বাবুগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বাংলাদেশ শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষে বাবুগঞ্জে শিক্ষক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ছাত্র-শিক্ষক-জনতা, গড়ে তোলো একতা’-এ স্লোগানকে সামনে রেখে শনিবার উপজেলার রহমতপুরে ওই শোভাযাত্রা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে শিক্ষক সমিতির বর্ণিল শোভাযাত্রাটি বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় সেখানে শিক্ষক সমিতির উপজেলা সভাপতি রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন জাহাঙ্গীর। সংগঠনের উপজেলা কমিটির যুগ্ম-সম্পাদক প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক সিরাজুল হক, সহ-সভাপতি প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী, মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের জেলা সম্পাদক মনিরুজ্জামান খোকন, প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল, প্রধান শিক্ষক অনীল চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বাদল, আরিফুর রহমান সুমন প্রমুখ। এসময় বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার পাশাপাশি শিক্ষকদের চাকরির নিরাপত্তা প্রদান এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ বেতন বৈষম্য নিরসনে সরকারের কাছে দাবি জানান।

বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোররাতে বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরতোলা এলাকার আকতার হোসেন(৩০) ও বরিশাল সদর উপজেলার উত্তর জাগুয়া এলাকার মোঃ রাসেল(২২) দুইজন ট্রাকচালক এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মোঃ সোহান নামে (২২) একজন চালকের সহযোগী রয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় সেটিকে অন্য একটি ট্রাকের সাথে বাঁশ দিয়ে বেধে নিয়ে যাওয়া হচ্ছিলো।

পথিমধ্যে বাঁশটিতে ত্রুটি দেখা দিলে ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি স্থানে বসে সেটি ঠিক করছিলো নিহতরা।

ওইসময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে দুটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিএনসিসির উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

ফয়সাল মৃধা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সুন্দরবন রেজিমেন্টের 25 ব্যাটেলিয়ানের উদ্যোগে বরিশাল শহরের সরকারি বিএম কলেজে বেলা ১১ টা মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, রক্তদান কর্মসূচি, এবং দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে ১০০ টি কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে জনসচেতনতা মূলক এক র্যালি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেস্ট লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল অউয়াল বিএন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তফা কামাল, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসির উদ্দিন, A কোম্পানি কমান্ডার ২/লেফটেন্যান্ট মো :দরবেশ আলী, Bকোম্পানি কমান্ডার ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান ২/লেফটেন্যান্ট ড. মোঃ আব্দুল বাতেন চৌধুরী এবং সরকারি বিএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আল-আমিন সরোয়ারসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক মন্ডলী।

এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ, ইসলামিয়া কলেজ, এবং সরকারি মডেল স্কুল ও কলেজের বিএনসিসির দায়িত্বপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষকগন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রায় ৫০ জন ক্যাডেট অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাদিক আবদুল্লাহ বলেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আয়োজকদের প্রতি আমাকে এখানে দাওয়াত করার জন্য । অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব আর নৈতিক দায়িত্ববোধ থেকে প্রত্যেকের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সভাপতির বক্তব্যে সরকারি বিএম কলেজের প্রফেসর ডঃ মোঃ গোলাম কিবরিয়া বলেন বিএনসিসি সব সময় ভালো কাজ করে আমরা সর্বদা বিএনসিসির পাশে আছি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সহ এই মহতী উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি বিএম কলেজের Puo জনাব এইচ এম মিজানুর রহমান

বরিশালে ১৮ ফেব্রুয়ারী সমাবেশ করবে বিএনপি

দীর্ঘদিন বিরতির পর আবারও রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ও করোনা মহামারির সময়ে শুধু সাংগঠনিক তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রয়েছে দলটি।

তবে এবার ধীর পদক্ষেপে দলকে রাজপথে নিয়ে আসতে চাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। এর অংশ হিসেবে ছয় মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সরকারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে এর প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে পালিত হবে এ কর্মসূচি।

এর মধ্যে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে, ১৮ ফেব্রুয়ারি বরিশালে, ২৭ ফেব্রুয়ারি খুলনায়, ১ মার্চ রাজশাহীতে, ৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে সমাবেশ করা হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিগত সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়।

এ সময় মজিবর রহমান সরোয়ার বলেন, আমরা জনতার সামনে ভোট কারচুপির বিষয়গুলো তুলে ধরতে চাই, ভোটের অধিকারের কথা বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলতে চাই।

আমাদের যেন জনগণের কাছে যেতে বাধা না দেওয়া হয়। গণতান্ত্রিক অধিকার হিসেবে আমরা এ সমাবেশ করতে চাই।

তিনি বলেন, কোথাও নির্বাচন হয় না। নৌকা প্রতীকের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের আঁতাত হয়েছে। তারা মনেই করে, নৌকা প্রতীক যখন দিয়েছে তখন প্রশাসন-আওয়ামী লীগ সবাই ভাই ভাই।

আমরা নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চাই, জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক- এটি আজ আমাদের বড় দাবি।

এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা ভেবেছিলাম সরকারের শুভবুদ্ধির উদয় হবে, চট্টগ্রামে নিরপেক্ষ নির্বাচন হবে।

কিন্তু এ নির্বাচনেও রাষ্ট্রযন্ত্র, প্রশাসনযন্ত্র, আওয়ামী লীগ ও সরকার মিলেমিশে একাকার হয়ে গেছে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ব্যালট প্যানেলের সুরক্ষা ছিল না।

ব্যালট প্যানেল দখল করে ভোট চুরি করা হয়েছে। ভোটার উপস্থিতি কম থাকলেও প্রিসাইডিং কর্মকর্তারা ২০ শতাংশ ভোট নিজেরা দিয়ে ভোট ডাকাতি করেছেন। এরপরও তারা সাড়ে ২২ শতাংশ ভোট দেখিয়েছেন।

ডা. শাহাদাত বলেন, আমাদের ঘোষিত ৬টি মহানগরে সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণভাবে হবে। জনগণ আমাদের প্রধান শক্তি। আমরা তাদের কাছে আপিল করব- একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চাই।

রাজশাহীর মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, যেভাবে নির্বাচন হচ্ছে এটা চলতে থাকলে জনগণের ভোট বলে আর কিছু থাকবে না। প্রত্যেক নির্বাচনে সরকার ও সরকারের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠান মিলেমিশে একাকার হয়েছে। তারা দেশে একের পর এক নির্বাচনের নামে প্রহসন করে যাচ্ছে। ইউপি নির্বাচনে পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের সঙ্গে আঁতাত হচ্ছে। সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চায়।

ঢাকা উত্তরের সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের এক বছরপূর্তি হতে যাচ্ছে। এটা একটা তামাশার নির্বাচন হয়েছিল। প্রত্যেকটি নির্বাচনের চিত্র একই।

জনগণকে জোর করে ভোট বিমুখ করতে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, যেখানে জনগণ চাচ্ছে তাদের ভোটের অধিকার নিজেরা রক্ষা করার জন্য, ভোট দেওয়ার জন্য; সেখানে গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ দিয়ে ভোটকেন্দ্র দখল করে বের করে দেওয়া হচ্ছে। এ জন্য আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমাদের জনমত গড়ে তুলতে হবে।

ঢাকা দক্ষিণের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেন, এই সরকারের অধীনে দেশে আরও হাজারটা নির্বাচন করলেও তা সুষ্ঠু হবে না। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে আর কোনোদিনও ফেরত যাবে না।

গত সোমবার দেশের ৬ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠক করেন। ইশরাক হোসেনের উদ্যোগে আয়োজিত বৈঠকে কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতারা। পরের দিন মেয়র প্রার্থীরা নিজেরা বৈঠক করে এসব কর্মসূচি নির্ধারণ করে তারেক রহমানকে অবহিত করেন। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে খুলনা সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অনুপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পারিবারিক কারণে তিনি খুলনা চলে গেছেন। সংবাদ সম্মেলনের মঞ্চে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।

বরিশালে ১৮ ফেব্রুয়ারী সমাবেশ করবে বিএনপি

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিসিএসআইআর এর মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষরিত

বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানকে আন্তর্জাতিক মানদন্ডে উন্নিতকরণ এবং শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রকে অধিকতর সম্প্রসারণের লক্ষে অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকাল ৪ টায় ঢাকাস্থ বিসিএসআইআর এর প্রধান কার্যালয়ে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএসআইআর এর আন্তর্জাতিক মানের গবেষণাগারগুলো ব্যবহারের সুযোগ পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ, বিসিএসআইআর এর সচিব শাহ্ আবদুল তারিক, বিসিএসআইআর এর সদস্য মো: শওকত আলি, মো: জাকের হোসেন, ড. রূপেশ চন্দ্র রয়, পরিচালক ড. সারোয়ার জাহান, বিজ্ঞানী ড. নজরুল ইসলাম ভূইয়াঁ, মো: আমিরুল ইসলাম, রিচার্য কো-অর্ডিনেটর হেমায়েত হোসেন ও বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মোঃ খোরশেদ আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: সাইফ ইসতিয়াক উপস্থিত ছিলেন।

বরিশালে সোনারগাঁও টেক্সটাইল মিলে শ্রমিকদের আন্দোলন

বরিশালে বকেয়া বেতন-ভাতার দাবিতে সোনারগাঁও টেক্সটাইল মিলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শ্রমিকরা। মালিক পক্ষ টেক্সটাইলের যন্ত্রপাতি গোপনে বিক্রি করে দিতে পারে এমন আশংকায় শ্রমিকরা ফটকে তালা দিয়ে দেয়।

গতকাল বুধবার রাতে সোনারগাঁও টেক্সটাইল মিলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, নগরীর রূপাতলীতে অবস্থিত সোনারগাঁও টেক্সটাইল মিল করোনার অজুহাতে গত ১০ মাস ধরে বন্ধ রাখা হয়েছে। করোনার শুরু থেকে বকেয়া রাখা হয়েছে শ্রমিকদের বেতন-ভাতা। কর্তৃপক্ষ গত ১০ মাসে শ্রমিকদের খবর নেয়নি। বেতন ভাতার দাবিতে এর আগে বিভিন্ন সময় আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেনি। বেতন ভাতা পরিশোধ না করে কর্তৃপক্ষ বিক্রির জন্য গত বুধবার রাতে গোপনে কারখানার নিজস্ব কাভার্ডভ্যানে ববিন ও ক্যানসহ বিভিন্ন যন্ত্রপাতি সরিয়ে ফেলার চেষ্টা করে। এ খবর পেয়ে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। উত্তপ্ত পরিস্থিতি দেখে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত কারখানার কোন মালামাল বিক্রি করতে দেওয়া হবে না বলে হুশিয়ারী দেন তারা।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ নিয়েজিত রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।

আগৈলঝাড়ায় করোনা মোকাবেলায় অভিযানে মাস্ক বিতরন, জরিমানা আদায়

শামীম আহমেদ:

বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা মোকাবেলায় সরকারের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে সবাইকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করত অভিযানে পরিচালিত হয়েছে। অভিযানে ৬জনকে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের সহায়তায় উপজেলার প্রধান প্রধান সড়কে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম।

এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধ সরকারের সচেতনতা মুলক প্রচারাভিযান চালিয়ে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন। অভিযানে পথচারি, ব্যবসায়ি, মোটরসাইকেল চালকদের মাস্ক ব্যবহার না করায় ৬জনকে ৭শ টাকা জরিমানা করে তাৎক্ষনিক তা আদায় করেন।

বরিশালে পাঁচ শেষ্ঠ জয়িতা সহ ত্রিশজনকে সম্মাননা প্রদান

শামীম আহমেদ:

তোমরাই বাংলাদেশের বাতিঘর এই প্রতিপাদ্য নিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আজ বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনার নেতৃত্বে যেমন এগিয়ে যাচ্ছেঅ
তেমনি দেশের নারীরাও এগিয়ে যাচ্ছে এখন নারীরাই বাংলাদেশ। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নারীর উন্নয়ন,ক্ষমতায়ন করে দিয়ে একটি মাইল ফলক সৃষ্টি করেছে।
আমাদের নারী তাদের মেধা,যোগ্যতার ভিত্তিতে দেশ উন্নয়নে ভূমিকা পালন করেবে। আজকের বিজয়ী জয়িতরা প্রধানমন্ত্রীর ২০৪১ সালের উন্নত বাংলাদেশের জন্য কাজ করার আহবান জানান।

একই সময়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার।

আজ বৃহস্পতিবার (৪) ফেব্রয়ারী সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল পদ্ধতিতে উদ্ধোধনী অনুষ্ঠানে একথা বলেন।

বরিশাল মহিলা অধিদপ্তরের আয়োজনে ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যলয়ের সহযোগীতায় বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তন সভা কক্ষে আয়োজিত বরিশাল বিভাগীয় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কর্মসূচিরে আওতায় শেষ্ঠ জয়িতাদের পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) সচিব ড. অমিকাভ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় প্রর্যায়ে পাঁচ ক্যাটাগড়িতে পাঁচ জন শেষ্ঠ ও পাঁচ রানার আপ জষিতা সহ ত্রিশজনকে সম্মাননা ক্রেস্ট,সনদ ও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

শেষ্ঠ জয়িতারা হচ্ছেন ীর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বরিশাল নগরীর জয়িতা হাসিনা বেগম নিলা, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বরিশাল জেলার উজিরপুর উপজেলার শেষ্ঠ জয়িতা হিরনময়ী দাশ রুনু, সফল জননী নারী ক্ষেত্রে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়া গাছিয়ার শেষ্ঠ জয়িতা মোসাম্মাৎ হেলেন্নেছা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করে ঘুড়ে দাড়িয়ে সফলতা অর্জনকারী শেষ্ঠ জয়িতা ঝালকাঠী জেলার সদর উপজেলার চাঁদকাঠীর শেষ্ঠ জয়িতা মোসাঃ নাজমুন্নাহার ও সমাজ উন্নয়নে অমসামান্য অবদান রেখে সাফল্যকারী পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার শেষ্ঠ জয়িতা নাজমুন্নাহার।

এছাড়া এসময় পাঁচ ক্যাটাগড়িতে পাঁচ রানার আপ জয়িতাদের সম্মাননা প্রদান করা সহ বিভাগের বিভিন্ন জেলার ত্রিশজন জয়িতাকে সম্মাননা দেয়া হয়।

এসময় শেষ্ঠ জয়িতা সম্মাননা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি প্রশান্ত কুমার দাস,ঝালকাঠী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম,বরিশাল জেলা এ.এস.পি সকুমার রায়, বরিশাল সচেতন নাগীর কমিটি (সনাক সভাপতি অধ্যাপিক শাহ্ সাজেদা।

এখানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলাম,বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম ও বরিশাল জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী প্রমুখ।

বরিশালে অসহায় মানুষের মাঝে করোনার টিকা বন্টনের দাবীতে মানববন্ধন

বরিশালের সকল অসহায় সাধারন নাগরীকের মাঝে বিনা মূল্যে করোনার টিকা ভ্যাক্সিন নিশ্চিত করা সহ মূমুর্ষ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সদর হাসাপাতালের চিকিৎসাসেবার মান উন্নত করা ও শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে উচ্চ শিক্ষা চালু করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (৩) ফেব্রয়ারী বেলা ১২টায় বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিকদল (বাসদ) বরিশাল জেলা শাখা।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রচার সম্পাদক কাজল কুমার দাশের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,শ্রমিক ফ্রন্টের সভাপতি দুলাল মল্লিক,শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা লামিয়া সায়মন,ও শন্তু মিত্র।

এসময় বক্তারা বলেন বরিশালে ভ্যাক্সিন নিয়ে বরিশালে কাউকে দূর্নীতি লুঠপাট করতে দেয়া হবে না। অবিলম্বে বিনা মূল্যে অসহায় সাধারন মানুষদের করোনা টিকা দেয়ার আওতায় আনার দাবী জানান।

গুগলের দেয়া তথ্যে বরিশালে শিশু যৌন নিপীড়ক গ্রেফতার

গুগলের দেওয়া তথ্যে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের দুই শিশু যৌন নিপীড়ককে। সিআইডির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এরকম ২৩ হাজার কনটেন্ট জমা পড়েছে সিআইডির নথিতে। তবে সবই যে অপরাধ এমনটা নাও হতে পারে। কনটেন্টগুলো যাচাই বাছাই করে সুনির্দিষ্ট অপরাধগুলো নিয়ে কাজ করবে সিআইডি।

বরিশালে এক যুবকের মোবাইলে একটি শিশুকে যৌন নিপীড়নের ভিডিও আছে। ওই মোবাইল দিয়েই তা ধারণ করা হয়। ইন্টারনেট সংযুক্ত সেই মোবাইল ট্র্যাক করে সেই ভিডিও দেখতে পায় সার্চ ইঞ্জিন গুগল। এরপর সেই তথ্য জানানো হয় সিআইডিকে। সিআইডি গ্রেফতার করে মোবাইল মালিক যুবককে।

একইভাবে দেশের অন্য একটি জেলা থেকেও গ্রেফতার করা হয় আরো এক যুবককে। কয়েকমাস আগে বাংলাদেশের সিআইডি চুক্তি করে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন-এনসিএমইসি নামের একটি সংস্থার সঙ্গে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি শিশু পর্নোগ্রাফি ও শিশুদের ওপর যৌন নিপীড়ন বন্ধে কাজ করে।

গুগলের মতো অন্য সার্চ ইঞ্জিনগুলো শিশু নিপীড়নের তথ্য জানায় ওই সংস্থাকে। আর ওই সংস্থাটি সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট আইন শৃঙ্খলাবাহিনীকে জানিয়ে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে সিআইডির একটি দায়িত্বশীল সূত্র বলছে, গত তিন মাসে ২৩ হাজার ১৪৩টি এমন কনটেন্ট যুক্ত হয়েছে সিআইডিতে।

এই বিষয়টি নিয়ে সময় সংবাদের প্রতিবেদক কথা বলতে যান সিআইডির বিশেষ সুপারের সঙ্গে। কিন্তু তিনি কথা বলতে রাজি হননি। তবে গুগলের তথ্য নিয়ে বেশ কয়েকটি অভিযান যে করা হয়েছে, সেটি জানিয়ে তিনি বলেন, ডিভাইস ব্যবহার করে অপরাধ করলে তা কোথাও না কোথাও রয়েই যায়।

সিআইডি’র বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ডিজিটাল জগৎ ও সাইবার স্পেসে কোন কিছু লুকানো থাকে না। কেননা সবকিছু মনিটরিংয়ের আওতায় রয়েছে। আজকে যে ছবিটা ম্যাসেঞ্জারে পাঠানো হলে সেটা ডিলিট করা হলেও ডিলিট হয় না।

সিআইডির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজবিজ্ঞানীরা বলছেন, সন্তান যাতে নিপীড়ক না হয় সেই নজরদারি আগে পরিবারেরই নেওয়া উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নেহাল করিম বলেন, যেকোনো শিক্ষা ও সমাজ থেকে সবচেয়ে বেশি ভূমিকা পরিবারের। কেননা পরিবারের সঙ্গে সন্তানরা সম্পৃক্ত। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এগুলো পরিবারের জানা প্রয়োজন।

তারা আরো বলছেন, মানুষের বেড়ে ওঠা যাতে সুস্থ হয়, সেই বিষয়ে রাষ্ট্র পরিবারসহ দায়িত্বশীল আচরণ করতে হবে সমাজের সকল অংশকে।