বরিশালে আবারো লঞ্চ থেকে যুবকের লাশ উদ্ধার

শামীম আহমেদ ॥ ঢাকা-বরিশাল নৌরুটের বিলাসবহুল ‘সুন্দরবন-১১’ লঞ্চের ছাদ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ধোঁয়া নির্গমনের চিমনির আড়াল থেকে লাশটি উদ্ধার করে লঞ্চের কর্মচারীরা।

এ তথ্য নিশ্চিত করেছেন লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ। তিনি জানান, মঙ্গলবার সকালে বরিশাল পৌঁছায় ‘সুন্দরবন-১১’।

যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদে ধোঁয়া নির্গমনের চিমনির আড়ালে ওই যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

খুন হওয়া যুবক ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কলানিবি গ্রামের আব্দুল খালেকের পুত্র শামীম (২৪)। ঢাকায় একটি বেসরকারী কম্পানিতে চাকুরি করতো শামীমের মামার বরাত দিয়ে জানিয়েছে বরিশাল সদর নৌ-থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন।

ঘটনার পরপরই সিআইডি ক্রাইমসিন, সিআইডি, র‌্যাব ও কোতয়ালী মডেল থানা পুলিশের উপস্থিতিতে বরিশালস্থ সিআইডি ক্রইমসিনের চার্জ ইন্সপেক্টর আল মামুনের নেতৃত্বে মোঃ সেলিমও মোঃ নুরুল আলমের দল অজ্ঞাত যুব লাশের চারিদিকে বেড়াআবদ্ধ করে নিখুতভাবে পর্যবেক্ষণ করছে।

লঞ্চের ডেক থেকে একটি ভিজিডিং কার্ড পাওয়া থেকে পাওয়া যায় যেখানে নাম লেখা রয়েছে রিপন হাওলাদার, নলছিটি, বিহঙ্গল কুলকাঠী। পাশাপাশি সেখানে সাব্বির ফ্যাশন, নারায়নগঞ্জ, টুয়েলকাম সহকারী লেখা রয়েছে।

তবে এই কাডটি যে এই ব্যক্তির হবে তার কোন এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে বিষয়টি নিশ্চিত করেন সিআইডি নুরুল আলম। তবে তারা সেখানে যোগাযোগের চেষ্টা করছেন।

এসময় নৌ পুলিশের এএসপি আহসান হাবীব বলেন তারা লঞ্চ পরিদর্শন করে দেখেছেন এখানে যাত্রীদের নিরাপত্তার কোন ব্যবস্থা নেই।

স্টাফরা মালিক পক্ষের স্বার্থ রক্ষার কাজ করেন বলে তাদের ধারনা। একই সময় লাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে একাধিক ব্যক্তি ছিল বোঝা যায় হত্যার পূর্বে ধস্তাধস্তি হয়েছে। এছাড়া এতটুকু নিশ্চিত হওয়া গেছে হত্যার শিকার হওয়া ব্যক্তি ডেকের যাত্রী ছিল।

এব্যাপারে কোতয়ালী মডেল থানার অপারেশন মেয়াজ্জেম হোসেন জানান সিআইডি ক্রাইমসিনের সদস্যরা দেখছেন তারপর লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে তবে এব্যাপারে নৌ-থানা পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করতে হবে।

বরিশাল নৌ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওই যুবকের পরিচয় জানা যায়নি। নিহতের পেটে ও বুকে ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। কে বা কারা তাকে হত্যা করেছে জানতে লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজের সহযোগিতা নেয়া হবে।

তিনি জানান সকালে সুন্দরবন লঞ্চর লস্কর কালাম ছাদে পানি দিয়ে ধৌত করতে গেলে সেখানে এক যুবকের নাড়িভুড়ি বেড় করা সহ বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নের দাগ সহ লাশ পড়ে থাকতে দেখে নিছে নেমে এস সুপারভাইজার সিরাজকে অবহিত করা হলে তাৎক্ষনিক নৌ-থানা পুলিশকে অবহিত করা হয়।

এর পূর্বে ঢাকা থেকে ছেড়ে আসা বিলাশবহুল সুন্দরবন-(১১) লঞ্চটি ভোর সাড়ে তিনটার দিকে বরিশাল নৌ-বন্দরে নঙ্গর করে।

