ঝালকাঠিতে ঘেরে বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ নিধন

ঝালকাঠি প্রতিনিধিঃ-ঝালকাঠির শহরতলী কৃষ্ণকাঠি এলাকার এ করিম ব্রিকস সংলগ্ন একটি মাছের ঘেরে বিষ দিয়ে ৫লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতের যে কোন সময় প্রতিপক্ষরা এ নাশকতার কাজ করে।
ক্ষতিগ্রস্ত ঘের মালিকরা জানান, গত বৈশাখ মাসে ইট তৈরীর প্রতিষ্ঠান এ করিম বিকসের মালিকের কাছ থেকে যৌথভাবে বার্ষিক চুক্তিতে ৮০ শতাংশ জামিতে ঘেরটি গ্রহণ করেন জালাল আহমেদ, মিঠু হাওলাদার, লিটন হাওলাদার ও খোকন হাওলাদার। এরপর ঘেরটি মাছ চাষের উপযোগী করে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে মাছ চাষ করেন তারা। কার্প জাতীয়সহ বিভিন্ন প্রজাতির মিশ্র চাষ করা হয় ও মাছের পোনা রয়েছে। আর ১মাস পেরুলেই মাছ বাজারজাত করার উপযোগী হতো। রবিবার সকালে মাছ দেখতে গেলে সব মাছগুলো পেট ফুলে মরে ভেসে উঠতে দেখা যায়। শনিবার দিবাগত মধ্য রাতের যে কোন সময়ে প্রতিপক্ষরা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। মাছ মরে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন চাষীরা। ব্রিকস ম্যানেজার সোহাগ জানান, ৪ জনকে ৮০শতাংশ জমির ঘের লিজ দেয়া হয়েছে। তারা প্রায় ২লাখ টাকা খরচ করে মাছ চাষ করেছেন। দরিদ্র শ্রমিকরা বড় কষ্ট করে মাছ চাষ করেছিলো বিক্রি করে লাভের মুখ দেখে একটু শান্তিতে থাকার চেষ্টায়। কিন্তু প্রতিপক্ষরা বিষ দিয়ে সব চেষ্টাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমরা এ ব্যাপারে আইনী পদক্ষেপ নিবো। তবে এখনো কারো নাম প্রকাশ করা হয় নাই অজ্ঞাত রয়েছে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইউপির চেয়ারম্যান প্রার্থী জামাল হাওলাদার

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদের প্রার্থী মোঃ জামাল হাওলাদার।আজ ২১ শে ফেব্রুয়ারী,মহান শহীদ দিবস।১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ভাষা শহীদ সালাম,জব্বার,রফিক সহ অনেকে।তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছিল রাষ্ট্রভাষার মর্যাদা।পরবর্তীতে এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে।ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের জন্য উদ্দ্যোগ গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন তিনি।

ঝালকাঠির সাইফুল মোল্লা আরব আমিরাতে সফল ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বেশাইনখান গ্রামের এক উদ্যোমি তরুণ সাইফুল মোল্লা। কঠোর পরিশ্রম, সততা ও একনিষ্ঠতাই পারে একজন মানুষকে সাফল্যের দোড়গোরায় পৌঁছে দিতে। সংযুক্ত আরব আমিরাত আজমান প্রদেশে তিনি একজন সফল প্রবাসী তরুণ ব্যবসায়ী । সাইফুল মোল্লা জানান, ভাগ্য অন্বেশনে ২০১২ সালে পাড়ি জমান সূদুর সংযুক্ত আরব আমিরাতে। শুরু করেন গার্মেন্টস ব্যবসা। মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন বাংলাদেশি পোশাক শিল্পকে বানিজ্যিক ভাবে বাহির বিশ্বে ছড়িয়ে দেয়া। মাত্র নয় বছরে পরিচিতি লাভ করেন একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে। কঠোর পরিশ্রম এর মাধ্যমে বর্তমানে সাইফুল মোল্লা আমিরাতের শারজাহ ও আজমান প্রদেশে তিনটি দোকান এর স্বত্তাধিকারী। তিনি অত্যন্ত গর্বের সাথে জানান ৫ জন কর্মচারী সংবলিত তার তিনটি দোকানেই তিনি শুধু মাত্র বাংলাদেশি পোশাক বিক্রয় করেন। তিনি বলেন আমিরাতে বাংলাদেশি পন্যের বিপুল চাহিদা রয়েছে। তিনি আরো বলেন, করোনাকালীন জটিলতায় আমিরাত সরকার বাংলাদেশীদের ভিজিট ভিসায় আমিরাতে এসে পরবর্তীতে স্থায়ী ভিসা ব্যবস্থার যে সুযোগ দিয়েছেন তারা তা ভোগ করতে পারছেন না বাংলাদেশের এয়ারপোর্ট কিছু অসাধু কর্মীর কারনে। ভিসা সংক্রান্ত সমস্যা সমাধান ও এয়ারপোর্ট হয়রানি বন্ধ করা গেলে তিনি আরো বেশি বাংলাদেশীদের কর্মসংস্থান এর সুযোগ করতে পারবেন বলে জানান। সাইফুল মোল্লা এই বিষয়ে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

চেয়ারম্যান পদে সাধারন মানুষের আগ্রহের অন্যতম প্রার্থী জামাল হওলাদার

নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠী জেলার সকল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অতি সন্নিকটে।উপজেলার প্রতিটি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া।ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে রেকর্ড সংখ্যক প্রার্থী সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং সে মোতাবেক তারা ইউনিয়নের হাট বাজার পাড়া মহল্লায় চালাচ্ছে গনসংযোগ।চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী দের মধ্যে আছে বর্তমান চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ খালেক মাস্টার,তরুন প্রার্থী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ জামাল হাওলাদার এবং সাবেক ইউপি সদস্য আবু সুফিয়ান সহ বেশ কয়েকজন।প্রত্যেক প্রার্থী নিজ নিজ বলয়ে এবং নিজেদের মত করে জনগনের সমর্থন আদায়ের জন্য নানাভাবে গনসংযোগ ও কার্যক্রম চালাচ্ছে। তবে সাধারন জনগনের মধ্যে তরুন প্রার্থী মোঃ জামাল হাওলাদারের প্রতি বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক রানাপাশা ইউনিয়ন কয়েকজন ভোটারের সাথে আলোচনায় জানাগেছে যে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ জামাল হাওলাদার এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানে ও সামাজিক কাজে নানাধরনের দান ও সার্বিক সহযোগীতা করেছে যা সাধারন ভোটারদের মধ্যে তার জন্য আগ্রহ সৃষ্টি করছে।একজন ভোটার বলেছেন যে অনেকেই প্রার্থী হতে আসে রাজনৈতিক ক্ষমতা পাওয়া বা চেয়ারম্যান হয়ে জনসেবা করবে এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এক্ষেত্রে মোঃ জামাল হাওলাদার ব্যতিক্রম কারন সে চেয়ারম্যান পদে প্রার্থী হবার আগেই নিজের আয় করা টাকা মানুষের কল্যানে ও সামাজিক কাজে ব্যয় করে চলছে যা অনেক প্রার্থীদের মধ্যে নেই বললেই চলে।তাছাড়া প্রার্থী জামাল হাওলাদার বয়সে তরুন,সামাজিক মানসিকতার এবং ক্লিন ইমেজের।তাই চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ জামাল হাওলাদার মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে প্রান্তিক পর্যায়ের সাধারন জনগন উপকৃত হবেন মর্মে অনেক সাধারন ভোটারদের ধারনা।পাশাপাশি অপর চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম এবং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ খালেক মাস্টারের মধ্যে স্পষ্ট বিরোধ,একাধিক মারামারি,মামলা থাকায় এবং তারা ইউনিয়নকে দুটি গ্রুপে ভাগ করে রাখায় এবং উন্নয়ন ও ইউনিয়ন পরিষদের সুবিধা পাওয়ার প্রশ্নে নিজেদের গ্রুপ ও অঞ্চলের বাহিরের লোকদের উপেক্ষিত করায় সাধারন জনগনের অনেকেই তাদের উপর ভরসা করতে আগ্রহী না।তবে নির্বাচন যেহেতু হবে দলীয় প্রতীকে তাই দল থেকে যিনি মনোনয়ন পাবেন তিনিই চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে এগিয়ে থাকবেন বলে অনেকে মতামত ব্যক্ত করেছেন।

ঝালকাঠিতে ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আরিফুর রহমান আরিফ।। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত সশস্ত্র হামলার প্রতিবাদে ও এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত সুষ্ঠু বিচারের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

মানববন্ধনে বক্তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর মধ্যযুগীয় কায়দায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।

এছাড়াও, বাংলাদেশের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করে সন্ত্রাসমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের দাবী জানানো হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বাস পরিবহন শ্রমিকদের সাথে বাকবিতণ্ডার জের ধরে ওইদিন মধ্যরাতে বরিশালের রুপাতলী হাউজিং এলাকায় মেসে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর কতিপয় সন্ত্রাসীদের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়।

রাজাপুরে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

ঝালকাঠির রাজাপুরে বিষপান করে মারুফা বেগম (৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধু উপজেলা সদরের বাজার এলাকার হোমিও ডাক্তার আব্দুর রহিম এর স্ত্রী। তাদের সংসারে দু’টি কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে।

জানা যায়, উপজেলার বাজার রোড এলাকায় নিজ বাসায় আব্দুর রহিম তার স্ত্রী মারুফাকে নিয়ে বসবাস করতো। বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়।

এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গৃহবধু মারফা রাগে ক্ষোভে বিষপান করে। এ অবস্থা দেখে পরিবারের অন্য লোকজন উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

রাজাপুরে বিউটি পার্লারসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঝালকাঠির রাজাপুরে বিউটি পার্লার সহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোক্তার হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বিউটি পার্লারের মালিক সদর এলাকার শাহনাজ পারভিন ও সাতুরিয়া এলাকার রেস্টুরেন্ট মালিক আসাদুজ্জামান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোক্তার হোসেন জানান, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় বৌ রানী বিউটি পার্লারের মালিক শাহনাজ পারভীনকে ৫ হাজার টাকা ও বাসি খাবার বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে হলিফুড কফি এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট এর মালিক আসাদুজ্জামানকে ৫ শত টাকা জরিমানা করা হয়।

দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকায় নিয়োগ পেলেন দাবালন ২৪.কম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় দৈনিক দি ডেইলি ইভিনিং নিউজ’ পত্রিকায় ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন।

গত ১ ফেব্রুয়ারি তিনি এ নিয়োগ পান। আব্দুলাহ আল মামুন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দাবানল ২৪. কম এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইংরেজি জাতীয় দৈনিক ইভিনিং নিউজ’ পত্রিকায় নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দাবানল পরিবার।

আব্দুল্লাহ আল মামুন জানান, আমাকে ঝালকাঠি প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার সম্পাদক মহোদয়কে। সততার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করবো এবং সকল মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করছি।

ঝালকাঠিতে ভ্যাকসিন নিলেন ডিসি সিভিল সার্জনসহ ১৩০ জন

ঝালকাঠিতে শুরু হয়েছে কোভিড ১৯ টিকাদান কর্মসূচি। রবিবার বেলা ১২টায় ভিডিও কনফারেন্সের মধ্যেমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি। উদ্বোধনের পরেই জেলা প্রশাসক মো. জোহর আলী, সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরকে করোনা প্রতিরোধ ভ্যাকসিন প্রদান করা হয়। এছাড়াও জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে শুরু হয় টিকাদান কর্মসূচি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা টিকা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিন জেলার চারটি কেন্দ্রে রেজিস্ট্রেশনকারী ১৩০ জনের শরীরে ভ্যাকসিন প্রদান করা হয়। পরবর্তীতে ১৫ ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে এ ভ্যাকসিন দেওয়া হবে। জেলায় চাহিদা পাঠানো হয়েছিল ১৯ হাজার ডোজ, এসেছে ১২ হাজার। ছয় হাজার মানুষকে দুই দফায় দুটি ডোজে এ ভ্যাকসিন প্রদান করা হবে। ঝালকাঠিতে এখন পর্যন্ত রেজিস্ট্রেশনকারী ৭৫০ জনের তালিকা পেয়েছে স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ঝালকাঠি সদরে প্রথম দিনে ৪০জন, নলছিটি উপজেলায় ৩০জন, রাজাপুরে ৩০ ও কাঁঠালিয়ায় ৩০জনকে এ টিকা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। অনুষ্ঠানের সভাপত্বি করেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

টিকা নিয়ে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ভ্যাকসিন সহযেই নিয়েছি। এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি সম্পূর্ণ সুস্থ আছি। এ টিকা নিতে কোন রকমের সমস্যা হয়নি।

সিভিল সার্জন রতন কুমার ঢালী বলেন, যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। আশাকরি কোন সমস্যা হবে না। আমি নিজেও টিকা নিয়েছি। আমার কোন সমস্যা হয়নি। রেজিস্ট্রেশন করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

নলছিটিতে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আরিফুর রহমান আরিফ।। ঝালকাঠির নলছিটিতে কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে মুজিব বর্ষ স্যার্টো টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিকঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সরই নিলারভিটা বাজার প্রাঙ্গনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন টিটু, ঝালকাঠি জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো.জাকারিয়া রহমান জিহাদ।

এছাড়া উপস্থিত ছিলেন কুলকাঠি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, যুবলীগ নেতা মনজুরুল আলম , ইউপি সদস্য মাহমুদ আলী লিটন, জালাল মল্লিক,সাবেক ইউপি সদস্য বেল্লাল মোল্লা, মহিলা ইউপি সদস্য বেবি বেগম,সহকারী শিক্ষিকা বিথী রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুম, ছাত্রলীগের সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক সোলাইমান শরীফ টিপু প্রমুখ।