১০-১২ নভেম্বর এসএসসি পরীক্ষা, ১৫ দিন আগে রুটিন

চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১০-১২ নভেম্বরের মধ্যে যেকোনো দিন শুরু করা হতে পারে। পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড সূত্র জানিয়েছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষা আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার জন্য প্রশ্নপত্র ছাপার কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহে প্রশ্নপত্র জেলা পর্যায়ে পাঠানো হবে।

সূত্রটি জানায়, আগামী ১০ থেকে ১২ নভেম্বরের যেকোনো দিন থেকে পরীক্ষা শুরু করতে চায় শিক্ষা বোর্ডগুলো। যেহেতু ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে, সেহেতু উল্লেখিত সময়ের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু করলে পরবর্তী এক মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।

জানা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে সারাদেশে প্রায় ২২ লাখ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। তার মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে চার লাখ ৭৩ হাজার শিক্ষার্থী রয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আগামী ১০, ১১ বা ১২ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। এ সময়ে এসএসসি পরীক্ষা শুরু করতে পারলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। পরীক্ষা শেষে পরবর্তী একমাস পর ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চলতি সপ্তাহে পরীক্ষা শুরুর দিন চূড়ান্ত করা হবে।’

বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন

নারী-শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নাগরিক আন্দোলন গড়ার লক্ষ্যে বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন করা হয়েছে।

সোমবার বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠন জাগো নারীর পাঠশালা মিলনায়তনে আয়োজিত হোসনেয়ারা হাঁসির সভাপতিত্বে নাগরিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনের উদ্দেশ্যে আলোচনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচ প্রতিনিধি শশাঙ্ক বরণ রায় ও মো. আবু তৈয়ব।

আলোচনায় অংশগ্রহণ করেন আ. রব ফকির, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, মনির হোসেন কামাল, সোহেলি পারভিন ছবি, অ্যাডভোকেট মনিরুজ্জামান, মালেক মিঠু, ডিউক ইবনে আমিন ও জাহাঙ্গীর মৃধা প্রমুখ।

সভায় গণমাধ্যমকর্মী হাসানুর রহমান ঝন্টুকে সভাপতি এবং হোসনেয়ারা হাঁসিকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন করা হয়।

বরিশালে বিরূপ আবহাওয়ায় পূর্ব প্রস্তুতি নেই সরকারি সেবা সংস্থার

বরিশালে আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে তেমন কোনো পূর্ব প্রস্তুতি নেই সরকারি বিভিন্ন সেবা সংস্থার। আবহাওয়া বিভাগের পূর্বাবাস পর্যবেক্ষণ করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। সিগনাল বাড়লে মাইকিং এবং পতাকা টানাবেন তারা।

বিআইডব্লিউটিএ বলছে, বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি আছে। এতে ৬৫ ফিটের বেশি দৈর্ঘ্যের নৌযান চলাচলে নেই কোনো বাঁধা।
অপরদিকে, পানি উন্নয়ন বোর্ড বলছে, উপকূলীয় জেলা বরগুনা, পটুয়াখাালী এবং ভোলার বেড়িবাঁধগুলো সব সময়ে দুর্যোগের ‍ঝুঁকিতে থাকে। পানির চাপে কোথাও বাঁধের ক্ষতি হলে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলবেন তারা।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ঊড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সৈকত এবং চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। জোয়ারের সময় ২ থেকে ৩ ফুট জলোচ্ছ্বাসের আশংকা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ সময় বাতাসের গতিবেগ স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ১০ মিলিটিমার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন মিয়া জানান, সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি আছে। নিম্নচাপের কারণে পানি ২/৩ ফিট বাড়তে পারে। বর্তমান অবস্থায় সিপিপি সতর্ক রয়েছে। সিগনাল বেড়ে ৪ নম্বর হলে তারা মাইকিং করবেন এবং পতাকা টানিয়ে দেবেন।

বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান জানান, নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় ৬৫ ফিটের কম দৈর্ঘ্যের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যান্য নৌযান চলাচলে কোনো সমস্যা নেই।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ড বন্যার সময় নানা প্রস্তুতি নিয়ে থাকে। এই মুহূর্তে তাদের কোনো পূর্ব প্রস্তুতি নেই। তবে পানির চাপ বেড়ে গেলে পটুয়াখালী, বরগুনা এবং ভোলার বেড়িবাঁধ ঝুঁকিতে থাকে। কোথাও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলে জিও ব্যাগ রেডি আছে। জরুরি জিও ব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেয়া হবে।

এদিকে, সোমবারও কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার কিছুটা উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ কারণে তলিয়ে যায় নদী তীরবর্তী নিচু এলাকা। পানি উঠে যায় নগরীর বিভিন্ন সড়কে। এতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা।

বরিশাল কোতয়ালী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটনের পুলিশের (বিএমপি) কোতয়ালী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার থানা চত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমপির অতিরিক্ত কমিশনার (সদর দপ্তর) প্রলয় চিসিম।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাগত উপ-কমিশনার (দক্ষিন) মো. আলী আশরাফ ভূঞা। এছাড়া অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) শেখ মোহাম্মদ সেলিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ ফয়সালসহ সুশীল সমাজের গন্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রলয় চিসিম আগত ভুক্তভোগীর কথা শোনেন এবং সেসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

বরিশাল কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের বহিস্কৃত সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা 

 

শামীম আহমেদ ॥

বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ের নানক-শহীদ (বাকসু) পরিষদের সমাজ সেবা সম্পাদক,বরিশাল জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ১৯৭৫ সালে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে নিহত জাতীর জনক বঙ্গবন্ধুর ১৫ই আগস্ট শাহাদৎ বার্ষিকী পালন করতে গিয়ে সামরিক জান্তার হাতে আটক হয়ে দীঘদিন কারাবরনকারী নেতা বর্তমান বিসিসি ২২ নং ওয়ার্ড নির্বাচিত কাউন্সিলর আনিসুর রহমান দুলালকে বঙ্গবন্ধুর ঘাতক মীর জাফর খন্দকার মোস্তাকের নামের সাথে তুলনা করে সামাজিক যোগাযোগ ফেইজ বুকে ছবি পোষ্ট করে সমাজে মান-সম্মান ক্ষুন্ন ও হেয় প্রতিপূর্ণ করার অভিযোগ এনে নগরীর কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের বহিস্কৃত সভপতি আনোয়ার হোসেন পলাশের বিরুদ্ধে বরিশালের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে বাদী হয়ে মামলা দায়ের করেন।

আজ বুধবার (১৩ই) সেপ্টেম্বর আনিসুর রহমান দুলাল সাইবার ট্রাইব্যুনালে স্ব শরীরে হাজির হয়ে এ্যাড,আজাদ রহমানের মাধ্যমে আনোয়ার হোসেন পলাশকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে জানা যায়, গত ২৩ই আগস্ট আসামী আনোয়ার হোসেন পলাশ নিজের ফেইজ আইডিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং একই ছবির ফ্রেমে থাকা দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক,পার্বত্য শান্তি চুক্তির রুপকার অগ্রনায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ,তার উত্তর সূরি বরিশাল বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক স্থানীয় মন্ত্রী,সচিব সহ বিসিসি নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর আমি আনিসুর রহমান দুলাল সহ বেশ কয়েকটি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর উপস্থিত ছিলেন।

আসামী আনোয়ার হোসেন পলাশ সেই ছবি পোস্ট করার পাশাপাশি আমাকে রাজনৈতিকভাবে হেয় পতিপূর্ণতা করার লক্ষে ঘাতক মোস্তাকের সাথে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোষ্ট দিয়ে আমার মান-সম্মান ক্ষুন্ন করেছে।

অভিযোগে আরো জানা গেছে আনোয়ার হোসেন পলাশ একজন সন্ত্রাসী,বেজহানী,দাঙ্গা-হাঙ্গামাকারী ও বিভিন্নভাবে সামাজিক মানুষের মান-সম্মান ক্ষুন্ন এবং মিথ্যা প্রচার চালানোর মাধ্যমে নিজের স্বার্থ হাসিল করায় তার প্রধান পেশা।

অপরদিকে আনিসুর রহমান দুলাল ২০১৮ সালে বিসিসি নির্বাচনের পূর্ব ২০১৭ সাল থেকে বরিশঅল সদর উপজেলা রায়পাশা-কড়াপুরের ঐতিহ্য বাহি কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুনামের সাথে সভাপতির দায়ীত্ব পালন করে আসছেন।

এছাড়া ১৯৮৭ সালে এরশাদের উপজেলা বিরোধী আন্দোলন করতে গিয়ে সেই সময়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৫ মাস বরিশাল কারাগারে জীবন-যাপন করতে হয়।

উল্লেখ্য, আনোয়ার হোসেন পলাশের বিরুদ্ধ গত ২৯ই আগস্ট এব্যাপারে আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ প্রেরন করা হয়।

সেই লিগ্যাল নোটিসের কোন জবাব না দেওয়ার পরিপেক্ষিতে এবং ফেইজবুকের মাধ্যমে অপ প্রচার করে বন্ধুমহলে বিভিন্ন প্রশ্নের সম্মুক্ষিণ হওয়া সহ সামাজিক,আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ এবং রাজনৈতিক সামাজিক মর্যদা ক্ষতিগ্রস্থ হওয়ার কারনেই তিনি আইনের মাধ্যমেই এসকল অপরাধিদের বিচারের প্রত্যশা কামনা করেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

 

লেবুখালীর ফেরিতে হকার পূণর্বাসন দাবিতে মানববন্ধন

দুমকি(পটুয়াখাল)প্রতিনিধি:
হকার পূণ:র্বাসন দাবিতে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতাধিক হকাররা। সোমবার সকালে লেবুখালী ফেরিঘাটে ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে অর্ধশতাধিক হকার উপ¯িহত ছিলেন । হকারদের দলনেতা মোঃ আলাম ফরাজি তার বক্তব্যে বলেন, পায়রা নদীর ভাঙনে নিঃস্ব হওয়া দেড়শতাধিক পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র পেশা ফেরীঘাটে ক্ষুদ্র ও হকারি ব্যবসা। আমরা লেবুখালী ফেরীঘাটে চানাচুর, আমড়া, ঝালমুড়ি, কলা, ডিম, পান, পানি, মাছ, শরবতসহ নানা প্রকার খাদ্যদ্রব্য ফুটপাতে ও ফেরীতে বেচা-বিক্রি করে কোন মতে স্ত্রী-পরিজন নিয়ে বেঁচে আছি। হকাররা প্রত্যেককে বিভিন্ন ব্যাংক ও এনজিও ঋণের মূলধন নিয়ে ব্যবসা করতেছি এবং সবাইকে সপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হয়। ফেরীঘাট বন্ধের পর আমাদেরও কর্মসং¯হান থাকবে না। ব্যবসা বন্ধ হলে এসব হকার পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। ঋণের কিস্তির জালায় আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। তাই বর্তমান সরকার প্রধান, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অসহায় হকার পরিবারগুলোকে আর্থিক সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসং¯হানের সুযোগ চান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইদ্রিস শরীফ, আব্বাস হোসেন প্রমুখ। ¯হানীয় আ.লীগ নেতা আব্দুর রশিদ প্যাদা জানান, দীর্ঘ ২০ বছর যাবত এসব হকাররা লেবুখালী ফেরিঘাটে হকারি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছেন। এখন যদি প্রধানমন্ত্রী তাদের আর্থিক সহায়তার পাশাপাশি কোন বিকল্প কর্মসং¯হানের ব্যাব¯হা করে দেন তাহলে তাদের না খেয়ে মরতে হবে না।এ বিয়য়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতদ্রুত সম্ভব হকারদের তালিকা তৈরী করে আমরা আর্থিক সহায়তার পাশাপাশি বিকল্প কিছু করা যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।উল্লেখ্য, লেবুখালী ফেরীঘাটে দক্ষিনাঞ্চলবাসির স্বপ্নের পায়রা সেতু নির্মিত হয়েছে। আগামী অক্টোবর মাসে উদ্বোধনের কথা আছে। সেতুটি যানচলাচলের জন্য খুলে দেয়ার পর ফেরীঘাটটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর এতে ফেরীঘাট কেন্দ্রিক দেড়শতাধিক হকার পরিবারগুলোর জীবন জীবিকাও থমকে দাড়ানোর আশঙ্কায় তারা (হকাররা) উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বরিশালে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধুর আত্মহনন

শামীম আহমেদ ॥

বরিশালের বাকেরগঞ্জে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে এক গৃহবধুর আত্মহনন করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়ার হিরাধর গ্রাম থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত শেফালী আক্তার (৫৫) ওই গ্রামের বাসিন্দা দিনমজুর করম আলী সিকদারের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, মৃত শেফালী আক্তার ও তার পরিবার বিভিন্ন জায়গা থেকে বেশকিছু টাকা ঋণ নিয়েছিলো। যা কিস্তিতে পরিশোধ ও করে আসছিলো। তবে সম্প্রতি তাদের পরিবারে অভাব-অনটন দেখা দিলে সে কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলো শেখালী এবং যথাসময়ে কিস্তিও দিতে পারছিলো না।

তিনি জানান, আজ কাউকে কিস্তির টাকা দেয়ার কথা দিয়েছিলো, কিন্তু সে অনুযায়ী টাকা ম্যানেজ করতে পারেনি। পরিবারের ধারণা কিস্তির টাকা দিতে পারবে না, এ কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

এদিকে স্বজনরা জানিয়েছে, করোনাকালে কর্ম হারিয়ে অভাবে পরে পরিবারটি। তারপরও স্থানীয় ঋণদান সংস্থা চাপ দিয়ে আসছিলো কিস্তির টাকা পরিশোধের জন্য। এমনকি নানা ধরণের ভয়ভীতি ও হুমকিও দিচ্ছিলো পরিবারটিকে।

গৌরনদীদে ইউপি নির্বাচনের আড়াই মাস পরে আলমারিতে ব্যালট, তিন সদস্য তদন্ত কমিটি

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আড়াই মাস পরে স্কুল আলমারিতে কিছু ব্যালট পেপার ও দুই শত ভ্যালটের মুড়ি পাওয়ার ঘটনায় গতকাল সোমবার তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে আগামি ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা বড় দুলালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ি রোববার স্কুলে পাঠদান শুরু করা হয়। দুপুরে বিশেষ প্রয়োজন কিছু কাগজপত্র খুঁজতে গিয়ে বিদ্যালয়ের ষ্টিল আলমিরা খোলা হয়। এ সময় আমলমিরার ভিতরে ইউনিয়ন পরিষদের নির্বাচনের কিছু ব্যালট পেপার ও ২শ শত ব্যালটের মুড়ি পাওয়া যায়। তিনি বলেন, সদ্য সমাপ্ত বার্থী ইউনিয়ন পরিষ নির্বাচনে এ স্কুলে কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে নির্বাচনের আগের দিন আলমারির চাবি বুঝিয়ে দেয়া হয়েছিল। প্রিজাংডিং অফিসার ভোট গ্রহন সম্পন্ন করে চাবি হস্তান্তর করে যান কিন্তু করোনার কারণে স্কুল বন্ধ থাকায় এতদিন আলমিরা খোলা হয়নি। স্কুল খোলার পরে এ সব ব্যালট ও ব্যালটের মুড়ি পাওয়া গেছে। বিষয়টি তাৎক্ষনিকভাবে ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসকে জানানো হয়েছে।

