মুয়াজ্জিন আবশ্যক

বাইতুল ফালাহ জামে মসজিদ, নিউ সার্কুলার রোড, ১৫ নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল এর জন্য একজন মুয়াজ্জিন নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ০৮.১০.২০২১ তারিখ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় ( বাদ আসর) পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদও অভিজ্ঞতা সংক্রান্ত প্রত্যায়ন পত্রসহ স্বশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
                           এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ
              সভাপতি, বাইতুল ফালাহ জামে মসজিদ
                         নিউ সার্কুলার রোড, বরিশাল।
                         ০১৭২০৪৯৪৪৫৪।

হিজলায় যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

বরিশাল:
বরিশালের হিজলা উপজেলার যুবতীকে ধর্ষণের চেষ্টা মামলার আসামি স্থানীয় সন্ত্রাসী মনির বহিনির অন্যতম সদস্য সিরাজ সরদারকে (২৪) উপজেলার জোনা মার্কেট থেকে গ্রেফতার করছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সিরাজ কাজিরহাট থানার ভোংগা মিয়ার হাটের মোবারক সরদারের পুত্র। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পত্তনীভাঙ্গা গ্রামে সোহেল হাওলাদারের মেয়ে মুক্তা আক্তারকে (১৯) ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হতদরিদ্র মা সান্তনা বেগম অন্যের বাসায় ঝিঁয়ের কাজ করেন। এ সুযোগে সিরাজ মুক্তা আক্তারের বাড়িতে গিয়ে পানি খাওয়ার কথা বলে খালি ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে মুক্তাকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মুখচেপে ধরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে ভয় দেখায়। লম্পটের হাত থেকে বাঁচার চেষ্টা করলে, ধস্তাধস্তির একপর্যায়ে মুক্তার হাতে আঘাত লাগে বলে দাবী করেন তার মা।
মেয়ের মা সান্তনা বেগম বলেন, থানায় অভিযোগ করায় স্থানীয় সন্ত্রাসী মনির বাহিনির লোকজন ক্ষিপ্ত হয়ে আমাদেরকে সকাল থেকে দুপুর পর্যন্ত গৃহবন্দী করে রাখে এবং জাীবনে শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে থানাকে অবগত করলে, হিজলা ও কাজিরহাট থানার পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল বেপারি বলেন, বিষটি মেয়ের মা আমাকে জানিয়েছেন। মেয়েটা আমার ওয়ার্ডের বাসিন্দা কিন্তু ছেলের বাড়ি অন্য থানায় তবে ঘটনাটি দুঃখজনক।
এ ব্যাপারে জানতে চাইলে হিজলা থানা এসআই মো. মনিরুজ্জামান বলেন, শুক্রবার ভিক্টিম মুক্তা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। অভিযোগ পেয়ে আসামি সিরাজ সরদারকে গ্রেফতার করা হয়েছে।

বরিশালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরিশাল শেবাচিমেই উৎপাদিত হবে অক্সিজেন

বরিশাল:
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অক্সিজেন ক্রয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে। এবার হাসপাতালেই উৎপাদন করা হবে অক্সিজেন। আধুনিক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটরের মাধ্যমে উৎপাদিত হবে চাহিদার অক্সিজেন। এতে অক্সিজেন সংকটে আর কোন রোগীর চিকিৎসা সেবা বন্ধ থাকবে না। ঘটবে না করুন মৃত্যুর ঘটনা। এমনকি ঠিকাদারী প্রতিষ্ঠানের সিন্ডিকেট থেকেও মুক্তি পাবে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বছরের মধ্যেই হাসপাতালে অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা গ্রহনসহ রোগীদের মাঝে সরবারহ করার কার্যক্রমও শুরু করা হবে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়মে সমন্বিত কোভিড ব্যবস্থাপনা বরিশাল মডেল বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, খুব স্বল্প সময়ের মধ্যে পাল্টে যাবে বরিশালের স্বাস্থ্য সেবার দৃশ্যপট। চিকিৎসা সেবা নিতে আগ্রহের কেন্দ্র বিন্দুতে থাকবে সরকারী হাসপাতালগুলে। জনবল, অবকাঠামোগত উন্নয়ন, যন্ত্রাংশসহ সব কিছুতে থাকবে পরিপূর্নতা। চিকিৎসা সেবা ব্যবস্থা উন্নত ও আধুনিকায়ন করা হবে। দেশের মানুষ সরকারী হাসপাতালে সেবার মান নিয়ে যে ভ্রান্ত ধারনা পোষন করে আসছে সেই ধারনাও পাল্টে দেওয়া হবে। সরকার এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। যা ইতোমধ্যে অনেক ক্ষেত্রে জনগনের কাছে দৃশ্যমান হয়েছে।
তিনি বলেন, দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে সরকারী চিকিৎসা সেবা ব্যবস্থায় ও মানে আমূল পরিবর্তন ঘটানো হবে। স্বাস্থ্য সেক্টর থেকে মুছে ফেলা হবে সংকট নামক শব্দটি। এক্ষেত্রে বরিশাল বিভাগকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও খুব স্বল্প সময়ের মধ্যে শেবাচিম হাসপাতালে এক হাজার শয্যার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রদানের ব্যবস্থা করা হবে।
বরিশাল বিভাগীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এর যৌথ উদ্যোগে ইউনিসেফ এর সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। এসময় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, বরিশাল রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক এস এম আক্তারুজ্জামান, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, বরিশাল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এম.ডি. আব্দুস সালাম, ইউনিসেফ বাংলাদেশের চীফ, হেলথ সেকশন সান জানা ভার্দওয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন ছয় জেলার জেলা প্রশাসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, পৌরসভার মেয়র, চেয়ারম্যান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্যরাসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বাস্থ্য সচিব শুক্রবার সকালে তিনদিনের সরকারী সফরে নিজ জেলা বরিশালে আসেন। ঐদিন তিনি গৌরনদী উপজেলা হাসপাতাল পরিদর্শন করেন। পরে শেবাচিম হাসপাতাল পরিদর্শন করেন। সফরের শেষদিন আজ রবিবার সকালে সচিব পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন।

অনিয়মের অভিযোগ নিয়োগ পরীক্ষা স্থগিত

আমতলী প্রতিনিধি।
নিয়োগ পরীক্ষায় ঘুষ বানিজ্য ও অনিয়মের অভিযোগ আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। শনিবার সকালে এ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। নিয়োগ পরীক্ষা স্থগিত খবরে এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরে এসেছে।
জানাগেছে, আমতলী উপজেলার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী, অফিস সহায়ক ও আয়া পদ শুন্য রয়েছে। ওই তিন পদে জনবল নিয়োগের জন্য প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান গত আগষ্ট মাসে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। ওই তিন পদে ১৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে আয়া পদে ৫ জন, নিরাপত্তা কর্মী পদে ৫ এবং অফিস সহায়ক পদে ৭ জন আবেদন করেন। ওই বিজ্ঞপ্তি মোতাবেক শনিবার বরগুনা জেলা স্কুল মিলনায়তনে নিয়োগ পরীক্ষার আহবান করা হয়। অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান মন্টু তিন পদে তিন প্রার্থী মোঃ কামরুল হাসান জিকু, খাজিদা বেগম ও মোঃ রুবেলের নিকট থেকে ২৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। তিন প্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়ে তরিগরি করে নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ সম্পন্ন করতে চাচ্ছেন প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এছাড়াও নিয়োগ পরীক্ষায় আবেদনকারী মোঃ আল আমিন, মোঃ বেল্লাল তালুকদার ও কাওসার মিয়া নিয়োগ পরীক্ষা অংশগ্রহনের জন্য নিয়োগ কার্ড দেয়া হয়নি। শনিবার বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের কাছে ঘুষ বানিজ্য ও নিয়োড় পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে ওই তিন প্রার্থী আভিযোগ দেন। তিন প্রার্থীও অভিযোগের প্রেক্ষিতে বরগুনা জেলা প্রশাসক নিয়োগ পরীক্ষা স্থগিত করে দিয়েছেন।
বরগুনা জেলা স্কুলের প্রধান শিক্ষক ডিজির প্রতিনিধি মোঃ আবুল কালাম বলেন, অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

গৌরনদীতে মাষ্টার মোবারক হোসেন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন

গৌরনদী প্রতিনিধি:
গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের আদর্শবান প্রায়াত সাবেক শিক্ষক মাষ্টার মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে মাষ্টার মোবারক হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২১র ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন শনিবার অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির আহবায়ক আকবর আলী বলেন, মাষ্টার মোবারক হোসেন স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্টে ১৫টি দল অংশ নেন। জুয়েল স্মৃতি সংসদ একাদশ ও আসাদুল হক একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জুয়েল স্মৃতি সংসদ একাদশকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন আসাদুল একাদশ। টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন মোঃ রুবেল। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন রেজাউল করিম। আকবর আলী আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলাধূলায় আকৃষ্ট করতে হবে। এলাকায় ক্রীড়ামোদীদের নিয়ে খেলা ধূলার আয়োজন আগামিতে অব্যহত থাকবে। উল্লেখ মাষ্টার মোবারক আলী পাকিস্তান আমলে কোলকাতা থেকে এন্ট্রাস পাশ করে নিজ এলাকায় ফিরে এসে ধানডোবা গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করতে শিক্ষকতা পেশায় যোগাদান করেন। ২০০৫ সালে তিনি ইন্তেকাল করেন। বাবার আদর্শকে ধারন করে এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চান তারই সুযোগ্য উত্তরসুরী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মিজানুর রহমান।

ধানডোবা মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এইচ.এম, আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শবান প্রায়াত শিক্ষক মাষ্টার মোবারক হোসেনের সুযোগ্য উত্তরসুরী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, বার্থী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ খোকন হাওলাদার, ৭নং ওয়ার্ডের মোঃ শিমুল সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাব হাওলাদার, শিক্ষক মোঃ জাকির হোসেন হাওলাদার, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ নুর আলম প্যাদা, যুবলীগ নেতা মোঃ রমজান আলী হাওলাদার, সাবেক সরকারি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, স্থানীয় সমাজ সেবক মোঃ বাদশা মোল্লা। বক্তব্য রাখেন আয়োজন কমিটির সদস্য এইচ,এম নাসির উদ্দিন, মোকলেস হাওলাদার, হাসনাত হাওলাদার, রবিউল ইসলাম, বাবুল হাওলাদার, মোজাম্মেল হাওলাদার, শামীম হাওলাদার, গোলাম মাওলা প্রমুখ।

আমতলী ও তালতলীতে সারের জন্য হাহাকার। কৃষক হন্য হয়ে খুঁজেও সার পাচ্ছে না

আমতলী প্রতিনিধি।
আমতলী ও তালতলী উপজেলার সারের জন্য হাহাকার করছে কৃষকরা। গত ৭ দিন ধরে দু’উপজেলা থেকে সার উধাও। সার না পেয়ে হন্য হয়ে ঘুরছে কৃষকরা। কৃষকরা বলেন, জমিতে সার না দেওয়ায় রোপা আমনের চারা নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত সার সরবরাহের দাবী জানিয়েছেন কৃষকরা।
জানাগেছে, আমতলী ও তালতলী উপজেলায় আমনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩৯ হাজার ৭’শ ৯০ হেক্টর জমি। এর মধ্যে আমতলীতে ২৩ হাজার ৫০০ হেক্টর এবং তালতলীতে ১৬ হাজার ২’শ ৯০ হেক্টর। গত ১৫ দিন পুর্বে জমিতে আমনের চারা রোপন শেষ হয়েছে। ওই জমির উর্বরতা বৃদ্ধিতে দুই উপজেলায় ১ হাজার ৩’শ ৮৭ মেট্রিক টন ইউরিয়া সার প্রয়োজন। কিন্তু গত সাত দিন ধরে আমতলী ও তালতলী উপজেলার ইউরিয়া সার নেই। সার না পেয়ে কৃষকরা হন্য হয়ে গ্রাম থেকে গ্রামান্তর ও শহরে সারের দোকানগুলোতে খুজে বেড়াচ্ছেন। সার না পেয়ে কৃষকরা খালী হাতে বাড়ী ফিরে যাচ্ছেন। কৃষকরা বলেন, জমিতে সার প্রয়োগ করতে না পারায় জমির উর্বরতা কমে রোপা আমন ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত জমিতে সার দিতে না পারলে খুবই সমস্যা হয়ে বলে জানান তারা। এদিকে তীব্র সার সংকটের মধ্যেও তালুকদার স্টোরের মালিক মোঃ মৃনাল তালুকদার চরা মুল্যে সার বিক্রি করছেন। তিনি প্রতি কেজি সারের দাম নিচ্ছেন ২০ টাকা। ৫০ কেজির এক বস্তা সার বিক্রি করছেন এক হাজার টাকায়।
তালুকদার স্টোরের মালিক মৃণাল তালুকদার বলেন, শ্রমিকরা কয়েক বস্তা সার দিয়েছিল। ওই সার বেশী মুল্যে ক্রয় করেছি আবার বেশী মুল্যে বিক্রি করছি।
খোজ নিয়ে জানাগেছে,আমতলীতে ৮ জন বিসিআইসি ও ৭২ জন খুচরা এবং তালতলী ৭ জন বিসিআইসি ডিলার রয়েছে। বিসিআইসি ডিলারগত ০১ সেপ্টেম্বর টাকা জমা দিলেও গত ২৫ দিনের সার পায়নি। সার না পাওয়ায় তারা কৃষকদের সার দিতে পারছে না এমন দাবী বিসিআইসি সার ডিলার মোঃ মহিউদ্দিন মিয়ার।
শনিবার আমতলী ও তালতলী উপজেলার খোজ নিয়ে জানাগেছে, বিসিআইসি ও খুচরা ডিলারদের কাছে কোন সার নেই। তারা কৃষকদের সার দিতে পারছেন না। কৃষকরা দলে দলে সার নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন।
হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের ফারুক গাজী বলেন, জমিতে চার বস্তা সারের প্রয়োজন। কিন্তু হলদিয়া ইউনিয়নের সার ডিলারের কাছে সার পাইনি। নিরুপায় হয়ে আমতলী উপজেলা শহরের এসেছি। এখানের সকল দোকান ঘুরেও সার পেলাম না। সার না পেয়ে খালী হাতে ফিরে যাচ্ছি। গত ১৫ দিনেও জমিতে এক মুঠো সার দিতে পারিনি।
আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের নয়া মিয়া সরদার বলেন, দুই বস্তা সারের জন্য আমতলী পৌর শহরে হন্য হয়ে খুঁজেও পাইনি। তিনি আরো বলেন, তালুকদার স্টোরে কিছু সার আছে। ওই সার অনেক বেশী মুল্যে বিক্রি করছেন দোকান মালিক মৃণাল তালুকদার।
একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাহবুব হাওলাদার বলেন, আমতলী ইউনিয়নের সকল দোকান ও পৌর শহরের দোকানে খুজেও সার পাইনি।
মহিষডাঙ্গা গ্রামের কিশোর ও জলিল বলেন, পৌর শহরের সকল দোকানে ঘুরেও সার পাইনি। কি করবো ভেবে পাচ্ছি না? জমিতে সার দিতে না পারলে রোপা আমনের চারা নষ্ট হয়ে যাবে।
আমতলী পৌরসভার আরিফ স্টোরের মালিক গনি বেপারী বলেন, বিসিআইসি ডিলাররা সার দিতে পারছে না। তাই সার বিক্রি বন্ধ করে দিয়েছি। কৃষকরা দোকানে এসে ঘুরে যাচ্ছেন। দোকানে এক মুঠো সার নেই।
ইউনুস টেড্রার্সের মালিক মোঃ ইউনুস মিয়া বলেন, গত সার দিন ধরে আমতলীতে সার নেই। কৃষকরা হন্য হয়ে খুঁজেও সার পাচ্ছে না।
তালতলী উপজেলার বিসিআইসি ডিলার মোঃ খলিলুর রহমান বলেন, এক মাস পুর্বে টাকা জমা দিয়েও সার পাইনি। কৃষকের যন্ত্রনায় আর টিকতে পারছি না। দ্রুত সার সরবরাহের দাবী জানান তিনি।
আমতলী পৌরসভার বিসিআইসি ডিলার মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, সেপ্টেম্বর মাসে ২৫৮ মেট্রিকটন বরাদ্দ সারের মাত্র ২০ টন পেয়েছি। এই সার দিয়ে কৃষকদের সামাল দেয়া সম্ভব হচ্ছে। কৃষকরা দোকানে আসলে দোকান বন্ধ করে যেতে হয়। তিনি আরো বলেন, গত ১ সেপ্টেম্বর সারের টাকা ব্যাংকে জমা দিয়েছি। কিন্তু ২৫ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো সার পায়নি।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, বরিশাল বাফার কর্তৃপক্ষ সার সরবরাহ করছে না। ফলে আমতলী ও তালতলীতে সার নেই। দ্রুত সময়ের মধ্যে কৃষকদের কাছে সার সরবরাহ চেষ্টা করছি।
সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বলেন, বরিশাল বাফার গুদামে খোজ খবর নিয়ে দ্রুত কৃষকদের মাঝে সার সরবরাহ নিশ্চিত করা হবে।
ডেপুটি চিফ বাফার ইনচার্জ বরিশাল আব্দুর রহিম খন্দকার বলেন, আমতলীর গত আগস্ট মাসের ৪’শ ৫০ মেট্রিক টন ও সেপ্টেম্বর মাসের ১’শ ২৫ মেট্রিক টন এবং তালতলীর ১’শ ১৪ মেট্রিক টন সার সরবরাহ করা হয়েছে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে আমতলীর ও তালতলীর চাহিদা মাফিক সার সরবরাহ করা হবে।

রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফেঁসে শিশু নিহত

আমতলী প্রতিনিধি।
১০ বছরের শিশু মোস্তাফিজুর রহমান তুহিন ঘরে একা রশি নিয়ে খেলছিল। ওই রশি গলায় পেচিয়ে শিশু তুহিন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া গ্রামে।
জানাগেছে, উপজেলার ছাতনপাড়া গ্রামের মোতালেব হোসেন লিটনের ছেলে তালতলী মদিনাতুল উলুম মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র মোঃ মোস্তাফিজুর রহমান তুহিন ঘরে অব্যহহৃত ট্রাউজারের রশি নিয়ে খেলতেছিল। ওই রশি শিশু তুহিনের গলায় ফেঁসে যায়। এ সময় ঘরে কেউ ছিল না। মা রেবা বেগম বাহিরে কাজ করছিল। শিশুর সারা শব্দ না পেয়ে মা রেবা বেগম ঘরে এসে শিশুটিকে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পায়। পরে তিনি শিশুটির গলা থেকে রশি খুলে ফেলেন। তাৎক্ষনিক শিশুটিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ দীলিপ রায় শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ তদন্ত শেষে পরিবারের দাবীর প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহত শিশু মোস্তাফিজুর রহমান তুহিনের মা রেবা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, ছেলে ছুটিতে মাদ্রাসা থেকে গতকাল বাড়ীতে আসে। শুক্রবার রাতে ঘরে একা অব্যবহৃত ট্রাউজারের রশি নিয়ে খেলতেছিল। ওই ট্রাউজারের রশি গলায় পেচিয়ে মারা গেছে।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দীলিপ রায় বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে। শিশুটির গলায় রশি পেচানোর চিহৃ রয়েছে।
তালতলী থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে।

জাল তুলতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

আমতলী প্রতিনিধি:
জাল তুলতে গিয়ে বজ্রপাতে মোঃ আনোয়ার হোসেন মৃধা নামের এক জেলে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সকালে তালতলী উপজেলার হুলাটানা গ্রামে ।
জানাগেছে, উপজেলার হুলাটানা গ্রামের মোঃ আনোয়ার হোসেন মৃধা (৪৫) বুছনা জাল ফেলে জীবিকা নির্বাহ করে আসছে। শনিবার সকালে ওই জাল তুলতে বাড়ীর উত্তর পাশে ডাঙ্গায় যায়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। তার বাড়ী ফিরতে বিলম্ব হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা ডাঙ্গায় গিয়ে তার ঝলসানো মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের বাবা কামাল মৃধা কান্নাজনিত কন্ঠে বলেন, আমার ছেলে আনোয়ার বুছনা জাল তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে।
তালতলী থানায় ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বলেন, বজ্রপাতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা দেয়া হবে।

‘এখানে নয়-ছয় করার সুযোগ নেই’

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি পরিষ্কার বলে দিতে চাই, শতভাগ স্বচ্ছতার সঙ্গে সব প্রকল্পের নির্মাণ কাজ শেষ করা হবে। এখানে কোনো নয়-ছয় করার সুযোগ নেই।’

আজ শনিবার আশুলিয়ায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ‘স্ট্যাটিক লোড টেস্ট’ এর জন্য পাইলট পাইল বোরিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘২০২৬ সালের জুনের মধ্যে শেষ হবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ঢাকার এই দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রকল্পের লোনচুক্তি সম্পন্ন হবে। আমাদের তহবিল সংক্রান্ত কোনো সমস্যা নেই।’

 

তিনি বলেন, ‘বর্তমানে যে রাস্তাটি আছে, এটা যেভাবে আছে থাকুক। অনেক মানুষ বিকল্প পথ হিসেবে এটি ব্যবহার করে। এখানে মানুষের যেন ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। রাস্তা যেন ব্যবহারের উপযোগী থাকে।’

অনুষ্ঠানে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খান, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিনসহ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিল বাংলাদেশ

নতুন সদস্য রাষ্ট্র হিসেবে দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) বোর্ড অব গভর্নরসের সভায় অনুমোদিত হয়েছে বাংলাদেশের যোগদান।

আজ শনিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২০ আগস্টের সভায় অনুমোদন পেলেও ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্রাজিল সরকারের কাছে ইন্সট্রুমেন্ট অব একসেশন দাখিল করে বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর থেকে ব্যাংকটিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়েছে। এনডিবির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো এক বার্তায় বিষয়টি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে জানিয়েছেন।’

২০১৫ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যাক্ষর নিয়ে গঠিত ব্রিকস জোট এই ব্যাংকটি প্রতিষ্ঠা করে। বাংলাদেশের যোগদান নিশ্চিত হওয়ার মাধ্যমে এ ব্যাংকে জোটের বাইরে এবারই প্রথম কোনো দেশ ব্যাংকটির সদস্যপদ লাভ করল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈদেশিক সহায়তার চাহিদা বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে এনডিবিতে যোগদানের বিষয়টি উভয়ের জন্য লাভজনক হবে। উন্নয়নকে টেকসই করতে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে এনডিবির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।