বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। দেশে বর্তমানে করোনা সংক্রমণের হার ৭ শতাংশে নেমে এসেছে দাবি করে মন্ত্রী বলেন, ‘চিকিৎসক, নার্স, বিভিন্ন বাহিনী ও গণমাধ্যমকর্মী সবার একান্ত চেষ্টায় করোনা নিয়ন্ত্রণে এসেছে।’ দেশবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও ৪ হাজার চিকিৎসক ও ৮ হাজার নার্স নিয়োগের অপেক্ষায় আছে বলেও জানান মন্ত্রী। ভারত থেকে টিকা পাওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, অক্টোবরের মধ্যে ভারত থেকে টিকা পাওয়ার সম্ভাবনা আছে।

করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসা করে অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব বলেন, ‘একই মন্ত্রণালয়ে তিনি (স্বাস্থ্যমন্ত্রী) দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। অভিজ্ঞতা দিয়ে ভালোভাবে করোনা মোকাবিলায় সক্ষম হয়েছে স্বাস্থ্যমন্ত্রী।’

একই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, যেসব প্রতিষ্ঠানে অ্যাম্বুলেন্স দেয়া হচ্ছে সেগুলো যেন সচল থাকে।’ এজন্য প্রতিষ্ঠানের প্রধানদের নজরদারি করার আহ্বান জানান স্বাস্থ্যের ডিজি।

রাজধানীর মহাখালীতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, ‘করোনা আমাদের দেখিয়েছে কেউ একা ভাল থাকতে পারে না। করোনা মোকাবিলায় ভারত-বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।’ বাংলাদেশে করোনা মোকাবিলায় ভারত থেকে অক্সিজেন ও প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম পাঠানো অব্যাহত থাকবে বলেও জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। করোনা মোকাবিলায় বাংলাদেশের সরকার প্রধানের প্রশংসা করেন বিক্রম দোরাইস্বামী।

শিশু নির্যাতনের অভিযোগে ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

শিশু নির্যাতনের অভিযোগে ঝালকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর শাহআলম খান ফারসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারসু পশ্চিম ঝালকাঠি এলাকার পনু খানের ছেলে।

পুলিশ জানায়, পালবাড়ি এলাকার কাঠ ব্যবসায়ী রাশেদুল ইসলাম মিলনের সঙ্গে পুরনো বিরোধ ছিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহআলম খান ফারসুর।  এরই জের ধরে ফারসু লোকজন নিয়ে গত ৯ই সেপ্টেম্বর রাতে মিলনের বাসায় ঢুকে তাকে খুঁজতে থাকে। এ সময় তিনি বাসায় ছিলেন না। তখন ফারসু ও তার লোকজন মিলনের ৬ বছরের শিশুপুত্র নাজিব শেহজাদকে পিটিয়ে আহত করে। শিশুর গলাটিপে ধরে মাটিতে আছার মারে তারা।

শিশুটির চিৎকার শুনে মিলনের বন্ধু মেহেদী হাসান এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রবিবার রাতে সাবেক কাউন্সিলর শাহআলম খান ফারসুসহ ১৪ জনের নামে ঝালকাঠি থানায় মামলা করেন রাশেদুল ইসলাম মিলন। পুলিশ রাতেই পালবাড়ি এলাকা থেকে ফারসুকে গ্রেপ্তার করে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, মামলা দায়েরের পরপরই এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতে প্রেরণ করা হলে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

পিইসি-জেএসসি পরীক্ষা বাতিল, মাধ্যমিকে থাকছে না বিভাজন: শিক্ষামন্ত্রী

২০২৩ সাল থেকে নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী পিইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-পিইসি ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-জেএসসি পরীক্ষা বাতিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা যে পৃথক বিভাজন ছিলো সেগুলো তুলে দেয়া হচ্ছে। এসব বিভাগের বদলে একটি সমন্বিত পাঠ্যক্রম আসছে এবং বাধ্যতামূলক কারিগরি বিষয় পড়তে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০টি বিষয় ঠিক করা হয়েছে। সেগুলো সবাইকে পড়তে হবে। আর ঐচ্ছিক বিষয়গুলো পড়তে হবে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে গিয়ে। অর্থাৎ নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হলে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিভাজন হবে উচ্চ মাধ্যমিকে। আর দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণি শেষে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। এরপর দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির সমাপনীর ফলাফল মিলিয়ে প্রকাশ করা হবে এইচএসসির চূড়ান্ত ফলাফল।

আগামী বছর নতুন শিক্ষা কারিকুলামের পাইলটিং শুরু হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। পাইলটিং প্রকল্পের আওতায় আসছে প্রথম ও ষষ্ঠ শ্রেণি।