বরিশালে চাকরির প্রলোভনে ভাতিজিকে যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, থানায় মামলা

শামীম আহমেদ, ॥

বরিশালে চাকরি দেওয়ার কথা বলে আপন ভাইয়ের মেয়েকে ঢাকায় নিয়ে যৌনপল্লিতে দুই লাখ টাকায় বিক্রির অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে বরিশাল মেট্রো পলিটন বন্দর থানায় মামলাটি দায়ের করে নির্যাতনের শিকার ১৮ বছর বয়সী ওই তরুণী।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি জানান, ওই তরুণী তার ফুফু, ফুফা ও চাচার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। আমরা তা আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করেছি। মামলা তদন্ত সাপেক্ষে এর সঙ্গে আরও যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্যাতনের শিকার ওই তরুণী জানান, ১৪ মাস আগে ওই তরুণীর বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের কারণে বিয়ের দুই মাসের মধ্যে তাদের বিবাহবেচ্ছেদ হয়। কিন্তু তার বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ফুফু, ফুফা এবং চাচা তাকে চাকরির প্রলোভন দেখিয়ে ৯ মাস আগে ঢাকায় নিয়ে যায়। সেখানে জুরাইন শনিরআখড়ার ভাড়া বাসায় রাখেন।

ওই তরুণী অভিযোগ করে বলেন, চাকরির কথা বলে ঢাকায় নিলেও সেখানে গিয়ে দেখি, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত অনেক ছেলে-মেয়ে বাসায় আসা যাওয়া করে। কয়েকদিন পর ফুফু ও ফুফা মিলে আমাকে দেহ ব্যবসায় বাধ্য করেন। আমি তাতে বাধা দিলে তারা মারধর করেন। গলা চেপে, মাথা দেয়ালের সঙ্গে আঘাত করে নির্যাতন চালায়।

এভাবে দীর্ঘ পাঁচ মাস সেখানে একটি কক্ষে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করায়। তখন মা-বাবার সঙ্গে মোবাইলে কথা বলতে দিত না। যদিও বলতে দিত তাহলে তাদের শেখানো কথা বলতে হতো। সারাক্ষণ ফুফু পাশে থাকতেন।

চার মাস আগে তাকে অন্য আরেকজনের কাছে দুই লাখ টাকায় বিক্রি করে দেন। সেখানে কিছু দিন থাকার পর এক নারীর সহায়তায় পালিয়ে বরিশাল বন্দর থানার নিজ বাড়িতে ফিরে আসেন।

ওই তরুণীর বাবা বলেন, মেয়ে বাড়িতে ফিরে আসার পর আমার বোন, জামাই এবং ভাই আমাকে তাদের বাড়িতে নিয়ে আটকে রাখে। তবে স্থানীয়দের সহায়তায় আমি মুক্তি পাই। আমার ভাই বলে, সাক্ষীকে মেরে ফেলতে হবে। মেয়েকে জীবিত রাখলে আমরা বিচার চাইব। এ জন্য তাকে মেরে ফেলা উচিত। আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার কঠিন বিচার চাই।

তরুণীর মা বলেন, ফুফু হয়েও ভাইয়ের মেয়েকে যৌনপল্লিতে বিক্রি করে দেবে এটা বুঝতে পারিনি। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা আমার আপন দুই ননদকেও বিক্রি করে দিয়েছে। তাদের দেশের বাইরে পাচার করে দিয়েছে। সেখানে জীবন বাঁচাতে তারা পুলিশের হাতে ধরা দিয়েছে।

ওই তরুণীর মা আরও বলেন, তারা মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। তাদের মূল ব্যবসা হচ্ছে মানুষ বিক্রি করা এবং মেয়েদের দেহ ব্যবসায় বাধ্য করা।

ওদিকে আরও এক নারী থানায় অভিযোগ করেছেন, ওই তিনজন তার মেয়েকেও ঢাকায় নিয়ে যৌনপল্লিতে বিক্রি করার চেষ্টা করেন। কিন্তু মেয়ে কৌশলে এই চক্রের হাত থেকে পালিয়ে এসে রক্ষা পান।

যদিও অভিযুক্ত দাবি করেছেন, আমার ভাইয়ের মেয়েকে ঢাকায় নিয়ে কোনো খারাপ কাজ করায়নি। তার বাবার কাছে ট্রলার বিক্রির দুই লাখ টাকা পাব। সেই টাকা ফেরত না দেওয়ার জন্য এমন অভিযোগ করেছেন। যখনই পাওনা টাকা চাই তখনই তিনি মামলা দেওয়ার কথা বলেন।

তিনি আরও বলেন, যদি দেহ ব্যবসায় বাধ্য করে থাকি তাহলে দুই মাস আগে ঢাকা থেকে এসে থানায় মামলা দেওয়ার কথা। কিন্তু আমি ৪-৫দিন আগে বাড়ি এসে টাকা চাওয়ায় তারা থানায় মামলা দায়ের করেছেন।

শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ২ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.৭২ শতাংশ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ রোগীর মৃত্যু হয়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪৭ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৫ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৬ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ২ জন রোগীর। তাদের ১ জনের করোনা পজিটিভ এবং অপরজনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪১ জন রোগী। যা গত মধ্য মে’র পর থেকে সর্বনিম্ন।

এদিকে গত বছরের ৮ এপ্রিল শের-ই বাংলা মেডিকেল কলেজে আরটিপিসিআর ল্যাব চালুর পর গতকাল সোমবার রাতের সব শেষ রিপোর্টে সর্বনিম্ন ৩.৭২ ভাগ করোনা শনাক্ত হয়েছে। ওই দিন ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ হয়েছে।

 

এর আগে গত রবিবার রাতের রিপোর্টে শনাক্তের হার ছিল ৫ ভাগ, শনিবার ১৫.৬০ ভাগ, শুক্রবার ৯.৫৮ ভাগ, বৃহস্পতিবার ৯.৫৪ ভাগ, বুধবার ৮.৩৩ ভাগ এবং গত মঙ্গলবার ১০.৫৬ ভাগ করোনা শনাক্ত হয়।

বরগুনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিচিতি সভা

উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্র প্রদত্ত বিষয়সমূহের নাগরিকদের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষে গঠিত বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিচিতি ও উদ্বোধনী সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

পৌর ভবন আ. লতিফ মাস্টার মিলনায়তনে ফোরামের সভাপতি মো. হাসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. সোহরাব উদ্দীন খান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, মেডিকেল অফিসার ডা. ভূপেন চন্দ মন্ডল।

বরগুনা জেনারেল হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা সমস্যা, জনবল সংকট, অপরিচ্ছন্ন পরিবেশসহ সমস্যা সমাধানে নাগরিকদের করণীয় বিষয় সভায় আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, মনির হোসেন কামাল, মুশফিক আরিফ, হোসনেয়ারা, হেদায়েত উল্লাহ প্রমূখ।

আগামী ২৭ সেপ্টেম্বরের পর খুলছে বিশ্ববিদ্যালয়

দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করোনাভাইরাস প্রতিরোধী টিকার জন্য রেজিস্ট্রেশন আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে । এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর থেকে দেশের স্কুল-কলেজগুলো খুলে দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে একযোগে শুরু হয়েছে সশরীরে পাঠদান কর্মসূচি।