দুই কিশোরকে বাঁচালেন ট্যুরিস্ট পুলিশ

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে সাঁতার কাটছিল মোস্তাফিজুর রহমান (১৩) ও বাইজিদ (১৭) নামে দুই কিশোর। হঠাৎ করে জোয়ারের স্রোত ভাসিয়ে নিয়ে যায় তাদের। তারা হাত উঁচু করে সাহায্য চায়, বাচাঁও বাচাঁও বলে চিৎকার করে।

বিষয়টি সৈকতে অবস্থানরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের কানে ভেসে আসে। এসময় কুয়াকাটা জিরো পয়েন্টে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ এসআই জুয়েলসহ চার পুলিশ সদস্য ওয়াটার বাইক নিয়ে তাদের উদ্ধার করেন। মঙ্গলবার দুপুরের দিকে কুয়াকাটায় এমন ঘটনা ঘটেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত কিশোর মোস্তাফিজুর রহমানের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার নারকেল বাড়িয়া এলাকায়। এছাড়া অপর কিশোর বাইজিদের (১৭)  বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। সোমবার সকালে তারা বন্ধুদের সাথে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।

 

কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি এএম মিজানুর রহমান বুলেট বলেন, ঝুঁকি নিয়ে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা এ কাজটি করেছে। ফলে দুই পর্যটক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এজন্য ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানাই।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। এছাড়া জোয়ার ভাটার সময় মাইকিং করে পর্যটকদের সতর্ক করাসহ যেকোনো বিপদ থেকে পর্যটকদের নিরাপত্তায় সর্বদা কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৩৭৬

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৭৬  জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩১৩ জনে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন। ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ।

বরিশালে পুলিশের ৭ কৃতি সন্তানকে মেধাবৃত্তি প্রদান

বরিশাল রেঞ্জে কর্মরত পুলিশের ৭ জন কৃতি সন্তানকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০ প্রদান করা হয়েছে। বুধবার নগরীর কাশীপুরে ডিআইজি কার্যালয়ে এক অনুষ্ঠানে বিগত এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ৭ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি ক্রেস্ট, একটি সন্মাননা পত্র এবং নগদ ১৫ হাজার করে টাকা দেয়া হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পুলিশের মেধাবী সন্তানদের এই মেধাবৃত্তি প্রদান করে। মেধাবৃত্তি প্রাপ্ত ৭ জন অনুষ্ঠানে বলেন, এই প্রাপ্তি তাদের আরও আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে। তবে তারা সবাই তাদের পুলিশ পিতাকে প্রতিদিন দেখার জন্য পরিবারের কাছে পোস্টিং চেয়েছেন।

শিক্ষার্থীদের দাবির জবাবে রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন। তবে এই শিক্ষার্থীরা বড় হয়ে যেন তাদের পিতাকে তাদের কাছে রাখেন এবং শ্রদ্ধা-যত্ন করেন সেই উপদেশ দেন ডিআইজি। অনুষ্ঠানে রেঞ্জ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আরিফুর রহমান আরিফ।।
ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিষখালী নদীতে অজ্ঞাত ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ৮-১০ দিন আগে এই যুবকের মৃত্যু হয়েছে বলে সুরতহাল রিপোর্ট শেষে জানিয়েছে পুলিশ। মৃতদেহের শরীর ও মুখমন্ডল পঁচে ফুলে উঠেছে। এখনো তাঁর নাম পরিচয় মেলেনি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।