জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় : পরিবেশমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। সরকার এ লক্ষ্যে জাতীয়ভাবে নির্ধারিত অবদান জমা দিয়েছে, জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২২-২০৪১ খসড়া চূড়ান্ত করেছে।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি আয়োজিত টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নেওয়া সব কার্যক্রম জোরদার করা হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ পর্যন্ত তিন হাজার ৩৬২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৭৮৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

পরিবেশমন্ত্রী বলেন, ‘পরিবেশ সুরক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জ থাকার পরও বর্তমান সরকার দেশের বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর বাসযোগ্য টেকসই পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করছে এবং মানবসৃষ্ট পরিবেশদূষণ মোকাবিলায় দূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, তরল বর্জ্য নির্গত শিল্প প্রতিষ্ঠানগুলোকে তরল বর্জ্য শোধন ব্যবস্থা স্থাপন করতে এবং শূন্য নিষ্কাশন পরিকল্পনা বাস্তবায়নে বাধ্য করছে।’

মো. শাহাব উদ্দিন বলেন, ‘বনায়ন ও বন সংরক্ষণ, অবক্ষয়িত বন পুনরুদ্ধার এবং টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের গাছপালা ঢাকা ভূমির  আয়তন ২২ দশমিক ৩৭ থেকে ২৫ শতাংশে এবং বনভূমির আয়তন ১৪ দশমিক শূন্য এক শতাংশ থেকে ১৬ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কার্যক্রম  অব্যাহত রয়েছে।  সরকার গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং গাছের চারা বিতরণ করা হচ্ছে।’

শাহাব উদ্দিন আরও বলেন, ‘আমাদের দেশকে সবুজ রাখতে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশকে সমৃদ্ধ করতে এবং  দেশে সবুজ প্রবৃদ্ধিকে জনপ্রিয় করার পক্ষে জনমত তৈরি করতে হবে।’

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শরিয়ার আলম এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন।

হাসপাতাল থেকে বাসার পথে খালেদা

ডেস্ক রিপোর্ট : 
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ভয়াবহ দিন আসছে, অর্থ দিয়েও খাবার পাওয়া যাবে না : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : 

ইউরোপ আমেরিকার অর্থনীতির অবস্থা ভয়াবহ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সামনে আরও ভয়াবহ দিন আসছে, অর্থ দিয়েও খাবার পাওয়া যাবে না। তাই খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হতে হবে।’

শোকের মাস আগস্টের শেষ দিন আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেকে নিজের গ্রামের বাড়ি এবং যে যেখানে বসবাস করে এবং হোস্টেল বা শিক্ষাপ্রতিষ্ঠানের জমিতে ব্যাপক হারে গাছ লাগাতে ও ফসল উৎপাদন করতে হবে। কারণ বিশ্বে পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থা হবে। কোনো পয়সা দিয়েও খাবার কেনা যাবে না। সেক্ষেত্রে আমাদের নিজেদের খাবার নিজেদেরই উৎপাদন করতে হবে। আমাদের ছাত্রলীগ যেমন ধান কাটায় সাহায্য করেছে, দরকার হলে তা রোপণেও সাহায্য করবে। জমিতে কোনো একটা ফলের গাছও লাগাতে হবে। কাজেই এভাবে সবাইকে চলতে হবে। আমরা নিজেরা যদি করতে পারি, তাহলে আমাদের- যেটা জাতির পিতা বলেছেন আমার মাটি আছে মানুষ আছে, কাজেই সেটা আমরা করতে পারবো। সে বিশ্বাস আমার আছে।’

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি, পানিসহ প্রতিটি ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া দরকার।’

শেখ হাসিনা আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। কোনো মেজরের বাঁশি বাজানোর মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়নি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস মানেই বাংলাদেশের ইতিহাস।’ বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্য ছাত্রলীগের প্রতি আহ্বানও জানান তিনি।

এ সময় শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ প্রকাশিত একটি ম্যাগাজিন ও একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বরিশালে বেগম খালেদা জিয়া ও মোনায়েম মুন্ন্নার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত ও এতিমদের মধ্যে খাবার বিতরন

শামীম আহমেদ ॥

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া ও কেন্দ্রীয় যুবদল সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার রোগ মুক্তি আশু সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত ও এতিমদের জন্য খাবারের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (৩০) আগস্ট যোহরবাদ নগরীর লাকুটিয়া সড়কস্থ বাঘিয়া দারুল হুদা কওমী মাদ্রাসা ও এতিমখানায় বরিশাল মহানগর যুবদল সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল হাসান আনিচ,সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদুল ইসলাম হিমেল ও যুবদল সদস্য সুজন হাওলাদার বাবুর আয়োজনে অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ,ঢাকা দক্ষিনের টিম লিডার কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন নান্নু,মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার,যুগ্ম আহবায়ক আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ.যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিসি কাউন্সিলর হাবিবুর রহমান টিপু,যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য জাহিদুর রহমান রিপন,মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু,মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহান, জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড,এইচ. এম তছলিম উদ্দিন,যুবদল নেতা খন্দকার আবুল হোসেন লিমন,স্বেচ্ছাসেবক দল নেতা আরমান সিকদার নুন্না,দ্বীন ইসলাম ইকু সহ বিভিন্ন দলীয় অঙ্গ-সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করে।

