চেয়ারম্যান পদে সাধারন মানুষের আগ্রহের অন্যতম প্রার্থী জামাল হওলাদার

নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠী জেলার সকল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অতি সন্নিকটে।উপজেলার প্রতিটি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া।ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে রেকর্ড সংখ্যক প্রার্থী সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং সে মোতাবেক তারা ইউনিয়নের হাট বাজার পাড়া মহল্লায় চালাচ্ছে গনসংযোগ।চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী দের মধ্যে আছে বর্তমান চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ খালেক মাস্টার,তরুন প্রার্থী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ জামাল হাওলাদার এবং সাবেক ইউপি সদস্য আবু সুফিয়ান সহ বেশ কয়েকজন।প্রত্যেক প্রার্থী নিজ নিজ বলয়ে এবং নিজেদের মত করে জনগনের সমর্থন আদায়ের জন্য নানাভাবে গনসংযোগ ও কার্যক্রম চালাচ্ছে। তবে সাধারন জনগনের মধ্যে তরুন প্রার্থী মোঃ জামাল হাওলাদারের প্রতি বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক রানাপাশা ইউনিয়ন কয়েকজন ভোটারের সাথে আলোচনায় জানাগেছে যে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ জামাল হাওলাদার এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানে ও সামাজিক কাজে নানাধরনের দান ও সার্বিক সহযোগীতা করেছে যা সাধারন ভোটারদের মধ্যে তার জন্য আগ্রহ সৃষ্টি করছে।একজন ভোটার বলেছেন যে অনেকেই প্রার্থী হতে আসে রাজনৈতিক ক্ষমতা পাওয়া বা চেয়ারম্যান হয়ে জনসেবা করবে এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এক্ষেত্রে মোঃ জামাল হাওলাদার ব্যতিক্রম কারন সে চেয়ারম্যান পদে প্রার্থী হবার আগেই নিজের আয় করা টাকা মানুষের কল্যানে ও সামাজিক কাজে ব্যয় করে চলছে যা অনেক প্রার্থীদের মধ্যে নেই বললেই চলে।তাছাড়া প্রার্থী জামাল হাওলাদার বয়সে তরুন,সামাজিক মানসিকতার এবং ক্লিন ইমেজের।তাই চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ জামাল হাওলাদার মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে প্রান্তিক পর্যায়ের সাধারন জনগন উপকৃত হবেন মর্মে অনেক সাধারন ভোটারদের ধারনা।পাশাপাশি অপর চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম এবং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ খালেক মাস্টারের মধ্যে স্পষ্ট বিরোধ,একাধিক মারামারি,মামলা থাকায় এবং তারা ইউনিয়নকে দুটি গ্রুপে ভাগ করে রাখায় এবং উন্নয়ন ও ইউনিয়ন পরিষদের সুবিধা পাওয়ার প্রশ্নে নিজেদের গ্রুপ ও অঞ্চলের বাহিরের লোকদের উপেক্ষিত করায় সাধারন জনগনের অনেকেই তাদের উপর ভরসা করতে আগ্রহী না।তবে নির্বাচন যেহেতু হবে দলীয় প্রতীকে তাই দল থেকে যিনি মনোনয়ন পাবেন তিনিই চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে এগিয়ে থাকবেন বলে অনেকে মতামত ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *