বরিশালে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালন

নিউজ ডেস্ক:

র‌্যালি, আলোচনা সভা, দিনব্যাপী মেলা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নেতৃত্বাধীন র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর আমতলা মোড়ে সরকারি শিশু পরিবারে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক শাহপার পারভীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. হোসেন চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মেহেদী পারভেজ খান আবির এবং এনজিও সংগঠক কাজী জাহাঙ্গীর কবির।

দিবসটি উপলক্ষ্যে সেখানে দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়। মেলার ৬টি স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা, ব্লক-বাটিক সংবলিত কাপড় এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদর্শন করা হয়। এ উপলক্ষ্যে সন্ধ্যায় একই স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিউজ ডেস্ক:

বরিশালে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। যে বৃষ্টি শুক্রবারও (৩ জানুয়ারি) বরিশাল বিভাগের কোথাও কোথাও হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও তাপমাত্রা এ অঞ্চলে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কোনো সম্ভাবনা নেই। তবে সূর্যের দেখা না মিললে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যযেক্ষক আনিসুর রহমান জানান, সকাল থেকে বরিশালে যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তা শুক্রবারও হতে পারে। আর শনিবারও (৪ জানুয়ারি) বিভাগের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বৃহস্পতিবার সূর্যের দেখা মিললেও শুক্রবার তা নাও মিলতে পারে। আর সূর্যের দেখা না মিললে শীতের তীব্রতা বাড়তে পারে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কোনো সম্ভাবনা নেই।

আনিসুর রহমান বলেন, এখন পর্যন্ত বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন

আরিফুর রহমান আরিফ :: ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষক পরিষদের -২০২০ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম । যুগ্ম সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল ও কোষাধ্যক্ষ পদে নিবার্চিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুমন কুমার ।

শিক্ষক পরিষদের গঠনতন্ত্র অনুসারে পরাপর দুই মেয়াদে নির্বাচন না করার বিধান থাকায় পূর্ববর্তী পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইলিয়াস বেপারী, যুগ্ম সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম ও কোষাধ্যক্ষ বাংলা বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ্ নির্বাচনে অংশগ্রহণ করেননি।

শিক্ষক পরিষদের এ নির্বাচন প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন জানান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইলিয়াস বেপারীকে প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানাকে কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয় । উক্ত নির্বাচন কমিশন ৭ই ডিসেম্বর ২০১৯ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, জমা ও বাচাই করে এবং ১২ ডিসেম্বর মনোনয়ন ফরম প্রত্যাহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। তফসিল ঘোষণার পর মনোনয়ন পত্র ক্রয় করেন সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল এবং কোষাধ্যক্ষ পদে মনোনয়ন ক্রয় করেন প্রভাষক সুমন কুমার। প্রতিটি পদের জন্য এক জন করে মনোনয়ন পত্র ক্রয় করায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন জনকে ১৫ ডিসেম্বর বিজয়ী ঘোষণা করেন।

কলেজের অধ্যক্ষ ও পদাধিকার বলে শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মো. আনছার উদ্দীন বলেন, নির্বাচিত সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতি আমার প্রত্যাশা থাকবে কলেজের সার্বিক ব্যবস্থাপনায় পূর্ববর্তী পরিষদের ন্যায় তারাও দক্ষতার পরিচয় দিবেন।

মেট্রোরেলের ৮ কিলোমিটার দৃশ্যমান

নিজস্ব প্রতিবেদক:

মেট্রোরেলের আট কিলোমিটার দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রকল্প অগ্রগতি হয়েছে ৪০ ভাগ। আগামী বছরের ডিসেম্বরে উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের (এমআরটি-৬) উদ্বোধন করা হবে। ২০৩০ সালের মধ্যে রাজধানীতে পাঁচটি মেট্রোরেল লাইনের কাজ শেষ হবে।

বুধবার দিয়াবাড়িতে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ও রেললাইন স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শিগগির এমআরটি লাইন-১ ও ৫ এর কাজ শুরু হবে। সঙ্গে থাকবে সাড়ে ১৩ কিলোমিটার পাতাল রেল। ইতোমধ্যে ডিপিপি অনুমোদন হয়েছে।

তিনি বলেন, সব মেগা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হবে। কর্ণফুলী টানেলের কাজ ৫০ ভাগ শেষ; পদ্মা সেতুর কাজ ৭০ ভাগ। স্থবিরতা কাটিয়ে বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ দ্রুতগতিতে চলছে।

জাইকার ঋণে প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক এক কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের কাজ শুরু হয় ২০১২ সালে। লাইনটি মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সেতুমন্ত্রী।

‘বিএনপি সেকেলে মানসিকতার’: সিটি করপোরেশনের ভোটে ইভিএমের বিরোধিতা করায় বিএনপিকে সেকেলে মানসিকতার বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের।

তিনি বলেন, বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে। তাই তারা ইভিএমে ভোটের সমালোচনা করছে। সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। অথচ ডিজিটাল পদ্ধতি বিএনপি পছন্দ করে না। তারা ক্ষমতায় এলে দেশ কখনও এগিয়ে যাবে না।

নির্বাচনে কারচুপির আশঙ্কার কথা জানিয়েছে বিএনপি। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ইভিএমে ত্রুটিমুক্ত নির্বাচন হবে। এই পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়। ইভিএম নিয়ে বিতর্কের অবকাশ নেই।

নির্বাচন কমিশন নিয়ে অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কমিশন বিএনপির পক্ষেই কথা বলছে। সরকারের পক্ষ নিয়ে কথা বলছে না।

শেষ পর্যন্ত ভোটে থাকবেন- বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের এ বক্তব্যকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের পুরোনো সংস্কৃতি নির্বাচনের আগেই নির্বাচন বয়কট করা। সেখান থেকে তারা সরে আসতে পারলে ভালো কথা।