বরিশালে স্বাস্থ্যকর্মীদের অনদিষ্টকালের জন্য কর্ম বিরতি

নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।

বৃহষ্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে, বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ডে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাস্থ্য সহকারী তরুণ দাস মুন্সি বলেন, টিকা দান (ইপিআই) কর্মসূচির মাধ্যমে মা ও শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

১৯৯৮ সালের ৬ ডিসেম্বর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেল পরিবর্তন করে দেয়া হবে।

এরপর দীর্ঘদিনে তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৮ সালে আন্দোলনে নামে স্বাস্থ্য সহকারীরা। তবে কয়েকদিনের মাথায় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মানার প্রতিশ্রুতি দিলে কর্মসূচি প্রত্যাহার হয়।

এরপর প্রায় ২ বছরেও সে দাবি মানা না হলে ২০২০ সালের ফেব্রুয়ারি আবারো আন্দোলনের পথ বেছে নেয় স্বাস্থ্য সহকারীরা।

তখন ১ মাসের মধ্যে আমাদের দাবী বাস্তবায়নের আশ্বাস দেয় বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু প্রায় ৯ মাস অতিবাহিত হতে চললেও আমাদের দাবি বাস্তবায়ন হয়নি, তাই আজ থেকে অনির্দিষ্টকালে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি শুরু করেছে স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান কাবুল জানান, স্বাস্থ্য সহকারীরা শিশু ও মাতৃ মৃত্যু হ্রাস, যক্ষ্মা, ধনুষ্টংকার, ডায়রিয়া, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, সংক্রামক ও অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, অন্ধত্ব দুরীকরণের লক্ষ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ও দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করে যাচ্ছে।

বর্তমান করনোকালে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সহায়তা প্রদান করেছি আমরা, প্রবাসীদের কোয়ারিন্টাইনে থাকা নিশ্চিত করেছি।

তারপরও আমাদের কোন প্রণোদনা নেই, নেই কোন ছুটি। এ করোনাকালে সারাদেশে আমাদের ৪ জন সহকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, আর ১২ শতের অধিক করোনায় আক্রান্ত হয়েছেন। হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশন বরিশাল জেলা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন সিকদার ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম জানান, দাবি আদায়ের লক্ষে সারাদেশেই স্বাস্থ্য সহকারীরা তাদের কাজ বন্ধ রেখেছেন।

এতে করে ইপিআই ও টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। আর দাবি বাস্তাবায়ন না করা হলে আগামী৫ ডিসেম্বর থেকে হাম-রুবেলা ক্যাম্পেইনেও কাজ করবে না স্বাস্থ্য সহকারীরা।

মাসব্যপি ওই ক্যাম্পেইনে সারাদেশে ৩ কোট ৭৩ লক্ষ ৫৩ হাজার ৮২৭ শিশুকে টিকা প্রদান করা হবে। তারা তাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকদের হস্তক্ষেপ কামনা করেছেন।

বরিশালে মাহিন্দ্রার যাত্রীকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা গ্রেফতার-১

বরিশালের উজিরপুরে ২ লম্পট কর্তৃক মাহিন্দ্রার যাত্রীকে মুখ চেঁপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া নতুট হাট গ্রামের মোঃ তুফান হাওলাদারের স্ত্রী (২২) ২৫ নভেম্বর খুলনা স্বামীর ভাড়া বাসা থেকে পরিবহনে বাড়ীর উদ্দেশ্যে রাত সাড়ে ৭ টায় বরিশাল নতুল্লাবাদ পৌছায়।

সেখান থেকে মাহিন্দ্রা যোগে নতুন হাট ফেরার পথিমধ্যে অন্যান্য যাত্রীরা নেমে গেলে ইচলাদি পৌছামাত্র মাহিন্দ্রার চালক শিকারপুর ইউনিয়নের মাদার্শি গ্রামের তোফাজ্জেল বেপারীর ছেলে লম্পট ইব্রাহিম বেপারী(২৬) ও তার সহযোগী মুন্ডপাশা গ্রামের রহিম সিকদারের ছেলে সবুজ সিকদার(২৭) গাড়ীটি ভিন্ন পথে দ্রুত চালিয়ে নিয়ে যায়।

দক্ষিন শিকারপুর জিজি স্কুল সংলঘœ ইউপি সদস্য ফরিদের বাড়ীর সম্মুখে পানের বরজের পাশে একটি নির্জন কলা বাগানে নিয়ে মুখ চেঁপে ধরে ২ জনে মিলে জোরপূর্বকন ধর্ষনের চেষ্টায় চালায়।

এসময় গৃহবধুর ডাকচিৎকার শুনে স্থানীয় রত্তন সিকদারসহ কয়েকজন মিলে ধাওয়া করে লম্পট ইব্রাহিমকে ধরে গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

ততক্ষনে অভিযুক্ত সবুজ সিকদার গৃহ বধুকে হুমকী দিয়ে ১টি মোবাইল সেট, ব্যাগ ভর্তি ৬০ হাজার টাকা মূল্যের মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী যাত্রী বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্ত ইব্রাহিম ও সবুজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষনের চেষ্টার অভিযোগে ২৬ নভেম্বর উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা নং-২৭। এব্যাপারে এস.আই মাহাবুব হোসেন জানান ১ জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও ব্যাপক অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করা হয়েছে।

অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টায় মামলা নেয়া হয়েছে ইতিমধ্যে অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং বাকী আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

উজিরপুর পৌরসভায় কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ শুরু

বরিশালের উজিরপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থীদের ইতিমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা রির্টানিং ও নির্বাচন অফিসার মোঃ আলিমুদ্দীন এর কার্যালয় হইতে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ খবির উদ্দিন হাওলাদার তার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এ সময় তার সাথে ওই এলাকার অসংখ্য সমর্থক উপস্থিত ছিলেন। এ ছাড়া একই দিনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন অসংখ্য নেতাকর্মী নিয়ে তার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

চরমোনাই পীরের অগ্রহায়নের মাহফিল শুরু আগামীকাল

বরিশালের চরমোনাই পীরের বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) শুরু হচ্ছে। কাল শুক্রবার বাদ জুমা আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম পীরসাহেবের আমবয়ানের মধ্য দিয়ে মাহফিল শুরু হবে।

মাহফিলে অংশ নিতে ইতিমধ্যে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসার মাঠসহ আশপাশের বিরাট এলাকাজুড়ে মুসল্লিরা সমবেত হয়েছেন। উদ্বোধনী বয়ানে শরীয়ত ও মারেফত এবং মাদ্রাসা সম্পর্কে বয়ান রাখা হবে।

চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এছাহাক মোহাম্মদ আবুল খায়ের জানান, বার্ষিক তিন দিনের মাহফিলে মোট সাতটি বয়ান হবে। এর মধ্যে পাঁচটি বয়ান করবেন চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম ও দুটি বয়ান করবেন পীরের ভাই আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম।

এ ছাড়া দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, বাহরাইনের শায়খ আবদুর রহমান, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মুফতি সৈয়দ মো. আবুল খায়ের, মরহুম পীর সাহেবের খলিফা মাওলানা আবদুর রশিদ (পীর সাহেব বরগুনা), আল্লামা নুরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারীমপুর) ও অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ (পীর সাহেব খুলনা)।

মাহফিলের দ্বিতীয় দিন শনিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন এবং তৃতীয় দিন রোববার ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হবে।

মুসল্লিদের জন্য মোট চারটি মাঠে প্রায় ১০ বর্গকিলোমিটার প্যান্ডেল করা হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে হাই ভোল্টেজ অটো জেনারেটর। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি হাসপাতাল রয়েছে। মাহফিলের বয়ান www.charmonaivs.net/live এই ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করা হয়েছে।

আগামী সোমবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

কমলা রঙের বিশ্বে নারী বাধার পথে দেবেই পাড়ি এবারের এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (২৫) নভেম্বর সকাল সাড়ে ১০ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোড়ে সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদ্যাপনের ব্যানারে একর্মসূচি পালন করেন তারা।

বরিশাল সচেতন নাগরীক কমিটি (সনাক) জেলা সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদার সভাপতিত্বে কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল,

তরুন প্রজন্ম দিপ্তি নাদিয়া বালা, রান এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, উন্নয়ন সংগঠক জাহানারা বেগম স্বপ্না, সাধনা বেপারী,লিংকন বাড়ৈ,কাজী নওশাদ, ফেরদৌসি বেগম মিলি, বিসিসি সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যাস রেহানা বেগম প্রমুখ।

এসময় বক্তারা বলেন আমাদের দেশে একাধিক নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন ধারার আইন থাকার পরেও নারী নির্যাতনকারীদের নিয়ন্ত্রন করা যাচ্ছে না।

তাই সরকারের সংশ্লিষ্ট সহ আইন শৃঙখলা বাহিনীকে আরো কঠোরভাবে তাদের দায়ীত্ব পালন করার জন্য আহবান জানান।

একই সময় তারা আরো বলেন এত বড় রাস্ট্রে সরকারের একার পক্ষে সম্ভব নয় তাই নিজ নিজ এলাকায় সকলকে স্বোচ্ছার হওয়ার জন্য সকল পরিবার ও এলাকাবাশীর প্রতি আহবান জানানো হয়।

পরে নাগরীক উদ্যেগের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করা হয়।

বরিশালে স্কুল-কলেজে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন

শামীম আহমেদ॥ বরিশাল সহ সারাদেশে মাধ্যমিক,উচ্চমাধ্যমিকের ‘এসাইনমেন্ট ফি’ স্কুল-কলেজের টিউশন ফি, পরিক্ষার ফি সহ সকল ফি আদায় বন্ধ করে করোনাকালীন সময়ে বিশেষ বরাদ্ধ দিয়ে শিক্ষা সংকট মোকাবেলা করার আহবান জানিয়ে মানববন্ধন প্রতিবাদ সভা ও জেলা প্রশাসক বরাবর স্বক লিপি দিয়েছে জেলা ও মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল শাখা।

আজ বুধবার (২৫) নভেম্বর সকাল সাড়ে ১১ টায় সদররোডে মানববন্ধ ও প্রতিবাদ সভা করেন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশালঅ জেলা শাখার সভাপতি সাগর দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক বিরেন সিকদার,জেলা শাখার সংগঠক লামিয়া সায়মন ঝুমা, সোহান আহমেদ,সাইদুল ইসলাম,সুমাইয়া,সাজ্জাদ।

এসময় নগরীর বিভিন্ন কলেজের সমাজতান্ত্রিক ফ্রন্টের সদস্যরা অংশ গ্রহন করে। এসময় তারা অভিযোগ করে বলেন নগরীর কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়,মথুরানাথ পাবলিক মডেল স্কুল এন্ড কলেজ, শহীদ আলতাফ মাধ্যমিক বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়,

কাশিপুর গার্লস হাই স্কুল,সৈয়দা মজিদুন্নেছা বিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আড়াই হাজার থেকে তিন হাজার টাকা করে বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে জোড় পূর্বক এখনো আদায় করা হচ্ছে। টাকা এমনকি টাকা পরিশোধ করা না হলে এসাইনমেন্ট নেয়া হবে না বলে হুমকী দেয়া হচ্ছেন শিক্ষকরা।

তাই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে অসহায় সাধারন শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেয়া সহ ফি আদায় বন্ধ ও মওকুফ করার দাবী কার্যকর ব্যবস্থ গ্রহনের দাবী জানান।

পরে নগরীতে একটি মিছিল করে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ক সেমিনার

ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন বুধবার (২৫ নভেম্বর) সকালে এই সেমিনারের আয়োজন করে। জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব হোসাইন, জেলা ক্যাবের সভাপতি রনজিৎ দত্ত্ব, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ স্থানীয় পর্যায়ের অংশিদারগন অংশগ্রহন করেন।

সেমিনারে অতিথিরা বলেন, স্থানীয় পর্যায়ে ভোক্তার অধিকারের দিকে খেয়াল রাখতে হবে। ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অভিযান এবং ভ্রাম্যমান আদালতের নজরদারী বাড়াতে হবে।

ভোক্তার স্বার্থের দিকে খেয়াল রেখে সকল পন্য উৎপাদন ও বাজারজাত করতে হবে। এছাড়া সেবাদানকারী সংস্থা গুলোকে ভোক্তার স্বার্থ অক্ষুন্ন রাখার আহ্বান জানানো হয় সেমিনারে।

বরিশালে অস্ত্র মেরামতের ছবি ভাইরাল

শামীম আহমেদ ॥ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগ্নেয়াস্ত্র মেরামতের একটি ছবি ও স্থানীয় কতিপয় ব্যক্তির নাম উল্লেখ করে স্টাটাস দেয়ার ঘটনায় পুরো বরিশালজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করে পুরো ঘটনার তদন্তে নেমেছে থানা পুলিশ। ঘটনাটি জেলার উত্তর জনপদের একসময়ের সর্বহারা অধ্যুষিত বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার।

নাম প্রকাশ না করার শর্তে বুধবার সকালে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত একটি সূত্রে জানা গেছে, গত কয়েকদিন পূর্বে ফেসবুকে একটি ছবি ও কিছু লেখা পোস্ট করা হয়।

যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজরে আসার পর দেখা যায় “ক্রাইম ফোকাস” নামের আইডি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ চেয়ে একটি বন্দুক মেরামতের ছবিসহ স্থানীয় কতিপয় ব্যক্তির নাম উল্লেখ করে স্টাটাস দেয়া হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করে পুরো ঘটনা তদন্তে ও ছবির বন্দুকটি উদ্ধার করার জন্য পুলিশ মাঠে নেমেছেন।

অপরদিকে আগরপুর বাজারের ওষুধ ব্যবসায়ী সবুজ ফরাজী জানান, ফেসবুকে ছবি পোস্টের ঘটনায় তাকে দায়ী করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন চিহ্নিত সন্ত্রাসীরা।

তিনি আরও জানান, ছবির সাথে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের পক্ষালম্বন করে চরউত্তরভূতেরদিয়া গ্রামের কাইউম হাওলাদার তার সহযোগি মাদক স¤্রাট আতিক খানসহ তাদের ২০/২৫ জন সহযোগি সন্ত্রাসীরা গত শনিবার বিকেলে আগরপুর বাজারের তার ওষুধের দোকানে গিয়ে একঘন্টার মধ্যে এলাকা ত্যাগের হুমকি প্রদর্শন করে।

নির্ধারিত সময়ের মধ্যে এলাকা ত্যাগ না করলে তাকে স্ব-পরিবারে হত্যার হুমকি দেয়া হয়।

সবুজ ফরাজী আরও জানান, সন্ত্রাসীদের হুমকির মুখে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রেখে জীবন বাঁচাতে তিনি নিজ এলাকা ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন।

ব্যবসায়ী সবুজ বলেন, ওই ছবি ও ফেসবুকে পোস্টের বিষয়ে আমি কিছুই জানিনা। যা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলেই সঠিক তথ্য বেরিয়ে আসবে।

হুমকিরমুখে এলাকা ছাড়ার ঘটনায় তিনি (সবুজ) বাবুগঞ্জ থানায় ও বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরকারি বিএম কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মু. জিয়াউল হক

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু জিয়াউল হক। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশের মাধ্যমে নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ডক্টর শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক মু. জিয়াউল হক ১৯৬১ সালের ১ ডিসেম্বর বরিশাল শহরের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নাসির উদ্দীন ও মাতা তহুরা বেগম। ১৯৭৬ সালে বরিশাল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৮ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৮৩ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৮৬ সালে সৈয়দ হাতেম আলী কলেজে অর্থনীতি বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন। ২০০১ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৮ সালের ২৫ মার্চ তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বরিশাল জেলার সরকারি বিএম কলেজ, খুলনা সরকারি সুন্দরবন মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ২০১৪ সালের ১৮ জুন বরিশাল শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে যোগদান করে ২৪ মার্চ ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নায়েম, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশিতে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ।

মাস্ক ব্যবহার নিশ্চিতে হিজলায় অভিযান

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বরিশাল জেলার হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ মঙ্গলবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে, মাস্ক ব্যবহার করতে সকলকে পরামর্শ দিয়ে, দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে এবং মাস্ক না পরায় ব্যবসায়ী ও গাড়ি চালকদের ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা ইনস্পেকটর শহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, অফিস সহকারী অদুত হোসেন, হিজলা থানার এস আই আরিফ হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র কবিরাজ বলেন, করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভকে সামনে রেখে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতিনিয়ত আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। কিন্তু অনেকেই অবহেলা করে মাস্ক না পরে জনাকীর্ণ এলাকায় ঘোরাঘুরি করছেন, যা স্বাস্থ্যবিধির সম্পূর্ণ লঙ্ঘন। এর ফলে তারা নিজেদের ও অন্যদেরকেও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন। অভিযানে দেখা যায় বিভিন্ন পেশার মানুষ দোকানদার, চাকরিজীবী, ড্রাইভার, যাত্রী, পথচারী এমনকি শিক্ষিত মানুষও মাস্ক পরিধানে অবহেলা করছেন।