বার কাউন্সিলের ফল প্রকাশ

বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্ত উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৭২ জন। ফলে তারা সংশ্লিষ্ট আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন।

আজ শনিবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম। এর আগে উত্তীর্ণরা মৌখিক, লিখিত এবং এমসিকিউ- এই তিন ধাপে পরীক্ষা দেন।

বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন

বরিশাল অফিস:
বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরীর রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ফিতা কেটে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
এ-সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ হাওলাদার ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি মীর আমিন উদ্দিন মোহন, বিসিসি’র ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহম্মেদ, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন প্রমুখ।