রাজাপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় মাহামুদিয়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী নিয়োগে অর্থ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইদ্রিস হাওলাদারের বিরুদ্ধে। উপজেলার শুক্তাগড় এলাকার মো. আইউব আলী হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার এ অভিযোগ করেন।

অভিযোগে সোহাগ জানায়, শুক্তাগড় মাহামুদিয়া দাখিল মাদ্রাসায় একজন নিরাপত্তাকর্মী চেয়ে নিয়োগ বিজ্ঞিপ্তি দেয় ম্যানেজিং কমিটি। স্থানীয়দের কাছ থেকে নিরাপত্তাকর্মী পদে আবেদন পেয়েও অর্থ দিতে কেউ রাজি না হওয়ায় পুনরায় একাদিকবার নিয়োগ বিজ্ঞিপ্তি প্রকাশ করা হয়। সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে ১০জন প্রার্থী আবেদন করেন। মো. রায়হানকে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেয়ার শর্তে মাদ্রাসা সংস্কারসহ বিভিন্ন অযুহাতে ৪ লাখ টাকা চুক্তি হয় মাদ্রাসা সভাপতির সাথে। যা রায়হান তার সর্বস্ব বিক্রয় করে ম্যানেজিং কমিটির সভাপতির হাতে তুলে দেয়। কিন্তু রায়হানের টাকা ফেরত না দিয়ে একই এলাকার মৃত ইউনুচ আলী খলিফার ছেলে রাজু সাথে পুনরায় ঐ পদে ৬ লাখ টাকায় চুক্তি হয় এবং নিয়োগ পরীক্ষার আগেই তাকে প্রশ্নপত্র সর্বরাহ করে। কারন পরীক্ষায় প্রশ্নপত্র দেয়ার আগেই রাজু উত্তর লিখতে শুরু করে।

সোমবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে মো. রায়হান এসব অভিযোগ করেন। তিনি এ ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইদ্রিস হাওলাদারসহ সংশ্লিষ্ট সকলের বিচার চেয়ে সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন । এ সময় ঐ পদে পরীক্ষায় অংশগ্রহনকারী মো. খাইরুল ইসলাম, মো. রিয়াজ হোসেন, মো. রায়হান , মো. কবির হোসেন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে অভিযুক্ত মো. ইদ্রিস হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ পরীক্ষায় হেরে গিয়ে কিছু দুষ্টলোক আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।

রাজাপুরে ডিবি পুলিশের হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই হাবিবুর রহমানের হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার জগাইরহাট গ্রামের এক ভুক্তভোগি পরিবার।

রোববার সকাল সাড়ে ১০ টায় রাজাপুর প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রুবেল হোসেন।

এ সময় তিনি বলেন, গত ১৬ মার্চ রুবেল হোসেন তার পৈত্রিক সম্পত্তিতে রোপন করা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে নৌকায় করে করাত কলে যাওয়ার সময় শুক্তাগড় গ্রামের ছিদ্দিকুর রহমান ওরফে গুইলা সিদ্দিক (৪০), মুজাম্মেল হক (৪৭), মজিবুর রহমান (৪৫)সহ ৪/৫ জন তাদের নৌকার গতিরোধ করে নৌকায় উঠে তাদেরকে মারধর ও একপর্যায়ে অ¯্ররে মুখে জিম্মি করে রুবেল হোসেনদের গাছ তার মায়ের সাথে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়।

এ ঘটনায় রুবেল ও তার মা থানার দ্বারস্থ হইলে থানা পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করে। এরপরে রুবেল ও তার মা ঝালকাঠি বিজ্ঞ আদালতের ধারস্থ হয়ে মামলা দায়ের করেন এবং ঝালকাঠি ডিবি পুলিশের কাছে তদন্তের ভার চাওয়া হয়।

কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। তদন্তের ভার দেওয়া হয় ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমান কে।

এসআই হাবিবুর রহমান আসামী পক্ষের সাফাই গেয়ে রুবেল হোসেন ও তার মায়ের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ও এক পর্যায়ে মামলা তুলে নেওয়ার জন্য রুবেলের মাকে অশালীন ভাষায় গালমন্দ করে এবং বলে তোরা এসপির কাছে যা, যেথায় খুশি যা বলে তাদেরকে অফিস থেকে বের করে দেয় এসআই হাবিবুর রহমান।

ভুক্তভোগি পরিবার আরও বলেন এমতাবস্থায় তাদের পরিবারের লোকজন প্রাননাশের ভয়ে আছেন এবং গৃহ হারা হয়ে অন্নত্র আশ্রয় নিয়েছেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ মাননীয় প্রধানমন্ত্রীর আসু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বিকার করে জানান, মামলাটি এখনও তদন্তনাধীন রয়েছে।

ঝালকাঠি পৌরনির্বাচনে ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঝালকাঠি পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপীসহ কাগজপত্রে ত্রুটি থাকায় ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। শুক্রবার বিকেলে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন।

বৈধ মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, দলের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র আফজাল হোসেন রানা ও ইসলামী আন্দোল বাংলাদেশ’র প্রার্থী মো. হাবিবুর রহমান।

পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করেছে রিটার্নিং কর্মকর্তা।

এদিকে ঋণ খেলাপি থাকায় সাধারণ কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হাফিজ আল মাহমুদ, কাগজপত্রে ত্রুটি থাকায় ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মজিবুর রহমান ও ফরিদ হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী শহিদুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সেফালী আক্তার ও চম্পা গোস্বামীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা জেলা প্রশাসকের কাছে আপিল করতে পারবেন। অন্যদিকে ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাফিজ আল মাহমুদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় ওই ওয়ার্ডে কোন প্রার্থী থাকছে না। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তরুণ কর্মকার একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার তিনজন মেয়র পদপ্রার্থী, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১১এপ্রিল ইভিএম ব্যবহার করে এ পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ২২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৩৯ হাজার ৬৩৬ জন। এর মধ্যে ২০ হাজার ১৬০ জন নারী ও ১৯ হাজার ৪৭৬ জন পুরুষ ভোটার রয়েছে।

ঝালকাঠি ইউপি নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঝালকাঠি জেলার ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপী, ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল ও আয়-ব্যয়ের হিসাবে অমিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। শুক্রবার দিনভর চারটি উপজেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত একজনসহ ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন রয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সি শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে ১ জন, গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নে ১ জন, শেখেরহাট ইউনিয়নে ১ জন, নথুল্লাবাদ ইউনিয়নে ১ জন, নলর্ছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়েনে ১ জন, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে ১ জন, শুক্তগড় ইউনিয়নের নির্বাচনে ১জন, কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে ১ জন ও শৌলজালিয়া ইউনিয়নে ১জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিলকৃতদের মধ্যে আওয়ামী লীগ মনোননিত নলছিটি উপজেলা কুশঙ্গল ইউনিয়নের প্রার্থী আলমগীর হোসেন ছাড়া অন্যরা সতন্ত্র প্রার্থী।

গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনের তথ্য অনুযায়ী চার উপজেলায় চেয়ারম্যান পদে ১২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে একজন করে আওয়ামী লীগ মনোনিত ও একজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন।

এছাড়াও সাধারণ সদস্য পদে এক হাজার ৫৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ৩২২ জন মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১১ এপ্রিল ৩১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ৫টি ইউনিয়নে ইভিএএম’র মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৩১টি ইউপি নির্বাচনে ভোটার রয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৪ জন। এদের মধ্যে ২ লাখ ২০ হাজার ৯৩৭ জন পুরুষ ভোটার ও ২ লাখ ১৩ হাজার ৬৭ জন মহিলা ভোটার। ভোট গ্রহণের জন্য ২৯১টি ভোট কেন্দ্র রির্ধারণ করা হয়েছে।

নলছিটিতে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় ঝালকাঠির নলছিটিতে মো. ইমাম হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে উপজেলা শহরের স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরআগে গত ১৪ মার্চ রাতে নলছিটি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা। গ্রেপ্তার ইমাম হোসেন উপজেলার আজিমপুর গ্রামের মো. শাহজাহান খানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, বাবা-মা ওমান প্রবাসী হওয়ায় ওই ছাত্রী নানা বাড়িতে থেকে পড়াশোনা করতো। গত ৯ ফেব্রুয়ারি ওই ছাত্রীর নানা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ নানাকে দেখাশুনা করতে ওই ছাত্রীর নানীও হাসপাতালে অবস্থান করেন৷ পরদিন (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তার নিকটাত্মীয় ইমাম হোসেন তাকে ধর্ষণ করেন। ১১ ফেব্রুয়ারি সকালে নানী হাসপাতাল থেকে বাড়িতে এলে তার মোবাইলফোনের মাধ্যমে ধর্ষণের বিষয়টি মাকে (মামলার বাদি) জানায় ওই ছাত্রী। বিষয়টি ধামাচাপা দিতে ওইদিনই ছাত্রীর নাম-পরিচয় গোপন করে একটি বেসরকারি ক্লিনিকে অসুস্থ ছাত্রীকে চিকিৎসা করান ইমাম হোসেনের বোন মিতু বেগম। ধর্ষণের ঘটনাটি কাউকে না বলতে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান তিনি। পরবর্তীতে ওমান থেকে ফিরে ওই ছাত্রীর মা ১৪ মার্চ থানায় মামলা করেন।

মামলার বাদি বলেন, আসামির পরিবারের লোকজন প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে। আমি এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের স্টেশন রোড থেকে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার (১৯ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতকার্ষিকীতে ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের মিলাদ ও দোয়া

ঝালকাঠি প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে মিলাদ ও দোয় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জোহরের নামাজের পরে সড়ক ও জনপদ কার্যালয়ে এ মিলাদ ও দোয় মোনাজাত অনুষ্ঠিত হয়। ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী শেখ নাবিল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রব ও সওজের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি মো. বাদশা তালুকদারসহ অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসক চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সওজের কর্মকর্তা-কর্মচারীরা।

ঝালকাঠিতে ৩০ নারী নেত্রীকে প্রশিক্ষণ

ঝালকাঠিতে অপরাজিতা নারীর রজিনৈতিক ক্ষমতায়ন প্রকাল্পের আওতায় ৩০ নারী নেত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রবিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ১০ ইউনিয়ন থেকে আসা ৩০জন নারী অংশ নেন। পরে নারীদের যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র প্রশিক্ষণ সমন্বয়কারী জুমু কর্মকার, জেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান, প্রগ্রাম অফিসার নূর-ই আলম হায়দারী, উপজেলা সমন্বয়কারী সৈয়দ অলিউর রহমান।

এতে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারীদের নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

রাজাপুরে ব্রিজ ভেঙে আটকে পড়ল ট্রাক

ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি বেইলি সেতুর পাটা ভেঙে অতিরিক্ত লবন বোঝাই ট্রাক আটকে প্রায় ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে নৈকাঠী বেইলি সেতুতে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার ভোররাতে ৮ ঘণ্টা পর লবন নামিয়ে ট্রাকটি উদ্ধার করা হলে যানচলাচল স্বাভাবিক হয়ে যায়। স্থানীয়রা জানান, ঝালকাঠির রাজাপুর ও পিরোজপুরের কাউখালী সড়কের উপজেলার নৈকাঠী বেইলী সেতুর পাটা ভেঙে খুলনা থেকে ছেড়ে আসা কাউখালীগামী অতিরিক্ত লবন বোঝাই একটি ট্রাক আটকে যায়৷ দীর্ঘদিন ধরেই নৈকাঠি বেইলী সেতুটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিল, তার মধ্যে অতিরিক্ত লোডের কারনে এ ঘটনা ঘটে। এতে ঝালকাঠি-রাজাপুর-কাউখালি-স্বরূপকাঠি, বানারীপাড়া-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে সাধারন যাত্রীরা। পরে ভোরাতে লবন নামিয়ে ট্রাকটি খালি করে উদ্ধার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঝালকাঠির সড়ক ও জনপদের নির্বাহি প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, সীমান্তবর্তী নৈকাঠি বেইলী সেতুটি পিরোজপুরের আওতায় পড়েছে। ভেঙে যাওয়া সেতুটি ভোররাতে পিরোজপুরের সড়ক বিভাগ মেরামত করায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নলছিটিতে সংখ্যালঘু পবিরারের জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটি উপজেলার সেওতা গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। একই গ্রামের জসিম হাওলাদার ও নজরুল হাওলাদার দখলদার চক্রটির নেতৃত্ব দিচ্ছেন। এরই মধ্যে জমির দখল নিতে নির্মাণাধীন বসতঘর ভাঙচুর করেছে ওই চক্রটি। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করেছেন কৃষ্ণ সাহা নামে এক ব্যক্তি। নলছিটি থানার এএসআই মো. বিল্লাহ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের বাদি জানান, স্থানীয় সেওতা বাজারের এস.এস ৬৫৫ ও ৬৫৪ দাগের ১৫ শতাংশ প্রায় ১৯২৭ ধরে তারাই ভোগদখল করে আসছেন। কয়েক বছর যাবৎ ওই চক্রটি জমির দখল নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি নিজেদের জমিতে একটি বসতঘর নির্মাণের কাজ শুরু করলে তাতে বাঁধা দেয় তারা। গত ৯ মার্চ দুপুরে ওই চক্রটি লোকজন নিয়ে নির্মাণাধীন বসতঘরের পিলার ভেঙে দেয় ও কয়েকটি পিলারের রড বাঁকা করে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

এ ব্যাপারে জসিম হাওলাদার ও নজরুল হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। পরে তাদের বাড়িতে গেলে জসিম হাওলাদারের বোন পারভীন বেগম ও নিলুফা বেগম বলেন, আমরা ওখানে জমি পাবো। তাই কাজে বাঁধা দিয়েছি।

নলছিটিতে ৭ ইটভাটা ধ্বংস, ২০ লাখ টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে। এছাড়া চারটি ভাটা থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার উপজেলার সুগন্ধা নদী তীরে দিনভর এ অভিযান চালানো হয়।

বরিশাল পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, নলছিটি উপজেলার সুগন্ধা নদী তীরের দুইপাশে বেশ কয়েকটি ইটভাটা গড়ে ওঠে। এসব ইটভাটার বেশিরভাগই নিয়মকানুন না মেনেই চলছে। বৃহস্পতিবার বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুল ইসলাম সরকারের নেতৃত্বে র‌্যাবের সহযোগিতায় সাতটি ইটভাটায় অভিযান চালানো হয়। নিষিদ্ধ ড্রাম চিমনীযুক্ত সনাতন পদ্ধতির ইটভাটা ও ১২০ ফুট ইটভাটায় অবৈধভাবে ইট তৈরি ও পোড়ানোর কাজ চলছিল। এসময় তিনটি ইটভাটার কিলন ও চিমনী ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ভাটার কাঁচা ইট ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ঢেলে ধ্বংস করে ফেলে। সম্পূর্ণ ধ্বংস ইটভাটাগুলো হলো সুগন্ধা নদী তীরের অনুরাগ গ্রামের পারভীন আক্তারের তিলক ব্রিকস, সারদল গ্রামের মো. কামাল মৃধার এমআর ব্রিকস ও একই গ্রামের সোহেল মৃধার এমএমএ ব্রিকস। এদিকে গৌরিপাশা গ্রামের দেলোয়ার হোসেন খানের রিয়াজ ব্রিকসে অভিযান চালিয়ে ছয় লাখ টাকা, সারদল গ্রামের মো. মহিদুর রহমানের এমএমআর-১ ব্রিকসে ছয় লাখ টাকা, সুজাবাদ গ্রামের জুলফিকার আলী এমএমআর-২ ব্রিকসে তিন লাখ টাকা ও জাগুয়াহাট এলাকার মো. মোস্তফার এমএমবি ব্রিকস থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুল ইসলাম সরকার বলেন, ইটভাটাগুলোতে সরকারের নিয়মকানুন মানা হচ্ছে না। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই অভিয়ান পরিচালনা করে তিনটি ইটভাটা ধ্বংস ও চারটি থেকে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।