ঝালকাঠিতে জেলা প্রশাসনের সাহিত্য সম্মেলন সম্মননা পদকপ্রাপ্ত অনেককে নিয়ে সুধিমহলে প্রশ্ন ও বির্তকিত!

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মাননা প্রদান নিয়ে সুধিমহলে নানা প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানের অনেক বিতর্কিত ব্যক্তিরা পদকপ্রাপ্ত হয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে ছবিপোষ্ট করলেও সর্বস্তরের মানুষের কটুক্তি, সমালোচনা ও ক্ষোভ প্রকাশের ঘটনা ব্যাপক ভাইরাল হয়েছে। এদিকে ঝালকাঠি প্রগতিশীল মানুষ সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নামে বির্তকিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করায় হতবাক হয়েছে। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস এর জেলা আহবায়ক (সভাপতি) মনকা নেয়ামুল বাশারসহ কয়েকজনকে এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করায় জেলা প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সাংস্কৃতিক ও রাজনৈতকি মহলে অভিযোগ উঠেছে, জেলা প্রশাসন আয়োজিত সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মাননা প্রদানের লক্ষে করা এ অনুষ্ঠানটি নিয়ে চরম দায়িত্বহীন ও উদাসীনতার পরিচয় দেয়া হয়েছে। যেখানে ধর্ষনের ভিডিও ভাইরাল হওয়া নজরুল ইসলাম, সরকার বিরোধী পুঁথি পরিবেশনকরী মনকা নেয়ামুল বাশারসহ অনেকের পদক প্রাপ্তির ছবি ফেসবুকে পোষ্ট করলে তাতে নানারকম কটুক্তিমূলক মন্তব্য করতে দেখা দেছে।

তারা আরো অভিযোগ করেছে, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপেক্ষা করা হলেও দীর্গ দিন জেলার বাইরে বসবাসকারী অনেকে সম্মাননা পদক প্রদান নিয়েও সচেতন মহলের অনেকে প্রশ্ন তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে অসংখ্য মানুষকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এছাড়া সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সাংস্কৃতিক মন্ত্রনালয় ৫ লাখ টাকা বরাদ্দ দিলেও অনুষ্ঠানের বাজেট ও খরচ নিয়েও অস্বচ্ছতা ও অনিয়মের গুরুত্বর অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আয়োজন কমিটির অন্যতম সদস্য পৌরকাউন্সলর হাবিবুর রহমান হাবিল জানান, প্রথম বারের মতো এ অনুষ্ঠান আয়োজন করার কিছু ভূল-ক্রুটি থাকতে পারে। পদকপ্রাপ্তদের নাম তালিকা বা সংখ্যা আলআমিন বাকলাই বলতে পারবে। আমি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সহযোগীতা করেছি। তবে সম্মাননার তালিকা সতর্কতার সাথে করা উচিত ছিল।
এ বিষয় জানতে চাইলে আয়োজন কমিটির অন্যতম সদস্য আলআমিন বাকলাই বলেন, সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক সাবিক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে আহবায়ক করে দুটি কমিটি করা হয়েছে। তাদের নিদের্শে আমরা সকল কার্যক্রম পরিচালনা করেছি। কতোজনকে ও কাকে সম্মাননা প্রদান করা হবে তার সংখ্যা ও নাম তালিকা কমিটির আহবায়করাই করেছে। এ বিষয়ে আমাদের সাথে কোন আলোচনা করা হয়নি। পদকপ্রাপ্ত প্রত্যেককে যাতায়াত বাবদ ৫শ টাকা ও প্রবন্ধ জমা দেয়া ১১জনকে ১হাজার টাকা সম্মানী দেয়া হয়েছে। অন্যান খরচের বিষয়ে কমিটির আহবায়কদের সাথে আলাপ করলে সঠিক তথ্য জানতে পারবেন।

জমি আছে ঘর নাই’ প্রকল্পের অর্থ আত্মসাৎ করলো পিআইও

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির নলছিটিতে প্রধানমন্ত্রী ঘোষিত ‘জমি আছে ঘর নাই প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে ‘জমি আছে ঘর নেই’ নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পে নলছিটি উপজেলায় ৩৪টি ঘর নির্মাণের অনুমোদন প্রদান করে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতিটি ঘরের জন্য বরাদ্ধ ছিলো ১ লাখ ২০ হাজার টাকা। কিন্তু পিআইও বিজন কৃষ্ণ বরাদ্দকৃত ৩৪টি ঘরের ৭টি ঘরের টাকাই আত্মসাৎ করেছেন। এছাড়াও বাকি যে ঘরগুলো তৈরি করেছেন তাও খুব নিম্নমানের। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরী করায় তা এখন বসবাসের অনুপোযোগী বলে জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা গ্রামের পারুল, তৌকাঠি গ্রামের গোলাম হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের আকলিমা, বারাইকরন গ্রামের নজরুল ইসলাম মাঝি ও কাপরকাঠি গ্রামের আনোয়ার ফকিরের নামে ঘর বরাদ্দ হলেও আদৌ তারা কোন ঘর পাননি। এছাড়াও মগড় ইউনিয়নের দক্ষিণ মগড় গ্রামের মৃত লিয়াকত আলি মাঝির স্ত্রী নাজমিন এবং দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শারমিন বেগমের নামে ঘর বরাদ্দ থাকলেও অসহায় এ পরিবারগুলো প্রধানমন্ত্রীর দেয়া সহযোগিতা থেকে বঞ্চিত। অথচ কাগজে এদের নাম দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতির বিরুদ্ধে।

কাপড়কাঠি গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আনোয়ার ফকির বলেন, তার নামে যে ঘর বরাদ্দ হয়েছে তা তিনি জানেন না। ঘর পাওয়া তো দূরের কথা।

দক্ষিণ মগড় গ্রামের বাসিন্দা অসহায় নাজমিন আক্ষেপ করে বলেন, আমার স্বামী নেই, বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে দিন কাটাই। আমাকে একটি ঘর করে দিবে এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কিছু টাকাও দিয়েছি। কিন্তু আমারে ঘর দিলো না। শুধু কয়েক পিস টিন দিছে।

তার ঝুপড়ি বেড়াবিহীন ঘরটি দেখিয়ে তিনি বলেন, তিন সন্তান নিয়ে এখানে বৃষ্টিতে ভিজে থাকি। আমার নামে ঘর আইলো আর আমি পেলাম শুধু কয়পিস টিন।

বারাইকরন গ্রামের বাসিন্দা মৃত. বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলীর ছেলে নজরুল ইসলাম মাঝি বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা হওয়ায় মুক্তিযোদ্ধার কোঠায় আমাদের একটি ঘর দেয়া হয়েছে। এই ঘর দেয়ার আগে আমার নামে প্রধানমন্ত্রীর দেয়া ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের একটি ঘর বরাদ্দ হয়েছে। কিন্তু আমাকে বরাদ্দকৃত ঘরটি দেয়া হয়নি। তাহলে আমার নামের ঘরটি গেল কোথায়?

ভরতকাঠি গ্রামের শারমিনের স্বামী শহিদ জানান, তাকে ঘর দেয়া হয়নি। প্রকল্প কর্মকর্তা তাকে বলেছে পরবর্তীতে ঘর আসলে তাকে ঘর দেয়া হবে। শহীদ আক্ষেক করে বলেন, ঘরের তালিকাতে আমার নামে ঘর বরাদ্দ হয়েছে, তাহলে আমার ঘরটি বা ঘরের টাকা কোথায় গেলো?

মগড় ইউনিয়নের খাওক্ষীর গ্রামের মেরি বেগম বলেন, অনেক দৌড় ও কষ্টের পরে গৃহহীনদের জন্য জমি আছে ঘর নাই প্রকল্পের তালিকাতে আমার নাম ওঠে। কিন্তু আমি ঘর পাচ্ছিলাম না। পরবর্তীতে ২ সাংবাদিকের তৎপরতায় কিছুদিন পূর্বে ঘরটি দিলেও তা একেবারেই বসবাসের অনুপযোগী। এজন্য ওই ঘরে এখনো উঠতে পারিনি। একবারে নিম্ন সামগ্রী দিয়ে ঘরটি তৈরি করা হয়েছে যা একবারে থাকার অনুপযোগী।

নিয়ম অনুযায়ী এগুলো দেখভালের দায়িত্ব নলছিটির প্রকল্প কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতির। মাঠ পর্যায়ে সরেজমিন পরিদর্শন করে তারপরে কাজের বিল দেয়ার নিয়ম থাকলেও তার ধার ধারেনা পিআইও বিজন কৃষ্ণ।

এ বিষয়ে নলছিটি প্রকল্প কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি বলেন, সব ঘরের বিল পরিশোধ করা হয়নি। প্রতি ঘর বাবদ ৪০ হাজার টাকা করে দেয়া হয়েছে। কিন্তু সরেজমিনে পরিদর্শন না করে, কাজ না দেখে কিভাবে ৪০ হাজার টাকা করে দিলেন সে প্রশ্নের জবাবে তিনি কিছুই বলতে পারেননি।

বরাদ্দকৃত ঘরের বাকি টাকা কোথায় গেলো-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই টাকা ফেরত দেয়া হবে। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর কোথায় ও কিভাবে টাকা ফেরত দিবেন-এ বিষয় জানতে চাইলে তিনি কলটি কেটে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার জানান, বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত করে এর সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশ্রাফুল হক বলেন, এ বিষয় আমার জানা ছিল না। এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। অবশ্যই আমি তদন্ত করে দেখবো।

সভাপতি ইলিয়াস বেপারী সম্পাদক শামীম আহসান

আরিফুর রহমান,ঝালকাঠি ।।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঝালকাঠি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ জুলাই) বিকেলে বিষয়টি জানিয়েছেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।

ইউনিটের নির্বাচিত কর্মকর্তারা হলেন ,সভাপতি ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী ও সাধারণ সম্পাদক ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামীম আহসান। সহ সভাপতি ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুস সালাম ও সুকেশ রঞ্জন হালদার। যুগ্ম সম্পাদক হয়েছেন ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক বজলুর রশিদ ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম তালুকদার। সাংগঠনিক সম্পাদক ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহমুদ মোর্শেদ ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মুর্তজা। কোষাধ্যক্ষ ঝালকাঠি সরকারি কলেজর সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন। প্রচার সম্পাদক ঝালকাঠি সরকারি কলেজের প্রভাষক প্রণয় বিশ্বাস। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহিলা কলেজের প্রভাষক জসমি উদ্দিন। সমাজকল্যাণ সম্পাদক মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাসমিদা ত্বাহসীন।দপ্তর সম্পাদক ঝালকাঠি সরকারি কলেজের প্রভাষক দেবশ্রী বিশ্বাস।

এছাড়াও ১০ জনকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন,ঝালকাঠি সরকারি কলেজের প্রভাষক নাশিদ শাহেরীন,ফারজানা আক্তার ইমা, মাহমুদুল হাসান, মো.শাওন খান,ফাইজুল ইসলাম,মহিলা কলেজের প্রভাষক ইমরান হোসেন রবিন, ইমরান হোসেন খান,নাজিবুল ইসলাম, মো. মানিক ও হনুফা আক্তার।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সুবিধা অসুবিধাসহ নানা প্রয়োজনে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঝালকাঠি ইউনিটের সভাপতি ইলিয়াস বেপারী।

জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে পবিত্র ঈদুল আজহার আগে জাল নোটের অবৈধ কারবারিদের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা করেছেন বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার (২৪ জুন) সকালে সোনালী ব্যাংক লিমিটেড নলছিটি শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন বরিশাল বাংলাদেশ ব্যাংকের অতিটিক্ত পরিচালক(ব্যাংকিং) অসিত ভূষণ শীল।

বরিশাল সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, বরিশাল সোনালী ব্যাংক লিমিটেড জোনাল ম্যানেজার’স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সরদার।আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম-পরিচালক নিখিল চন্দ্র শীল। এসময় আরও বক্তব্য রাখেন নলছিটি সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সুব্রত মন্ডল।

ব্যাংক কর্মকর্তারা বলেন, ঈদ, পূজা সহ বড় বড় উৎসবে জাল টাকা প্রতারক চক্রদের তৎপরতা বেড়ে যায়। এ থেকে রেহায় পেতে ব্যাংক গ্রাহক ও সাধারন মানুষকে জাল নোট চেনার উপায় হিসাবে টাকার উপরে প্রধান নিরাপত্তা বৈশিষ্টগুলি তুলে ধরে তারা নানান দিক নির্দ্দেশনা প্রদান করেন ।

যার যতটুকু আছে তা নিয়ে বন্যা-কবলিত মানুষের পাশে দাঁড়ান নেছারাবাদী হুজুর

আরিফুর রহমান, ঝালকাঠি।।

আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর বলেছেন,’দেশের বন্যা পরিস্থিতি, বিশেষত সিলেট-সুনামগঞ্জের অবস্থা অত্যন্ত মারাত্মক-রূপ ধারণ করেছে। সরকারী ব্যবস্থার সহায়ক হিসেবে যার যতটুকু ক্ষমতা আছে তা নিয়ে দেশের বন্যা-কবলিত মানুষের পাশে দাঁড়ান। এ মুহূর্তে তাদের পাশে সাহায্যের হাত বাঁড়ানো এবং তাদের জান-মাল রক্ষার জন্য শারীরিক ও মানসিক সহায়তা দেয়া প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।

শুক্রবার (১৭ জুন) রাতে নেছারাবাদ কমপ্লেক্সের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পরামর্শ ও দোয়া অনুষ্ঠানের বয়ানে তিনি এসব এ কথা বলেন।

এর আগে তার একটি লিখিত ভাষণ পাঠ করেন তিনি । এতে নেছারাবাদ কমপ্লেক্সের নানামুখি কার্যক্রম, আন্তর্জাতিক পরিচিতি, সমস্যা ও সম্ভাবনা প্রভৃতি বিষয়ে বর্ণনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ-চেয়ারম্যান খান মোঃ আরিফুর রহমান,নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পৌর মেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার, এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মুফতী গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন এন এস কামিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ আবু জাফর মুকুল,প্রফেসর ডা. অসীম কুমার সাহা, ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. মোঃ আব্দুর রশীদ,বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের মহাসচিব ডা. মোঃমোসাদ্দেক হোসেন খান,জেলা দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান রসূল,জেলা মুছলিহীন সভাপতি মোঃ আবু বকর খান বাচ্চু,জেলা চেম্বার অফ কমার্স সভাপতি মোঃ মনিরুল ইসলাম তালুকদার, কুতুবনগর আযীযিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মুহাম্মদ আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ খলীলুর রহমান,জেলা আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, মুছলিহীনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. মুন্সি আবুল কালাম আজাদ,পৌর মুছলিহীন সভাপতি মোঃ মনোয়ার হোসেন খান, সদর উপজেলা মুছলিহীন সভাপতি অ্যাড. ইউসুফ আলী মোল্লা প্রমুখ।

এসময় মহানবী হযরত মুহম্মদ (সঃ)এর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করে এবং দেশ-জাতি-উম্মাহর কল্যাণ ও বন্যা-কবলিতদের প্রতি রহমত নাযিলের মিনতি করে দোয়া মোনাজাত করা হয়।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠান

আরিফুর রহমান, ঝালকাঠি।।
বহু প্রতীক্ষার পর উদ্বোধন হতে যাচ্ছে দেশের দীর্ঘতম পদ্মা সেতু।আগামী ২৫ জুন সকাল ১০টায় এ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে সেতুটি।এ উপলক্ষে নলছিটিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে এক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পদ্মাসেতু নিয়ে বিশেষ গান পরিবেশন করা হয়।

উল্লেখ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৫ সালের জানুয়ারিতে। প্রথমে পিয়ার নির্মাণের জন্য পাইলিং করা হয়। এরপর একে একে তৈরি হয় ৪২টি পিয়ার। ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের ওপর প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। ২০২০ সালের ১০ ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর পুরো কাঠামো দৃশ্যমান হয়। ২০২১ সালের আগস্টে সম্পন্ন হয় সেতুর সড়কপথ তৈরির কাজ।

আহ্বায়ক জুলহাস খান সদস্য সচিব মনির বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ নলছিটি উপজেলা পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জুন) বিকেলে পৌরসভা মিলনায়তনে
জুলহাস খানকে আহ্বায়ক ও মনির বিশ্বাসকে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।

এসময় নলছিটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নানের সভাপতিত্ব জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ,সদস্য সচিব মোঃ সুমন তালুকদার, নলছিটি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপন, ঝালকাঠি সড়ক পরিবহন শ্রমিক লীগের পৌর সভাপতি মোঃ ফোরকান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ঘোষিত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ওর্যাডের কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ইয়াস ব্লাড ব্যাংকের কমিটি গঠন

ঝালকাঠিতে ইয়ুথ অ্যাকশন সোসাইটি ইয়াসের অঙ্গসংগঠন ইয়াস ব্লাড ব্যাংকের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে রক্তযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে ১৩ সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও ইয়াসের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন ।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সুমাইয়া রহমান সেতু, সাধারণ সম্পাদক রনী চন্দ্র।

এছাড়াও অন্যান্যরা হলেন সহ-সভাপতি আজিজুল হক, সহ-সাধারণ আফসান আহমেদ নাহিদ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক ইসরাত বহ্নি, প্রচার সম্পাদক মহিবুল্লাহ , অর্থ সম্পাদক বাসু দেবনাথ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তি আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার জিদনী, নারী, শিশু ও রক্তদান বিষয়ক সম্পাদক তাইফা ইসলাম, কার্যনির্বাহী সদস্য মিম তালুকদার, কার্যনির্বাহী সদস্য ইয়াছিন ইসলাম মুন।

রক্তযোদ্ধা দিবসে রক্তযোদ্ধাদের সম্মাননা

আরিফুর রহমান, ঝালকাঠি।।

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ঝালকাঠিতে ১৪ জন রক্তযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস।

মঙ্গলবার(১৪ জুন)সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে তাদের সম্মাননা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন।

ইয়াসের সভাপতি শাকিল হাওলাদার রনির সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপদেষ্টা ছবির হোসেন, হাসান মাহামুদ সহ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম।

রক্তযোদ্ধা হিসেবে যারা সম্মাননা পেলেন তারা হলেন, মোঃ হাসান মাহমুদ, মোঃ আমির হোসেন উজ্জল, মোঃ রিয়াজ হোসেন, মোঃ আরিফুর রহমান, এইচ এম আসলাম মাহমুদ, মশিউর রহমান শাহিন, তন্ময় চন্দ্র অভি, যুবরাজ দাস, খান জাহান রিমন, সিতারা ইসলাম, শান্তা ইসলাম সুমি, হৃদয় কর্মকার, রাকিবুল ইসলাম রিফাত ও ইয়াসিন ইসলাম মুন।

জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ করা হয়েছে।

আজ শুক্রবার (১০ জুন)বিকেলে পৌরসভার অনুরাগ গৌরীপাশা এলাকার গিয়াস উদ্দিন মল্লিক(৪০) নামে এই অভিযোগ করেন।

তিনি অভিযোগ করে বলেন , জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকাল ৯ টার দিকে একই বাড়ির হারুন মল্লিক (৫৫) বাসার মল্লিক (৬০) ও জলিল মল্লিক (৫০) দেশীয় অস্ত্র দা ও লাঠিসোটা নিয়ে আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এসময় আমারা বাধা দিলে তারা আমার পিতা ও আমাকে মারধর করে।
তিনি আরও বলেন এই জমিটা আমার পৈত্রিক সম্পত্তি এখানে ২০০৫ সালের বসতবাড়ি তৈরি করেছি। এখন তারা এসে তাদের জমি দাবি করে। আমি শালিসি মানি শালিসদাররা যদি বলে এই জমি আমার না তাহলে এই জমির প্রতি কোন দাবি করবো না। তারা এরআগে আমাদের হাঁটার রাস্তা বন্ধ করে দেয় পরে আবার সেটা খুলে দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জলিল মল্লিক ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন , ওই জমির মালিকানা আমাদের তাই যে ঘরটি ছিলো সেটি সরিয়ে দিয়েছি।

এবিষয়ে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি গিয়াস উদ্দিন মল্লিক নাকি ৯৯৯ কল দিয়ে অভিযোগ দিয়েছে। পরে থানায় তাদের যেতে বলছে। তাদের মধ্যে জমি নিয়ে ঝামেলা রয়েছে।