বার্থী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী খায়রুল আহসান অভিযোগ করে বলেন, বিগত নির্বাচনে ব্যাপক দূর্নীতির করে আমাকে পরাজিত করার অভিযোগ করেছিলাম কিন্তু প্রশাসন তা আমলে নেয়নি। এখন স্কুলের আলমিরা থেকে ব্যালট পেপার ও পেপারের মুড়ি পাওয়ায় নির্বাচনে অনিয়ম ও দূর্নীতির বিষয়টি পরিস্কার হলো। তিনি আরও বলেন, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের যোগসাজসে মোটা অংকের টাকার বিনিময়ে ওই দুইশ’ ব্যালটের ভোট কারচুপি করে গোপনে বাক্সে ঢুকিয়ে আমার প্রতিপক্ষ সোবাহান হাওলাদারকে বিজয়ী করা হয়। একই অভিযোগ করে পরাজিত সংরক্ষিত সদস্য প্রার্থী শিপ্রা রানী বলেন, অনিয়ম ও দূর্নীতি করে আমার প্রতিদ্বন্ধী প্রার্থী শাহানাজ বেগমকে নির্বাচিত করা হয়েছে । তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল ইসলাম অভিযোগ অস্বীকার করেন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস জানান, করোনার দীর্ঘ দিনের স্কুল বন্ধ থাকার পরে রোববার স্কুল চালু হলে স্কুলের প্রধান শিক্ষক ষ্টিল আলমিরা খুলে তাতে সদ্য সমাপ্ত প্রথম ধাপের ইউপি নির্বাচনের কিছু ব্যালট পেপার ও দুই শত ভ্যালটের মুড়ি পাওয়া নিয়ে প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পরে সোমবার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান তালুকদারকে আহবায়ক, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিলকে সদস্য সচিব ও গৌরনদী উপজেলা মৎস্য অফিসারকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামি ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আড়াই মাস পরে স্কুল আলমারিতে কিছু ব্যালট পেপার ও দুই শত ভ্যালটের মুড়ি পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ বিষয় উর্ধতন প্রশাসনিক কর্মকর্তা ও নির্বাচন কমিশনের উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ি পদক্ষেপ গ্রহন করা হচ্ছে এবং ঘটনার রহস্য উদঘাটনসহ দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির আহবায়ক ও গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান তালুকদারের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার ফেঅন দিলে তিনি তা রিসিপ করেননি। সদস্য সচিব ও উপজেলামাধ্রমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, তদন্ত কমিটির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার কথা শুনেছি কিন্তু এখনো কোন চিঠি পাইনি। চিঠি পেলে প্রাথমিকভাবে খোজ খবর নিয়ে এ বিষয়ে কথা বলবো।

বরিশালে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২০ জনকে সেলাই মেশিন প্রদান

বরিশালে অসহায়-দুঃস্থদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। স্থানীয় মেসার্স সুন্দরবন নেভিগেশন গ্রুপ এবং ইন্দোবাংলা ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহায়তায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোমবার বেলা ১২টার দিকে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা সমাজসেবা অধিদপ্তর।

অনুষ্ঠানে অসহায়-দুঃস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২০ জনকে ২০টি সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম, কাজী আল মামুন এবং জেলা ক্যাব সভাপতি রনজিৎ দত্ত্ব।

‘বিশ্ব বাস্তবতার সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে হবে’

বিশ্ব বাস্তবতার সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করার আহ্বান জানান সরকার প্রধান। সোমবার সকালে গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই।’ শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে, যা অন্যতম সময়োপযোগী পদক্ষেপ বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।