বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ-জ্যোতির্ময় সম্পাদক

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস সহ কার্যকরী কমিটির ১৫টি পদের সকলে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর সহ-সভাপতি, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল যুগ্ম-সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে।

অপরদিকে সদস্য নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. বিজন কৃষ্ণ সাহা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা হাবিব জিসান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুমনা রাণী সাহা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদাউস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সানবিন ইসলাম এবং প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুল ইসলাম।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ আগস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ এর তফসিল ঘোষণা করা হয়। গত ৩১ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় যে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের মোট ১৫টি পদে একক বৈধ প্রার্থী রয়েছে। এমতাবস্থায় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ (২) (খ) (৭) এবং অনুচ্ছেদ ৭ (২) (খ) (৯) অনুসারে নির্বাচন কমিশন চূড়ান্ত বিজয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

ঝালকাঠিতে পাসপোর্ট ও হাসপাতালের ৬ দালালকে জরিমানা

ঝালকাঠিতে র‌্যাবের অভিযানে পাসপোর্ট অফিস ও ঝালকাঠি সদর হাসপাতালের ৬ দালালকে জরিমানা করেছে ভ্র্যম্যমাণ আদালত। দুপুরে র‌্যাবের ভ্রাম্যমান টিম নিয়ে ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ২ দালালকে আটক করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সদর হাসপাতালে অভিযান চালিয়ে বেসরকারী ক্লিনিকের ৪ দালালকে হাসপাতাল চত্বর থেকে আটক করে ৪ জনকে ২ হাজার টাকা জরিমানা করে।

তারা শহরের বিভিন্ন ক্লিনিকে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে একটি কম্পিউটার কম্পোজের দোকানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স করার চুক্তি হওয়া সদর উপজেলার জারীকারক কামাল দর্জীকে বিআরটিএ অফিস থেকে আটক করে ম্যাজিষ্ট্রেটের সামনে আনে র‌্যাব। এসময় ওই ব্যক্তি নিজেকে নির্দেশ দাবি করেন। কিন্তু র‌্যাবের নিকট তার ভয়েজ রেকর্ড শুনালে তিনি ঐ লোক নয় বলে দাবি করেন। তবে প্রমাণের ভিত্তিতেই র‌্যাব তাকে ট্রাক করে আটক করে আনলেও দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবীর হোসেন তাকে জেলা প্রাশাসক কার্যালয়ে নিয়ে ছেড়ে দেন বলে জানা যায়।

কামাল দর্জীর ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবীর হোসেনের কাছে জানতে চেয়ে ফোন করা হলে তিনি বলেন, আমি অফিসে আছি। আপনি অফিসে আসেন, কথা বলি।

 

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এমন খবর আমি পেয়েছি। কাল খোঁজ নিয়ে দেখব বিস্তারিত। বিভিন্ন নেতিবাচক কাজের জন্য কামাল দর্জীকে আমি বিভিন্ন সময় ভর্ৎসনা করলে তিনি শোধরাননি।

বরিশালে দুই হাসপাতাল ও পাসপোর্ট অফিস থেকে ১৪ দালাল আটক

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাড়াশি অভিযান চালিয়ে ১৪ জন দালাল আটক করেছে র‌্যাব-৮। আজ রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা এই অভিযান চালায় তারা।

এ সময় আটক ১৪ জনের মধ্যে ১২ জনকে ১ মাস করে কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর। এছাড়া একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে র‌্যাব।

র‌্যাব-৮ কর্মকর্তা কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেয়ার জন্য র‌্যাবের দালাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জা পেল বাংলাদেশ

চলমান সিরিজে কিউইদের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড দিয়েছিল বাংলাদেশ। এক ম্যাচ ব্যবধানে এবার বাংলাদেশ পেল সেই লজ্জা! আজ মিরপুরে ৭৬ রানে অল আউট হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হবার রেকর্ড গড়ল টাইগাররা। এই সংস্করণে বাংলাদেশের সর্বনিম্ন রান কিউইদের বিপক্ষেই। ২০১৬ সালে তারা অলআউট হয়েছিল মাত্র ৭০ রানে। এরপর চলতি বছরের এপ্রিলে মাত্র ৯.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে গেছিলেন টাইগাররা। আজ ফেরাল সেই রেকর্ড!

টাইগারদের লজ্জার দিনে ৫২ রানের জয়ে সিরিজে টিকে থাকল সফরকারী কিউইরা। পাঁচ ম্যাচের সিরিজের তিন ম্যাচ শেষে ২-১ এ ব্যবধান কমাল ব্লাক ক্যাপসরা। নির্ধারিত ওভার শেষ হবার আগেই টাইগাররা অল আউট হয় মাত্র ৭৬ রানে। কিউইদের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে চারটি উইকেট নেন আজাজ প্যাটেল ও ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন কোল ম্যাকোনকি।

এদিন মিরপুরে টস জিতে ব্যাটিং নেন কিউই অধিনায়ক টম লাথাম। তিন পরিবর্তন আনা দলটিকে দুর্দান্ত শুরু এনে দেন সম্প্রতি করোনা মুক্ত হওয়া ফিন অ্যালেন (১৫)। তবে ‘বারুদ’ খ্যাত ফিন অ্যালেনকে বিপজ্জনক হওয়ার আগেই তুলে নেন মোস্তাফিজুর রহমান। শেষের দিকে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলকে অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে ১২৮ রানের সংগ্রহ গড়েন হেনরি-ব্লান্ডলরা। টাইগারদের হয়ে দুটি উইকেট নেন পেসার সাইফউদ্দিন।

অবশ্য শুরুতে সিরিজ বাঁচানো ম্যাচে দারুণভাবে ছড়ি ঘোরাচ্ছিলেন কিউই ব্যাটাররা। আগ্রাসী ব্যাটিংয়ে শুরু করা কিউইরা পাওয়ার প্লেতে তুলে ফেলেছিলেন ৪১ রান। হারিয়েছিলেন মাত্র এক উইকেট। সেখানে জোড়া আঘাত হেনে টাইগারদের ম্যাচে ফেরান পেসার সাইফ উদ্দিন।

টাইগারদের বিপক্ষে স্টোকের ফুলিঝুড়ি ছোটানো উইল ইয়ং (২০) ফেরার পরই ফেরেন অভিজ্ঞ কলিন ডি গ্রান্ডহোম (০)। পরে ধীরে শুরু করা ওপেনার রাচিন রাবিন্দ্রকে বোল্ড করে ফেরান শততম ম্যাচ খেলা মাহমুদউল্লাহ।

গত ম্যাচে ফিফটিতে আশা জাগানো টম লাথামকে আজ ফেরান টাইগার অফ স্পিনার মেহেদি হাসান। কিউই অধিনায়ক এদিন ব্যাট হাতে করেছেন মাত্র ৫ রান। ৬২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলকে সেখান থেকে অবিচ্ছিন্ন জুটি গড়ে ১২৮ রানের সংগ্রহ গড়েন হেনরি-ব্লান্ডলরা। ৬৫ রানের জুটিতে ২৯ বলে ৩৬ রান নিয়ে নিকোলাস ও ৩০ বলে ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন টম ব্লান্ডল।

১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

আগামী ১২ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ডা. দীপু মনি বলেন, শুরুর দিকে ২০২১ সালে যারা এসএসসি ও এইচএসসি এবং ২০২১ সালে যারা এসএসসি পরীক্ষা দেবেন তাদের প্রতিদিন স্কুলে আসতে হবে। এছাড়াও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবে।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর শুরুর দিন চার-পাঁচ ঘণ্টা ক্লাস হবে। পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা বাড়বে। প্রতিটি প্রতিষ্ঠানকে চেকলিস্ট পূরণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। র‌্যান্ডম স্যাম্পলিং করে সংক্রমণের ঝুঁকি থাকলে বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

স্কুলে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করাতে হবে। স্কুলে আপাতত কোনো অ্যাসেম্বলি হবে না। তবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলা চলবে যাতে শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থানে থাকতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

বরিশাল-ঝালকাঠি রুটে ৮ ঘন্টা পর বাস চলাচল শুরু

ঝালকাঠিতে মালিক-শ্রমিক সংঘর্ষে বন্ধের আট ঘণ্টা পর ফের আন্তঃজেলার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি সভার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। জেলার বিভিন্ন রুটে বাস ছেড়ে গেছে।

এর আগে শনিবার দুপুরে বরিশাল-খুলনা রুটে সোহাগ পরিবহনের একটি বাসে লোকাল যাত্রী তুলে। এনিয়ে বরিশাল-পিরোজপুর রুটের সৌদিয়া পরিবহনের লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সাইদুল ইসলাম নামের একজনের হাত ভেঙে যায়। এরপর থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন মালিক ও শ্রমিকরা।