নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, আবেদন করবেন যেভাবে

জব ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ট্রেইনি এক্সকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ট্রেইনি এক্সকিউটিভ (স্টোর)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে বিবিএ পাস হতে হবে। বয়স ২৫ থেকে ৩০ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভালো কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

১২,০০০ – ১৫,০০০/- (মাসিক )।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৭ জুন, ২০২২।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী প্রথম বর্ষের ফলাফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। রাত ৮টা থেকে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইট থেকে জানা যাবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো: আতাউর রহমান জানান, এ পরীক্ষায় ১ লাখ ৭১ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৬০৭ জন। গড় পাসের হার ৮৭ দশমিক ৯ শতাংশ। এ ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোনো আপত্তি/ অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

রাত ৮টার পর রাজধানীতে বন্ধ থাকবে দোকানপাট, শপিংমল!

ডেস্ক রিপোর্ট:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, যানজট নিরসনের লক্ষ্যে জরুরি পরিষেবা ছাড়া রাত ৮টার পর রাজধানীতে সব দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে। আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করব।

সোমবার (১৬ মে) মেয়র হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পূর্তিতে নগর ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, শহর পরিচালনা ও ব্যবস্থাপনাকে একটি সময়সীমায় আওতায় নিয়ে আসতে হবে, সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে। শহর কখন জেগে উঠবে, কখন ঘুমাবে – সে বিষয়ে পৃথিবীর অন্যান্য শহরের মতোই সুনির্দিষ্ট সময়সীমা ঢাকা শহরের জন্যও থাকা আবশ্যক। সুতরাং আমরা মনে করি, ঢাকা শহরকে একটি বাসযোগ্য ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে অন্যান্য অনুষঙ্গের পাশাপাশি রাত আটটার মধ্যে বেসরকারি অফিস, দোকান-পাট, বাজার (মার্কেট), শপিং মল ইত্যাদি বন্ধ করতে হবে।

খাবার হোটেল রাত ১০টার পর খোলা রাখা যাবে না। ঔষধালয়, চিকিৎসালয় ইত্যাদি একান্ত জরুরি সেবা ও প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের পর খোলা রাখতে হলে করপোরেশনের বিশেষ অনুমতি নিতে হবে। এতে যেমন শহরের কার্যক্রম শৃঙ্খলায় আসবে তেমনি লোকজনও তাদের পরিবার-পরিজন, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে পারবে, পারিবারিক ও সামাজিক বন্ধন মজবুত ভিত্তি লাভ করবে।

তিনি আরও বলেন, ঢাকার ধারণক্ষমতা সব সীমাবদ্ধতা ছাড়িয়ে গেছে। এ থেকে দ্রুত পরিত্রাণ ছাড়া উপায় নাই। বর্জ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাই, দ্রুত এ সমস্যা সমাধান করতে। এজন্য রাত আটটার মধ্যেই ঢাকার সব দোকানপাট, শপিং মল বন্ধ করতে হবে। শুধু খাবারের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

মেয়র তাপস বলেন, দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে দৃঢ়তার সঙ্গে বলতে চাই দুর্নীতি মুক্তির দিক থেকে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। যদি সরকারের পক্ষ থেকে তালিকা করা হয়, তাহলে নিশ্চিত করে বলতে পারি এই দুর্নীতি মুক্তির দিক থেকে এক নম্বর প্রতিষ্ঠান হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অগ্রযাত্রার দিক থেকে ডিএসসিসিকে কেউ দাবায় রাখতে পারবে না।

নিজেকে বিক্রি করে দিয়েছেন সিয়াম!

বিনোদন প্রতিবেদক:

“গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত এতটুকু শুনেই ‘পাপ পুণ্য’ সিনেমার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছি। পরে যুক্ত হলেন আফসানা মিমি। আমরা যারা ‘নাইনটিজ কিডস’ তাদের কাছে মিমি আপা মানে অন্যরকম কিছু, বিশেষ করে তাঁর হাসি।” সিনেমাটির মুক্তি উপলক্ষে সোমবার (১৬ মে) চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে সংবাদ সম্মেলনে এভাবেই বলছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’ ২০ মে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, ফারজানা চুমকি, শাহনাজ সুমি, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন প্রমুখ।সিয়াম আহমেদ বলছিলেন, ‘মনপুরা সিনেমাটি আমি আমার বাবা-মাকে নিয়ে দেখেছিলাম। তখন ছাত্র। সেই সিনেমার অভিনয়শিল্পী, সেই সিনেমার পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে কত স্পেশাল, সেটা বোঝানো যাবে না। তাঁদের সঙ্গে কাজ করা কতটা সৌভাগ্যের, সেটা আসলেই বোঝানো যাবে না।’

২০১৯ সালের ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর মোট ৩৪ দিনে শুট শেষ হয় ‘পাপ পুণ্য’ সিনেমার। চলতি বছরের জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, কানাডা ও যুক্তরাষ্ট্রের ১১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’। এখন পর্যন্ত দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত হয়েছে, ২০ মে পর্যন্ত বাড়তে পারে আরও কিছু প্রেক্ষাগৃহ।

নগরীর চৌমাথা বাজারের একটি দোকানে চুরি : দু’লাখ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার :বরিশার সিটির হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার চৌমাথা বাজারে গত শুক্রবার গভীর রাতে একটি দোকানে চুরী হয়েছে। স্থানীয় সুত্র জানায় গত শুক্রবার রাতে জোহান ডিপার্টমেন্টাল স্টোরের টিন কেটে চোর দোকানে প্রবেশ করে। সিসিটিভি ক্যামেরার তার কেটে চুরি শুরু করে। দোকানটিতে থাকা সিগারেটসহ অন্যান্য মালামাল নিয়ে যায় যার মুল্য প্রায় দুলাখ টাকা। এ ব্যাপারে দোকানটির মালিক কোতয়ালী থানায় সাধারন ডায়েরী করেছেন।
এদিকে একটি সুত্র জানায়,একটি চক্র রয়েছে চৌমাথা বাজারে তাদের সাথে কোন দোকানদানদের সাথে মনমালিন্য হলেই ক্ষমতাসিনদলের এক নেতার ইন্ধনে ঐ চক্রটি চুরীসহ আইনবিরোধী কার্যকলাপ শুরু করে। এ চুরির ঘটনায় সঠিকভাবে তদন্ত করলে বেড়িয়ে আসবে থলের বেড়াল।

আগামী সর্বোচ্চ তিন মাসের মধ্যে বরিশাল নগরীর সর্বত্র অটো রিক্সা চলাচলের উদ্যোগ গ্রহন করা হবে

অর্থলোভী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাকার আহবান জানিয়ে বরিশাল সিটি কর্পোশেনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঘোষনা করেছেন প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করে আগামী সর্বোচ্চ তিন মাসের মধ্যে বরিশাল নগরীর সর্বত্র অটো রিক্সা চলাচলের উদ্যোগ গ্রহন করা হবে। তিনি গতকাল সোমবার বিকেলে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারি চালিত অটো শ্রমিক কল্যান আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির দেয়া বক্তব্যে একথা বলেন। মেয়র তাঁর বক্তব্যে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন থেকে নিবন্ধিত হয়ে নগরীতে অটো চলাচল করলেও আমি দেখেছি এরপরেও কয়েক স্থানে তাদের টাকা প্রদান করতে হয়। আমি সার্বিক বিবেচনায় বিসিসির এক কোটি টাকা ক্ষতি করে দুই হাজার একশত অটোর নিবন্ধন করে দিয়েছিলাম। কিন্তু অটো চলাচল বন্ধ করিনি। অটো চলতে কোন বাধাগ্রস্ত করিনি। কিন্তু দেখলাম বিভিন্ন দলের নামে অটো শ্রমিকদের কাছ থেকে টাকা কামানোর ধান্ধায় প্রতিনিয়ত ফন্দি ফিকিরের মাধ্যমে তথাকথিত আন্দোলন করা হচ্ছে। আমি যখন শ্রমিকদের কল্যানে কিছু পদক্ষেপ হাতে নিয়েছি তখন ওই সকল ষড়যন্ত্রকারী ধান্ধাবাজরা টাকা কামানোর পথ বন্ধ হওয়ার ভয়ে নতুন করে নাটক শুরু করেছে। ষড়যন্ত্রকারীরা তথাকথিত আন্দোলন পরিচালনায় কোথায় এতা টাকা পায়, এ প্রশ্ন রেখে মেয়র বলেন, ওই সকল ধান্ধাবাজরা হয় শ্রমিকদের চুষে খায় না খায় বিদেশ থেকে তাদের কাছে টাকা আসে। মেয়র সাদিক আবদুল্লাহ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাউকে টাকা দেবেন না। তারা আপনাদের এই নগরীতে চলাচলের অনুমতি দেয়ার ক্ষমতা রাখেনা।এ নগরীতে চলাচলের বিষয়ে একমাত্র বরিশাল সিটি কর্পোরেশনই অনুমতি দিতে পারবে। এবং আপনারা যাতে নগরীতে চলাচল করতে পারেন সেব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে। আমি মেয়র থাকি আর না থাকি আমার সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের জন্য কাজ করবো। জনগনের সেবা করাই আমার উদ্দেশ্য।অটোর চার্জ দেয়ার সুবিধার্থে নগরীর প্রতিটি ওয়ার্ডে চাজিং স্টেশন করা হবে জানিয়ে মেয়র বলেন, যারা অটো চালাবেন তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। চালকদের লাইসেন্স প্রদান করা হবে, বিনামূল্যে চালকদের পোশাক দেয়া হবে, কর্পোরেশনের পক্ষ থেকে পূর্বের ন্যায় ফি নিয়ে নিবন্ধন করা হবে। সব প্রক্রিয়া শেষের পর অটো শ্রমিকরা কর্পোরেশনের আওতাভূক্ত হয়ে যাবেন তখন থেকে তাদের সকলের দায়িত্ব আমার। অগনিত শ্রমিকের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।

বরিশালে কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ব‌রিশাল: ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের ৫ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর কেফা‌য়েত হো‌সেন র‌নির বিরু‌দ্ধে বি‌য়ের প্রলোভ‌নে ধর্ষণের অ‌ভি‌যোগে মামলা দা‌য়ের ক‌রে‌ছেন এক তরুণী। সোমবার দুপু‌রে ব‌রিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌লে মামলা‌টি দা‌য়ের ক‌রেন নগ‌রীর কালুশাহ সড়‌কের বা‌সিন্দা ও চল‌তি বছর এইচ এস সি উত্তীর্ণ হওয়া এক তরুণী। বিচারক ইয়ারব হো‌সেন মামলা‌টি আম‌লে নি‌য়ে ১৬ জু‌নের ম‌ধ্যে পু‌লিশ ব‌্যু‌রো অব ইন‌ভে‌স্টি‌গেশন‌কে তদ‌ন্তপূর্বক প্রতি‌বেদ‌নের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আদাল‌তের বেঞ্চ সহকা‌রি হুমায়ন আহ‌ম্মেদ ও বাদী প‌ক্ষের আইনজী‌বি আজাদ রহমান। মামলায় উল্লেখ করা হয়, ৪/৫ মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে কেফায়েত হোসেন রনির সাথে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গ‌ড়ে ও‌ঠে বা‌দিনীর। একপর্যা‌য়ে র‌নি বি‌য়ের প্রস্তাব দি‌লে বাদী‌নির সা‌থে সম্পর্ক আরও ঘ‌নিষ্ঠ হ‌য়ে ও‌ঠে। বি‌ভিন্ন সময় ব‌রিশা‌লের একা‌ধিক রেস্টু‌রে‌ন্টে তারা দেখা ক‌রেন। প্রায় র‌নির বাসায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয় বা‌দিনী‌কে। প্রথ‌মে ৭ মে জরুরী কথা আ‌ছে ব‌লে বা‌দিনী‌কে বাসায় ডে‌কে নেয় র‌নি। বি‌য়ের প্রলোভন দে‌খি‌য়ে র‌নি বিকাল ৪টা থে‌কে বা‌দিনী‌কে একা‌ধিকবার ধর্ষণ ক‌রে। ৮ মে পুনরায় ডে‌কে নি‌য়ে রাত ৮টায় ধর্ষণ ক‌রে। ১২ মে বা‌দিনী বি‌য়ের জন‌্য চাপ দি‌লে বা‌দিনী‌কে মারধর ক‌রে ধাক্কা দি‌য়ে ফে‌লে দেয় এবং মোবাইল ফোন নি‌য়ে বা‌দিনী ও র‌নির সা‌থে সম্পর্ক জ‌ড়িত সকল প্রমান ডি‌লেট ক‌রে ফে‌লে র‌নি। প‌রে র‌নি বি‌ভিন্ন ভা‌বে হত‌্যার হুম‌কি দেয় বা‌দিনী‌কে। এরপর আদাল‌তে মামলা দা‌য়ের ক‌রে বা‌দিনী।

তদন্ত ক‌মি‌টির প্রতিবেদন: ছিরে গিয়েছিলো নাড়ি

ব‌রিশাল: ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের প্রসূ‌তি বিভা‌গের টয়‌লে‌টে বাচ্চা প্রস‌বের পর সেই বাচ্চা টয়‌লে‌টে আট‌কে পরার পর উদ্ধা‌রের ঘটনায় গ‌ঠিত তদন্ত ক‌মি‌টি প্রতি‌বেদন জমা দি‌য়ে‌ছে প‌রিচাল‌কের দপ্ত‌রে। সোমবার দুপু‌রে হাসপাতাল প‌রিচালক ডা: এইচ এম সাইফুল ইসলা‌মের কা‌ছে এক পৃষ্ঠার তদন্ত প্রতি‌বেদন জমা দেয়া হয়। তদন্ত ক‌মি‌টির সদস‌্য স‌চিব হাসপাতা‌লের সহকা‌রি প‌রিচালক ডা: ম‌নিরুজ্জামান শা‌হিন ব‌লেন, টয়‌লে‌টের প‌্যা‌নের সা‌থে পাইপ সরাস‌রি যুক্ত ছি‌লো। কো‌নো বাঁকা লাইন হ‌য়ে পাই‌পের সা‌থে যুক্ত হ‌লে বাচ্চা‌টি প‌রে যাওয়ার পর প্রানহা‌নির শংকা থাক‌তো। কিন্তু পাইপ‌টি সরাস‌রি টয়‌লে‌টের প‌্যা‌নের সা‌থে যুক্ত হওয়ায় সরাস‌রি পাই‌পের ম‌ধ্যে প‌রে গে‌ছে বাচ্চা‌টি। তাছাড়া বাচ্চা‌টির ওজন ছি‌লো এক কে‌জি ৩শ গ্রাম এবং আকা‌রেও ছি‌লো স্বাভা‌বিকের তুলনায় ছোট। যে কার‌ণে সহ‌জেই টয়‌লে‌টের পাই‌পের ম‌ধে‌্য প‌রে গে‌ছে। বাচ্চার মায়ের প্রসব যন্ত্রণার ম‌ধ্যে মল ত‌্যা‌গের বেগ পে‌লে সে টয়‌লে‌টে যায়। মলত‌্যা‌গের জন‌্য টয়‌লে‌টে গে‌লেও সে মলত‌্যাগ ক‌রে‌নি, বরং বাচ্চা প্রসব ক‌রে‌ছে। প্রথ‌মে বিষয়‌টি সে টের পায়‌নি। আর তাছাড়া বাচ্চার না‌ড়ি‌টি স্বাভা‌বিক ভা‌বেই ছি‌ড়ে গে‌ছে এমনটাই উ‌ঠে এ‌সে‌ছে তদ‌ন্তে। তদন্ত ক‌মি‌টির সভাপ‌তি ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের শিশু বিভা‌গের প্রধান ডা: মুজিবুর রহমান তালুকদার ব‌লেন, তদ‌ন্তে উ‌ঠে এ‌সেছে ৪৭ মি‌নি‌টের মত বাচ্চা‌টি টয়‌লে‌টের পাই‌পের ম‌ধ্যে আটকা ছি‌লো। মে‌ডি‌কেল সা‌য়ে‌ন্সে এরকম ঘটনার ন‌জির নেই। বাচ্চা‌টি না‌ড়ি ছি‌রেই প‌ড়ে গি‌য়ে‌ছি‌লো। কো‌নো রক্তক্ষরণও হয়‌নি বাচ্চা‌টির। বাচ্চা‌টি কিভা‌বে বে‌চে আ‌ছে সেটা অ‌লৌ‌কিক, মিরা‌কেল। চি‌কিৎসা বিজ্ঞা‌নে এক্স‌প্লেইন করার সু‌য্গে নেই। ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের প‌রিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম ব‌লেন, সোমবার দুপু‌রে তদন্ত প্রতি‌বেদন জমা দেয় ক‌মি‌টি। এক পৃষ্ঠার তদন্ত রি‌পোর্টে কা‌রো গাফলতির বিষয় উ‌ঠে আ‌সে‌নি। রোগী তার স্বজন‌কে সা‌থে নি‌য়ে নি‌জে থে‌কেই মল ত‌্যাগের জন‌্য টয়‌লে‌টে যায়, আর সেখা‌নেই বাচ্চা প্রসব ক‌রেন তি‌নি। বাচ্চার না‌ড়ি ছি‌রে গি‌য়ে‌ছি‌লো, যে কার‌ণে পাই‌পের ম‌ধে‌্য কো‌নো বাধা ছাড়াই বাচ্চা‌টি ঢু‌কে গি‌য়ে‌ছি‌লো। পাশাপা‌শি বাচ্চার সাইজের থে‌কে পাই‌পের সাই‌জ বড় হওয়ায় বাচ্চা‌টি সহ‌জে ঢু‌কে গে‌ছে পাই‌পের ম‌ধ্যে। প‌রিচালক ব‌লেন, প্রসূ‌তি ওয়ার্ড থে‌কে শিল্পী বেগম‌কে রি‌লিজ দেয়া হ‌য়ে‌ছে। সে এখন শিশু বিভা‌গে তার শিশুর কা‌ছে র‌য়ে‌ছেন। শীগগ‌রিই রি‌লিজ দেয়া হ‌বে তার শিশু‌কেও। প্রসঙ্গত, ৭ এ‌প্রিল হাসপাতা‌লের প্রসূ‌তি বিভা‌গের টয়‌লে‌টে বাচ্চা প্রসব করে পি‌রোজপু‌রের নেছারাবাদ এলাকার জে‌লে নেয়ামত উল্লাহর স্ত্রী শিল্পী বেগম। বাচ্চা‌টি টয়‌লে‌টের পাই‌পে আট‌কে গে‌লে দীর্ঘ সময় পর শিশু বিভা‌গে থাকা টয়‌লে‌টের পাইপ ভে‌ঙে উদ্ধার করা হয় বাচ্চা‌টি‌কে। এই ঘটনায় প‌রের দিনই তিন সদস‌্যর তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়।

লাইসেন্সের দাবী‌তে ব‌রিশালে ই‌জিবাইক চালকদের বিক্ষোভ

ব‌রিশাল: সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তা‌বিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযা‌নের নী‌তিমালা ২০২১ অনুযায়ী অ‌বিল‌ম্বে ব‌্যাটা‌রিচা‌লিত যানবাহ‌নের বিআর‌টিএ কতৃক বৈধ লাই‌সেন্স দাও এবং লাই‌সেন্স নি‌য়ে চাঁদাবাজী ও প্রতারণা ব‌ন্ধের দাবী‌তে বি‌ক্ষোভ সমা‌বেশ হ‌য়ে‌ছে ব‌রিশা‌লে। সোমবার সকাল সা‌ড়ে ১০টায় নগরীর অ‌শ্বিনী কুমার হ‌লের সাম‌নে সড়ক অব‌রোধ ক‌রে এই বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে ব‌্যাটা‌রিচা‌লিত রিক্সা ভ‌্যান ই‌জিবাইক চালক সংগ্রাম প‌রিষদ ও বাংলা‌দেশ সমাজতা‌ন্ত্রিক দল। এ‌তে শত শত ব‌্যাটা‌রিচা‌লিত রিক্সা, ভ‌্যান ও ই‌জিবাইক চালক অংশগ্রহণ ক‌রে। বাংলা‌দেশ সমাজতা‌ন্ত্রিক দল ব‌রিশাল জেলা শাখার সদস‌্য সচিব ডা: মনীষা চক্রবর্তী ব‌লেন, বরিশালের কাশিপুর, পলাশপুর, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের হুমকি ও হামলা করা হ‌চ্ছে প্রতি‌নিয়ত। ক্ষমকাসীণ দ‌লের লোকজন শ্রমিক‌দের বি‌চ্ছিন্ন কর‌তে এমনটা কর‌ছে। রোববার দুপুরে বিআর‌টিএ থেকে বৈধ লাইসেন্সের দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রচার চলছিল। লোহার পোল এলাকায় প্রচারণা চালানোর সময় চাঁদাবাজী মামলার আসামি আফজাল মজুমদার, লতিফ শিকদার লেদু, কালামসহ ১০ জন বাসদের শ্রমিক নেতা মহসিন, রুবেল ও মোকছেদের উপর হামলা চালায়। পরবর্তীতে বিকালে নতুন বাজার,পলাশপুর সহ বি‌ভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হুমকি দিয়েছে। পাশাপা‌শি গত দুইদিন ধরে কাশিপুর, কালিজিরা ও সাগরদি এলাকায় স্থানীয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বাসদের শ্রমিকনেতাদের নানাভাবে হুমকি দিচ্ছে। মনীষা ব‌লেন, খে‌টে খাওয়া মানুষ‌দের নির্যাতন ক‌রে লাভ নেই। সড়ক ও সেতু মন্ত্রণাল‌য়ের নী‌তিমালা অনুযায়ী যখন ব‌্যাটা‌রিচা‌লিত যানবাহন বৈধ সে‌হেতু্ এসব যানবাহ‌নে অ‌বিল‌ম্বে লাই‌সেন্স দেয়ার দাবী জানা‌চ্ছি। এসময় নগরীর গুরুত্বপূর্ণ প‌য়েন্টগু‌লো‌তে পা‌র্কিং স্ট‌্যান্ড নির্ধারণ ও জলাবদ্ধতা নিরস‌নে খাল, ড্রেণ ও ভাঙা সড়ক সংস্কা‌রের দাবী জানা‌নো হয়। সমা‌বে‌শে বি‌ভিন্ন স্ত‌রের নেতাকর্মীরা বক্তব‌্য রা‌খেন। সমা‌বেশ শে‌ষে বিআর‌টিএ বরাবর স্মারক‌লি‌পি প্রদান করা হয়।

ফের ইভ্যালির এমডিসহ তিনজনের গ্রেপ্তারে পরোয়ানা

ডেস্ক রিপোর্ট:

চেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান এই আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল ওয়ারেজ এনটিভি অনলাইনকে এ বিষয়ে নিশ্চিত করে বলেন, মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আসামিরা হলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও অ্যাডমিন মো. হাসান।

নথি থেকে জানা হছে, বাদী আবদুল আহাদকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ১৫ লাখ ও ১০ লাখ টাকার দুটি চেক দেন। বাদী চেক দুটি নগদায়নের জন্য ধামরাই উপজেলার কালামপুর শাখার ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এ উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট ক্লোজ/ব্লক উল্লেখ করে চেক দুটি ডিজঅনার স্লিপসহ ফেরত দেন। এই ঘটনায় বাদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা দায়ের করেন। মামলার পরে আদালত থেকে সমন জারি করা হলে আসামিরা আদালতে না আসায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।