বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিসিএসআইআর এর মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষরিত

বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানকে আন্তর্জাতিক মানদন্ডে উন্নিতকরণ এবং শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রকে অধিকতর সম্প্রসারণের লক্ষে অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকাল ৪ টায় ঢাকাস্থ বিসিএসআইআর এর প্রধান কার্যালয়ে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএসআইআর এর আন্তর্জাতিক মানের গবেষণাগারগুলো ব্যবহারের সুযোগ পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ, বিসিএসআইআর এর সচিব শাহ্ আবদুল তারিক, বিসিএসআইআর এর সদস্য মো: শওকত আলি, মো: জাকের হোসেন, ড. রূপেশ চন্দ্র রয়, পরিচালক ড. সারোয়ার জাহান, বিজ্ঞানী ড. নজরুল ইসলাম ভূইয়াঁ, মো: আমিরুল ইসলাম, রিচার্য কো-অর্ডিনেটর হেমায়েত হোসেন ও বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মোঃ খোরশেদ আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: সাইফ ইসতিয়াক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *