নতুন বই নিয়ে বাড়ি ফিরল উপকূলের শিক্ষার্থীরা

এস এম আলমাস, কুয়াকাটা প্রতিনিধি:
ইংরেজি বছরের প্রথম দিনেই সারা দেশের ন্যায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়েছে উপকূলীয় অঞ্চল কলাপাড়ার কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। বিপুল উৎসাহ আর উদ্দিপনার মধ্যে দিয়ে এই বই উৎসব হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ কুয়াকাটা পৌর শাখার সভাপতি ও কুয়াকাটা পৌর মেয়র জনাব আব্দুল বারের মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরন করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের অভিভাবকরা। নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে আত্বহারা উপকূলীয় শিক্ষার্থীরা।কেউ বই পেয়ে দৌড় দিয়েছে কেউবা বুকে নাক দিয়ে গন্ধ শুঁকে বাড়ির পথ ধরেছে। নতুন বই পেয়ে আকাশের দিকে উঁচু করে ধরায় সৃষ্টি হয়েছিল এক উৎসবমূখর পরিবেশ। নতুন বই শিক্ষার্থীদের হাতে দিয়ে যেমন খুশি শিক্ষকরা তেমনই খুশি অভিভাবকরা। বিনামূল্যে বই বিতরণ সমাজে শিক্ষার মান অনেকটাই বাড়িয়েছে বলে মনে করেন শিক্ষক এবং অভিভাবকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *