নড়াইলে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শনে মাশরাফী

ডেস্ক রিপোর্ট : 
ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় এ ঘটনার পর আজ শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনে গিয়ে মাশরাফী ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তার জন্য সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেন তিনি।

ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু প্রমুখ।

এর আগে ফেসবুকে এক পোস্টে এ ঘটনায় মর্মামত মাফরাফী আক্ষেপ করে বলেন, ‘ছেলেবেলা থেকে যে নড়াইলকে দেখে এসেছি, যে নড়াইলকে নিয়ে আমরা গর্ব করি, সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে আমি মেলাতে পারছি না।’

আজ বিকেলে সাহাপাড়ায় সংক্ষিপ্ত বক্তব্যে মাশরাফী বলেন, ‘এখানে পুলিশ সবসময় থাকবে। পুলিশ সবসময় থাকছে।’

উপস্থিত জনতার উদ্দেশে এ সময় ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, ‘আপনারা যতক্ষণ সহযোগিতার হাত না বাড়াবেন, ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। আপনাদের সহযোগিতার হাতটা খুব জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *