জেলা প্রশাসকের উদ্যোগে ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে হ্যান্ড মাইক বিতরণ

বরিশাল প্রতিনিধি :
বরিশাল শহরের ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনের সহযোগিতায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিদিন দুপুরে ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ করে আসছে। এছাড়া করোনা প্রতিরোধে বরিশাল নগরীতে প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি সচেতনতা সৃষ্টির কাজ করেন।
আজ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসন ও ইউনিসেফ এর আয়োজনে  নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর উদ্যোগে ইউনিসেফ বরিশাল এর সহযোগিতায় ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে হ্যান্ড মাইক বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ চীফ বরিশাল এএইচ তৌফিক আহমেদ।
 এসম আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি মোঃ নাজমূল হুদাসহ ইউনিসেফ এর সদস্য ও ১০ টি সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা সংগঠনের সভাপতির হাতে হ্যান্ড মাইক এবং ইউনিসেফের তথ্য বহুল বিভিন্ন প্রকাশনা তুলে দেন। এসময় ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসন ও ইউনিসেফ এই ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে ইয়ুথ এঙ্গেজমেন্ট ফর কোভিট রেসপন্স নামের একটি প্লাটফর্মে কাজ করবে। সংগঠনগুলো হচ্ছে-এসএনডিসি, লাল সবুজ সোসাইটি, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব, হাসিমুখ পরিবার, মানবী, ইয়ূথ প্ল্যান ফর সোসাইটি, সহচরী, উচ্ছ্বাস, অসহায় মানুষের পাশে এবং আহার।

বিসিসি ২৮ নং ওয়ার্ড নির্বাচনে ঋন খেলাপির দায়ে কাউন্সিলর প্রার্থী হুমায়ুনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) যাছাই বাছাই সম্পন্ন হয়েছে। যাছাই-বাছাইয়ে বিএনপির প্রার্থী মো: হুমায়ুন কবির এর মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ২৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সূত্র বলছে, জনতা ব্যাংক কর্পোরেট শাখায় বিএনপির প্রার্থী হুমায়ুন কবিরের ৩ কোটি ৮৬ লাখ টাকা ঋন খেলাপির দায়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা তৌহিদুল ইসলাম নির্বাচন কমিশনে ঋন খেলাপির বিষয়টি অবগত করেন। এছাড়া হুমায়ুন কবির কৃষি ব্যাংকে ঋন খেলাপি রয়েছে। মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের খবর পেয়ে কৃষি ব্যাংকের এক কর্মকর্তা সেখানে যায়। কৃষি ব্যাংক কর্মকর্তার আসার বিষয়টি টের পেয়ে হুমায়ুন কবির কৌশলে তাকে নিয়ে গোপনস্থানে নিয়ে যায়। অত:পর কৃষি ব্যাংকের ওই কর্মকর্তার সঙ্গে গোপন বুনিবনার দেনদরবারের মাধ্যমে নির্বাচন কমিশন থেকে পাঠিয়ে দেন। এছাড়া বিএনপির প্রার্থী হুমায়ুন কবির নির্বাচন কমিশনে যে স্থায়ী ঠিকানার তথ্য দিয়েছে, তাও সঠিক নয়। স্থানীয়রা জানায়, হুমায়ুন কবির ২৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নন। তিনি কমিশনে যে ঠিকানা দিয়েছে, সেখানে তিনি থাকছেন না। এই হুমায়ুন কবির বসবাস করছেন নগরীর বগুড়া রোডের ইডেন ক্লিনিক লাগোয়াস্থানে।
স্থানীয়দের অভিযোগ, এই হুমায়ুন কবির মূলত: জামায়াত-শিবিরের কর্মকান্ডের সঙ্গে সম্পূক্ত। জামায়াত-শিবিরের বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ডে তিনি অর্থের যোগানসহ বিভিন্নভাবে সহায়তা করছেন। স্থানীয়রা তাকে বয়কট করেছন।
একটি সূত্র জানায়, হুমায়ুন কবিরের গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জে। তার পিতার নাম ফজলে আলী। ফজলে আলীর ভাই হযরত আলীর চহৎপুর এলাকায় বিশাল সম্পত্তি ছিল। একপর্যায়ে হযরত আলী তার ভাই ফজলে আলীকে এক একর সম্পত্তি দানও করেন। পরবর্তীতে চাচা হযরত আলী মারা যাওয়ার পর ওই সম্পত্তি হুমায়ুনের নিজ নামে ডিগ্রী করে ভোগ দখল করছেন। হুমায়ুনের জালজালিয়াতির মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, এই হুমায়ুনের বিরুদ্ধে জাল জালিয়াতিতে অপরের সম্পত্তি জবর দখল করার অভিযোগ রয়েছে। এলাকায় হুমায়ুন ভূমিদস্যু হিসেবেই পরিচিত।

বরিশালে অবৈধ ৫ স্পিডবোটকে ৫০ হাজার টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি:
বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নৌ-পরিবহন অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কীর্তনখোলা নদীর ডিসি ঘাট, চরকাউয়া খেয়াঘাট সহ বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ৫ অবৈধ স্পিডবোট চালককে আটক করা হয়। এছাড়া সার্ভে এবং রেজিস্ট্রেশন বিহীন অবৈধ ড্রেজার, বালুবাহী বালহেন্ড, যাত্রীবাহী নৌযানে অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স, সনদ ও জীবনরক্ষা সাগ্রমী না থাকার দায়ে তাদেরকে ১০ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলো, রুবেল, জুয়েল, ইয়ামিন, মিরাজ ও রুবেল।
অভিযানে নেতৃত্ব দেন নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন। অভিযানে বরিশাল কোস্টগার্ড, র‌্যাব-৮ ও নৌ-পুলিশ সহায়তা করে।
নৌ পরিবহন অধিদপ্তর বরিশালের চীফ ইন্সপেক্টর মো. শফিকুর রহমান জানান, নৌ-নিরাপত্তা ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ নৌযান চলাচল বন্ধ করার জন্য সঠিক পথে সঠিক নৌযান চলাচলের জন্য এই অভিযান। সকাল থেকে ৫টি অবৈধ স্পিডবোট আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিেেস্ট্রট বদরুল হাসান লিটন বলেন, আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। এখানে আমরা ৫টি অবৈধ স্পিডবোট আটক করেছি। এছাড়া ড্রেজার, বালুবাহী বাল্কহেড, যাত্রীবাহী নৌযানে অভিযান পরিচালনা করছি। লাইসেন্স, সনদ ও জীবনরক্ষা সামগ্রী না থাকায় ৫টি নৌযানের বিরুদ্ধে আইসিও ১৯৭৬ এর ৩৩, ৫৬ ও ৬৬ ধারায় জরিমানা করা হয়েছে এবং ঐ ৫ স্পীডবোটের চালককে আটক করা হয়েছে।

বরিশালে ডেঙ্গু আক্রান্ত এক জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি:
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদী নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি বাংরাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহকারী শিক্ষা ও প্রশিক্ষণ সচিব, শায়খে চরমোনাইর সফর সঙ্গী ছেলেন। সোমবার গভীর রাতে ঢাকায় নোয়র পথে এ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করেন।
জানা গেছে, কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। সোমবার তিনি বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। রক্তের প্লাটিলেট ২০ হাজারে নেমে পড়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকার আল কারীম হাসপাতালে পৌছার পূর্বেই এ্যাম্বুলেন্সে তিনি জিকির করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পেয়ারা দিয়ে জ্যাম জেলি আমড়া দিয়ে আচার তৈরি বিষয়ক প্রশিক্ষণ

শামীম আহমেদ, ॥ প্রতিবছর বরিশাল বিভাগে ২৫ হাজার মেট্রিক টনেরও বেশী পেয়ারা উৎপাদন হলেও এর একটি অংশ সংরক্ষণের অভাবে নস্ট হয়ে যাচ্ছে। অথচ পেয়ারা দিয়ে অতিসহজেই জ্যাম জৈলি তৈরী করা সম্ভব হচ্ছে।
যা এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পুষ্টি ঘাটতি মোকাবেলায় কেমিক্যালমুক্ত ন্যাচারাল প্রোডাক্ট হিসেবে বিরাট পরিবর্তন আনতে পারে। এরমাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনসহ কেমিক্যালমুক্ত নিরাপদ ও পুষ্টিগুণ সমৃদ্ধ প্রক্রিয়াজাত খাবার গ্রহণে সাহায্য করবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র পেয়ারা দিয়ে জ্যাম জেলি ও আমড়া দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরী বিষয়ক দুইদিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উল্লেখিত কথাগুলো বলেছেন, ‘এগ্রিকালচার প্রোডাক্টস প্রসেসিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের পিআই ড. মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা।
হাতে কলমে এ ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণে বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুর অঞ্চলের ৬০ জন পেয়ারা ও আমড়া চাষী এবং কৃষাণীরা অংশগ্রহণ করেন। সোমবার সকাল থেকে দিনভর পিরোজপুরের নেছারবাদ উপজেলার আটঘর প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট গাজীপুর আয়োজিত প্রশিক্ষণে ৩০ জন পেয়ারা ও আমরা চাষী অংশগ্রহণ করেন। এরআগে রবিবার উদ্বোধনী দিনে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধণ করেন গাজীপুরের বিএআরআই পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মুহাম্মদ সামসুল আলম।
এশিয়ান ফুড এ্যান্ড এগ্রিকালচার ইনিশিয়াটিভ, এএফএসিআই, আরডিএ, কোরিয়ার অর্থায়নে পোষ্টহারভেষ্ট টেকনোলজি বিভাগ, বিএআরআই গাজীপুরেরর দুই দিনব্যাপী প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশালের রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রফিউদ্দিন ও পোস্ট হারভেস্ট বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেছেন কৃষি পন্য উদ্যোক্তা ড. তালুকদার হুমায়ুন।
বরিশাল বিজনেস ইউইমেন ফোরামের সভাপতি ড. বনলতা মুরশিদা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কৃষি ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী করতে ব্যাপক ভূমিকা রাখবে। বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু বলের, এ প্রশিক্ষণ নারীদের অর্থনৈতিক কর্মকান্ড বাড়াতে সহায়তা করবে। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে এ অঞ্চলের প্রধান অর্থনৈতিক পণ্য পেয়ারা ও আমড়া দিয়ে উৎপাদিত পন্য তৈরী হলে এই দুই ফসলের ন্যায্য দাম পাওয়া যাবে।

পালরদী নদী গ্রাস করেছে অর্ধশত বাড়িসহ দুইটি সড়ক

শামীম আহমেদ ॥ আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পরেছে বরিশাল জেলার গৌরনদী পৌরসভার নদীপাড়ের দেড় কিলোমিটার এলাকা।
নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় অর্ধশত ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা। দুইশ’বছরের প্রাচীণতম গৌরনদী বন্দর-টিকাসার-দিয়াশুর সড়কটি বহু আগেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে চরম হুমকির মুখে পরেছে চরদিয়াশুর গ্রামের ইলমে তাছাওউফ মাদ্রাসা, মসজিদ ও চরদিয়াশুর-চর রমজানপুর সড়ক। ভাঙনরোধে জরুরি ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য ভূক্তভোগিরা পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
টিকাসার গ্রামের বাসিন্দা মাদ্রাসা শিক্ষক মোশাররফ হোসেন বলেন, আমাদের পুকুর, বাড়ির সিংহভাগ ও পাশের রাস্তাটি নদীতে ভেঙে যাওয়ায় আমরা সবচেয়ে বেশি সমস্যায় পরেছি। রাস্তার সমস্যার কারণে আমাদের উল্টা পথে গৌরনদী বন্দরে যাতায়াত করতে হয়। তিনি আরও বলেন, নদী ভাঙনের কবলে পরে টিকাসার গ্রামের প্রায় ৫০টি বাড়ি-ঘর বিলীন হয়ে গেছে। এ সমস্যা দেখেও কেউ সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেননি।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি কয়েকদিন আগে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে জরুরি ভিত্তিত্বে পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানিয়েছি।

বরিশালে তক্ষকসহ দুইজন গ্রেফতার

শামীম আহমেদ ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক পাচারকালে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানে গ্রেফতারকৃতরা হলো, বাটাজোর এলাকার মান্নান সরদারের পুত্র রিপন সরদার ও গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী মহল্লার মৃত মোখলেচুর রহমানের পুত্র শহিদুল ইসলাম।
এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি সুলতান গিয়াস উদ্দিন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় বন্যপ্রানী সংরক্ষন আইনে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাটাজোর এলাকার সম্ভ্রান্ত পরিবারের এক প্রভাবশালী ব্যক্তি ওই তক্ষক গ্রেফতারকৃতদের মাধ্যমে অন্যত্র পাচার করাচ্ছিলেন।