ববি উপাচার্যের শোক প্রকাশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ছোট ভাই শহীদ শেখ আবু নাসের-এর সহধর্মিণী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর চাচী, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপির মামী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সালাউদ্দিন জুয়েল, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, শেখ রুবেল ও শেখ বাবু এর রত্নগর্ভা মাতা, সংসদ সদস্য শেখ তন্ময় এর দাদী শেখ রিজিয়া নাসের এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

শোক বার্তায় উপাচার্য মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বানারীপাড়ায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণ : কারাগারে যুবক

বরিশালের বানারীপাড়ায় এক কিশোরীকে (১৭) অপহরণ এবং বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে আল আমিন মৃধা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে রোববার রাতে বানারীপাড়া থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে উপজেলার সলিয়াবাকপুর এলাকার বাসিন্দা আল আমিনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই রাতেই তাকে গ্রেপ্তার করে।

বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৯ সেপ্টেম্বর ওই কিশোরী স্কুল ছাত্রীকে তার নিজ বাড়ির সামনে থেকে বিয়ের প্রলোভন দিয়ে একই এলাকার আল আমিন মৃধা পালিয়ে নিয়ে যান। এরপর কিশোরীকে বিভিন্ন স্থানে আবাসিক হোটেলে রেখে ৭ নভেম্বর পর্যন্ত ধর্ষণ করেন তিনি।

গত ৮ নভেম্বর ওই কিশোরী স্কুল ছাত্রী আসামির কাছ থেকে পালিয়ে নিজ বাড়িতে আসে। বিষয়টি সে তার পরিবারকে জানালে তার মা বাদী হয়ে রোববার রাতে আল আমিনসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে বানারীপাড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ‘অপহরণ ও ধর্ষণের ঘটনায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে মামলা করার পরপরই আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে কিশোরীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

বাবুগঞ্জে বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান

চলমান করোনা ভাইরাসের বিপর্যন্ত সাধারন মানুষের জনজীবন। এ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের অসহায়, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই নগদ অর্থ প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি সংস্থা সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এফসিডিও এর অর্থায়নে অর্থ সহায়তা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান ,রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সরোয়ার মাহমুদ, সেইন্ট বাংলাদেশের ডাইরেক্টর কাজী জাহাঙ্গীর কবির, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না প্রমুখ।

বরিশালে সোনার গাঁ মিল শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

বরিশালে প্রায় আট মাসের বকেয়া বেতন ও মিল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সড়ক অবরোধ করেছে আন্দোলনরত সোনার গাঁ টেক্সাইল মিল শ্রমিকরা। এতে ঘণ্টা খানিক ধরে বরিশাল- কুুুয়াকাটা সড়কের যান চলাচল বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সোনারগাঁ টেক্সটাইল মিল সামনের সড়ক অবরোধ করে শ্রমিকরা। পড়ে আগামী নভেম্বর মাসে দুুইটি ইউনিট ও ডিসেম্বর মাসে একটিসহ পুরোপুরি মিল খুলে দেয়াসহ বকেয়া বেতন পরিশোধ করার মালিক পক্ষের আশ্বাসে এক ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেন শ্রমিকরা।

এর আগে অবরোধের পরপরই মালিক পক্ষের সাথে পুলিশের আলোচনা শেষে এই আশ্বাস ঘোষণা করেন বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম।

সোনারগাঁ টেক্সটাইল মিল শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি মোঃ হারুণ শরীফ জানান, করোনার কারণে চলতি বছরের গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সোনারগাঁ টেক্সটাইল মিল বন্ধ করে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকদের বেতন না দিয়ে ৫ এপ্রিল থেকে আবার ১৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে এখন পর্যন্ত মিল খোলেনি এবং বকেয়া বেতন পরিশোধ করেননি মালিক পক্ষ। কিন্তু মালিক পক্ষ চালাকি করে কোম্পানির বিভিন্ন ত্রুটি দেখিয়ে লেবার কোর্টে লে অফ বন্ধ দেখিয়েছেন। এই সময় আইন অনুযায়ী শ্রমিকদের ৬০ ভাগ বেতন পরিশোধ করার নিয়ম থাকলেও কর্তৃপক্ষ বকেয়া মূল বেতনই নিয়েই তালবাহানা করছে।

চলতি নভেম্বর মাসের মধ্যে আশ্বাস অনুযায়ী দুইটি ইউনিট না খুললে আগামী ১ ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করার আল্টিমেটাম দেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা।

বরিশাল-বানারীপাড়া সড়কে ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু

বরিশালে রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় পারুল বেগম (৬২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার ( ১৬ নভেম্বর ) সকাল ১০টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, পারুল বেগম ঘটনাস্থল থেকে রাস্তা পারাপারের সময় বরিশালের দিক থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, সোমবার সকালে ট্রলির ধাক্কায় পারুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটিকে আটকে রেখেছে পুলিশ। এ ঘটনায় ট্রলির ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলে তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

বরিশালে প্রতারণা মামলায় ভূয়া আইনজীবী কারাগারে

বরিশালে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় কানিজ জোহরা নামে এক ভুয়া আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) তাকে কোর্টে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে শনিবার সন্ধ্যায় বরিশাল নগরীর পরেশ সাগর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন কোতয়ালী মডেল থানার এসআই কুদ্দুস।

গত ২৫ সেপ্টেম্বর বরিশাল নগরীর সিএন্ডবি রোডের বাসিন্দা কানিজ জোহরার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলাটি দায়ের করেন রূপাতলী বসুন্ধরা হাউজিং এর বাসিন্দা নাসরিন আখতার।

বরিশালে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন

করোনাকে ডরাই না, ডরাই প্রশাসনের মোবিল কোর্টের জরিমানারে। এমনিতেই টাহা নাই। তার উপরে আবার জরিমানা। করোনায় ভালো মানু মরে না। মরে ধান্ধাবাজ আর বড়লোকেরা। মাস্ক পরলে গরম লাগে। মাস্কে ঠেহাইতে পারবে মরণ? কাম-কাজ না করলে খামু কি? এমন খামখেয়ালিপনা মন্তব্য আর প্রশ্ন অধিকাংশ মাস্কবিহীন যুবক, বৃদ্ধ-বৃদ্ধা, রিকশাচালক ও শ্রমিকদের মুখে।

নগরীর বিবির পুকুর পাড়, গীর্জামহল্লা, প্যারারা রোড, আগরপুর রোড, ফকিরবাড়ী, বটতলা, মুন্সী গ্যারেজ, নথুল্লাবাদ-রুপাতলী বাস-স্টেশন ও লঞ্চ টার্মিনাল ঘুরে এসব মন্তব্য আর উদ্ভট প্রশ্ন শোনা গেছে।

বরিশালে করোনার দ্বিতীয়/তৃতীয় টেউয়ের বিস্তার ঠেকাতে মাঠ প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন।

মাস্ক ব্যবহার ব্যবহার বাধ্যতামূলক করতে জরিমানা, সর্তক ও জনসচেতনতা বৃদ্ধি করা লক্ষে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন মাঠ প্রশাসন৷

কেন মাস্ক ব্যবহার করেননি? এমন প্রশ্নের জবাবে গরীর আগরপুর রোডে আসা আবদুস সোবহান নামে এক ব্যবসায়ী বলেন, ‘এখন আর মাস্ক পরা লাগে না। করোনা যার অইবে এমনেতেই অইবে। ফাও টাহা খরচ করে লাভ নাই। হায়াত-মউত আল্লাহর হাতে।’

গীর্জামহল্লায় কেনাকাটা করতে আসায় মনুজা বেগম নামে এক গৃহিনী বলেন, ‘মাস্ক ব্যানিটি ব্যাগে আছে। প্রশাসন আইলেই পড়মু।’

প্যারারা রোডের মুখে দাঁড়ানো সদর রোডের দিকে তাকিয়ে থাকা মাস্ক ব্যবহারবিহীন তিনজনে বলেন, মোবাইল কোর্ট চলে গেলেই ফাকে ফকিরবাড়ী হয়ে বাসায় ডুকে পড়বো । না হলে মাস্ক ছাড়া দেখলেই প্রশাসন জরিমানা করবে। কেন মাস্ক পড়েননি? জবাবে তারা বলেন, বাসায় মাস্ক আছে, বের হওয়ার সময় মনে নাই। অযথা পাঁচ টাকা খরচ করে লাভ কি?

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানকে জানান, বরিশালে শীতে প্রকোপ বাড়ার আগেই কোভিট-১৯ (করোনা) আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বাড়তে শুরু করেছে৷

তিনি আরো জানান, কোভিট -১৯ এর দ্বিতীয় ঢেউয়ের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে বরিশাল নগরীসহ জেলাজুড়ে নো মাস্ক, নো সার্ভিস বাস্তবায়নে ব্যাপকহারে প্রচারাভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্যাটাঁনো হচ্ছে নো মাস্ক, নো সার্ভিস শর্ত সম্বলিত লেখা ফেস্টুন-ব্যানার। করা হচ্ছে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা।

সকলকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে চলাচল এবং দাফতরিক কর্মকাণ্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ জানান এই জেলা প্রশাসক।

এদিকে, বরিশাল জেলায় চলতি বছরের গত ১২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বরিশাল নগরীসহ ১০ উপজেলায় মোট চার হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৪০ জন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এ জেলায় ৭৪ জন আক্রান্ত রোগী।

এছাড়াও নো মাস্ক, নো সার্ভিস বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রচারাভিযান এবং স্বাস্থ্য-সুরক্ষা বিধি না মানায় গত চারদিনে (১০-১৪ নভেম্বর) বরিশাল নগরীসহ ১০ উপজেলায় ১৫ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১০৬ জন ব্যক্তি ও ১৬ টি প্রতিষ্ঠান কে জরিমানা করে ৫৫ হাজার ৭০০ টাকা আদায় করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেটগণ।

অফিসার্স ক্লাব বরিশালের লন টেনিস মাঠের সংস্কার কাজের উদ্বোধন

অফিসার্স ক্লাব বরিশালের লন টেনিস মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক বরিশাল এসএম অজিয়র রহমান।

আহ (১৫ নভেম্বর) রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব নিখিল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বরিশাল মোঃ খায়রুল আলম, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান প্রমূখ।

বরিশালে বঙ্গবন্ধুর কন্যাকে জমি লিখে দিলেন আওয়ামী লীগ নেতা

যিঁনি দেশ দিয়েছেন তাঁর সন্তানকে এক টুকরো জমি লিখে দিয়ে নিজেকে ধন্য মনে করলেন না বরিশালের বানারীপাড়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী সুখরঞ্জন ঘরামী।

বললেন বঙ্গবন্ধুর কন্যা মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জমি লিখে দিয়ে তিনি তৃপ্তি পেয়েছেন মাত্র। ১৫ নভেম্বর রবিবার দুপুরে চাখার সাব-রেজিষ্ট্রী অফিসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহীতা করে ৫ শতক সম্পত্তি লিখে দেন।

তাঁর এ দলিলের পরিচিত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদ সুমন।

বরিশালের বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠির সীমান্তবর্তী কাজলাহার গ্রামে বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের পাশে আইনজীবী সহকারী সুখরঞ্জন ঘরামীর সম্পত্তিতে সম্প্রতি বানারীপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়।

নিজ সম্পত্তিতে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুৃজিবুর রহমান ও ‘প্রিয়নেত্রী’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করায় তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি এজন্য তিনি নিজেকে দেশের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করছেন।

সূখরঞ্জনের তিন ছেলে ও এক ছেলের বউ ইঞ্জিনিয়ারিং পাস করে বেকার থাকায় ৫ সন্তানের জনক অশীতিপর বৃদ্ধ এখনও বরিশাল আদালতে গিয়ে আইনজীবী সহকারীর কাজ করে ১২ সদস্যের পরিবারের ভরণপোষণ ও দুই ছেলের বউ এবং তিন নাতি-নাতনীর লেখাপড়ার ব্যয়ভার বহন করতে হয়।

শুধু এক ছেলে স্বর্নের দোকানে কাজ করে তাকে কিছুটা সহায়তা করেণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার তার দীর্ঘদিনের বাসনা। তিনি তার দেওয়া সম্পত্তির দলিল প্রধানমন্ত্রীর হাতে নিজে তুলে দেওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেণ।