কলেজছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত পুলিশ কর্মকর্তা পলাতক

ডেস্ক রিপোর্ট:

খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পিবিআই পরিদর্শক পলাতক রয়েছেন।

সোমবার সকালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পিবিআই পরিদর্শক পলাতক। বিকেলে ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করে আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজছাত্রী ওই মেয়ের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি ২০২১ সালে এইচএসসি পাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ছবি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে ৫ দিন আগে পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে যান ওই ছাত্রী। তাদের মধ্যে এ ব্যাপারে কয়েকদিন ধরে যোগাযোগ চলছিল। আজ সকালে পুলিশ কর্মকর্তা মাসুদ ওই কলেজছাত্রীকে খুলনা নগরীর ছোট মির্জাপুর রোডের কাগজী হাউজের একটি অফিসে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন মাসুদ।

এ ঘটনার পর ধর্ষণের শিকার মেয়েটি খুলনা সদর থানায় গিয়ে অভিযোগ করেন। পরে ওই মেয়েটিকে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (সাউথ) সোনালী সেন, সহকারী কমিশনার (খুলনা জোন) ইয়াজিদ ইবনে আকবর ও খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

এ সময় অফিসটি তালাবদ্ধ থাকায় পুলিশ কর্মকর্তারা তালা ভেঙে অফিসের কক্ষে প্রবেশ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফের কমলো দেশের টাকার মান

ডেস্ক রিপোর্ট:

এক সপ্তাহের ব্যবধানে আবারও মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। আর গত ২৩শে মার্চ তা আরও ২০ পয়সা এবং গত ২৭শে এপ্রিল বাড়ানো হয় ২৫ পয়সা। তাতে ১ ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সা।

সর্বশেষ ৯ই মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। এদিন বাংলাদেশ ব্যাংক সকল অনুমোদিত ডিলার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের বরাবর চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা আনা ও নিয়ে যাওয়ার বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে আসার সময় ১০ হাজার ডলার বা সমমুল্যের বৈদেশিক নগদ মুদ্রা নিয়ে আসার জন্য কোনো ঘোষণার প্রয়োজন নেই। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে ৫ হাজার এর বেশি বৈদেশিক মুদ্রা বা ডলার সঙ্গে নেয়া যাবে না।