বাংলাদেশ ডিভোর্স ক্লাবের জমকালো মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ব্যতিক্রম এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটলো বাংলাদেশ ডিভোর্স ক্লাবের। গত ১৭ জানুয়ারী শুক্রবার ফ্লেভার্স মিউজিক ক্যাফে,ধানমন্ডিতে বাংলাদেশ ডিভোর্সড ক্লাব আয়োজিত এক  জমকালো মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির নেতৃত্বে রয়েছেন সুমাইয়া হামিদ ও শাহাদাত হোসেন রনি।

তালাকপ্রাপ্ত -বিধবা ও বিপত্নীক নারী এবং পুরুষরাই এই সংগঠনের সদস্য হতে পারবেন। প্রাথমিকভাবে সংগঠনটির কার্যক্রম শুরু হয় ফেসবুকের অনলাইন পেইজ থেকে।

একাকী জীবনের কষ্ট যেন তাদের পেয়ে না বসে সেজন্য সংগঠন হতে মানসিক বিকাশ সাধনের জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করাই এ সংগঠনের উদ্দেশ্য।দেশের বিভিন্ন জেলা শহর এবং দেশের বাইরে হতেও সংগঠনের সদস্যবৃন্দ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সংগঠনের কার্যক্রম যেন দ্রুততার সাথে এগিয়ে নেয়া যায় সেজন্য দিপালী দিকস্টা আর্থিকভাবে সহায়তা করেন।

শিশুদের চিত্রাংকন,গান এবং উন্মুক্ত কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।

ঝালকাঠিতে ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্পে উপকারভোগীদের প্রশিক্ষণ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে পৌরসভার আওতাধীন ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্পে উপকারভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেশ বাংলা ফাউন্ডেশনের হল রুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার। দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মিজানুর রহমানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রায় ৫০ জন উপকারভোগী প্রশিক্ষণ গ্রহন করেন।

বরিশালে বঙ্গবন্ধু জাতীয় চাম্পিয়নশীপ এর বরিশাল বনাম বাগেরহাট জেলার মধ্যকার খেলার উদ্বোধন

মোঃ শাহাজাদা হীরা:
গত ১৭ জানুয়ারি ২০২০ তারিখ হতে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ এর খেলা। এ উপলক্ষে আজ ২১ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টার দিকে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে।

 

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ এর বরিশাল জেলা বনাম বাগেরহাট জেলার মধ্যেকার খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এস, এস, অজিয়র রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সহ-সভাপতি বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল, মোঃ আসাদুজ্জামান খসরু, স্বাধীন বাংলা ফুটবল টিমের সাবেক খেলোয়াড় আমিনুল ইসলাম সুরুজসহ সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়ার, উভয় দলের কোচ, ম্যানেজার, খেলোয়ার, রেফারি ধারাভাষ্যকার এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

 

খেলার শুরুতে জেলা প্রশাসক বরিশাল উভয় দলের ক্যাপ্টেন, খেলোয়াড়, টিম ম্যানেজার, রেফারিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে উভয় দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়, খেলায় বরিশাল জেলা ৪-০ গোলে বাগেরহাট জেলা কে পরাজিত করে জয়লাভ করেন।

তালতলী ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে স্কুলে যায় কয়েক শত শিক্ষার্থী

আবু হানিফ নয়ন::বরগুনা জেলার তালতলী উপজেলার শারিকখালী ও কড়ইবাড়ীয়া ইউনিয়নের কড়ইবাড়ীয়া বাজারের দক্ষিন পূর্ব পাশে ঝুঁকি পুর্ণ সাঁকো পার হয়ে স্কুলে যায় কোমলমতি শিশু শিক্ষার্থী ও অত্র এলাকার জনসাধারন।

প্রতিদিন ঐ সাঁকো থেকে শিক্ষার্থীসহ প্রায় পাঁচ থেকে আটশত লোক আসা যাওয়া করে।শিশু শিক্ষার্থীরা বাসের সাঁকো পার হতে ভয় পায়। এমনকি বাসের সাঁকো পার হয়ে স্কুলে যেতে চায়না কোমলমতি শিশু শিক্ষার্থীরা। বাধ্য হয়ে শিশু শিক্ষার্থীদের সাথে যেতে হয় অভিভাবকদের।

জানা যায়, শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামে যদিও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে গিয়ে লেখাপড়ার তেমন কোন ভাল যোগাযোগ ব্যবস্হা না থাকায় বাধ্য হয়ে ৪-৫ কিলোমিটার পথ অতিক্রম করে পাঠদানের জন্য যেতে হয় আলীর বন্দর এ,এম মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও কড়ইবাড়ীয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায়।

অভিভাবকরা থাকেন নানা দুচিন্তায়।যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবি এখানে যেন অতিশিঘ্রিই একটি ব্রিজ নির্মাণ করা হয়।

এ বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তানজিলা, সুমাইয়া, মেহেদী, জান্নাতী, সালমান, রেজাউল, ঝরণা বলেন আমরা প্রতিদিন অতিকষ্টে ক্লাসে আসা-যাওয়া করি। সাঁকো যখন পার হই তখন অনেক ভয় পাই।

তারা আরো বলেন বর্ষা মৌসুমে রাস্তাঘাট খারাপ থাকায় আমরা ক্লাসে যেতে পারিনা।আমাদের “মা” মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একান্ত দাবি এখানে একটি ব্রিজ নির্মাণ করে আমাদের জনদুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য অনুরোধ করছি।

সরেজমিনে দেখা গেছে তালতলী উপজেলার নলবুনিয়া গ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্হা।বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা ঐ রাস্তা ও সাঁকো পার হয়ে ক্লাসে যাওয়া আসা বন্ধ থাকে। কোমলমতি শিশু শিক্ষার্থী ও স্হানীয় বাসীন্দাদের নিজেদের উদ্দ্যোগে নির্মিত বাসের সাঁকো পার হতে হয়।

উন্নয়নের দিক থেকে এলাকাটি বেশ অবহেলিত। এখানে চলাচলের জন্য নেই কোন ভাল রাস্তাঘাট। তাছাড়া শিক্ষার্থীরা তাড়াহুড়া করে সাঁকো পার হতে গিয়ে প্রতিনিয়ত ছোট -বড় দুর্ঘটনার স্বীকার হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে কড়ইবাড়ীয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার জনাব মো:আব্দুস সবুর বলেন এ এলাকার জনগন ইসলামী শিক্ষার প্রতি অত্যন্ত অনুরাগী। তাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য ইচ্ছা পোষন করে। কিন্তু কড়ইবাড়ীয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসাটির সাথে এলাকার বিভিন্ন ব্রিজ ও পাকা রাস্তা না থাকায় এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ইচ্ছার বাস্তবায়ন হচ্ছে না।সেহেতু রাস্তাপাকা ও ব্রিজ নির্মাণ হলে মাদ্রাসায় ছাত্রছাত্রী বৃদ্ধি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষ সৃষ্টি হবে।

আলীর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন মোবারক( স্যার) বলেন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন বাসের সাঁকো পার হতে হয়। যে কোন সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওখানে একটি ভালমানের সেতু হলে শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য খুবই ভাল হয়।
তিনি আরো বলেন যেহেতু শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার যাতে করে সমাজের অবহেলিত এ সমস্ত কোমলমতি শিশুরা যাতে শিক্ষা থেকে যেন বনঞ্চিত না হয়। এ জন্য দ্রুত একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

তালতলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা মনিকা নাজনীন বলেন ওটাতো একে বারেই বড় সাঁকো ওখানের যাতায়াত ব্যবস্হা তেমন ভালনা।বাচ্চাদের আসা -যাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয়।

অভিভাবকরা বাচ্চাদের নিয়ে আসতে হয় এবং দিয়ে আসতে হয়। অনেক সময় অভিভাবকরা সাথে আসতে পারেন না কারন অনেক অভিভাবক সচেতন না। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এজন্য ওখানে ঐ বাসের সাঁকোর পরিবর্তে একটি ব্রিজ অথবা আয়রন ব্রিজ নির্মাণ করা হলে বাচ্চাদের আসা-যাওয়ার ক্ষেত্রে খুবই ভাল হয়। সরকারের কাছে আমার অনুরোধ ওখানে যেন অতিশিঘ্রিই একটি ব্রিজ নির্মাণ করা হয়।

বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মুলাদীতে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব জয়নুল আবেদীনের নিজস্ব অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন উপলক্ষে তিনি দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শুকুর আহমেদ খান, বরিশাল উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন,

মুলাদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনির, মুলাদী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাজী কামাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আলাল, যুগ্ম আহ্বায়ক মিন্টু রাড়ী,

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মিজানুর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির বিএনপি নেতা মিজানুর রহমান হাওলাদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান জীবন, পৌর বিএনপি নেতা ইদ্রিস হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীবৃন্দ।

পিরোজপুরে এক রাতে ৬ বাড়িতে চুরি

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ৩নং ওয়ার্ডে রোববার রাতে ছয়টি ঘরে চুরির অভিযোগ পাওয়াগেছে। স্থানীয়সূত্র জানাগেছে,শহরের টিএন্ডটি সড়কের বাসিন্দা এবং বরিশাল থেকে প্রকাশিক দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি মো. বেলায়েত হোসেন মুন্সির ঘর থেকে একটি ডিএসএলআর ক্যামেরা, ২টি মোবাইল ফোন, শাহজাহান চাপরাশির ঘর থেকে দুটি ব্যাগ, মহসীন জোমাদ্দারের ঘর থেকে নগদ ১৭০০শ টাকা, কামাল মৃধার ঘর থেকে ৩টি মোবাইল ফোন,

কবির খলিফার ঘর থেকে তার মেয়ের ১ভরি ওজনের একটি স্বর্নের চেইন, ফারুক মুন্সির ঘর থেকে তার মেয়ের ২টি মোবাইল ফোন এবং আলমগীর কবিরাজের ঘরেও চোরের হানা টের পাওয়ায় সটকে পড়ে চোর।

চুরির বিষয়ে বেলায়েত মুন্সি জানান, প্রতিদিনের ন্যায় রোববার রাতেও রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক সাড়ে চারটারদিকে প্রকৃতির ডাকে সারাদিতে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা, জানালা খোলা।

ঘরের স্টীলের আলমারিতে রাখা মালামাল তছনছ অবস্থায় দেখে কাছে গিয়ে দেখি আমার ব্যাবহৃত মোবাইল সেট এবং ক্যামেরাটি নেই। পরে বাহিরে নেমে মোবাইলের সিম পাওয়া গেলেও মোবাইল পাওয়া যায়নি। এ ব্যাপারে আমি (বেলায়েত) গতকাল সোমবার ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছি। স্থানীয়রা প্রাথমিক ভাবে ধারনা করছে যে এসব চুরি মাদকসেবি ছিচকেচোর করে থাকতে পারে।

এবিষয়ে ভান্ডারিয়া থানার ডিউটি অফিসার এস আই শফিকুল ইসলাম জানান, বেলায়েত মুন্সি নামের এক ব্যাক্তি একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। স্যার (ওসি) আসলে তার সাথে পরামর্শ করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

বরিশালে বোম্বাই মরিচে লাখপতি কৃষক

শুধুমাত্র বোম্বাই মরিচসহ নানা জাতের মরিচ বিক্রি করে চলতি মৌসুমে আয় করেছেন প্রায় দু’লক্ষ টাকা। বানিজ্যিকভাবে বোম্বাই মরিচসহ উন্নত জাতের কাঁচা মরিচ চাষে এ পরিমান টাকা আয় করেছেন বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়া নীলগঞ্জের কৃষক আবুল গাজী। মৌসুমের বাকী এক মাসে মরিচ বিক্রি করে আরো এক লক্ষ টাকা আয়ের আশা এ কৃষকের।

আবুল হোসেন জানান, বিগত কয়েক বছর যাবৎ ধান চাষের লোকসানে দিশেহারা হয়ে পড়েন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা কৃষি নির্ভরশীল এ পরিবারের আবুল গাজী। লোকসান লাঘবে ধান চাষের পাশপাশি শুরু করেন ফুলকপি, পাতা কপি, শিম, বেগুনসহ বিভিন্ন জাতের সবজি আবাদ। সবজি চাষ করে ধানের চেয়ে বেশি লাভবান হয়েছেন।

