নতুন বই নিয়ে বাড়ি ফিরল উপকূলের শিক্ষার্থীরা

এস এম আলমাস, কুয়াকাটা প্রতিনিধি:
ইংরেজি বছরের প্রথম দিনেই সারা দেশের ন্যায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়েছে উপকূলীয় অঞ্চল কলাপাড়ার কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। বিপুল উৎসাহ আর উদ্দিপনার মধ্যে দিয়ে এই বই উৎসব হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ কুয়াকাটা পৌর শাখার সভাপতি ও কুয়াকাটা পৌর মেয়র জনাব আব্দুল বারের মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরন করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের অভিভাবকরা। নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে আত্বহারা উপকূলীয় শিক্ষার্থীরা।কেউ বই পেয়ে দৌড় দিয়েছে কেউবা বুকে নাক দিয়ে গন্ধ শুঁকে বাড়ির পথ ধরেছে। নতুন বই পেয়ে আকাশের দিকে উঁচু করে ধরায় সৃষ্টি হয়েছিল এক উৎসবমূখর পরিবেশ। নতুন বই শিক্ষার্থীদের হাতে দিয়ে যেমন খুশি শিক্ষকরা তেমনই খুশি অভিভাবকরা। বিনামূল্যে বই বিতরণ সমাজে শিক্ষার মান অনেকটাই বাড়িয়েছে বলে মনে করেন শিক্ষক এবং অভিভাবকরা ।

শেখেরহাট আদর্শ যুব সমাজ এর ভিন্ন আয়োজন মাদক বিরোধী শপথ ও র‌্যাফেল ড্র দিয়ে নতুন বছরকে বরণ

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন ‘আদর্শ যুব সমাজ’ ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ইংরেজী নতুন বছরকে বরণ করে নিলো। ৩১ ডিসেম্বর রাতে এলাকার ভুমি অফিস চত্তরে আয়োজন করা হয় আলোচনা সভা, র‌্যাফেল ড্র, মাদক বিরোধী প্রচারনা, মাদকের বিরুদ্ধে শপথ পাঠ ও আনন্দ ভোজ। এতে এলাকার বয়োবৃদ্ধ, যুব সমাজ ও কিশোররা অংশনেয়। আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দিবস তালুকদার, বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার সবুজ হোসেন, সদর ডিএসবি ইন্সপেক্টর মালেক হোসেন, স্থানীয় জামাল খন্দকার লাবু, হাসান বাকের, জাহিদুল ইসলাম খান রাসেল, খন্দকার আবু খালেদ সোহেল, তকদীর উজ্জল, মনির জামান, রমিম খান। অতিথিদের বক্তব্যে তারা বলেন, একজন মাদক সেবনকারীর জন্য একটা পরিবার ধংস হয়ে যায়। আর একটি পরিবারের জন্য একটি সমাজ ধংস হয়ে যায়। অনুষ্ঠানে মাদকের কু-ফল সম্পর্কে ক্লাবের কর্মকর্তারা সকলকে অবহিত করেন। ‘মাদকের বিরুদ্ধে একতাবদ্ধ হই, মিলেমিশে কাজকরি স্বদেশ গড়ার জন্য’ এই শ্লোগান নিয়ে আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করানো হয়। পরে র‌্যফেল ড্র ও আনন্দ ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়। গোটা অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন, ক্লাব কর্মকর্তা মোঃ নাজমুল আলম খান (শিমুল), মোঃ মুজরিন আরাফাত খান (মারুফ), মোঃ রাসেল খলিফা, মেশকাত ঊন নূর (তাহসিন), শেখ মেহেদী হাসান, তাসফিন হাসিব, আররাফি খান (মিয়াদ) প্রমুখ।