গাজায় যুদ্ধবিরতি ‍নিয়ে আলোচনা আবারও শুরু আজ

ডেস্ক রিপোর্ট :
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মিসরের রাজধানী কায়রোতে আবারও আলোচনা শুরু হচ্ছে আজ রোববার (৩১ মার্চ)। মিসরের গণমাধ্যমগুলো এই সংবাদ দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে গাজা যুদ্ধের অবসানে প্রথমবারের মতো নেওয়া উদ্যোগের পর নতুন করে এই আলোচনা শুরু হচ্ছে। খবর আলজাজিরার।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর প্রাক্কালে ইসরায়েলের রাজধানী তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি নাগরিক। অনেক ইসরায়েলি নেতানিয়াহুকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের বিষয়ে প্রধান বাধা বলে মনে করেন। বিক্ষোভকারীরা অবিলম্বে হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান। বিক্ষোভে পণবন্দিদের নিকট আত্মীয়রাও উপস্থিত ছিলেন।

এদিকে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে এবং পণবন্দিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করে যাচ্ছে। জানা গেছে, আলোচনায় যোগ দিতে ইসরায়েল একটি প্রতিনিধি দল কায়রোতে পাঠাচ্ছে। অন্যদিকে হামাস কর্মকর্তারা  বলেন, দলটি কায়রোর মধ্যস্থতাকারীদের সঙ্গে প্রথমে বৈঠকে বসবে।

আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস কায়রো ও দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের বিষয়ে ওই দলটিকে অনুমোদন দিয়েছে।

মধ্যস্থতাকারী দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র খুবই আশাবাদী, এবারের আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে।

হামাস চুক্তির অংশ হিসেবে যুদ্ধের সমাপ্তি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার চায়। তবে ইসরায়েল এই দাবি পূরণে অস্বীকৃতি জানিয়ে বলেছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের লড়াই থামবে না।

জিম্মি নাবিকদের জন্য দুম্বা নেওয়ার কথা নিশ্চিত না মালিক পক্ষ

ডেস্ক রিপোর্ট :
সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। নাবিকদের খাদ্য ও অন্যান্য নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছে তাদের পরিবারের সদস্যরা। যদিও গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এর আগে তিন মাস ধরে জলদস্যুদের কবলে থাকা অন্য জাহাজেও খাদ্য সংকট ছিল না, এখানেও নেই।

এর পরের দিন আজ গণমাধ্যমে জলদস্যুরা এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও জিম্মি জাহাজ আব্দুল্লার মালিকানা প্রতিষ্ঠান কবির গ্রুপ সেই তথ্য নিশ্চিত করতে পারেনি। এই গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘ঈদের আগেই আমরা জিম্মি নাবিক ও জাহাজ ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নাবিকদের জন্য জলদস্যুরা দুম্বা এনে খাওয়ানোর বিষয়ে আমরা অবগত নই। এই রকম কোনো তথ্য আমরা পাইনি।’

গত ১২ মার্চ এমভি আবদুল্লাহকে ২৩ জন বাংলাদেশি নাবিকসহ জিম্মি করে সোমালি জলদস্যুরা। এরপর থেকে জিম্মি নাবিকদের ফেরাতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকালও তিনি একই প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, সোমালি জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের নিরাপদে উদ্ধার ও জাহজকে মুক্ত করাই আমাদের মূল উদ্দেশ।

ড. হাছান বলেন, ‘জাহাজ সম্পর্কে শুধু এটুকু বলতে চাই, নাবিকদের মুক্ত করার জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগে আছি। আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি এবং আমাদের উদ্দেশ হচ্ছে নাবিকদের নিরাপদে উদ্ধার করা এবং জাহাজ উদ্ধার করা। আমরা অনেক দূর এগিয়েছি।’

বরিশাল অবজারভার / হৃদয়

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫

ডেস্ক রিপোর্ট :
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে একটি বাস গিরিখাদে পড়ে আগুন ধরে গেলে এর ৪৬ জন যাত্রীর মধ্যে ৪৫ জনই মারা গেছে বলে জানিয়েছে দেশটির পরিবহণ মন্ত্রণালয়। বৃহস্পতিবারের (২৮ মার্চ) ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আট বছরের একটি শিশু মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। খবর এএফপির।

দক্ষিণ আফ্রিকার পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাসটি প্রতিবেশী দেশ বতসোয়ানা থেকে দেশের উত্তরে মোরিয়া এলাকায় যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এর ফলে বাসটি সেতুর প্রাচীরে আঘাত করে নিচে গিরিখাদে পড়ে যায় এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মীরা জানান, বাসের কয়েকজন যাত্রীর মরদেহ এতটাই পুড়ে গেছে, সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। বাসটির লাইসেন্স প্লেট বতসোয়ানার ছিল, তবে এর যাত্রীরা কোন দেশের নাগরিক ছিল সে সম্পর্কে অনুসন্ধান চলছে।

দক্ষিণ আফ্রিকার পরিবহণমন্ত্রী সিন্দিসিউই চিকুনগা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার বিষয়ে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন।

বাসটি দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশের মামাতলাকালা এলাকায় দুটি পাহাড়ের সংযোগ সেতু থেকে নিচে পড়ে যায়। এলাকাটি রাজধানী জোহানেসবার্গ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

বরিশাল অবজারভার / হৃদয়

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল সাড়ে ৩২ হাজার

ডেস্ক রিপোর্ট :
ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৩২ হাজারের বেশি ছাড়িয়েছে। পাঁচ মাসের বেশি হামলায় নিহতদের মধ্যে রয়েছে বেসামরিক লোক। তাদের মধ্যে আছে নারী, শিশুও। ফিলিস্তিনে হামাস অধ্যুষিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৩২ হাজার ৫৫২ জন মানুষ নিহত হয়েছে। পাঁচ মাসের বেশি হামলায় এই নিহত তারা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালায়। এরপর অভিযানে নামে ইসরায়েল। তখন থেকে একের পর এক আক্রান্ত হচ্ছে গাজা। যদিও টিকে থাকার লড়াইয়ে পিছপা হয়নি হামাস। এমন এক মহূর্তে বৈশ্বিক চাপ সৃষ্টি হলেও হামলার সিদ্ধান্ত থেকে সড়েনি ইসরায়েল। এমনকি, গত সোমবার (২৫ মার্চ) রমজানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হয়। সেই প্রস্তাবও মানেনি ইসরায়েল।

ওই রাতেই ইসরায়েলি যুদ্ধবিমানের বোমাবর্ষণে বিধ্বস্ত হয় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের বেশ কিছু এলাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় পরদিন মঙ্গলবার জানায়, ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির দাবির কাছে আত্মসমর্পণ করবে না।

এরপর অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। হতাহত হচ্ছে প্রতিদিনই। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আজ মঙ্গলবার (২৮ মার্চ) গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়। এ সময়ে আহত হয় ৭৪ হাজার ৯৮০ জনের মতো।

গাজায় কয়েকটি হাসপাতালের আশপাশে ইসরায়েল হামাস তুমুল লড়াই চলছে

ডেস্ক রিপোর্ট :
অবরুদ্ধ গাজার বেশ কয়েকটি হাসপাতালের চারিদিকে ইসরায়েল বোমা বর্ষণ অব্যাহত রেখেছে।
এদিকে কয়েকটি হাসপাতালের আশপাশে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে।
যদিও সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে।
এছাড়া কাতারে যুক্তরাষ্ট্র ও মিসরীয় মধ্যস্থতাকারীদের নিয়ে চলমান যুদ্ধবিরতির আলোচনাও থমকে আছে। এ জন্যে হামাস ও ইসরায়েল একে অন্যকে দোষারোপ করছে।
এদিকে ইসরায়েলকে দৃঢ় সমর্থন দিয়ে আসা যুক্তরাষ্ট্রের সঙ্গে তেলআবিবের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। গাজায় অধিকহারে বেসামরিক হতাহত, মানবিক ত্রাণ সরবরাহের সংকট তীব্র হওয়া এবং গাজার দক্ষিণে রাফায় ইসরায়েলের সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র অনেকটাই হতাশ। এর ফল হিসেবে দেশটি নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়া থেকে বিরত থাকে। এর প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল একে যুক্তরাষ্ট্রের স্পষ্ট পিছু হটা বলে মন্তব্য করেছে।
ইসরায়েল বুধবার রাতভর গাজা শহর ও রাফায় বোমা হামলা চালিয়েছে। আগুনের গোলায় আলোকিত হয়ে ওঠে গাজার আকাশ।
এদিকে ইসরায়েলী বাহিনী গাজার তিনটি হাসপাতালের ভেতর ও বাইরে ফিলিস্তিনী গ্রুপ হামাসের সাথে লড়াই অব্যাহত রেখেছে। এর ফলে হাসপাতালে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত এবং রোগী ও চিকিৎসকদের নিয়ে আশংকা বাড়ছে।
হামাস হাসপাতালগুলো ব্যবহার করে তাদের কর্মকান্ড চালাচ্ছে এ অভিযোগে গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে ইসরায়েল গত সপ্তাহে হামলা শুরু করে। এরপর আরো দু’টি হাসপাতালে ইসরায়েল অভিযান চালায়।
যদিও হামাস তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে ইসরায়েল ও হামাস যুদ্ধের প্রায় ছয় মাসে গড়িয়েছে। হতে চলল। অবরুদ্ধ গাজায় খাবার, পানি ও জ্বালানির তীব্র ইসরায়েল ত্রাণ সরবরাহের বাধা দিচ্ছে বলেও বিভিন্ন ত্রাণ সংস্থা অভিযোগ করে আসছে।
এ প্রেক্ষিতে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার ২৪ লাখ লোক মানব সৃষ্ট দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবন্ধে জোর তৎপরতা কয়েকসপ্তাহ ধরেই অব্যাহত রয়েছে। কিন্তু চলতি সপ্তাহে উভয়পক্ষ থেকে আলোচায় কূটনৈতিক ব্যর্থতার কথা বলা হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, চলমান আলোচনা একটি কৌশলগত পর্যায়ে রয়েছে।
তবে হামাস নেতা গাজী হামাদ বলেছেন, একরোখা ইসরায়েল চাচ্ছে যুদ্ধ চলুক।
তিনি আরো বলেছেন, যুদ্ধবিরতি কিংবা বন্দী বিনিময় আলোচনায় কোন অগ্রগতি নেই।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরায়েল পাল্টা হামলা অব্যাহত রেখেছে এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।
ইসরায়েলের প্রতিশোধমূলক অব্যাহত হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ৪৯০ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু

বরিশাল অবজারভার / হৃদয়

এমভি আবদুল্লাহ : ঈদের আগে জিম্মিদশা অবসানের চেষ্টা

ডেস্ক রিপোর্ট :
ঈদের আগেই বাংলাদেশি পতাকাবাহি জাহাজ এমভি আবদুল্লাহ’র নাবিক ও জাহাজকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং কর্পোরেশন। এরই মধ্যে দস্যুদের সাথে তৃতীয় পক্ষের মাধ্যমে আলাপও শুরু করেছে। মালিকপক্ষ আশা করছে দ্রুত সময়ের মধ্যেই এমভি আবদুল্লাহ’র সমস্যার সমাধান হবে।

কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘আমরা নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করার ওপর জোর দিচ্ছি। তৃতীয় পক্ষের মাধ্যমে আলাপ আলোচনা শুরু করেছি আমরা। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জিম্মিদশার অবসান হবে। তবে এখনো কোনো ধরণের মুক্তিপণ দাবি করেনি সোমালিয়ান জলদস্যুরা।’

জানা যায়, ভারত মহানগর থেকে ছিনতাই করা আবদুল্লাহর জিম্মি সমস্যার অবসান করতে তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুদের সাথে আলাপ আলোচনা শুরু করেছে এসআর শিপিং কর্পোরেশন। যদিও এ আলোচনা প্রাথমিক পর্যায়ে। এরইমধ্যে সোমালিয়ান জলদস্যুরা ভূমিতে এবং সাগরে চাপেই রয়েছে। ছিনতাই করা জাহাজ উদ্ধারে তৎপরতা শুরু করেছে ইইউ নেভাল ফোর্স। তাদের ‘অপারেশন আটলান্টার’  একটি যুদ্ধ জাহাজ আবদুল্লাহকে কাছাকাছি এলাকায় অবস্থান করছে। জিম্মি করা জলদস্যুদের সাথে পান্টল্যান্ডের ভূমির সাথে যোগাযোগ বিচ্ছিন্নের অভিযান শুরু করেছে সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশ। এরইমধ্যে আবদুল্লাহ জাহাজে দস্যুদের জিনিসপত্র পৌঁছে দেওয়ার নিয়োজিত একটি গাড়িকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আবর আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জাহাজে ২৩ নাবিক রয়েছেন। যাদের সবাই বাংলাদেশি নাগরিক। জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠি কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং কর্পোরেশনের।  জাহাজটি সাধারণ পণ্য পরিবহণ করে।

বরিশাল অবজারভার / হৃদয়

বিশ্বের ২২০ কোটি মানুষ বিশুদ্ধ পানি পায় না : জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট :
বিশ্বের অন্তত ২২০ কোটি মানুষ বিশুদ্ধ পানি পায় না বলে জানিয়েছে জাতিসংঘ৷ বিশ্ব পানি দিবস উপলক্ষে ইউনেস্কোর তৈরি করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়৷ প্রায় ৩৫০ কোটি মানুষের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার সুযোগ নেই বলেও শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়৷

এছাড়া বিশ্বের প্রতি দুইজনের একজন বছরের কয়েক মাস পানির অভাবে কাটায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়৷

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে বলেন, ‘‘বিশ্বের কিছু অঞ্চলে পানির সংকট ব্যতিক্রমের চেয়ে স্বাভাবিক হয়ে উঠেছে। আমরা এই ধরনের পরিস্থিতির পরিণতি জানি। পানির ঘাটতি শুধু ভূ-রাজনৈতিক উত্তেজনাকে উসকে দেয় না, বরং সামগ্রিকভাবে মৌলিক অধিকারের জন্য হুমকি সৃষ্টি করে৷”

জাতিসংঘ বলছে, জলবায়ু পরিবর্তন ও পানির সংকট বাড়তে থাকায় আঞ্চলিক স্থিতিশীলতা ও সংঘাত প্রতিরোধের জন্য আন্তঃসীমান্ত পানি সহযোগিতার গুরুত্ব বাড়ছে৷

‘পানি ও শান্তি একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট’ বলে এএফপিকে জানান ইউএন ওয়াটার কনভেনশনের সচিব সনিয়া ক্যোপেল৷ তিনি বলেন, “স্বাদু পানি সম্পদের ৬০ শতাংশের বেশি দুই বা তার চেয়ে বেশি সংখ্যক দেশ শেয়ার করে, যেমন ইউরোপের রাইন ও দানিয়ুব নদী, এশিয়ার মেকং, আফ্রিকার নীল ও ল্যাটিন আমেরিকার অ্যামাজন নদী৷ শান্তি, উন্নয়ন ও জলবায়ু অ্যাকশনের জন্য এসব পানি নিয়ে সহযোগিতা গুরুত্বপূর্ণ৷”

পানি এত গুরুত্বপূর্ণ সম্পদ যে, এটি দ্বন্দ্বে থাকা দেশগুলোকে এক টেবিলে আনতে পারে৷ ফলে পানি ছাড়াও দ্বন্দ্বের অন্যান্য ইস্যুতেও সমাধানের পথ খোলা হয় বলে মনে করেন ক্যোপেল৷

২০১৬ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বলা হয়েছিল, বিশ্বের ১৪০টি নিম্ন ও মধ্য আয়ের দেশে নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ও হাইজিনের ব্যবস্থা করতে ২০১৬ থেকে ২০৩০ সালের মধ্যে ১.৭ ট্রিলিয়ন ডলার খরচ হবে, অর্থাৎ বছরে ১১৪ বিলিয়ন ডলার৷ ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে পানি খাতে উন্নয়ন সহায়তা ১৫ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

বরিশাল অবজারভার / হৃদয়

আত্মসমর্পণ ছাড়া উপায় নেই এমভি আবদুল্লাহর জলদস্যুদের: পান্টল্যান্ড পুলিশ

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মিকারী সোমালি জলদস্যুদের আত্মসমর্পণ ছাড়া উপায় নেই বলে জানিয়েছে মালিয়ার পান্টল্যান্ড পুলিশ।

পান্টল্যান্ড পুলিশ, যে জলদস্যু দল সাগরে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ন্ত্রণ করছে, তাদের সঙ্গে ভূমির যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করা হয়েছে।

সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের নুগাল পুলিশ বিভাগের কমান্ডারের বরাত দিয়ে বিবিসি সোমালি শুক্রবার এ খবর দিয়েছে।

পুলিশ কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুউফ বলছেন, এমভি আবদুল্লাহ এখন আছে জিফলের উপকূলীয় এলাকায়।

তিনি বলেন, “জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু করেছি, যাতে তারা এই এলাকার ভূমি থেকে আর কোনো সহযোগিতা না পায়। আমরা এখন তীরে আছি। আমাদের পরিকল্পনা হল, জলদস্যুরা যাতে নিজেদের সংগঠিত করতে না পারে এবং এমভি আবদুল্লাহ জাহাজে যারা আছে, তারা যাতে তীর থেকে আর কোনো সাহায্য না পায়। সমুদ্রের অংশে তারা আন্তর্জাতিক বাহিনীর ঘোরওয়ের মধ্যে আছে। তাই সেদিক থেকেও তারা বিচ্ছিন্ন।”

পুলিশ কমান্ডার মারদুউফ বলেন, “জাহাজে থাকা জলদস্যুদের হাতে এখন দুটি বিকল্প আছে। হয় তাদের পান্টল্যান্ড কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করবে, অথবা আগের জাহাজ, অর্থাৎ বিদেশি বাহিনী যেমন এমভি রুয়েন থেকে জলদস্যুদের ধরে নিয়ে গেছে, সেই পরিণতি ভোগ করতে হবে।”

গত বছরের নভেম্বর থেকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর যে প্রায় দুই ডজন জাহাজে হামলা করেছে, তার মধ্যে সর্বশেষ দস্যুদের হাতে জিম্মি হয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ।

মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। নাবিকরা সবাই বাংলাদেশি।

নুগাল পুলিশ প্রধান মারদুউফ বলেন, জাহাজ ও ক্রুদের বাঁচাতে যেকোনও অভিযানে অংশ নিতে তারা প্রস্তুত।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, পান্টল্যান্ড পুলিশ কয়েক দিন আগে একটি নৌযান জব্দ করে, যাতে করে আবদুল্লাহ জাহাজে থাকা জলদস্যুতের জন্য ‘খাত’ নামের এক ধরনের মাদক সরবরাহ করা হচ্ছিল।

জলদস্যুদের যে দলটি আবদুল্লাহকে দখল করে রেখেছে, সেই দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দু’জনকে গ্রেফতারও করেছে স্থানীয় পুলিশ।

বিবিসি সোমালি জানিয়েছে, পান্টল্যান্ড কর্তৃপক্ষ নিজেদের উপকূল জলদস্যুমুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছ।

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সোমালিয়া উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহর কাছেই একটি যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স-ইইউএনএভিএফওআর এর আটলান্টা অপারেশন।

ইউরোপীয় এই বাহিনী বৃহস্পতিবার রাতে এক বার্তায় বলেছে, “২০২৩ সালের নভেম্বর থেকে দস্যুতার একাধিক ঘটনা ঘটেছে। তিনটি বাণিজ্যিক শহর জাহাজে হামলা হয়েছে। যার মধ্যে একটি এমভি আবদুল্লাহ এখনও জলদস্যুদের নিয়ন্ত্রণে আছে। ওই এলাকায় আটলান্টা অপারেশনের যুদ্ধজাহাজ মোতায়েন আছে।”

মাইক্রোব্লগিং সাইট এক্স এ ইইউএনএভিএফওআরের পোস্টের সঙ্গে যুক্ত একটি সংক্ষিপ্ত ভিডিওতে এমভি আবদুল্লাহর অদূরে অপারেশন আটলান্টার যুদ্ধ জাহাজটি অবস্থান করতে দেখা গেছে। এছাড়া আবদুল্লাহর কাছাকাছি চক্কর দিচ্ছিল একটি হেলিকপ্টার।

বরিশাল অবজারভার / হৃদয়

জিম্মি বাংলাদেশি জাহাজ নিয়ে সবশেষ যা জানা গেলো

ডেস্ক রিপোর্ট :
সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ’র কাছাকাছি অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেভাল ফোর্সের একটি যুদ্ধ জাহাজ। জিম্মি হওয়া এ জাহাজকে ঘিরে ইইউ নেভির একটি হেলিকপ্টারকেও চক্কর দিতে দেখা যায়।

বৃহস্পতিবার গভীর রাতে ‘অপারেশন আটলান্টা’ তাদের এক্স অ্যাকাউন্টে আবদুল্লাহকে নিয়ে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করে। ইইউ নেভাল ফোর্স সোমালিয়ান উপকূলে দস্যু বিরোধী অভিযান পরিচালনা করছে। এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন আটলান্টা’।

তবে আজ শুক্রবার জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘কোন ধরণের অভিযানকে আমরা সমর্থন করছি না। নাবিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করার আমাদের লক্ষ্য। আমরা আলাপ আলোচনার মাধ্যমে জিম্মিদশার অবসান চাই। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। দস্যুরা আর ফোন করেনি। তবে নাবিকদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি জাহাজটি গত তিন দিন ধরে সোমালিয়ার গোদবজিরান উপকূল থেকে মাত্র দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে আছে। ইইউ নেভাল ফোর্সকে অভিযান থেকে বিরত রাখতে জিম্মি নাবিকদের ওপর চাপ প্রয়োগ করছে দস্যুরা। ইইউ নেভাল ফোর্সের চাপে নাবিকদের এখন ২৪ ঘণ্টাই জাহাজের ব্রিজে অবস্থান করতে হচ্ছে। মাঝেমধ্যে ভিএইচএফ ব্যবহার করে নৌবাহিনীকে অনুরোধও জানাতে হচ্ছে যেন কাছে না আসে। তবে জাহাজ মালিক পক্ষ ও সরকার নাবিকদের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আগেও নেভাল ফোর্স জিম্মি জাহাজটিকে উদ্ধারে অভিযানের কথা জানালেও তাকে সম্মতি দেয়নি সরকার ও জাহাজ মালিক।

প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আবর আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যূদের কবলে পড়ে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জাহাজে ২৩ নাবিক রয়েছেন। যাদের সবাই বাংলাদেশি নাগরিক। জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠি কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং কর্পোরেশনের। ২০ মার্চ দুপুরে জলদস্যুদের প্রথম ফোন পায় মালিকপক্ষ।

বরিশাল অবজারভার / হৃদয়

সোমালি উপকূলে জিম্মি জাহাজ আবদুল্লাহর কাছে ইইউ যুদ্ধজাহাজ

ডেস্ক রিপোর্ট :
২৩ জন ক্রুসহ বাংলাদেশি পতাকাবাহী মালামাল পরিবহণ জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালি জলদস্যুরা অপহরণ করে এ সপ্তাহে। জাহাজটিকে এখন তারা সোমালিয়ার তীরের কাছাকাছি নিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌনিরাপত্তা বিভাগ বুধবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছে। খবর এপির।

এমভি আবদুল্লাহর ওপর দিয়ে দেখা যাচ্ছে ইইউ নেভাল ফোর্সের হেলিকপ্টার। ছবি : ইইউ নেভাল ফোর্সের ভেরিফায়েড ফেসবুক পেজ

গত মঙ্গলবার ব্রিটিশ সামরিক বাহিনী জানায়, সোমালিয়ার উপকূলীয় রাজধানী মোগাদিসু থেকে এক হাজার ১০০ কিলোমিটার দূরে এমভি আবদুল্লাহকে ছিনতাই করা হয়। ওই অঞ্চলে অপারেশন আটালান্টার আওতায় থাকা ইইউয়ের একটি যুদ্ধজাহাজ জিম্মি বাংলাদেশি কার্গো জাহাজটিকে নজরে রেখেছে। ইইউ ফোর্সের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এমভি আবদুল্লাহর দিকে নজর রাখছেন ইইউ নেভাল ফোর্সের সদস্যরা। ছবি : ইইউ নেভাল ফোর্সের ভেরিফায়েড ফেসবুক পেজ

বিবৃতিতে বলা হয়, জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং ২৩ জন ক্রুকে জিম্মি হিসেবে ব্যবহার করছে। তবে ক্রুরা নিরাপদে আছে। জাহাজটি এখন সোমালিয়ার উপকূলের দিকে যাচ্ছে।

ব্রিটিশ নৌ-নিরাপত্তা কোম্পানি আমব্রের দেওয়া তথ্য অনুযায়ী, জাহাজটি মোজাম্বিকের রাজধানী মাপুতু থেকে রওনা করে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে যাবার পথে সোমালিয়ার জলসীমায় ২০ জন জলদস্যুর একটি দল জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

জাহাজটি বাংলাদেশের এসআর শিপিং লাইন্সের মালিকানাধীন, যা চট্টগ্রাম ভিত্তিক কবির স্টিল রিরোলিং মিলের একটি সহযোগী সংস্থা।

বরিশাল অবজারভার / হৃদয়