আমতলী উপজেলা হাসপাতালে ২৫ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরন

আমতলী প্রতিনিধি।
২৫ হাজার মাস্ক ও ৪’শ ৮ পিস হ্যান্ড স্যানিটাইজার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ’এর কাছে এ স্বাস্থ্য উপকরন হস্তান্তর করেন বে-সরকারী সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না। দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা এনএসএস’র সহযোগীতায় মঙ্গলবার এ উপকরন বিতরন করা হয়।
জানাগেছে, দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা এনএসএস’র সহযোগীতায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ হাজার মাস্ক ও ৪’শ ৮ পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরনের উদ্যোগ নেয়া হয়। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ’এর কাছে এ স্বাস্থ্য উপকরন হস্তান্তর করেন বে-সরকারী সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার উত্তম দাশ, প্রোগ্রাম অফিসার মোঃ তানজিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, মোঃ জহিরুল ইসলাম ও আশুতোষ রায় প্রমুখ।

আমতলীতে ছড়িয়ে পরেছে ডেঙ্গু। দুইজন আক্রান্ত, এলাকায় আতঙ্ক

আমতলী প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলায় ডেঙ্গু ছড়িয়ে পরেছে। দুই নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গত পাঁচ দিনে ৬ জন রোগী জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত। জ্বরে আক্রান্তের মধ্যে শতকরা ৩৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরছে। দ্রুত ডেঙ্গু মশা নিধনে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানাগেছে, গত ৯ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনে জ্বর নিয়ে ৬ জন রোগী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ওই ৬ জনের ডেঙ্গু জ্বর পরীক্ষা করা হয়। এর মধ্যে জাকিয়া আক্তার ও লামিয়া নামের দুই নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। জাকিয়া বেগম গুরুতর অসুস্থ্য হয়ে পরলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জ্বরে আক্রান্ত ৬ জনের মধ্যে শতকরা বিবেচনায় ৩৩ শতাংশ ডেঙ্গু রোগী। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ কমে যাওয়ার সাথে সাথে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। এদিকে ডেঙ্গু মশা নিধনে উপজেলা প্রশাসন কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করছে না এমন অভিযোগ এলাকাবাসীর। উপজেলা পরিষদে ফগার মেশিন থাকলেও তার কোন কার্যকারীতে নেই। দ্রুত ডেঙ্গু মশা নিধনে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখাগেছে, হাসপাতালের চতুর্থ তলার ৫০১ নং কেবিনে চাওড়া চন্দ্রা গ্রামের গৃববধু লামিয়া আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মশারী খাটিয়ে শুয়ে আছে।
গৃহবধু লামিয়া আক্তারের মা শেফালী বেগম বলেন, আমার মেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে কিছুটা সুস্থ্য আছে।
আমতলী পৌরসভা নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ্বাস বলেন, উপজেলা প্রশাসন ডেঙ্গ মশা নিধনে কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত পদক্ষেপ না নিলে শহর ও গ্রামাঞ্চলে ডেঙ্গু মশা ছড়িয়ে পরছে। সর্বত্র ছড়িয়ে পরলে ডেঙ্গু রোগীদের সামাল দেয়া কঠিন হবে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিমাদ্রী রায় বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত একজনের অবস্থা খুবই খারাপ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। অপর একজনকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মুনয়েম সাদ বলেন, গত পাঁচ দিনে ৬ জন রোগী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে দুইজনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ডেঙ্গু মশা নিধনে এখনই কার্যকরী ব্যবস্থা নেয়া প্রয়োজন। দ্রুত কার্যকরী ব্যবস্থা না নিলে ডেঙ্গু এলাকায় ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের নিবির পর্যবেক্ষনে রেখে চিকিৎসা দিচ্ছি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কাওসার হোসেন বলেন, মশক নিধন পৌর এলাকায় পৌরসভা করে থাকেন। পৌর মেয়রের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন বেহাল কাদের খাঁন সড়ক

শামীম আহমেদ ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলার অত্যান্ত গুরুত্বপূর্ণ সড়ক ৪নং চাঁদপাশা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা কাদের খাঁন সড়ক। প্রতিদিন নানা শ্রেণির পেশার শত শত মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করলেও বর্ষা মৌসুমে চলাচল কষ্টে এলাকাবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হয়। জানা যায়, ১নং ওয়ার্ড আরজিকালিকাপুর এলাকার কাদের খাঁন সড়কটি ইউনিয়নের মধ্যে ব্যস্ততম এই সড়কটি। এই সড়ক দিয়ে নোমড়হাট হয়ে খাঁনপুরা ও এয়ারপোর্ট, রেন্ডিতলা হয়ে টেপের হাট যাতায়াত করেন ইউনিয়নের হাজারো মানুষ। প্রায় আড়াই কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে। আর গ্রামীণ সড়কের এই বেহাল দশা যেন দেখার কেউ নেই। খালের পাড়ে হওয়ায় ভেঙে গেছে রাস্তা। উঠে গেছে ইটের সলিং। বৃষ্টি হলেই জল জমে পুকুরে পরিণত হয়ে যায়। রাস্তাজুড়ে কাদায় মাখামাখি হয়। এক যুগের বেশি সময় ধরে চরম ভোগান্তিতে আশেরপাশের স্কুল-কলেজ ও মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীসহ জনসাধারণ। বর্ষা মৌসুমেই এলেই রাস্তায় চলাচলকারী পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
সরেজমিনে দেখা যায়, সড়ক নির্মাণে ব্যবহৃত ইট উঠে রাস্তা ভেঙে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। আর এতে ঘটছে দুর্ঘটনা। এই বিষয়ে ভুক্তভোগী আরজিকালিকাপুর মাথ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন বলেন, রাস্তাটি দিয়ে দৈনিক প্রায় দুুই/তিন হাজার মানুষ চলাচল করে। যুুুগের পর যুুুগ পেরিয়ে গেলেও বীর মুক্তিযোদ্ধা কাদের খান সংযোগ সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ইটের রাস্তা শুধু নামেই কাজে শুধু জনগণের ভোগান্তি। তবে সবচেয়ে বেশি বিপদে পড়েন অসুস্থ ও প্রসূতি রোগীরা। ওই এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোট এলেই এই সড়ক সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতির ফুলঝুরি দেন জনপ্রতিনিধিরা। কিন্তু নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলে তাদের আর লুফা দিয়েও খুঁজে পাওয়া যায় না। তাদের দাবি, শিগগিরই এসব সড়কের সংস্কার কাজ করে যেন মানুষকে ভোগান্তি থেকে রক্ষা করা হয়। এই বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা কাদের খান তিনি ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির মধ্যে অন্যতম সক্রিয় নেতা। অথচ তার নামে নামকরণ হওয়া রাস্তা ইউনিয়নবাসীর চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তার কারণে আজও মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তন হয়নি। এ সময় তিনি আরও বলেন, এই আসনের বর্তমান সাংসদ গোলাম কিবরিয়া টিপুু তার কাছেও রাস্তার জন্য কয়েক বার গিয়েছি একটা ডিউ লেটারের জন্য, বিভিন্ন অযুুহাত দিয়ে ফিরিয়ে দিয়েছেন বলে তিনি জানান। ৪নং চাঁদপাশা ইউনিয়ন চেয়ারম্যান আনিচুর রহমান সবুজের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, চাঁদপাশা ইউনিয়নে প্রায় ৮-১০ কিলোমিটার কাদের খান সড়কসহ আরও বেশ কিছু হেরিন বনের রাস্তা রয়েছে, যা খুুুবই অবস্থা। এ বিষয়ে এমপি সাহেবের পিএস এর সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন, ওই ইউনিয়নে কাদের খাঁন সড়কসহ আরও কয়েকটি রাস্তা পিজিপি প্রকল্পে পাশ হয়েছে। অন্য রাস্তাগুলোও টেন্ডার হয়ে আছে। করোনার কারণেও সব কিছু এলোমেলো। ঠিকাদারও কাজ বুঝে নিয়েছেন। এখনও রাস্তার কাজ কেন পিছিয়ে আছে, তা আমি সুনিদিষ্টভাবে বলতে পারবো না। তবে বিষয়টি দেখবে বলে তিনি এই কথা জানান।