নলছিটি থানার গেট ও সেন্ট্রিপোস্ট উদ্বোধনে ডিআইজি

বরিশাল ঝালকাঠি নলছিটি থানার নবনির্মিত গেট ও সেন্ট্রিপোস্ট উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম।

বুধবার বিকেল ৩টায় তিনি ফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় তিনি দোয়া মোনাজাতে অংশ নেন। এরপর পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের শুভ উদ্বোধন করেন ডিআইজি।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, ডিআইজির স্টাফ অফিসার এএসপি মো. সালমান হাসান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ প্রমুখ। বিকেল ৪টায় ডিআইজি স্থানীয় মার্চেন্টস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং মতবিনিময় সভায় যোগ দেন। মতবিনিময় শেষে ডিআইজি নলছিটি থানা পরিদর্শন করেন।

আগের আর এখনকার পুলিশ এক নয়: ডিআইজি

ঝালকাঠি প্রতিনিধি।। দশ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয় বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম । জঙ্গি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনতা পুলিশকে সহযোগিতা করেছে বলে মন্তব্য তাঁর।

আগে গ্রাম-পাড়া-মহল্লায় স্থানীয় মাতব্বরেরা যে সামাজিক কর্মকাণ্ড করতেন, সেটাই এখন কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা করছেন বলে জানান ডিআইজি ।

বুধবার বিকেলে নলছিটি মাচেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

অতিরিক্ত পুলিশ সুপার মো.হাবিবুল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার নবাগত মেয়র মো.আব্দুল ওয়াহেদ কবির খাঁন, নলছিটি বিট পুলিশিং ফোরামের সভাপতি খন্দকার মজিবুর রহমান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন, নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.আলী আহমেদ, নলছিটি থানার পুলিশ পরিদর্শক আব্দুল হালিম তালুকদার প্রমুখ।

এর আগে নলছিটি থানার নবনির্মিত গেট ও সেন্ট্রিপোস্ট উদ্বোধন রেঞ্জ ডিআইজি মো.শফিকুল ইসলাম।মতবিনিময় শেষে নলছিটি থানার পাঁচ মাদকসেবি সেচ্ছায় আত্মসমর্পণ করেন।এবং তাদের পুরস্কৃত করা হয় ।

দৈনিক জাগরণ পত্রিকায় বরিশালে নিয়োগ পেলেন সাংবাদিক গোলাম মাওলা শান্ত

নিজস্ব প্রতিবেদক :
দেশের খ্যাতনামা সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবেদ খান সম্পাদিত জনপ্রিয় দৈনিক জাগরণ পত্রিকায় বরিশাল প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও মেধাবী সাংবাদিক গোলাম মাওলা শান্ত। পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবেদ খান তাকে এ নিয়োগ প্রদান করেন।

সাংবাদিক গোলাম মাওলা শান্ত দৈনিক জাগরণের পাশাপাশি জনপ্রিয় অনলাইন পোর্টাল সারাবাংলা ডটনেট এ বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এরআগে অনলাইন পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজ এ বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ সালে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে তিনি দৈনিক কালের কন্ঠ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক গোলাম মাওলা শান্ত সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

জনপ্রিয়তার শীর্ষে এ.বি.এম মামুন হোসেন লাভলু।

আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে সাধারণ মানুষের অনুরোধের কারণে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা করেন
দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার, ঝালকাঠির গর্ব ও অহংকার জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের একান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, ঝালকাঠি সদর উপজেলা যুবলীগের সভাপতি, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের বিগত কমিটির ১নং সাংগঠনিক সম্পাদক এবং ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি এ.বি.এম মামুন হোসেন লাভলু।
ইতিমধ্যে পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। মানুষের ব্যাপক সমর্থন, উৎসাহ লক্ষ্য করা যায় তাকে ঘিরে। নির্বাচনী এলাকায় বাচ্চা থেকে বৃদ্ধ সবার তাকে ঘিরে আগ্রহের কমতি নেই বললেই চলে। মানুষ তার ভালোবাসায় মুগ্ধ।

মামুন হোসেন লাভলু ছোটবেলা থেকেই আওয়ামী চেতনায় উজ্জীবিত হয়ে রাজনীতি করে আসছেন। দলের জন্য বহু ত্যাগ স্বীকার করে দুর্দিনেও রাজনীতির মাঠে নিজে সবসময় সক্রিয় রেখেছেন তিনি। একজন সৎ, নিষ্ঠাবান, পরিচ্ছন্ন, কর্মীবান্ধব এবং পরিশ্রমী আওয়ামী লীগ নেতা এ.বি.এম মামুন হোসেন লাভলু। তার বাসা ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের মানুষের জন্য তিনি সবসময় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো প্রাকৃতিক দূর্যোগের সময় প্রতি ঘরে ঘরে মানুষের সমস্যা শুনে তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। সাম্প্রতিক করোনা ভাইরাসের মহামারীর সময়ে ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য বরেন্য রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের পক্ষে ৪নং ওয়ার্ডে ত্রাণ বিতরন করেছেন তিনি। এছাড়া তিনি এই তীব্র শীতে সাধারন মানুষের কষ্টের কথা ভেবে গরীব ও অসহায় মানুষকে কম্বল বিতরণ করেন। সরকারের যেকোনো সাহায্য সহযোগীতা ৪নং ওয়ার্ডের মানুষের মাঝে পৌঁছে দিতে সবসময় সোচ্চার থাকেন তিনি। বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে চলেছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য সর্বদা কাজ করে চলেছেন তিনি।

তিনি বলেন, “আমাকে যদি ৪নং ওয়ার্ডের মানুষ কাউন্সিলর নির্বাচিত করে তবে ৪নং ওয়ার্ডের জনগনের সেবক হিসেবে আমি আমার সবটুকু দিয়ে কাজ করে যাবো। কোনো সরকারি কাজের জন্য আমাকে ১টি পয়সাও দিতে হবে না। আমি মানুষের সেবক হিসেবে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করবো। কেননা ৪নং ওয়ার্ডের মানুষের জন্য কাজ করে আমি মানষিক তৃপ্তি লাভ করি।”

ঝালকাঠিতে পৌর নির্বাচনে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্র থেকে দেশীয় অস্ত্রসহ আবদুর রহমান (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে শংকরপাশা ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুর রহমান শংকরপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়রের ছেলের মৃত্যুতে বরিশাল সিটি মেয়রের শোক

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন – এর ছেলে উজ্জ্বল হোসেন লোটাস ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইয়ালাইহি রাজিঊন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পুনরায় প্রার্থীতা ফিরে পেলেন মাসুদ খান

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো.মাসুদ খানের প্রার্থীতা বহাল রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আজ মঙ্গলবার চেম্বার জজ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করেন। ফলে নির্বাচন করতে মাসুদ খানের আর কোন বাধা নেই।

মাসুদ খানের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জানা যায় গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পরেন তিনি। এ ঘটনায় ৫ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে আপিল করেও প্রার্থীতা ফিরে পাননি। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। ১৩ জানুয়ারি শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চ তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আপিল করেন। গত মঙ্গলবার ৮ সপ্তাহের জন্য এ আদেশ স্থগিত করেন।
মাসুদ খান প্রার্থীতা ফিরে পেতে পুনরায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের চারজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রার্থীতা বহাল রাখার নির্দেশ দেন বলে জানিয়েছেন-মাসুদ খানের আইনজীবী আকতার রসুল মুরাদ।

নলছিটিতে মাথা গোঁজার ঠাঁই পেল ৪০টি পরিবার

আরিফুর রহমান আরিফ ।। ঝালকাঠির নলছিটিতে মাথা গোঁজার ঠাঁই পেল ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। জমি ও ঘর পাওয়ার আনন্দে উল্লাসিত এসব পরিবার।

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে নলছিটিতে প্রতি ঘর ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে গুচ্ছাকারে ও একক ভাবে নির্মাণ করা হয়েছে ৪০টি সেমি পাকা ঘর। ঘরগুলো হস্তান্তর করেছে নলছিটি উপজেলা প্রশাসন।

দেশনেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ২৩শে জানুয়ারি শনিবার সকালে নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তাদের স্বপ্নের ঠিকানা হিসাবে ভূমি ও গৃহ প্রদান করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ৬৬ হাজার ১৮৯টি ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন হওয়ার সাথে সাথে নলছিটি উপজেলার ৪০ জন গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমি ও ঘরের দলিলপত্র হস্তান্তর করা হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো.সাখাওয়াত হোসেন বলেন , ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মোট ৪০টি ঘর হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ৪০টি ঘর হস্তান্তর করা হয়।জমি ও ঘরে পেয়ে সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.কামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো.সাখাওয়াত হোসেন, নলছিটি থানার অফিসার ইনচার্জ আলী হোসেন এছাড়াও সরকারী বিভিন্ন পদস্থ কর্মকর্তা সহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নলছিটিতে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে জান্নাতুন নেছা ইমি (১৪) নামে এক কিশোরী।

মঙ্গলবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের বাড়ির ভেতর থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ইমি নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের মৃত মাসুদ মাঝির মেয়ে। সে রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ে অস্টম শ্রেণিতে পড়তো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশী খালেক মাঝির ছেলে সুমন মাঝির (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইমির। মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় গত বছরের ১২ ডিসেম্বর তাঁরা গ্রাম থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। মেয়ের মা ফারজানা বেগম এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর নলছিটি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এতে প্রেমিক সুমন মাঝি, তাঁর বাবা, বড়ভাই ও দুই ভগ্নিপতিকে আসামি করা হয়। মামলার পরে ইমিকে নিয়ে সুমন মাঝি এলাকায় ফিরে আসেন। পরবর্তীতে একাধিকার ইমি তাঁর পরিবারকে সুমনের সঙ্গে বিয়ে দিতে বললেও রাজি হয়নি। এক পর্যায়ে মায়ের সঙ্গে অভিমান করে ইমি মঙ্গলবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রাজাপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশের গ্রামাঞ্চল গুলোতে শীতকালে বৃষ্টির পানির মত ঝিরঝিরে কুয়াশা পড়ে। তীব্র শীতে স্থবির হয়ে যায় সব কিছু। বৃদ্ধ নারী পুরুষ শিশু সহ অনেক অসহায় মানুষ এই শীত কাটায় খুবই কষ্টে। তাই শীতার্তদের কষ্ট লাগব করতে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্জ বজলুল হক হারুন এমপি‘র পক্ষ রাজাপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সাংসদ বজলুল হক হারুন এমপি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনের উদ্বোধন ও উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মো: মোক্তার হোসেন, সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো: সাকাওয়াত হোসেন, সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সিনিয়র সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, রাজাপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মজিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্জ আনোয়ার হোসেন মৃধা মজিবর, গালুয়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক কামাল, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, শুক্তাগড় ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধা, রাজাপুর প্রেসক্লাব সাবেক সভাপতি আহসান হাবীব সোহাগ, সাধারণ সম্পাদক এনামুল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বজলুল হক হারুন এমপির অ্যাম্বাসেডর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান জানান, অনুষ্ঠানে প্রায় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পরে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের মাধ্যমে উপজেলায় প্রায় পাচঁ হাজার শীতবস্ত্র শীতার্তদের মাঝে পৌছে দেওয়া হবে।