বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:
বিএমপি  উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে  ১১ টায়  বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ জাকির হোসেন মজুমদার  পিপিএম।
এ-সময় তিনি বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা অতিঃ দাঃ  এয়ারপোর্ট থানা বিএমপি  জনাব মোঃ রবিউল ইসলাম শামীম এর সঞ্চালনায়  এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত  উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট  থানা ও  কাউনিয়া থানা সহ অন্যান্য অফিসারবৃন্দ।

“বর্তমান সরকার উদ্যোক্তা তৈরিতে জোর দিয়েছে” প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম

বরিশাল প্রতিনিধি :
ব্যবসা পরিকল্পনার ওপর উদ্যক্তার মিলনমেলা ২০২১ শিরোনামে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢকার মহাখালিস্থ এসকেএস টাওয়ারের সেনা কনভেনশন হলে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহেদ ফারুক- এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি তার বক্তব্যে বলেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উদ্যোক্তা তৈরিতে জোর দিয়েছে, যাতে কাজটি সহজতর হয় এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। এসময় প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহেদ ফারুক- এমপি তরুণদের চাকরিপ্রার্থীর পরিবর্তে চাকরিদাতা হতে উৎসাহিত করেন। প্রতিযোগীতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের সাংসদ নয়ন উদ্দিন চৌধুরী-এমপি ।

উল্লেখ্য ১ শতাধিক’র  অধিক স্কুল এবং কলেজের প্রায় ৮ শত শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ১৮ই সেপ্টেম্বর ভোট

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥
মেহেন্দিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাবের নিজেস্ব কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় ২০২০-২০২১ বছরের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন ও নতুন সদস্যদের স্থায়ীকরণ বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়। এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক আকতার হোসেন খোকন (প্রধান নির্বাচন কমিশনার) এবং ইউপি সচীব ভাস্কর চন্দ্র পাল ও একজন সরকারি কর্মকর্তার সমন্বয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনকল্পে প্রেসক্লাবের ২০২১-২০২২ অর্থ বছরে কার্যকরি সংসদ নির্বাচনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে আগামী ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র ক্রয়, ১৫ই সেপ্টেম্বর জমাদানের শেষ তারিখ, ১৬ই সেপ্টেম্বর যাচাই-বাছাই, ১৭ই সেপ্টেম্বর প্রত্যাহার এবং ১৮ই সেপ্টেম্বর/২০২১ ইং তারিখ ভোটের দিন ধার্য্য করে নির্বাচনের তফসিল ঘোষনা করেণ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এহসান রেজা জিতু। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি আঃ রাজ্জাক, সাবেক সভাপতি জাহিদুর বারী খোকন, সাধারন সম্পাদক এহসান রেজা জিতু, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দেবনাথ, যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, কোষাধ্যক্ষ মাহামুদুল হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামীম খান, প্রচার সম্পাদক স্বপন হাওলাদার, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সম্রাট হোসেন, সদস্য নুর মোহাম্মদ জুয়েল, মনির দেওয়ান, এইচ এম আনিছুর রহমান, শিবলু জমদ্দার, ইব্রাহীম বকশি, তুহিম আহম্মেদ হানিফ সহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব’র সকল সাংবাদিকবৃন্দ।

বরিশালে স্ত্রীর স্বাক্ষর নিয়ে তালাকনামা তৈরি ॥ স্বামী গ্রেফতার

শামীম আহমেদ ॥ দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় এনজিও থেকে ঋণ উত্তোলনের কথা বলে স্ত্রীর স্বাক্ষর নিয়ে তালাকনামা তৈরি করেছে স্বামী। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পর পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি জেলার বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের।
রবিবার দুপুরে ওই গ্রামের আব্দুর রব মৃধার পুত্র মোস্তফা মৃধার স্ত্রী এক সন্তানের জননী পিংকি বেগম বলেন, প্রায় পাঁচবছর পূর্বে সামাজিকভাবে তার বিয়ে হয়। সম্প্রতি সময়ে তার বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য মোস্তফা বিভিন্ন ধরনের চাঁপ প্রয়োগ করেন। এতে তিনি অপরাগতা প্রকাশ করায় প্রায়ই তাকে শারিরিক নির্যাতন করা হতো। তিনি আরও জানান, গত ১৫ দিন পূর্বে তার স্বামী একটি এনজিও থেকে ঋণ উত্তোলনের কথা বলে তিনশ’ টাকার স্ট্যাম্পে পিংকির স্বাক্ষর নেন। পরে ওই স্ট্যাম্পে বরিশাল নোটারী পাবলিকের মাধ্যমে পিংকি তার স্বামীকে তালাক দিয়েছে বলে একটি তালাকনামা তৈরি করেন।
গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে যৌতুকলোভী মোস্তফা মৃধা পূর্ণরায় পিংকিকে তার বাবার বাড়ি থেকে দাবিকৃত দুই লাখ টাকা যৌতুক আনার জন্য চাঁপ প্রয়োগ করে। একপর্যায়ে মোস্তাফা ক্ষিপ্ত হয়ে পিংকি বেগমকে অমানুষিক নির্যাতন করে ভুয়া তালাকনামা দেখিয়ে রাতের আধাঁরে ঘর থেকে তাকে (পিংকি) বের করে দেয়। রবিবার দুপুরে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাফর আহম্মেদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে মোস্তফা মৃধাকে গ্রেফতার করা হয়েছে।

আমতলীতে ফসলি জমিতে বিদ্যুৎ উপ কেন্দ্র নির্মাণে অধিগ্রহন নোটিশ জমি হারানোর ভয়ে আতঙ্কিত গ্রামবাসী

আমতলী প্রতিনিধি ।
আমতলী উপজেলার সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে ত্রি ফসলি জমিতে বিদ্যুৎ উপ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহন কার্যক্রম শুরু করেছে বরগুনা জেলা প্রশাসন। ৪৮.৮৫ একর জমি নির্ধারণ করে শনিবার ২’শ ৮৫ জন জমির মালিককে নোটিশ জারি করা হয়েছে। নোটিশ পেয়ে কৃষকরা জমি হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পরেছেন। জমির মালিকদের দাবী জামেলা ছাড়াই যে তারা ন্যায্য মুল্য পান।
জানা গেছে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের আওতায় পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড’র মাধ্যমে সরকার ৪ শ’ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য আমতলী সদর ইউনিয়নের ৫১ নং মৌজার চলাভাঙ্গা গ্রাম নির্ধারন করেন। জরিপ এবং যাচাই বাছাই শেষে ভূমি অধিগ্রহনের কার্যাক্রম শুরু করেছে বরগুনা জেলা প্রশাসন কার্যালয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৪৮.৮৫ একর জমির প্রয়োজন। ওই জমি নির্ধারণ করে চলাভাঙ্গা গ্রামের ২৮৫ জন জমির মালিকে শুক্রবার সকালে বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান এবং সার্ভেয়ার মোঃ আলী হোসেন স্বাক্ষরিত নোটিশ জারি করা হয়েছে। নোটিশ পাওয়ার পরপরই জমির মালিকরা তাদের একমাত্র কৃষি জমি হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে পরেছেন।
চলাভাঙ্গা গ্রামের গোলাম কিবরিয়া বলেন, আমি ১৫ লাখ টাকা খরচ করে পেঁপে বাগান, মাছের ঘের, লাউ এবং সবজি চাষ করেছি। আমার ঘেরের সব জমি অধিগ্রহন করবে। আমি কিভাবে সংসার চালাবো তা ভেবে পাচ্ছি না।
নাসির খান ও সেকান্দার খান বলেন, মোর ধানের জাগা নাই। বাড়ির যেডু জাগা আছে হেই জাগা সরকার নেওয়ার লইগ্যা নোটিশ দেছে। এ্যাহন মোরা কোম্মে থাকমু হেই চিন্তা হরি।
সেরাজ খান বলেন, আমার ১৩ একর জমি অধিগ্রহনের জন্য নোটিশ দিয়েছে। বাপ দাদার কাইল্যা সব জাগা লইয়্যা যাইবে। মোর গুড়াগাড়া লইয়্যা কি খামু।
ছত্তার হাওলাদার বলেন, মোগো তিন ফসলী জমি বিদ্যুতের লইগ্যা এহন সব লইয়া যাইবে। মোগো জমি জমা আর কিছু রইবে না।
আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, জমির প্রকৃত মালিকরা যাতে ন্যায্য মূল্য পায় এবং কোন জামেলার সৃষ্টি না হয়ে সে জন্য জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামলা করছি।
বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড এর বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে জন্য আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের ৫১ নং মৌজার ৪৮.৮৫ একর জমি অধিগ্রহন করতে ২৮৫ জন ভূমির মালিককে নোটিশ প্রদান করা হয়েছে।

কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য তিন হাজার ৪৯ পরিবার পেলো নতুন কর্মসংস্থান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
ঘুরে দাড়াতে শুরু করেছে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য তিন হাজার ৪৯ পরিবারের সদস্যরা। আর্থিক সহায়তা ছাড়াও এসব পরিবারের একজন করে সদস্য কর্মমূখী শিক্ষার প্রশিক্ষণ পেয়ে এখন নিয়োজিত হয়েছে নানা কর্মমূখী শিক্ষায়। এ কারনে আর্থিক দৈন্যতা কেটে যাওয়ায় ক্ষতিগ্রস্থ্য পরিবারের এখন হাসি ফুটে উঠেছে।
রোববার দুপুরে কলাপাড়ার বানাতিবাজার প্রশিক্ষণ কেন্দ্রে নতুন করে শুরু হয়েছে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্যকে নিয়ে টাইলস,স্যানিটারি ফিটিংস এবং পেইন্টিং বিষয়ক তিন মাস ব্যাপী প্রশিক্ষণ। পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ এর সহযোগীতায় এ প্রশিক্ষণ শুরু হয়েয়েছে। প্রশিক্ষণের উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার। ডরপ’র ডেপুটি টিম লিডার কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্সের সভাপতিত্বে উদ্ধোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দরের সহকারী পরিচালক মুহাঃ আশরাফ উজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাসার বলেন, বর্তমান সময়ে টাইলস,স্যানিটারি ফিটিংস এবং পেইন্টিং বিষয়ক কাজের ব্যাপক চাহিদা রয়েছে। পটুয়াখালী জেলায় বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ডের কারনে টাইলস,স্যানিটারি ফিটিংস এবং পেইন্টিং শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিন মাসের প্রশিক্ষণ শেষে সবাই নিজ যোগ্যতায় কর্মসংস্থান খুঁজে পাবে বলে তিনি আশা করছেন।
উল্লেখ্য, পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য মোট চার হাজার দুইশ পরিবারকে ১০৬ টি ট্রেডে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়। এসব পরিবার তাদের অধিগ্রহন করা জমির মূল্য এবং পেয়েছে আশ্রয়। সরকার এখন তাদের কর্মমূখী শিক্ষার প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার এই উদ্যোগ গ্রহন করেছে। উন্নয়ন সংস্থা ডরপ অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে কম্পিউটার, ড্রাইভিং, গবাদিপশুর খাদ্য তৈরি, মোটরসাইকেল মেরামত, সেলাইসহ বিভিন্ন ট্রেডে তাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। যাদের অধিকাংশই প্রশিক্ষণ শেষে এখন স্বাবলম্বী হয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।

বরিশালে চোখে গুলিবিদ্ধ ২ আসামীর জামিন

শামীম আহমেদ ॥
বরিশালে ইউএনও’র বাসভবনে হামলার দায়ের করা দুটি মামলায় আজ রোববার এজাহারভুক্ত ২ অসামীর জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক। এরা হলেন দুজনেই আনসারের গুলিতে চোখে গুলিবিদ্ধ ঢাকা থেকে চিকিৎসা নিয়ে আসা ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মসিনর হোসেন এবং ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভির আহসান। এতে করে ইউএনও এবং পুলিশের দায়ের করা দুটি মামলায় গ্রেফতার হওয়া ২২ আসামীর সকলের জামিন হওয়ার পাশাপাশি নাম উল্লেখ করা ২ আসামীর আদালত থেকে জামিন নেয়া হয়েছে ।
গত ১৮ আগস্ট ইউএনওর বাসভবনে হামলা আনসারদের গুলি এবং পুলিশের সাথে সংঘর্ষে ত্রিশ জনের ন্যায় গুলিবিদ্ধসহ অর্ধ শতাধিক আওয়ামীলীগ নেতা কর্মী আহত হয়। এরমধ্যে দুটি মামলায় নামে ও বেনামে ছয় শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছিল। পুলিশ ২২ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছিল। তাদেরকে দুই দফায় যথাক্রমে ২৫ আগস্ট এবং ২ সেপ্টেম্বর জামিন হয় সবার। তবে ঢাকাতে উন্নত চিকিৎসা নেয়া চোখে গুলিবিদ্ধ দুই আসামী আজ জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। তবে পর্যায়ক্রমে নামধারী অপর আসামীদের জামিনের আবেদন করা হবে বলে জানান আসামী পক্ষের আইনজীবী।

বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ শত বেডে মাত্র ৭৭ রোগী

শামীম আহমেদ ॥
কয়েকদিন ধরে বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে। গত চারদিন ধরে গোটা বিভাগে নতুন শনাক্তের সংখ্যা শতকের ঘড় ছুতে পারেনি।

আর এ কারণে দক্ষিনাঞ্চলের প্রথম করোনা ডেডিকেটেড শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে করোনার উপসর্গ ও আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা হ্রাস পেয়েছে।

শেবাচিম হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানাগেছে, এ হাসপাতালে আজ রোববার (০৫ আগস্ট) সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। আর উপসর্গ নিয়ে মাত্র ২ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

অপরদিকে ৩ শত শয্যার এ হাসপাতালটির অবজারবেশন ওয়ার্ডে নতুন ৭ জনসহ ৩৪ এবং করোনা ওয়ার্ডে নতুন ৩ জনসহ ৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।সেই হিসেবে বর্তমানে এ হাসপাতালে করোনা ইউনিটে ২২৩ টি বেড খালি পড়ে রয়েছে। এরআগের ২৪ ঘন্টায় ফাঁকা ছিলো ২২৪ টি বেড।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে ৪ হাজার ৮০৮ জন উপসর্গ নিয়ে এবং ২ হাজার ২৮৩ জন করোনায় আক্রান্ত রোগীসহ মোট ৭হাজার ৯১ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। যারমধ্যে উপসর্গ থাকা ৯৪৮ জন এবং করোনায় আক্রান্ত হওয়া ৪১০ জনসহ মোট ১ হাজার ৩৫৮ জন রোগী মৃত্যুবরণ করেন।তবে গত কয়েকমাসের তুলনায় বর্তমানে রোগী মৃত্যু ও ভর্তির হার অনেকটাই কমে এসেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির পিসিআর ল্যাবে ১২৬টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৩১ শতাংশ।

উল্লেখ্য বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৫ জন এবং সুস্থ হয়েছেন ৩১৫ জন

নৌ ও বিমান বাহিনীতে দক্ষরা যেন পদোন্নতি পান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ কর্মকর্তাদের বিবেচনার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ যারা তারা প্রমোশন পেয়ে প্রত্যেকটি বাহিনী পরিচালনার দায়িত্ব পাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

আজ রবিবার সকালে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ (প্রথম পর্ব) ২০২১ এ অংশগ্রহণ করে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ঢাকা সেনাবনিবাসের নৌ ও বিমানবাহিনী সদর দপ্তরে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

 

‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিয়ে গর্বিত’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ চলবে এবং বাংলাদেশ হবে ভবিষ্যতে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, আপনারা পদোন্নতির জন্য যে পদ্ধতিগুলো নিয়েছেন টিআরএসিই-ট্রেস  (টেবুলেটেড রেকর্ড এন্ড কম্পারেটিভ ইভালুয়েশন) আমি মনে করি এটা একটা আধুনিক পদ্ধতি। এই পদ্ধতির ভিত্তিতেই আপনাদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে আপনারা নির্বাচনী পর্ষদ আগামী দিনে যারা দক্ষতার সাথে নৌবাহিনী এবং বিমান বাহিনী পরিচালনা করবে তাদের নির্বাচিত করবেন।

পাশাপাশি, আমি এটাও বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কর্তব্য পালনে অনেক দক্ষতার পরিচয় দিতে পারে। কাজেই, তারাও যেন অবহেলিত না হয় সেদিকটাও আপনারা বিবেচনা করবেন বলেন তিনি।

প্রধানমন্ত্রী করোনার সময় বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীসহ সকল প্রতিষ্ঠান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোয় তিনি সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, দুর্যোগকালীন মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকটি মানুষের দায়িত্ব। কাজেই, আমাদের সশস্ত্র বাহিনী সবসময় এই কাজটি করে থাকে। যখনই দুর্যোগ এসেছে সাধারণ মানুষ আপনাদের সেবা পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকেও অত্যন্ত উজ্জ্বল করেছে।

তিনি উপস্থিত নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি শুধু শাসক নই, বাংলাদেশের মানুষের সেবক। জনগণের সেবা ও কল্যাণ করাটাকেই আমি সবথেকে বড় কাজ বলে আমি মনে করি। সেই ব্রত নিয়েই আমি কাজ করে যাচ্ছি এবং দেশকে উন্নত-সমৃদ্ধ করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি।

রাষ্ট্র পরিচালনায় যখনই প্রয়োজন হবে তখনই সশস্ত্র বাহিনী মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, যেভাবে আপনারা মানুষের সেবা করছেন সেভাবে সেবা করে যাবেন। সূত্র: বাসস

বঙ্গবন্ধুই এ জাতির ঠিকানা খুঁজে দিয়েছেন: ডা. মুরাদ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, পাকিস্তানি অসভ্য জাতি আমাদের একটি পাসপোর্ট দিয়ে গেছে। বাংলাদেশ নামে কোনও নাম ছিল না। কোনও ঠিকানা ছিল না। ছিল না কোনও অস্তিত্ব, পদদলিত হয়েছি সারাজীবন। বঙ্গবন্ধুই এ জাতির ঠিকানা খুঁজে দিয়েছেন।

তিনি বলেন, এই বাংলাদেশকে সবাই লুটপাট করে খেয়েছে। আজ তারা সমৃদ্ধ। তাদের শাসন-শোষণ থেকে বেরিয়ে এসে বাঙালি জাতিকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর বাংলাদেশে সোনার মানুষ দরকার। এখানে সবাইকে সোনার মানুষ হয়ে থাকতে হবে। ডিজিটাল বাংলাদেশ যেন আমরা বুঝি। বঙ্গবন্ধু কন্যার সমৃদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে।

রবিবার দুপুরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নিউজ স্টুডিও উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিএফডিসির জন্য বরাদ্দকৃত স্থান পরিদর্শন শেষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

ডা. মো. মুরাদ হাসান বলেন, জিয়া পরিবারের বিচার হবে। কুলাঙ্গার তারেক জিয়ার বিচার বাংলার মাটিতেই হবে। এদের বিচার বাস্তবায়ন করতে ডা. মুরাদের মতো শত শত বঙ্গবন্ধুর সৈনিক প্রস্তুত।
বেগম জিয়ার তো চিত্রনায়িকা হওয়ার কথা ছিল। ঘুম থেকেই উঠতেন না। বেগম জিয়া কি তার স্বামীর বিচার চেয়েছে? বিদেশের মাটিতে বসে আছে কুলাঙ্গার। ওরা তো এ বাংলার সন্তান না। তাদের জন্ম পাকিস্তানে। যারা বেগম জিয়াকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সেই স্বপ্ন ভুলে যান। যারা দালালি করছেন, তারাও সাবধান হয়ে যান। দালালি বন্ধ করুন, খুনি জিয়ার পরিবারের পক্ষে দালালি বন্ধ করুন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, তথ্যমন্ত্রী মহোদয় ও তথ্য মন্ত্রণালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিএফডিসির জন্য চট্টগ্রামে স্থান বরাদ্দ দেওয়াসহ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের উন্নয়নে নানান প্রকল্প গ্রহণ করা সম্ভব হয়েছে। ১৯৯৬ সাল থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলে আসছেন। তার সুযোগ্য পুত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অবৈতনিক দিন-রাত পরিশ্রম করে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, আমি মুরাদ হয়েছি বঙ্গবন্ধুর কারণেই। দেশের জন্য আমার অনেক দায়িত্ব। আমার পিতাও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধুর মতো হোন, বঙ্গবন্ধু কন্যার মতো হোন। আমি প্রতিদিন বঙ্গবন্ধুর মতো হতে চেষ্টা করি। আমি বঙ্গবন্ধুর কর্মী হতে চাই, বঙ্গবন্ধু কন্যার কর্মী হতে চাই। এই মুজিব কোট এমনি এমনি পড়ে থাকি না। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই পড়ি। তা বাস্তবায়ন করতে নিরলস কাজ করে যাচ্ছি। এখানে বউ-বাচ্চা নিয়ে বেড়াতে আসি নাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করার জন্য এসেছি। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশকে, শেখ হাসিনার বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করছেন সাংবাদিকরাই। আপনারাই এ দেশকে বিশ্বের কাছে উপস্থাপন করছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াছমিন, বিটিভির অনুষ্ঠান পরিচালক জগদীশ এষ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল হোসেন খান, উপপরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।