পটুয়াখালীতে ডায়রিয়ায় শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আয়মান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মে) রাতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশাস্ত কুমার সাহা জানান, কনকদিয়া এলাকা থেকে নিয়ে আশা ওই শিশুটি চিকিৎসা শুরু করার আগেই মারা গেছে। তবে বর্তমানে বাউফল উপজেলায় ডায়রিয়ার প্রকোপ কমে আসতে শুরু করেছে।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, এ নিয়ে জেলায় ডায়রিয়ায় মোট নয়জনের মৃত্যু হলো।

তিনি আরও জানান, ডায়রিয়া প্রতিরোধে জেলায় ৮৬টি মেডিকেল টিম মাঠে কাজ করছে। ১০০০ সিসি স্যালাইন ৯ হাজার ৮২৩টি ও ৬ হাজার ৩৬৫টি ৫০০ সিসির আইভি স্যালাইন মজুত রয়েছে।

আগের তুলনায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কমছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *