কলাপাড়ায় ‘মুজিব কিল্লা’ এলাকায় বইছে আনন্দের জোয়ার

পটুয়াখালীর কলাপাড়ায় মুজিব কিল্লা এলাকায় এখন আনন্দের জোয়ার বইছে। উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়ায় ও টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে নির্মিত দুটি মুজিব কিল্লা আগামী ২৩ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আরো ৫টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। মুজিব কিল্লা উদ্বোধনের ফলে বন্যা ও ঘূর্ণিঝড়সহ দুর্যোগকালীন উপকূলীয় এলাকার মানুষের দুশ্চিন্তা লাঘব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, কিল্লা ৮ হাজার বর্গমিটার আয়তনের। সাধারণ কৃষি জমির চেয়ে প্রায় ১১ ফুট উঁচুতে নির্মিত এটি। দুর্যোগকালীন ভবনের প্রথম ফ্লোরে ও ছাদে অন্তত ৫০০ পরিবারের মানুষ একত্রে আশ্রয় নিতে পারবে। এই মুজিব কিল্লায় গবাদিপশুর জন্য ৫৫৮ বর্গমিটারের শেড থাকছে। থাকছে ওয়াশরুম সুবিধাসহ সুপেয় পানির ব্যবস্থা। এছাড়া ভবনে থাকছে বিদ্যুৎ ও সোলার সিস্টেমের সুবিধা। যাতে স্বাভাবিক সময়ে এসব কিল্লা শিক্ষা কার্যক্রম পরিচালনা, খেলার মাঠ ও হাট-বাজার হিসেবে ব্যবহার করা যায়।

 

উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে ২ কোটি ১ লাখ ৮৩ হাজার ১৭৭ টাকা ও টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে ২ কোটি ১ লাখ ২০ হাজার ৬৭৪ টাকা ব্যায়ে নির্মিত দুটি মুজিব কিল্লা। এ উপজেলায় মোট ১৩টি মুজিব কিল্লা নির্মিত হবে। এর মধ্যে ৫ ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৬টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কলাপাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ‘মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প’ যথাযথভাবে গুণগত মান অক্ষুন্ন রেখে নির্মাণে আমরা সার্বিক সহযোগিতা করে আসছি। নির্মাণ কাজ তদারকির জন্য একজন উপ-সহকারী প্রকৌশলী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এ প্রকল্পের কাজ সম্পন্ন করতো পারবো বলে আশা করছি।

প্রসঙ্গত, সরকার ১৯৫৭.৪৯ কোটি টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দেশের ঘূর্ণিঝড় প্রবণ ১৬টি জেলার ৬৪টি উপজেলায় এবং বন্যা প্রবণ ও নদী ভাঙন ২২টি জেলার ৮৪টি উপজেলায় সর্বমোট ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। যা জুলাই ২০১৮ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাস্তবায়ন কাল নির্ধারণ করা হয়েছে।

কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে এসমানুর (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরের দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের দাসের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। এসমানুর ওই গ্রামের মো. কামাল গাজীর ছেলে।
বাড়ির সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা (১৯) নামের এক সন্তানের জননী গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের তার স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় গৃহবধূর স্বামী শিমুল খলিফারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে কাঠের ঘরের দোতালা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে কি কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তা পরে জানা যাবে।

কুয়াকাটায় মাইকিং করে দর্শনার্থীদের ফেরত পাঠালো পুলিশ

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু মানুষ ঈদের প্রথম দিন থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে জড়ো হয়েছে। বিভিন্ন স্পট থেকে সৈকতে নেমে পরে সমুদ্র গোসল, হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন আগত দর্শনার্থীরা। গতকাল শুক্রবার দুপুরের পর হঠাৎ করে সৈকতে ওইসব মানুষ জড়ো হওয়ার পর পরই মাইকিং করে বাড়ি ফিরিয়ে দিয়েছেন ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা। আগতরা বেশির ভাগই পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও স্থানীয় বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে গেছে, কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা থাকার পরও এসব দর্শনার্থীরা মোটরসাইকেল নিয়ে ভিড় করতে থাকেন। পরে ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে আগত দর্শনার্থীদের নিজ নিজ গন্তব্যে ফেরত পাঠায়। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যার আগ মূহুর্তে দর্শনার্থীরা সৈকত থেকে নিজ গন্তেব্যে ফেরত গেছেন। এদিকে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বসানো হয় কড়া পাহারা।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) সিনিয়র সহসভাপতি হোসাইন আমির বলেন, ঈদের প্রথম দিন নড়ীর টানে বাড়ি ফেরা কিছুসংখক মানুষ কুয়াকাটায় এসে সৈকতে নেমে পরেন। তবে সবাই মোটরসাইকল নিয়ে এসেছে। আমি কয়েকজনের সাথে কথা বলে জেনেছি তারা আশেপাশের উপজেলার।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ বদরুল কবির বলেন, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের নিষেধাজ্ঞা রয়েছে। শুক্রবার দুপুরের দিকে কিছু দর্শনার্থী সৈকতে নেমেছিলো। আমরা মাইকিং করে ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ গন্তব্যে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি। তবে যারা এসেছিল তারা পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও স্থানীয়। বর্তনানে কুয়াকাটা সৈকতে কোন দর্শনার্থী নেই বলে তিনি জানিয়েছেন।

পটুয়াখালীতে ডায়রিয়ায় শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আয়মান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মে) রাতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশাস্ত কুমার সাহা জানান, কনকদিয়া এলাকা থেকে নিয়ে আশা ওই শিশুটি চিকিৎসা শুরু করার আগেই মারা গেছে। তবে বর্তমানে বাউফল উপজেলায় ডায়রিয়ার প্রকোপ কমে আসতে শুরু করেছে।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, এ নিয়ে জেলায় ডায়রিয়ায় মোট নয়জনের মৃত্যু হলো।

তিনি আরও জানান, ডায়রিয়া প্রতিরোধে জেলায় ৮৬টি মেডিকেল টিম মাঠে কাজ করছে। ১০০০ সিসি স্যালাইন ৯ হাজার ৮২৩টি ও ৬ হাজার ৩৬৫টি ৫০০ সিসির আইভি স্যালাইন মজুত রয়েছে।

আগের তুলনায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কমছে।

পটুয়াখালীতে জেলেদের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

পটুয়াখালীতে প্রান্তিক জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ এর চাল কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ সদর উপজেলার ছোট বিঘাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযুক্ত আলতাফ হাওলাদার একই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি। গতকাল বৃহস্পতিবার চাল আত্মসাতের ঘটনা প্রকাশ হলে বিক্ষোভে ফেটে পরে সুবিধাভোগী জেলে ও এলাকাবাসী। খবর পেয়ে জেলা প্রশাসনের একটি দল ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

চালের বস্তার সাথে স্টক মিলিয়ে ১৩ বস্তা চাল কম পেয়েছেন বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি। তিনি বলেন, বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৪৫০ জন জেলের জন্য ৩৬ টন চাল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত চাল বুধবার বিকালে পটুয়াখালীর খাদ্য গুদাম থেকে ছাড় করে ট্রলারে নিয়ে ভুতুমিয়া লঞ্চঘাটে পৌঁছায়। কিন্তু পথিমধ্যে ৩৫ বস্তা চাল সরিয়ে বাকি চাল নিয়ে লঞ্চঘাটে ট্রলার নোঙ্গর করে রাখা হয়। চাল আত্মসাতের ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে চেয়ারম্যানের বিরুদ্ধে লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ চলতে থাকে এবং আস্তে আস্তে উত্তেজনা বাড়তে থাকে। এসময় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি গ্রুপ বিক্ষুব্ধ হয়ে চাল চোরের শ্লোগান দিয়ে বিচারের দাবিও জানায়। বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীকে অবহিত করা হয়।

পরে জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহীন মাহমুদ, ট্যাগ অফিসার সুভাষ চন্দ্র হাওলাদার এবং সদর থানা পুলিশের এসআই দিপায়ন বড়ালসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌছায়। পরে উদ্ভুত পরিস্থিতি শান্ত করে তাৎক্ষণিক তদন্ত চালিয়ে ১৩ বস্তা চাল কম পাওয়া যায়।

এ প্রসঙ্গে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলতাফ হাওলাদার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, প্রথম দিন ট্রলারে জায়গা না থাকায় অতিরিক্ত ৩৫ বস্তা গোডাউনে রেখে আসছি। পর দিন তা গোডাউন থেকে নিয়ে আসতেছি। তদন্তে ১৩ বস্তা চাল কম পাওয়ায় পর চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী বলেন, গরীবের চাল নিয়ে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তাকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ৪৫০ টাকা নগদ অর্থ সহায়তা পেল ৬৬ হাজার ৯১৬ পরিবার

 কলাপাড়ায় ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ ভিজিএফ’র নগদ অর্থ সহায়তা পেল ৬৬ হাজার ৯১৬ দরিদ্র পরিবার।

মঙ্গলবার সকালে স্থানীয় এমপি অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলাপাড়া পৌরসভা কার্যালয়ে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ ৪৫০ টাকা অর্থ সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর সভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ভিপি জিয়া, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইয়ামিন আহমেদ, ছাত্রলীগের সম্পাদক আশিক তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নে ৫৯ হাজার ২১৪ পরিবার, কলাপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবার এবং কুয়াকাটা পৌরসভায় ৩ হাজার ৮১ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হবে।

পটুয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত

পটুয়াখালীতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে আল আমিন সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়ানে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন সরদার চর কাজল এলাকার মো. অলিল সরদারের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় নিয়ে এসেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে আল-আমিন দুটি গরু নিয়ে যাচ্ছিলো। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে গণপিটুনি দেয় তাকে। এসময় ঘটনাস্থলেই মারা যায় আল-আমিন।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গরু চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে আল আমিনের মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে ঈদের জামাত

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফের মুসুল্লিরা ঈদুল ফিতর পালন করছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি ঈদের জামাতে ইমামতি করেন।

বদরপুর দরবার শরীফের অন্যতম পরিচালক মো. নাজমুস সাহাদাত জানান, নাইজেরিয়া, সোমালিয়াসহ ৭টি রাষ্ট্রে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সেসব রাষ্ট্রে বুধবার ঈদুল ফিতর পালন করা হচ্ছে। যেহেতু পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেছে সে কারনে আজ বুধবার আমরা ঈদ-উল-ফিতর পালন করছি।
ঈদুল ফিতরের নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন এবং এবং মিষ্টিমুখ করানো হয়। পটুয়াখালী জেলার কয়েকটি এলাকার কিছু সংখ্যক মানুষ একদিন আগে ঈদুল ফিতর পালন করছেন।
বিগত বছর গুলোতে মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করলেও এবারই এর ব্যতিক্রম ঘটলো।

বরিশালে গণমাধ্যম অফিস সহায়কদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে কুয়াকাটার সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন। গত দুই দিনে মৃত তিনটি ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসে আটকা পড়েছে। এগুলোর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। তবে জেলেদের জালে জড়িয়ে আঘাত পেয়ে মারা যেতে পারে এমটাই ধারণা করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সাগরের ঢেউয়ের তোরে সোমবার সকালে সৈকতে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় ৪ ফুট দৈর্ঘ্য, রবিবার শেষ বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ৮ ফুট দৈর্ঘ্যের, একই দিন বেলা ১১টায় সৈকতের লেম্বুরচর এলাকায় একটি ১০ ফুট দৈর্ঘ্যের ডলফিন ভেসে আসে সৈকতে আটকা পারে।

এ ডলফিনগুলোর শরীরের বিভন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। এগুলো স্থানীয়রা দেখতে পেয়ে কুয়াকাটা টুরিস্ট পুলিশ, কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ ও মৎস্য বিভাগকে খবর দেয়।

 

কুয়াকাটা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, মৃত ডলফিন ভেসে আসার খবরে তিনিসহ টুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে মৎস্য বিভাগ ও কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ডলফিনগুলো মাটিচাপা দেয়।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি। তবে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী কর্মকার্তা ও বন কর্মকর্তা আলোচনা করে মৃত ডলফিনগুলো মাটি চাপা দেয়া হয়েছে।