পুনরায় প্রার্থীতা ফিরে পেলেন মাসুদ খান

নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো.মাসুদ খানের প্রার্থীতা বহাল রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আজ মঙ্গলবার চেম্বার জজ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করেন। ফলে নির্বাচন করতে মাসুদ খানের আর কোন বাধা নেই।

মাসুদ খানের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জানা যায় গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পরেন তিনি। এ ঘটনায় ৫ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে আপিল করেও প্রার্থীতা ফিরে পাননি। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। ১৩ জানুয়ারি শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চ তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আপিল করেন। গত মঙ্গলবার ৮ সপ্তাহের জন্য এ আদেশ স্থগিত করেন।
মাসুদ খান প্রার্থীতা ফিরে পেতে পুনরায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের চারজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রার্থীতা বহাল রাখার নির্দেশ দেন বলে জানিয়েছেন-মাসুদ খানের আইনজীবী আকতার রসুল মুরাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *