মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে আমতলীতে সংবাদ সম্মেলন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলীর যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে হত্যা চেষ্টার ঘটনার আমতলী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, সেচ্ছাসেবকলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খান ও উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানসহ ১৫ যুবলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা যুবলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদ দেওয়ান বলেন, আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে গত ২১ মে রাতে দুর্বৃত্ত্বরা খুড়িয়ার খেয়াঘাট ও নোমরহাট সড়কের চলাভাঙ্গা নামক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনার ২১ দিন পরে গত শনিবার আহত আজাদ বাদী হয়ে আমতলী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, সেচ্ছাসেবকলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খান ও উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানসহ ১৫ যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরে বিরুদ্ধে চাঁদা দাবী ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখমের অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করেন। এ মামলা যাদের আসামী করা হয়েছে তারা সবাই আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের সাথে জড়িত। রাজনৈতিক ভাবে হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার একদিন পর ২২ মে আহত আবুল কালাম আজাদ একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও বার্তায় আজাদ বলেন ৭/৮ জনে আমাকে কুপিয়েছে। পরে জাহিদুল ইসলাম খোকন মৃধা আমাকে লাথি মেরে মৃত্যু নিশ্চিত ভেবে দৃর্বৃত্ত্বদের বলতে বলেন তোরা রিয়াজ ও মুছাকে ফোন দিয়ে বল আমরা সাকসেস। ওই ভিডিও বার্তায় আজাদ যাদের নাম বলেছে তাদের না জড়িয়ে অহেতুক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের নামে মামলা করা হয়। এটা সম্পুর্ণ উদ্দেশ্য প্রনোদিত ও মিথ্যা। এ মিথ্যা মামলা থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের নাম প্রত্যাহার করে প্রকৃত যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি। তিনি আরো বলেন পৌর মেয়র মতিয়ার রহমান বিএনপি জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ওই রাজনীতি ছেড়ে আওয়ামীলীগ রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি আওয়ামীলীগ নাম ব্যবহার করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান কবির, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বশির উদ্দিন তালুকদার, মোঃ আলমগীর কবির মোল্লা, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আনোয়ার হোসেন ফকির, উপজেলা আওয়ামীলীগ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল হোসেন বিশ^াস, বরগুনা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ জুয়েল গাজী, পৌর শ্রমিকলীগ সভাপতি সজীব প্যাদা প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, জিএম মুছা ছাত্র জীবন থেকেই খুন খারাপীসহ নানা অপরাধের সাথে জড়িত। আমার ভাগ্নে আবুল কালাম আজাদ যুবলীগ সভাপতি প্রার্থী তাই তাকে মুছা কৌশলে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। তিনি আরো বলেন, জিএম মুছা সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। গত ১০ বছরে তারা দুই ভাই কোটি কোটি টাকা কামিয়েছেন। আমি এ বর্বরতায় শাস্তি দাবী করছি।

যুবলীগ নেতা হত্যা চেষ্টার বিচার দাবীতে আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে হত্যা চেষ্টার কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়ার ঘটনার বিচার দাবীতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় আমতলী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ খুনি জিএম মুছাসহ আসামীদের গ্রেফতার করা না হলে আমতলী উপজেলা অচল করে দেয়ার ঘোষনা দেন আন্দোলনকারীরা।
জানাগেছে, আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা ও তার সহযোগীরা । এ টাকা দিকে অস্বীকার করে যুবলীগ নেতা আজাদ। এতে ক্ষিপ্ত হয়ে জিএম মুছা ও তার সহযোগীরা যুবলীগ নেতা আজাদকে গত ২১ মে রাতে কৌশলে ডেকে নিয়ে খুড়িয়ার খেয়াঘাট ও নোমরহাট সড়কের চলাভাঙ্গা নামক স্থানে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে তার দুই হাতের বাহু, তালু, কব্জি, দু পায়ের হাটু, গোড়ালীসহ রগ কেটে দেয় এমন দাবী মেয়র মতিয়ার রহমানের। পরে তারা তাকে মৃত্যু ভেবে রাস্তার পাশে ফেলে রাখে এবং তার সাথে থাকা দুই লক্ষ টাকা নিয়ে যায়। এ ঘটনায় শনিবার আজাদ বাদী হয়ে আমতলী থানায় জিএম মুছাকে প্রধান আসামী করে ১৫ জনের নামে চাঁদা দাবী ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর যখমের অভিযোগ এনে মামলা দায়ের করেন। আজাদকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় বিচার দাবীতে রবিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। কয়েক হাজার নেতা কর্মী আমতলী পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আমতলী চৌরাস্তায় সমাবেশ করা হয়। উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ¦ মোঃ নাজমুল আহসান নান্নু, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগ ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, মীর হাবিবুর রহমান, সামসুল হক চৌকিদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলম মামুন সবুজ,উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান লিটন, যুবলীগ নেতা মাহবুব প্যাদা ও ব্যবসায়ী মোঃ কামাল আকন প্রমুখ। সমাবেশে আন্দোলনকারীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ খুনি জিএম মুছাসহ আসামীদের গ্রেফতার করা না হলে আমতলী উপজেলা অচল করে দেয়ার ঘোষনা দেন।
বক্তারা বলেন, যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে সন্ত্রাসী জিএম মুছা ও তার সহযোগীরা নির্মম নির্যাতন করেছে। সন্ত্রাসীদের নির্যাতনের কাহিনী আইয়্যামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছে। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, যুবলীগ কর্মী আমার ভাগ্নে আবুল কালাম আজাদের কাছে সন্ত্রাসী ও খুনি জিএম মুছাসহ আসামীরা ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ওই টাকা দিতে অস্বীকার করায় আমার ভাগ্নেকে কৌশলে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। আমার ভাগ্নে ঢাকা পঙ্গু হাসপাতালে গত ২২ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতটাই নির্মমতা বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনে আর ফিরে আসবে কিনা সন্দেহ আছে। তিনি আরো বলেন, জিএম মুছা সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। মুছা দক্ষিণাঞ্চলের মাদক সিন্ডিকেটের মুল হোতা। আমি এ বর্বরতায় শাস্তি দাবী করছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আসামী গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন, আসামীদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবে।

 

আমতলীতে নির্বাচনী সহিংসতা । দু’চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় আহত- ১৩

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলীর উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির কর্মী সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ মৃধার কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলায় ১৩ জন আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে আমতলী ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে গুলিশাখালী ও গোজখালী বাজারে।
জানাগেছে, গুলিশাখালী ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনি ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ মৃধার কর্মী সমর্থকদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় গুলিশাখালী ও গোজখালী বাজারে প্রচারনা চালাতে গিয়ে ধাওয়া পাল্টা ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। গুরুতর আহত মোঃ রাসেল পঞ্চায়েতকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মনু মিয়াকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত মিজান দফাদার, মহিবুল, জাহিদ, আমিনুল মাদবর, নারী কর্মী শিল্পী, জলিল গাজী. লিটন বিশ^াস, আল আমিন, মনির, জাকির ও মামুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থী শুক্রবার রাতে থানায় পাল্টা পাল্টি অভিযোগ দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ মৃধা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির শতাধিক কর্মী সমর্থকরা মোটর সাইকেলে অস্ত্রের মহড়া দিয়ে আমার কর্মী সমর্থকদের মারধর ও পোষ্টার-ব্যানার ছিড়ে ফেলছে এবং মাইক ভাংচুর করছে। তিনি আরো বলেন, তারা এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। দ্রুত পুলিশ প্রশাসনকে এ ঘটনায় তদন্তপুর্বক ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কর্মী সমর্থকরা শান্ত ভাবে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। কাউকে ভয়ভীতি প্রদর্শন ও অস্ত্রের মহড়া দিচ্ছে না। তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী আসাদের কর্মী সমর্থকরা আমার উপর হামলা করেছে। তার কর্মী সমর্থকদের হামলায় আমার ৬ কর্মী আহত হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আহত রাসেলকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, নির্বাচনে কোন সন্ত্রাসী কর্মকান্ড চলতে দেয়া হবে না। আইন শৃখংলা রক্ষায় সকল পদক্ষেপ নেয়া হবে।

সংসারের ভার আমতলীর শিশু শ্রমিক নুর জামালের কাঁধে

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
যেই বয়সে বই খাতা কলম নিয়ে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে সংসারের হাল ধরেছে এতিম শিশু শ্রমিক নুর জামাল (১২)। লেখাপড়ার অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও অভাব অনাটনে তা আর হচ্ছে না তার। খেয়ে না খেয়ে খুপরী ঘরে বিধবা মাকে নিয়ে দিনাতিপাত করছে সে। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ী গ্রামে। এভাবে আমতলী উপজেলায় ইটভাটাসহ বিভিন্ন স্থানে শতাধিক শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজ করছে। এই সকল শিশুদের ঝুকিপূর্ণ কাজ থেকে বিরত রাখার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।

জানাগেছে, ২০১০ সালে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ী গ্রামের নাছের মৃধা দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে একমাত্র শিশু পুত্র নুর জামালকে রেখে মারা যান। শিশু পুত্র নুর জামালকে নিয়ে অসহায় হয়ে পরে বিধবা সেলিনা বেগম। সহায় সম্বল বলতে শুধু স্বামীর রেখে যাওয়া একটি ছাপরা ঘর ছাড়া আর কিছুই নেই। মানুষের সাহায্য সহযোগীতা এবং ভিক্ষা ভিত্তি করে জীবন চালায় সে। আস্তে আস্তে নুর জামাল বড় হয়। মা সেলিনা তাকে কালীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেয়। ওই বিদ্যালয়ে নুর জামাল পঞ্চম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করে। ২০২০ সালে প্রাণঘাতী করোনা ভাইরাস শুরু হলে স্কুল বন্ধ হয়ে যায়। আর লেখাপড়া হয়নি শিশু নুর জামালের।

এরপর সংসারের ভার এসে পড়ে শিশু নুর জামালের কাঁধে। মাসিক দুই হাজার টাকা বেতনে আমতলী পৌরসভার মীর শহিদুল ইসলামের দুলালের ট্রাকে হেল্পার হিসেবে কাজ নেয়। প্রতিদিন সকাল থেকে রাত অবদি কাজ করতে হয় তাকে। দুই হাজার টাকা বেতনে কোন মতে খেয়ে না খেয়ে সংসার চলে শিশু নুর জামাল ও তার মা সেলিনা বেগমের। এদিকে বাবার রেখে যাওয়া খুপরী ঘরে মা ছেলে বসবাস করছে। বৃষ্টি আসলেই ঘর পানিতে ভেসে যায়। শিশু নুর জামাল আক্ষেপ করে বলেন, এতো মানুষ সরকারী ঘর পায় আমি এতিম আমাকে কেউ একটি ঘর দেয় না। এই জগতে এতিমের কেউ নেই। ইচ্ছা থাকা সত্ত্বেও অভাব অনাটনে লেখাপড়া ছেড়ে কাজ করতে হচ্ছে আমাকে। একটি ঘর হলে মাকে নিয়ে ভালো ভাবে বসবাস করতে পারতাম।

শুধু নুর জামাল নয় এভাবে শতশত শিশু নুর জামালের মত ইটভাটা, অটোরিক্সা ও দিন মজুরীসহ ঝুঁকিপূর্ণ কাজে আনাচে কানাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশ^ শিশু শ্রম বিরোধী দিবসে নুর জামালসহ সকল শিশু শ্রমিকদের কষ্ট লাঘবে সমাজের সকলকে এগিয়ে আসার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
শিশু নুর জামালের মা সেলিনা আক্তার কান্নাজনিত কন্ঠে বলেন, “মোর এতোটুকু এতিম পোলাডারে কাম হরতে পাঠানো লাগে কি হরমু? সরকারী এতো কিছু দেয় মুই কিছুই পাইনা। ঘর নাই। ঘুপরী ঘরে থাহি। বিধবা অইয়্যাও কোন ভাতা পাইনি।

মোরো যদি প্রধান মন্ত্রী শেখ হাসিনা একখানা ঘর দিতো হ্যালে মুই পোলাডারে লইয়্যা শান্তিতে থাকতে পারতাম”।
নুর জামালের ট্রাক মালিক মীর শহীদুল ইসলাম দুলাল বলেন, শিশু নুর জামাল আমার ট্রাকে শিশু শ্রমিক হিসেবে কাজ করে। যা পায় তা দিয়ে ওর সংসার চালাতে হয়। তিনি আরো বলেন নুর জামালের বেতন ছাড়াও কিছু বকসিস পায় তা দিয়ে কোন মতে মা ছেলের সংসার চলে।

শ্রমিক আব্দুর রব প্যাদা ও কামাল আকন বলেন, শিশু নুর জামাল যে বয়সে সংসারের হাল ধরেছে ওই বয়সে আমরা লেখাপড়া করেছি। এতোটুকু বয়সে নুর জামাল অনেক কষ্ট করে।
বে-সরকারী সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বলেন, ইটভাটা, অটো রিক্সাসহ বিভিন্ন ঝুকিপূর্ণ কাজে শিশুরা জড়িত। এই ঝুকিপূর্ণ কাজ থেকে শিশুদের রক্ষায় সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। আমতলী মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আফরোজা সুলতানা বলেন, শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। তিনি আরো বলেন, নুর জামালের মায়ের খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভিজিএফ’র চাল পেল আমতলীর সাড়ে ছয় হাজার জেলে

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
সাগর মাছ শিকার নিষিদ্ধে আমতলীর ছয় হাজার ৭’শ ৮৯ জন জেলে বিশেষ ভিজিএফ’র চাল পেয়েছেন। চাল পাওয়ার পরিবার পরিজন নিয়ে ভালোই কাটছে তাদের। শনিবার গুলিশাখালী ইউনিয়নের চাল বিতরন করা হয়।
জানাগেছে, মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষে ৬৫ দিন সাগরে মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ শিকার ও বিপনন বন্ধ থাকবে। মাছ শিকার নিষিদ্ধ থাকায় উপজেলার ছয় হাজার ৭’শ ৮৯ জন জেলে অলস সময় কাটাচ্ছেন। এই সময়ে তাদের কষ্ট লাঘবে সরকার জেলে প্রতি দৈনিক ১.৩৩ কেজি করে ৬৫ দিনে ৮৬.৪৫ কেজি চাল বরাদ্দ দিয়েছেন। উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভায় ওই চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান।

শনিবার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের এক হাজার ৬’শ ৪০ জেলেদের মধ্যে চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট নুরুল ইসলাম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, স্থানীয় সরকার প্রকৌশলীর কমিউনিটি অর্গানাইজার শ্রীধাম চন্দ্র বিশ^াস, ইউপি সচিব মোঃ জাকির হোসেন ও ইউপি সদস্য গোলাম সরোয়ার ছত্তার প্রমুখ।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হালিমা সরদার বলেন, উপজেলার ৬ হাজার ৭’শ ৮৯ জেলেদের বরাদ্দকৃত চাল বিতরন করা হচ্ছে।

আমতলীতে মাদ্রাসা প্রভাষককে কুপিয়ে গুরুতর জখম

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
জমি নিয়ে বিরোধের জের ধরে গাজীপুর বন্দর সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ ফোরকান মুসুল্লীকে প্রতিবেশী মোতালেব মৃধা ও তার লোকজন কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত ফোরকানকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় দিকে গাজীপুর বন্দরে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পরপর মোতালেব মৃধা ও তার লোকজন পালিয়েছে।
জানাগেছে, উপজেলার গাজীপুর বন্দরের মাওলানা ফোরকার মুসুল্লীর ১০ শতাংশ জমি রয়েছে। ওই জমির ৫ শতাংশ প্রতিবেশী মোতালেক মৃধা জোরপূর্বক দখল করে নেয়। এ নিয়ে গত ৫ বছর ধরে তাদের মাঝে বিরোধ চলে আসছে। গত একমাস পুর্বে মোতালেব মৃধা মাওলানা ফোরকান মুসুল্লীর বাসার সামনে ইট স্তুপ করে রাখেন। শুক্রবার দুপুরে মাওলানা ফোরকান ওই ইট মোতালেব মৃধাকে সরিয়ে নিতে বলেন। এ নিয়ে মাওলানা ফোরকান ও মোতালেব মৃধার মধ্যে কথা কাটাকাটি হয়। তাৎক্ষনিক স্থানীয় কাওসার হাওলাদার, হাজী রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম ও জুয়েল গাজী সালিস বৈঠকের মাধ্যমে আগামী সোমবার বিষয়টি মিমাংশার সিদ্ধান্ত নেয়। কিন্তু মোতাবেল মৃধা ও তার লোকজন এসে শান্ত হয়নি। এক পর্যায় মোতালেব মৃধার ছেলে মিঠু মৃধা, নাতি সাকিল ও ভাইয়ের ছেলে শাহীন মৃধাসহ ৮-১০ জন দেশীয় ধারালো অন্ত্র দিয়ে মাওলানা ফোরকানকে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের ভয়ে মাওলানা ফোরকানকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। ফোরকানকে কুপিয়ে তারা বীর দর্পে স্থান ত্যাগ করে এমন দাবী প্রত্যক্ষদর্শীদের। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ফোরকান মুসুল্লীর বাম হাত, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পরপর মোতালেব মৃধা ও তার লোকজন পালিয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মোতালেব মৃধার ছেলে মিঠু মৃধা, নাতি সাকিব ও ভাইয়ের ছেলে শাহীন মৃধাসহ ৮-১০ জনে ধারালো অস্ত্র নিয়ে মাওলানা ফোরকানকে কুপিয়ে বীর দর্পে এলাকা ত্যাগ করে। তাদের অস্ত্রের ভয়ে স্থানীয়রা ফোরকানকে রক্ষায় এগিয়ে আসতে সাহস পায়নি। তারা এ ঘটনায় দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
গুরুতর আহত মাওলানা ফোরকান মুসুল্লীর ভাইয়ের ছেলে নাশির মুসুল্লী বলেন, মোতালেব মৃধা জোরপূর্বক আমার চাচার জমি ভোগদখল করে আসছে। ওই জমি নিয়ে বিরোধের জের ধরে আমার চাচাকে মোতালেব মৃধা, তার ছেলে মিঠু মৃধা, নাতি সাকিল ও ভাইয়ের ছেলে শাহীন মৃধাসহ ৮-১০ জনে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত মোতালেব মৃধার মুঠোফোনে (০১৭৪৫৩৭২৫২৩) যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
গাজীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোঃ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে চাঁদার ১০ হাজার টাকাসহ কথিত সাংবাদিক গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
চাঁদার নগদ ১০ হাজার টাকাসহ কথিত সাংবাদিক মোঃ নজরুল ইসলাম ও তার সহযোগী স্কুল শিক্ষক মোঃ মাসুদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, সরকারী নির্দেশ মোতাবেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাড়ী বাড়ী গিয়ে অ্যাসাইনমেন্ট পরীক্ষা গত মঙ্গলবার থেকে শুরু হয়। উপজেলার দক্ষিণ সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই পরীক্ষার প্রশ্নপত্র গত বৃহস্পতিবার বিতরন করেন। প্রশ্নপত্র বিতরনের অনিয়মের অভিযোগ এনে দৈনিক শিক্ষা তথ্য নামে একটি অনলাইন পোর্টালের কথিত সাংবাদিক মোঃ নজরুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক মোসাঃ শিউলি আক্তারের কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবী করেন। ওই চাঁদার টাকা দিতে অপরগতা প্রকাশ করে প্রধান শিক্ষক। এরপরে সাংবাদিক নজরুল ইসলাম প্রধান শিক্ষককে পত্রিকায় নিউজ করাসহ চাকুরীচ্যুত করার ভয়ভীতি দেখায়। নিরুপায় হয়ে প্রধান শিক্ষক চাঁদাবাজ সাংবাদিক নজরুল ইসলামের দাবীকৃত চাঁদার টাকা দিতে রাজী হয়। মঙ্গলবার ওই টাকা নিতে নজরুল ইসলাম ও তার সহযোগী স্কুল শিক্ষক মোঃ মাসুদ মোল্লাকে নিয়ে দক্ষিণ সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এসে নগদ ১০ হাজার টাকা গ্রহন করেন। খবর পেয়ে আমতলী থানার এসআই আব্দুল হাই একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে টাকাসহ কথিত সাংবাদিক নজরুল ইসলাম ও তার সহযোগী পশ্চিম সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ মোল্লাকে আটক করে। এ ঘটনায় কথিত সাংবাদিক মোঃ নজরুল ইসলাম ও তার সহযোগী মাসুদ মোল্লার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। পুলিশ নজরুল ইসলামের কাছ থেকে চাঁদার নগদ ১০ হাজার টাকা জব্দ করেছে। অভিযোগ রয়েছে কথিত সাংবাদিক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে ঠুনকো অযুহাতে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে। কথিত সাংবাদিক নজরুলের বাড়ী আঠারোগাছিয়া ইউনিয়নের পুর্ব সোনাখালী গ্রামে। তার বাবার নাম আব্দুল করিম চৌকিদার। তার সহযোগী স্কুল শিক্ষক মোঃ মাসুদ মোল্লার বাড়ী একই গ্রামে। তার বাবার নাম নুরুল হক মোল্লা।
দক্ষিণ সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহসিন আলম বলেন, কথিত সাংবাদিক নজরুল ইসলামের দাবীকৃত ৪০ হাজার টাকা নেয়ার সময় বিদ্যালয় মিলনায়তন থেকে হাতে নাতে টাকাসহ নজরুল ইসলাম ও তার সহযোগী মাসুদ মোল্লাকে পুলিশ গ্রেফতার করে।
বিদ্যালয়রে প্রধান শিক্ষক মোসাঃ শিউলী আক্তার বলেন, অ্যাসেইনমেন্ট পরীক্ষার প্রশ্নপত্র বিতরনের অনিয়মের অভিযোগ তুলে কথিত সাংবাদিক মোঃ নজরুল ইসলাম আমার কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবী করেন। তার দাবীকৃত টাকা আমি দিতে অস্বীকার করলে আমাকে চাকুরীচ্যুত করাসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। নিরুপায় হয়ে তার দাবীকৃত চাঁদার টাকা আমি নজরুলকে দিয়েছি।
কথিত সাংবাদিক নজরুল ইসলাম চাঁদা দাবীর কথা অস্বীকার করে বলেন, আমাকে ডেকে নিয়ে পকেটে টাকা ভরে দিয়ে ফাঁসিয়ে দিয়েছেন।
আমতলী থানার এসআই মোঃ আব্দুল হাই বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নগদ ১০ হাজার টাকাসহ কথিত সাংবাদিক নজরুল ইসলাম ও তার সহযোগী মাসুদ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
আমতলী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে নজরুল ইসলাম ৪০ হাজার টাকা চাঁদা দাবীর বিষয়টি প্রধান শিক্ষক আমাকে অবহিত করেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, চাঁদার টাকাসহ নজরুল ইসলাম ও স্কুল শিক্ষক মাসুদ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

 

মাথা গোঁজার ঠাঁই পেল আমতলীর হতদরিদ্র কল্পনা রানী

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
সরকারী ত্রানের ঘর বঞ্চিত আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের ৬৫ বছর বয়সি হতদরিদ্র কল্পনা রানী মুজিব বর্ষ উপলক্ষে মাথা গোজার ঠাঁই পাকা ঘর পেল। ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল রানার সহায়তায় কল্পনা রানী জরাজীর্ণ ঘুপরী ঘরে বসবাসের বিষয়টি নজরে আসে আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান এবং তার ছোট ভাই পটুয়াখালী চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা শফিকুৃর রহমান চাঁন মিয়ার। পরে তারা মুজিব বর্ষ উপলক্ষে নিজস্ব অর্থায়নে কল্পনা রানীকে ঘর দেন। সোমবার এ ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন।
জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের হতদরিদ্র বিমল হাওলাদার মানুষের বাড়ী কামলা খেটে জীবিকা নির্বাহ করে আসছে। গত ৩০ বছর ধরে সন্তান নিয়ে খ্যারের (নাড়া) জরাজীর্ণ ঘরে বসবাস করেন বিমল ও তার স্ত্রী কল্পনা রানী। আঠারোগাছিয়া ইউনিয়ন যুবলীগ প্রচার সম্পাদক মোঃ সোহেল রানার সহায়তায় কল্পনা রানীর জরাজীর্ণ ঘরে বসবাসের বিষয়টি আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦

গোলাম ছরোয়ার ফোরকান ও তার ভাই পটুয়াখালী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ শফিকুর রহমান চাঁন মিয়ার নজরে আসে। পরে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর থেকে বঞ্চিত কল্পনা রানীকে ঘর দেয়ার সিদ্ধান্ত নেন। সোমবার এ ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, অবসরপ্রাপ্ত কৃষি অফিসার ধীরেন চন্দ্র বিশ^াস, শিক্ষিকা স্নেহলতা বিশ^াস, ইউপি সদস্য মোঃ জালাল হাওলাদার, নাশির হাওলাদার ও কাশেম গাজী প্রমুখ।

কল্পনা রানী কান্নাজনিক কন্ঠে বলেন, হারা জীবন মুই নাড়ার ঘরে থাইক্কা আইছি। এ্যাহন মোরে চেয়ারম্যান ইডের ঘর দেছে। মুই এ্যাহন শান্তিতে থাকতে পারমু।
আঠারোগাছিয়া ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন হাওলাদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকারী ত্রাণের ঘর বঞ্চিত হতদরিদ্র কল্পনা রানীকে ঘর নির্মাণ করে দেয়া হবে।

আমতলীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা কালভার্ট সংলগ্ন স্থানে মাছ বোঝাই পিকআপ নিয়স্ত্রন হারিয়ে ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা ঘটেছে রবিবার সকাল ৬ টার দিকে।
জানাগেছে, বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের শহীদুর রহমানের ছেলে মাছ ব্যবসায়ী মোঃ জাকির হোসেন রবিবার সকালে কুয়াকাটা থেকে ১০ ট্রাম মাছ পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৬২৭৪) বোঝাই করে পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা কালভার্ট সংলগ্ন স্থানে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ সড়কের পাশে উল্টে পড়ে। এতে মাছ ব্যবসায়ী জাকির গাড়ীর নিতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পরপর পিকআপ চালক মোঃ মনু মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্ত্রী মাহমুদা বেগমের দাবীর প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দ্রুত গতির পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে উল্টো পড়ে। ওই গাড়ীর নিচে চাপা পড়ে মাছ ব্যবসায়ী জাকির হোসেন নিহত হয়।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করনা হয়েছে।

বরগুনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাজারের গ্রামীণ ব্যাংক সংলগ্ন কালভার্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৪২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৬ জুন) সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জাকির হোসেন জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ছাদের গাজীর ছেলে।

স্থানীয় মাসুদ জানান, কলাপাড়া থেকে পিকআপ ভ্যানে মাছ নিয়ে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন, হঠাৎ যান্ত্রিক সমস্যার কারণে পিকআপটি (ঢাকা মেট্রো- ন ১৬-৬২৭৫) উল্টে গেলে গাড়িতে থাকা জাকির ঘটনাস্থলে মারা যায় এবং ড্রাইভার পালিয়ে যায়।

আমতলী ফায়ার সার্ভিসের ডিউটিরত অফিসার রাকিব বলেন, ঘটনাস্থল থেকে আমাদের ফোন দিলে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় উদ্ধার করি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পারিবারিক লোকদের কাছে মরদেহ হস্তান্তর করে।