এ অঞ্চলের প্রথম এবং সফল সবজী চাষী সুলতান গাজীর নিয়মিত পরামর্শসহ সহযোগিতায় সবজি চাষের পাশাপাশি নয় শতাংশ জমিতে বোম্বাই মরিচ এবং বারো শতাংশ জমিতে উন্নত জাতের কাঁচা মরিচের চাষ করেন। জমি প্রস্তত, চাষ, বীজ বপনসহ পরিচর্যায় এতে তার ব্যয় হয়েছে কুড়ি হাজার টাকা। খুব বেশী পরিচর্যার প্রয়োজন না থাকায় উৎপাদন খরচ কম। নিয়মিত পরিচর্যায় ফলন হয়েছে বেশ ভাল।

আবুল হোসেন হাসি মুখে বলেন, বিক্রি নিয়ে খুব একটা ঝামেলা নেই। বাড়ীতে এসেই পাইকাররা মরিচ কিনে নিয়ে যায়। প্রতিমাসে চার বার বিক্রি করেন। শুধুমাত্র বোম্বাই মরিচ বিক্রি করেছেন আশি হাজার টাকার। উন্নত জাতের কাঁচা মরিচ বিক্রি করেছেন প্রায় ৭০ হাজার টাকার। এছাড়াও ফুলকপি, পাতা কপি ও শিম বিক্রি করেছেন দু’লাখ টাকার বেশি। সব মিলিয়ে এ বছর সবজি চাষ করে খরচ বাদে তিন মাসে তার আয় হয়েছে চার লাখ টাকা।

আবুল হোসেন আরো জানান, স্থানীয় কৃষি অফিসের মাঠ কর্মকর্তারা তাকে নিয়মিত পরামর্শ ও সহযোহিতা দিচ্ছেন। তার দেখাদেখি নীলগঞ্জ ইউনিয়নের অনেক সবজি চাষীই শুরু করেছেন বোম্বাই মরিচের চাষ। স্থানীয় বাজারের চাহিদার চাহিদা মিটিয়ে এ মরিচ বিক্রি হচ্ছে বরিশাল বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বিচ্ছিন্নভাবে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় কুড়ি হেক্টর জমিতে বোম্বাই মরিচের চাষ হয়েছে।

জাপানে বোম্বাই মরিচের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা পুরনে জাপান বিভিন্ন দেশ থেকে বোম্বাই মরিচ আমদানি করে থাকে। যদি জাপানে আমাদের কৃষকদের উৎপাদিত বোম্বাই মরিচ রপ্তানি করা যায় তবে কৃষকরা লাভবান হবে। কৃষি অর্থনীতিতে দেশ আরো একধাপ এগিয়ে যাবে।

বরিশালে র‌্যাবের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বরিশালের হিজলা উপজেলার ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে দিনভর অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় স্থানীয় চারটি ডায়াগনষ্টিক সেন্টারকে এক লক্ষ টাকা জরিমানা এবং সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার সকালে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বধীন ভ্রাম্যমাণ আদালত এই জেল জরিমানার আদেশ দেন।

বরিশাল জেলা প্রশাসনের একটি সূত্র জানায়- উপজেলার হাসপাতাল রোডের বেশ কয়েকটি ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। সোমবার বরিশাল সিভিল সার্জন ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহযেগিতায় দিনভর বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান করে নানামুখী অপরাধে সাতজনকে জেল জরিমানা দেওয়া হয়।

রাতে র‌্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- উল্লেখিত অভিযোগের ভিত্তিতে মেডিকেল ফিজিওথেরাপি সেন্টারের মালিক মো. মাসুম বিল্লাহ (৩৩), সান এক্সে এন্ড আলট্রাসোনিক সেন্টারের মালিক মো. জালাল হক (৪৫), টেকনিশিয়ান মো. জাহিদুর ইসলাম (২৯), সেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. রুহুল আমিন (৪৫), ম্যানেজার মো. জাকির হোসেন (২৮), রেমিডি মেডিকেল সার্ভিসেস সেন্টারের মালিক মো. খলিলুর রহমান (৩২) এবং টেকনিশিয়ান অনন্ত কুন্ডকে (২৫) আটক করা হয়।

পরে তাদের মধ্যে চার ডায়াগনষ্টিক সেন্টারের মালিকককে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা এবং এক ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড। বাকি তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে র‌্যাবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।’