দোয়া-মোনাজাত শেষে উপস্থিত নেতৃবৃন্দ মাদ্রাসার শতাধিক এতিম ছাত্রদের সাথে একত্রে বসে দুপুরের খাবার গ্রহন করে।

 

বরিশাল জেলা বিএনপি আহবায়ক নান্টুর ৬৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া-মোনাজাত

শামীম আহমেদ ॥

বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড, মুজিবুর রহমান নান্টু ৬৮তম জন্মদিন পালন করেছে বরিশাল জেলা বিএনপি আহবায়ক কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

রবিবার রাতে সদররোডস্থ জেলা বিএনপি দলীয় ৩য় তালার কার্যলয়ে এ জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নুরুল আমিনের সঞ্চলনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমান সুস্থভাবে দেশে ফিরে এসে দেশ ও মানুষের কল্যানে পাশে দাঁড়াবার কামনা করা সহ আগামী অবৈধ সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে জেলা আহবায়ক এ্যাড,মুজিবুর রহমান নান্ট দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজপথে থাকা সহ তার দীর্ঘায়ূ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ, জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল,জেলা বিএনপি সদস্য মোস্তাফিজুর রহমান গোলাপ,জেলা বিএনপি সদস্য ও সদর উপজেলা বিএনপি টিম লিডার এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না,উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি অঃ মন্নান মাস্টার,সদর উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন প্রমুখ।

 

বরিশালে বিএনপি চেয়ারপার্সন ও যুবদল সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

শামীম আহমেদ ॥

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার রোগ মুক্তি ও সুস্থ কামনায় দোয়া-মোনাজাত ও অঅলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার রাতে সদররোডস্থ মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের ২য় তলায় বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে দোয়া-মোনাজাত উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ।

এখানে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য আল-আমিন,বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি সজিব কাজী,সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, সহ-সভাপতি নয়ন চৌধুরী,সহ-সভাপতি দিপু,সহ-সাধারন সম্পাদক সাইদুল ইসলাম রাজিব,জলবায়ূ বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ,বিএম কলেজ সভাপতি মাজহারুল ইসলাম বাবু,সরকারী হাতেম আলি কলেজ ছাত্রদল সদস্য সচিবআবির হোসেন ছাত্র নেতা মোঃ সুমন প্রমুখ। পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মহানগর ছাত্রদল সদস্য হাফেজ মোঃ নাঈম হোসেন।

 

ঘরের ছেলে ফজলে রাব্বি মিয়া ঘরে ফিরে এসেছিলেন : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলে রাব্বী মিয়া একজন দক্ষ রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। মানুষের মাঝে তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস ছিল। তাঁর এলাকা ছিল নদীদুর্গত এলাকা। নদী ভাঙন এলাকায় তিনি উন্নয়নের কাজ করেছেন।

আজ রোববার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলে রাব্বী মিয়া ও সাবেক ছয়জন সংসদ সদস্যসহ (এমপি) বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মো. ফজলে রাব্বী মিয়া ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন। পরে তিনি যুবলীগ ও আওয়ামী লীগ করেন। একটা সময় জাতীয় পার্টিতে গিয়ে সংসদ সদস্য হোন। কিন্তু আমার সাথে সবসময় কথা হতো। আমার কাছে তিনি ফিরে আসার কথা বলতেন। আমি তাকে বলতাম, আপনার নিজ ঠিকানায় ফিরে আসেন। পরে তিনি  ফিরে এলে তাকে ডেপুটি স্পিকার বানাই।

তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর আগে তাঁর স্ত্রী ও সন্তান মারা যান। এতে তিনি শোকাহত হয়ে পড়েন। তাঁর মৃত্যুতে দেশ একজন দক্ষ আইনজীবী ও রাজনীতিবিদকে হারাল। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।

আজ রোববার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে এ শোক প্রস্তাব আনা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবটি পড়ে শোনান। এরপর মরহুমদের প্রতি শ্রদ্ধা জানাতে অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

ডেপুটি স্পিকার ছাড়াও সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম আবু ছালেহ, সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মণ্ডল, করিম উদ্দিন ভরসা, মোহাম্মদ শোয়েব এবং খোরশেদ আরা হকের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

স্পিকার এ সময় বলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনবৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোকপ্রস্তাবের অনুলিপি আপনাদের (এমপি) মাঝে সরবরাহ করা হয়েছে। তাঁদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।’

এ ছাড়াও স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. এনামুল হক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলম খান, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ নৌঅভিযান পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও সাবেক সচিব এ টি এম শামসুল হক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, কুডিগ্রামের চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরবিক্রম শওকত আলী সরকার, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বদরুল হোসেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুস সালেহীন, দেশের সিনেমা ও নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে, রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন দুর্ঘটনায়, শ্রীমঙ্গলে টিলা ধসে, তুরস্কের গাজিয়ান্তেপ ও মারদিনে পৃথক সড়ক দুর্ঘটনায়, আফগানিস্তানে বন্যায় এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

বরিশালে হরতালে কোন ধরনের প্রভাব পড়েনি

শামীম আহমেদ ॥

জালানী তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবীতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপি হরতালে বরিশালে কোন ধরনের জন সাধারনের মাঝে প্রভাব পড়েনি।

সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ ও রুপাতলী বাস স্টান্ড থেকে যথারিতি দুরপাল্লার ও বরিশাল বিভাগের ৬ জেলার অভ্যন্তরীন রুটের যাত্রীবাহি বাস চলাচলের পাশাপাশি পণ্যবাহি গাড়িও চলাচল করেছে।

অন্যদিকে সকাল থেকে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদার, ট্রে ইউনিয়ন তো এ্যাড, একে আজাদ, বাংলােেদশর ইউনইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ সহ নেতা-কর্মীরা নগরীর সদররোড, হাসপাতাল রোড, কাকলী মোড় পর্যন্ত রাস্তায় বসে ও মিছিল করার মাধ্যমে পিকেটিং করতে দেখা গেছে।

অপর দিকে বাসদ সমর্থিত কতিপয় নেতা কর্মীরা নগরের কাকলীমোড়ে বসে শহরের চলাচল করা রিক্সা ও অটো রিক্সা যাত্রীবাহি গাড়ি আটকাবার চেষ্টা করার মাধ্যমে পিকেটিং করে।

এছাড়া বাম গণতান্ত্রিক জোটের নেতারা হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন সড়কে মিছিল করতে দেখা যায়। এদিকে হরতাল উপলক্ষে বরিশাল মেট্রোপালিটন পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা শান্তিপূর্ণভাবে বসে সময় পাড় করে।

গৌরনদীতে বিএনপি-যুবদল নেতাদের পিটিয়ে আহত

শামীম আহমেদ ॥

বরিশালের গৌরনদীতে তিন যুবদল ও এক বিএনপি নেতাকে পিটিয়ে গুরুত্বর আহত ও বসতবাড়ীতে হামলার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল জেলা বিএনপির সদস্য জহির সাজ্জাদ হান্নান শরীফ জানান, সোমবার সকাল সাড়ে আটটার দিকে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা জাকির শরীফ বরিশালে যাওয়ার জন্য গৌরনদী বাসষ্ট্যান্ডে অবস্থান করছিলেন। এসময় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। অপরদিকে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকনের বাড়িতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করেছে। গুরুত্বর অবস্থায় তাকে শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

একইদিন সকালে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় শিকারপুর আবুল কালাম ডিগ্রি কলেজের প্রভাষক বিএনপি সমর্থক আলী শরীফকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এছাড়াও সকালে বরিশাল যাওয়ার পথে উপজেলার বাটাজোর এলাকায় সরিকল ইউনিয়ন যুবদল নেতা জসীম উদ্দিনকে পিটিয়ে আহত করেছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি আরও জানান, সকালে বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর বাড়িতে এবং যুবদল নেতা রিয়াজ ভূঁইয়া ও বাচ্চু ভুঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের করা হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

গুলশানের ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট : 
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেন বেগম খালেদা জিয়া।

এর আগে বিকেল ৪টায় গুলশানের বাসভবন থেকে রওয়ানা করে সাড়ে ৪টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন খালেদা জিয়া। প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৭টার দিকে তাকে বাইরে বের করা হয়। এ সময়ও তার গাড়ির আশপাশে শতাধিক নেতাকর্মীর ভিড়ে তাকে গাড়িতে তুলতে বেশ বেগ পেতে হয়। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পুলিশ প্রহরা ও দলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়ি প্রহরায় গুলশানের পথে রওয়ানা করেন খালেদা জিয়া।

এর আগে গত ১০ জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর হাসপাতালে এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকরা তখন তার হার্টে আরও দুটি ব্লক ধরা পড়ার কথা জানিয়েছিলেন। টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৪ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া।