বরিশালে ২৪ ঘন্টায় ২০ জনের করোনা শনাক্ত

বরিশাল জেলায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে নি।

শনিবার (১৭ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- বাকেরগঞ্জ উপজেলার ২ জন, উজিরপুর উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ২ জন, মুলাদী উপজেলার ২ জন, গৌরনদী উপজেলার ১ জন, বরিশাল নগরীর প্যারারা রোড, মুন্সী গ্যারেজ, কাউনিয়া, কাশীপুর, সদর রোড, মুসলিম গোরস্থান, সিএন্ডবি রোড, রুপাতলী, সাগরদী প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন, ব্যাংকে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ২০ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *