প্রস্তাবিত বাজেট নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি গরিবের বাজেট, ব্যবসাবান্ধব ও গণমুখী বাজেট।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের বাইরে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এই বাজেটে নিশ্চয়তা আছে, সোশ্যাল সেফটিনেট আগের চেয়েও সাত হাজার কোটি টাকা বেড়েছে। গতবারের চেয়ে আরও ৭ হাজার কোটি টাকা বেড়েছে, আওতা বাড়ানো হয়েছে। কাজেই এই বাজেট সবদিক বিবেচনা করে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের বিষয়কে নজর দেওয়া হয়েছে। সেখানে সাত হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। কাজেই এটা গরিবের বাজেট, ব্যবসাবান্ধব বাজেট ও গণমুখী বাজেট।’

এর আগে জাতীয় সংসদে আজ বিকেল তিনটায় বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

রোগী দেখতে গিয়ে হামলার স্বীকার জুনায়দে সাকি

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। এই হামলায় মোট ২০ জনের মতো আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলা হয়। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক এই হামলা চালিয়েছে বলে গণসংহতির নেতারা দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরিদর্শন শেষে বের হওয়ার সময় প্রধান ফটকে তার ওপর হামলা চালায় ছাত্রলীগ। ছাত্রলীগ কর্মীরা মিছিল সহকারে এসে সেখানে জড়ো হয়েছিলেন। মারধরে কারণে জোনায়েদ সাকির নাক ফেটে যায়। তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা।

এর আগে বিকাল ৫টার দিকে পরিদর্শন শেষে হাসপাতালের অভ্যন্তরে ভিন্ন দুই স্থানে সংক্ষিপ্ত জনসমাগমে বক্তব্য দেন তিনি। এর মধ্যে জরুরি বিভাগের গেটে দাঁড়িয়ে কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ বলে দাবি করেন সাকি।

:

সুপ্রিম কোর্টের রায়ে জোবায়দা রহমানকে পলাতক ঘোষনা

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে পলাতক ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ লিখিত রায়ে এ আদেশ দেন।

রায়ে বলা হয়—পলাতক আসামির মামলা শুনে সংবিধান লঙ্ঘন করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আইন বহির্ভূতভাবে জোবায়দাকে দেওয়া হয়েছে অতিরিক্ত সুবিধা।

তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের দুর্নীতি মামলা চলবে বলে গত ১৩ এপ্রিল রায় দেন আপিল বিভাগ। কিন্তু, সেই রায়ের কোন ব্যাখ্যা সেদিন দেননি দেশের সর্বোচ্চ আদালত। আজ বুধবার জোবায়দার দুর্নীতি মামলার ১৬ পাতার রায় প্রকাশ করেন আপিল বিভাগ।

২০০৮ সালে আদালতে আত্মসমর্পণ না করে কীভাবে হাইকোর্ট এ মামলা শুনলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন আপলি বিভাগ। বলেন, ‘এখতিয়ার বহির্ভূতভাবে মামলাটি শুনেছিলেন হাইকোর্ট।’

জোবায়দা রহমানকে পলাতক ঘোষণা করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বলেন, ‘শত বছরের নজির ভেঙে জোবায়দার মামলা গ্রহণ করেছিলেন হাইকোর্ট, যা অবৈধ এবং সংবিধানের লংঘন।’

সংবিধানের ২৭ অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে আপিল বিভাগ বলেন, ‘আইনের দৃষ্টিতে সবাইকে সমান বলা হলেও জোবায়দা রহমানকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছিল।’

এ ছাড়া হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের মধ্যে জোবায়দার আত্মসমর্পণের আদেশ বাতিল করেন আপিল বিভাগ। পলাতক আসামি দুর্নীতি মামলায় হাইকোর্টে কোনো আবেদন করতে পারবেন না উল্লেখ করে আপিল বিভাগ বলেন, ‘২০০৮ সাল থেকেই পলাতক হিসেবে গণ্য হবেন তারেকপত্নী।’

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূতভাবে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিকানা ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জোবায়দার বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ওই বছরেই জোবায়দার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি মামলা বাতিলের প্রশ্নে রুলও জারি করেন আদালত।

এরপর জোবায়দার মামলা বাতিলের প্রশ্নে জারি করা রুল খারিজ করে ২০১৭ সালে ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে জোবায়দাকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান জোবায়দা রহমান।

বরিশাল মহানগর ও জেলা বিএনপি ও মহিলা দল যথাযোগ্য মর্যদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত

শামীম আহমেদ, ॥

বরিশালে যথাযথ মর্যদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনাপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে কোরান খতম সহ বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি ও মহানগর বিএনপি,মহানগর মহিলা দল, ১০,২৪,২৫ ও ২২ নং ওয়ার্ড বিএনপি সহ নগরীর ত্রিশটি ওয়ার্ডে আলোচনা সভা ও মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত সহ মুসল্লী এবং নগরীর বিভিন্ন সড়কে ঘুড়ে ঘুড়ে তোবারক বিতরন করেছে জেলা বিএনপি।

আজ সোমবার (৩০ই) মে বিকালে সদররোডস্ধ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে।

মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর স্মৃর্তিচারন করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক বিএম কলেজ ভিপি মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় (দক্ষিণ) টিম লিডার জাকির হোসেন নান্নু, বরিশাল মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হয়দার বাবুল,যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার,যুগ্ম আহবায়ক এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন, মাকসুদুর রহমান মাকসুদ,মহানগর সদস্য সাইফুল আহসান দিপু, বদিউল আলম টোলন,গিয়াস উদ্দিন বাবুল,মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু,মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন,মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক একে এম শহিদুল্লাহ, হাবিবুর রহমান টিপু,আ.নম. সাইফুল আহসান আজিম,খন্দকার আবুল হোসেন লিমন,জাহিদুর রহমান রিপন, ইয়াসিন আরাফাত ও বিভিন্ন মহানগর সদস্য সহ নগরীর বিভিন্ন মহানগর ওয়ার্ড নেতৃবৃন্দ।

এর পর্বে দলীয় কার্যালয়ে ৩য় তলায় বরিশাল মহানগর মহিলা দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথির সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক পাপিয়া আজাদ সহ বিভিন্ন মহিলাদল নেতৃবৃন্দ।

অপর দিকে সকাল ১১টায় নগরীর স্বরোডস্থ মোহনা কমিউনিটি সেন্টারে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুলের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড, বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক সংসদ আবুল হোসেন খান, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড আবুল কালাম শাহিন, জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল আমিন,আনায়ারুল হক সাব্বির, বরিশাল সদর সভাপতি এ্যাড, এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম,বরিশাল জেলা কৃষকদল আহবায়ক এইচ এম মহসিন, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু,জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন,জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠ পমুখ। পরে জেলা বিএনপি নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন সড়কে ট্রাকযোগে ঘুড়ে ঘুড়ে তোবারক বিতরন করেন।

অপর দিকে জোহরবাদ নগরীর রিভার ভিউ কমিউনিটি সেন্টার হল রুমে বরিশাল মহানগর দশ নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা,দোয়া-মোনাজাত ও তবারক বিতরন করা হয়।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি ও ঢাকা দক্ষিণ টিম লিডার জাকির হোসেন নান্নু,বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ,স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মাহাবুব আলম ফিরোজ,শাহাদৎ ইসলাম তোতা,জিয়াউর হাসান দুলাল,আসলাম হোসেন টিটু প্রমুখ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপি নুরুজ্জামান দোলনের আয়োজনে মোবারক আলি জামে মসজিদে দোয়া-মোনাজাত ও তবারক বিতরন করেন। এসময় উপিস্থিত ছিলে মহানগর বিএনপি সদস্য মোঃ জসিম উদ্দিন খান সহ বিভিন্ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপি সাগরদী বাজার জামে মসজিদে বিএনপি নেতা নওসের আহমেদ নান্টুর আয়োজনে তবারক বিতরন ও দোয়া-মোনাজাতের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য আব্দুল হালিম মৃধা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অন্যদিনে নগরীর ২২ নংওয়ার্ড মহানগর বিএনপি আহবায়ক কমিটি থেকে বঞ্চিত নেতাকর্মীরা বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদের আয়োজনে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

ইভিএম-এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না মুজিবুল হক চুন্নু

ডেস্ক রিপোর্ট:

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ইভিএম-এ ভোট হলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি না তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ইভিএম ভালো কিন্ত যারা পরিচালনা করবেন তারা তো নিরপেক্ষ নয়, তাই ইভিএম-এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

শনিবার (২৮ মে) মোহাম্মদপুরে মোহাম্মদী হাউজিং এর প্রধান সড়কে ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, হঠাৎ করেই ১১৬ জন আলেমের বিরুদ্ধে কেন দুদকে অভিযোগ করেছে একটি গোষ্ঠী এটা খতিয়ে দেখা জরুরি। এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আয়-ব্যয় এবং সম্পদের অনুসন্ধান করতে হবে। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে তার অনুসন্ধান কেন হচ্ছে না? আমরা আবারো পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, দেশে মেগা প্রকল্পের নামে তিনগুণ খরচ হচ্ছে। উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। আমরা চাচ্ছি উন্নয়ন হোক কিন্তু উপজেলা পর্যায়ে যেনো স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হয়। যেখানে দরিদ্র ও খেটে খাওয়া মানুষ বিনা খরচে সু-চিকিৎসা পাবে। তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনের পরিমাপে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোন পার্থক্য নেই। তাই দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টির সরকার দেখতে চায়।

৩৩নং ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপ্টন, সাংগঠনিক সম্পাদক হাজী মো. নাসির উদ্দীন, আনোয়ার হোসেন তোতা, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক প্রমুখ।

সম্মেলনে মো. নজরুল ইসলাম মুকুলকে সভাপতি ও ইঞ্জিনিয়ার কামরুজ্জামানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করে ৩৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।

জিয়াউর রহমান তরুন-যুবকদের হাতে দিয়েছেন অস্ত্র আর অর্থ শেখ হাসিনা দিয়েছেন কম্পিউটার ও ইন্টারনেট

বরিশাল প্রতিনিধি:
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জিয়াউর রহমান তরুন-যুবকদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুনদের হাতে তুলে দিয়েছেন কম্পিউটার এবং ইন্টারনেট। যে ইন্টারনেটের মাধ্যমে তরুন-যুবকরা সারা বিশ্বে বিচরন করতে পারছে। গতকাল সোমবার দুপুরে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র মেরিন ওয়ার্কশপ চত্ত্বরে নবনির্মিত ড্রেজার বেইজ ভবনের উদ্বোধনী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার চারপাশের প্রায় ৯০ ভাগ নদী দখল ও দুষনমুক্ত করা হয়েছে। আগামী দিনে বরিশালের নদী দখল ও দুষন মুক্ত করা হবে। নদীকে শাসন না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নদী সংস্কার করতে ডেল্টা প্লান করেছে সরকার। ডেল্টা প্লান বাস্তবায়নে সব মন্ত্রনালয়ের সমন্বয়ে গঠন করা হয়েছে টাস্কফোর্স। এটাই শেখ হাসিনার দিন বদলের সনদ। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণ সহ ক্রমবর্ধমান ড্রেজিং চাহিদা মেটাতে বরিশাল সারাদেশে ১১ টি ড্রেজার বেইজ স্থাপন করা হয়েছে। যার মধ্যে বরিশালে ৬ তলা বিশিস্ট একটি ভবন এবং ৫ তলা বিশিস্ট একটি ডরমেটরী নির্মান করা হয়েছে। বরিশাল ড্রেজার বেইজের আওতায় ২০ টি ড্রেজার সহ সহায়ক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি থাকবে। এই প্রকল্পে মোট ২৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয় হয়েছে। এখান থেকেই বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা এলাকার নৌপথ খনন এবং তদারকি করা হবে।
বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, চেম্বার সভাপতি ও লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

ক্ষোভে সমাবেশস্থল ছাড়লেন বিএনপি নেতা ইশরাক

ডেস্ক রিপোর্ট:

‘পদ্মা সেতুতে নিয়ে খালেদাকে টুস করে ফেলে দেওয়া উচিত’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে খালেদা জিয়ার হত্যার হুমকি বলে মনে করছে বিএনপি। প্রধানমন্ত্রীর ঐ বক্তব্যের প্রতিবাদে সমাবেশ করেছে দলটি।

সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য দিলেও বক্তব্য দিতে পারেনি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তাকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়নি। সুযোগ না দেওয়ায় এক পর্যায়ে সমাবেশ ছেড়ে চলে যান বিএনপি এই তরুণ নেতা।

সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দিতে প্রেসক্লাবে আসেন ইশরাক হোসেন। বেলা সাড়ে ১১টা পার হলেও বক্তব্যের সুযোগ পাননি ইশরাক। একপর্যায়ে অনেককেই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যাচ্ছে না বলে যখন মাইকে ঘোষণা করা হয় তখন ইশরাক ক্ষিপ্ত হয়ে কর্মী-সমর্থকদের নিয়ে মঞ্চ ছেড়ে প্রেসক্লাবের ভেতরে চলে যান। এ সময় অনেকে তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

বিষয়টি নিয়ে মঞ্চে আলোচনা হলে কিছুক্ষণ পর বক্তব্য দেওয়ার জন্য ইশরাকের নাম ঘোষণা করা হয়। তখন মঞ্চে না থাকায় ইশরাক এলে তাকে সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরই সমর্থকদের নিয়ে প্রেসক্লাব রাস্তার পশ্চিম পাশে চলে যান। সেখানে ৮ থেকে ১০ মিনিট দাঁড়িয়ে থাকেন। এসময় নেতাকর্মীরা তার সঙ্গে ছবি তোলেন। নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময় করেন। এর কিছু সময় পর সমাবেশ ত্যাগ করেন বিএনপির এই নেতা।

এর আগে সকাল দশটায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল তার আগে থেকেই দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে।

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করছেন ঢাকা উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু। সমাবেশে প্রায় ৫ থেকে ৬ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অস্ত্র আইনের মামলায় ছাত্রলীগ সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর দুই দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট:

অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর দুই দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত শুক্রবার আসামি সাঈদীকে অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড দেন সিএমএম আদালত। এছাড়া মাদক ও সরকারি কাজে বাধা দানের দুই মামলায় রিমান্ড নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগ থানায় অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে র‌্যাব।

এর আগে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে আটক ‌করে  র‌্যাব।

বঙ্গবন্ধু কন্যার সে স্বপ্ন আজ সত্যে পরিণত হয়েছে

ডেস্ক রিপোর্ট:

‘জুনেই চন্দ্রালোকিত পূর্ণিমা রাতে পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পারবে।’ আগামী সপ্তাহের শেষে পদ্মা সেতু উদ্বোধনের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো হবে। তিনি যখন সময় দেবেন। সেই সময় আমরা পদ্মা সেতুর উদ্বোধন করব।

শনিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দুর্নীতির অভিযোগ দিয়ে বিশ্ব ব্যাংক তাদের সহযোগিতার হাত ফিরিয়ে নিয়েছিল। বিশ্ব ব্যাংক চলে গেলেও আমরা আমাদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবো। বঙ্গবন্ধু কন্যার সে স্বপ্ন আজ সত্যে পরিণত হয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশের চেহারা পাল্টে গেছে, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চলনায় উক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম মোজাম্মেল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদসহ আরো অনেকে।

বিএনপির ছাড়লেন সাবেক কুসিক মেয়র সাক্কু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, দুই বারের নির্বাচিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৯শে মে) বিকেলে দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর কুমিল্লার বাসায় সাক্কুর ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন মজুমদার উপস্থিত হয়ে তার পক্ষে অব্যাহতি পত্রটি জমা দেন। এবারের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সাক্কু।

সাক্কুর ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি আমি নিজেই রাবেয়া চৌধুরীর হাতে পৌঁছে দিয়েছি। পদত্যাগপত্রের একটি অনুলিপি কেন্দ্রীয় মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবারও পোঁছানো হয়েছে।’

এর আগে দুপুরে পদত্যাগের ঘোষণা দেন নির্বাচনে অংশ নেওয়া অপরপ্রার্থী মহানগর স্বেচ্ছা সেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

উল্লেখ্য, ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন সীমা। সাক্কু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। নৌকা প্রতীক নিয়ে আঞ্জুম সুলতানা সীমা পান ৫৭ হাজার ৮৬৩ ভোট।

২০১২ সালের প্রথম সিটি নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু ৬৫ হাজার ৫৭৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট পান ৩৬ হাজার ৪৭১ ভোট।

বৃহস্পতিবার (১৯শে মে) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে চলে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম। আগামী ২০, ২১ ও ২২শে মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আপিল গ্রহণ করা হবে। ২৩শে মে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ২৭শে মে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। আগামী ১৫ই জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬০০ ও নারী ১ লাখ ১৬ হাজার ১৯১ জন।