বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

কমলা রঙের বিশ্বে নারী বাধার পথে দেবেই পাড়ি এবারের এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (২৫) নভেম্বর সকাল সাড়ে ১০ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোড়ে সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদ্যাপনের ব্যানারে একর্মসূচি পালন করেন তারা।

বরিশাল সচেতন নাগরীক কমিটি (সনাক) জেলা সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদার সভাপতিত্বে কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আভাষ নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল,

তরুন প্রজন্ম দিপ্তি নাদিয়া বালা, রান এর নির্বাহী পরিচালক রফিকুল আলম, উন্নয়ন সংগঠক জাহানারা বেগম স্বপ্না, সাধনা বেপারী,লিংকন বাড়ৈ,কাজী নওশাদ, ফেরদৌসি বেগম মিলি, বিসিসি সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যাস রেহানা বেগম প্রমুখ।

এসময় বক্তারা বলেন আমাদের দেশে একাধিক নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন ধারার আইন থাকার পরেও নারী নির্যাতনকারীদের নিয়ন্ত্রন করা যাচ্ছে না।

তাই সরকারের সংশ্লিষ্ট সহ আইন শৃঙখলা বাহিনীকে আরো কঠোরভাবে তাদের দায়ীত্ব পালন করার জন্য আহবান জানান।

একই সময় তারা আরো বলেন এত বড় রাস্ট্রে সরকারের একার পক্ষে সম্ভব নয় তাই নিজ নিজ এলাকায় সকলকে স্বোচ্ছার হওয়ার জন্য সকল পরিবার ও এলাকাবাশীর প্রতি আহবান জানানো হয়।

পরে নাগরীক উদ্যেগের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *