আমতলীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা কালভার্ট সংলগ্ন স্থানে মাছ বোঝাই পিকআপ নিয়স্ত্রন হারিয়ে ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা ঘটেছে রবিবার সকাল ৬ টার দিকে।
জানাগেছে, বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের শহীদুর রহমানের ছেলে মাছ ব্যবসায়ী মোঃ জাকির হোসেন রবিবার সকালে কুয়াকাটা থেকে ১০ ট্রাম মাছ পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৬২৭৪) বোঝাই করে পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা কালভার্ট সংলগ্ন স্থানে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ সড়কের পাশে উল্টে পড়ে। এতে মাছ ব্যবসায়ী জাকির গাড়ীর নিতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পরপর পিকআপ চালক মোঃ মনু মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্ত্রী মাহমুদা বেগমের দাবীর প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দ্রুত গতির পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে উল্টো পড়ে। ওই গাড়ীর নিচে চাপা পড়ে মাছ ব্যবসায়ী জাকির হোসেন নিহত হয়।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *