপসারন করতে হলে অন্তত পক্ষে ড্রেজিং জাহাজ বোর্ডগুলোকে অবস্থান করতে হবে।

বর্তমানে সেখানকার পাণির এত স্রোত বইছে যা এই মুহুর্তে ড্রেজিং বোর্ড আনা সম্ভব হচ্ছে না। তবে আগামী সপ্তাহের ভিতর ড্রেজিং করার মাধ্যমে মিয়ারচর চ্যানেলটি চালু করা হবে।

উল্লে­খ্য, শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে নারায়নগঞ্জ থেকে প্রায় ৫৫লক্ষ টাকার শাহ সিমেন্ট কোং এর ১৩ হাজর বস্তা সিমেন্ট নিয়ে যশোরের নওয়াপাড়া যাত্রাকালে বরিশালের হিজলা উপজেলার মিয়ারচর নামকস্থানে প্রচন্ড ঢেউয়ের কারনে গতি চরায় উঠে গিয়ে কাত হয়ে ডুবে যায় এমভি ফারহানা মোনেম সিমেন্ট বোঝাই কারগোবাহী জাহাজটি।

এসময় কারগোতে থাকা মাস্টার, সুকানী,গ্রিজার সহ ৯জন স্টাফ নদীতে লাফিয়ে পড়ে। পড়ে তাদেরকে নদীতে থাকা মৎস্য জেলেরা উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

এ ব্যাপারে মাস্টার আমির হোসেন বাদী হয়ে শনিবার রাতে মুলাদী থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন বলে হিজলা নৌ পুলিশের ওসি শেখ বেল­াল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বরিশালে ২৪ ঘন্টায় ২০ জনের করোনা শনাক্ত

বরিশাল জেলায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে নি।

শনিবার (১৭ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- বাকেরগঞ্জ উপজেলার ২ জন, উজিরপুর উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ২ জন, মুলাদী উপজেলার ২ জন, গৌরনদী উপজেলার ১ জন, বরিশাল নগরীর প্যারারা রোড, মুন্সী গ্যারেজ, কাউনিয়া, কাশীপুর, সদর রোড, মুসলিম গোরস্থান, সিএন্ডবি রোড, রুপাতলী, সাগরদী প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন, ব্যাংকে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ২০ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল কলেজের নাম পরিবর্তন করলে মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের দাবি

সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বরিশাল মহানগর কমান্ড। একই সঙ্গে কলেজটির নাম যদি পরিবর্তন করতেই হয় তবে মুক্তিযুদ্ধে কৃতিত্ব রাখা মুক্তিযোদ্ধা আবুল হাসনাত আবদুল্লাহ কিংবা সংগঠনটির প্রস্তাবিত অন্য মুক্তিযোদ্ধাদের মধ্যে যেকোনো একজনের নামে করার আহবান জানিয়েছেন তারা।

আজ শনিবার সংসদের নৌ কমান্ডো প্রতিনিধি মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানান তারা৷

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীন বাংলাদেশের একটি ঐতিহ্য ‘বরিশাল কলেজ’। কলেজটির নাম পরিবর্তনে গত ক’দিন যাবৎ পরিচালিত অপচেষ্টা রুখে দেয়া হবে। কলেজটির নাম যদি পরিবর্তন করতেই হয় তবে মহান মুক্তিযুদ্ধে বরিশালে কৃতিত্ব রাখা স্মরণীয় যে কোনো ব্যক্তির নামে করতে হবে।

এমনকি বিজ্ঞপ্তিতে বরিশালের চারজন মুক্তিযোদ্ধার নাম প্রস্তাব করা হয়। তারা হলেন, মুক্তিযুদ্ধ কালীন ৯নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) এম এ জলিল, দক্ষিণাঞ্চলের মুজিব বাহিনী প্রধান আবুল হাসনাত আবদুল্লাহর এমপি, বীর প্রতিক রফিকুল ইসলাম বাদশা এবং মুক্তিযুদ্ধের সুইসাইডাল স্কোয়াড প্রধান রেজাই ফারুক।

এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকসহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়।

উল্লেখ্য, স্থানীয় সংস্কৃতিজনদের দাবির প্রেক্ষিতে গত ফেব্রুয়ারী থেকে বরিশাল জেলা প্রশাসন কলেজটির নাম পরিবর্তনের জন্য চিঠি চালাচালি শুরু করেন উপর মহলে। গত ২৯ জুন শিক্ষা মন্ত্রণালয় কলেজটির বর্তমান নাম পরিবর্তন করে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ’ নামে রাখার জন্য সুপারিশসহ মতামত চায় বরিশাল শিক্ষা বোর্ডের কাছে।