উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট : 
পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। জয়পুরহাটে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ।

জয়পুরহাট স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘শনিবার ভোর ৫টার দিকে জয়পুরহাট থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুত হয়। ফলে রাজধানী ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেনের বগি লাইন থেকে সরিয়ে নেওয়ার পর রেল যোগাযোগ পুনরায় চালু হয়।

ঢাকাগামী ‘নীলসাগর এক্সপ্রেস’, পঞ্চগড়গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ এবং চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ যথাক্রমে আক্কেলপুর ও সান্তাহার রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়ে আটকা পড়ে।

নড়াইলে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শনে মাশরাফী

ডেস্ক রিপোর্ট : 
ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় এ ঘটনার পর আজ শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনে গিয়ে মাশরাফী ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তার জন্য সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেন তিনি।

ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু প্রমুখ।

এর আগে ফেসবুকে এক পোস্টে এ ঘটনায় মর্মামত মাফরাফী আক্ষেপ করে বলেন, ‘ছেলেবেলা থেকে যে নড়াইলকে দেখে এসেছি, যে নড়াইলকে নিয়ে আমরা গর্ব করি, সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে আমি মেলাতে পারছি না।’

আজ বিকেলে সাহাপাড়ায় সংক্ষিপ্ত বক্তব্যে মাশরাফী বলেন, ‘এখানে পুলিশ সবসময় থাকবে। পুলিশ সবসময় থাকছে।’

উপস্থিত জনতার উদ্দেশে এ সময় ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, ‘আপনারা যতক্ষণ সহযোগিতার হাত না বাড়াবেন, ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। আপনাদের সহযোগিতার হাতটা খুব জরুরি।

করোনায় আরও পাঁচজনের মৃত্যু, শনাক্ত ১০০৭

স্বাস্থ্য ডেস্ক : 
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্তের সংখ্যা ১ হাজার ৭ জন।  এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার সাতজন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শনিবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৩০ জনের। মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৫৭ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৭৩ জন। আজ করোনায় মারা যাওয়া ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের একজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৮৫৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে সাত হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ এবং ৭ হাজার ৩৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ১৩. দশমিক ৭০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট : 
হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল দেব জানান, বিকেলে সিলেটগামী মিতালি পরিবহণের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার টোলপ্লাজার সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।

বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার : গ্রেপ্তার ১৫ বন্ধু

ডেস্ক রিপোর্ট  : 
ঢাকার দোহারের মৈনটঘাট এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে তারিকুজ্জামান সানি (২৮) নামের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর ১৫ বন্ধুকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গতকাল তাঁদের গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে আজ শনিবার তাঁদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলার দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

ওসি মোস্তফা কামাল বলেন, ‘নিহত সানির বড় ভাই হাসাদুজ্জামান গতকাল শুক্রবার একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় আসামি করা হয় সানির সঙ্গে ঘুরতে যাওয়া অন্য ১৫ বন্ধুকে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’

ওই আরও বলেন, ‘তারিকুজ্জামান সানি ও ১৫ থেকে ১৬ জন যুবক গত বৃহস্পতিবার একসঙ্গে পদ্মা নদীতে ঘুরতে গিয়েছিলেন। এরপরই সানি নিখোঁজ হন। ওইদিন রাতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে যায়। সর্বশেষ গতকাল শুক্রবার সকালে সানির মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।’

ওসি মোস্তফা কামাল বলেন, ‘সুরতহাল শেষে ওই বুয়েট শিক্ষার্থীর মরদেহ তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।’

জানা গেছে, তারিকুজ্জামান সানি বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম সেশনের ছাত্র ছিলেন। সানির বাবার নাম হারুন অর রশিদ। তাঁদের বাড়ি রাজধানীর হাজারীবাগে।

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ডেস্ক রিপোর্ট :

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের চালকসহ অন্তত দশ যাত্রী। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই এক নারীসহ তিন যাত্রী মারা যান।গুরুতর আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৫টায় আরও একজন মারা যান। তবে এই সংবাদ লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাস মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা নওগাঁ ট্রাভেলস পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান। সেই সঙ্গে উভয় বাসের চালকসহ অন্তত দশজন আহত হন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান তারা।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদেরকে বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হয়। আর দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সঠিকভাবে পরিচয় পাওয়ার পর এই ঘটনায় শেরপুর থানায় একটি মামলা করা হবে।

চট্টগ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রামের হাটহাজারী থানার চৌধুরীহাটে পুকুরে গোসল করতে নেমে দুই শিশু মারা গেছে। শুক্রবার দুপুরে সিকদার পাড়া আলী খান চৌকিদারের পুকুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- সিকদার পাড়া এলাকার মো. ইকবালের মেয়ে ইসরাত জাহান ও সন্দ্বীপ কলোনি এলাকার মো. রাসেলের মেয়ে সুবর্ণা। দুজনের বয়স ৭ বছর বলে জানা যায়।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, শিশু দুটি পুকুরে গোসল করতে নেমে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুকুরের সব জায়গায় খুঁজেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে জাল দিয়ে পানির গভীর থেকে অচেতন অবস্থায় তোলার পর স্বজনরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন।

 

দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে

স্বাস্থ্য ডেস্ক :
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১ জন। শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। গতকালের থেকে আজ মৃত্যু ও সংক্রমণের সংখ্যাও কম।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শুক্রবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২২৫ জনের। মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৫৩ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৭২ জন। আজ করোনায় মারা যাওয়া একজন ঢাকা বিভাগের। বাকি একজন খুলনা বিভাগের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৯৫৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৯ হাজার ১৩০টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ১১ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এসএসসির সিদ্ধান্ত রোববার, এইচএসসির ফরম পূরণে বাড়ল সময়,

ডেস্ক রিপোর্ট :
চলতি বছরের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের পরিবর্তে তা ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে আগামী রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা গেছে যে, ‘সোনালী সেবার’ মাধ্যমে ২৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে ফরম পূরণের কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আগামী রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজ বাসা থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর রায়েরবাজার মিতালি রোডের একটি বাসা থেকে সাংবাদিক সোহানা পারভীন তুলির (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে, এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে, পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে, বলছেন তাঁরা।

আজ বুধবার সন্ধ্যায় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান এনটিভি অনলাইনকে সোহানা পারভীনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার বিকেলের মধ্যে যেকোনো সময় ঘটনাটি ঘটতে পারে।’

সোহানার ভাই রুদ্র ও উপস্থিত স্বজনদের সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার পর তাঁর মরদেহ সুরতহালের পর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

মোক্তারুজ্জামান বলেন, ‘হাজারীবাগ থানার পুলিশ ঘটনাস্থল রায়ের বাজারের শেরেবাংলা নগর রোডের একটি ভাড়া বাসার দ্বিতীয় তলা থেকে সাংবাদিক সোহানার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমার ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।’

এমন ধারণার কারণ কী, জানতে চাইলে ওসি বলেন, ‘জানা গেছে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেছেন। তাঁর গলায় যেখানে দাগ থাকার কথা, আমরাও সেখানে দাগ পেয়েছি।’

ওসি আরও বলেন, ‘সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তাদেরও দাবি, এটি আত্মহত্যা হয়ে থাকতে পারে। এর বাইরে কিছু ঘটে থাকলে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সাংবাদিক সোহানা পারভীন তুলির গ্রামের বাড়ি যশোর সদরে।