কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের মাঠে গত মঙ্গলবার (৪ মে) বিকেল ফুটবল খেলতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের মাঠে প্রতিদিনের মত মঙ্গলবার বিকেলে  মহল্লাপাড়া গ্রামের মোঃ ফোরকান পাহলানের পুত্র ইলিয়াস হোসেন পাহলান (২২) ফুটবল খেলতে যায়।

খেলার ছলে মাঠের মাঝখান থেকে বল নিয়ে দৌড়ে গিয়ে প্রতিপক্ষের গোল পোষ্টে স্যুট করে। এমন সময় ইলিয়াস হোসেন ঘুরে ফেরার পথে সে মাটিতে লুটিয়ে পরে। তখন অন্যান্য খেলোয়াড়েরা তাকে ধরাধরি করে  কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষানিরীক্ষা করে মৃত্যু  ঘোষনা করেন।

পরে ইলিয়াস হোসেন এর বাবার অভিযোগে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়। লাশ কলাপাড়া থানায় নিয়ে যায়। পরদিন ৫ মে বুধবার তার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ  (তদন্ত)  মোঃ আসাদুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। রির্পোট প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

করোনায় মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত নেই বিএনপির: কাদের

করোনার এই দুঃসময়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে দুর্যোগ দুর্বিপাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করছেন ৭৫ পরবর্তীকালে কোনো সরকারপ্রধান বা রাজনৈতিক নেতা এমন নজির স্থাপন করতে পারেনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, একটা দল সরকারের বিরুদ্ধে গলাবাজি করছে, তাদের কোনো কাজ নেই। করোনার এই দুঃসময়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা তা করে দেখিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু একটা দল ঢাকায় বসে শুধু লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা একেক সময় একেক আন্দোলনের ওপর ভর করে ষড়যন্ত্রমূলক তৎপরতায় লিপ্ত, তারা করোনার এই সংকটের সময়েও সহিংসতার উসকানি দিচ্ছে।

‘যারা ভাসমান, ঘরবাড়ি নেই তাদের ত্রাণসামগ্রী বিতরণ করার উদ্যোগ নিতে হবে এবং বিতরণের সময় সবাইকে একটি করে মাস্ক বাধ্যতামূলক  দিতে হবে। ’

তিনি বলেন, লকডাউনে অনেকেই চোরাইপথে আসা-যাওয়ার সুযোগ নিচ্ছেন। সম্প্রতি পদ্মায় স্পিডবোটডুবিতে ২৬ জন প্রাণ হারিয়েছেন।  সরকারকে ফাঁকি দেওয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। এ ধরনের ঝুঁকি নিলে উৎসবের আগেই মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে, কাজেই এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে অনুরোধ জানাই।

ওবায়দুল কাদের আরও বলেন, সবাইকে মনে রাখতে হবে আগে জীবন পরে জীবিকা। তাই উৎসব আনন্দের কী দাম আছে যদি জীবন থেকেই দূরে সরে যেতে হয়। বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক উৎসব, আনন্দ করা যাবে। ঈদযাত্রা যেন অন্তিম যাত্রায় পরিণত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

এসময় বঙ্গবন্ধু এভিনিউয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও সংসদ সদস্য অ্যাডভোকেট  নুরুল আমিন রুহুল।

রায়হান হত্যা: ৫ পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

সিলেটে আলোচিত রায়হান উদ্দিন (৩০) হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআিইর পরিদর্শক আওলাদ হোসেন। এরপর দুপুর ১২টায় অভিযোগপত্র দাখিলের বিষয় নিয়ে প্রেসব্রিফিং করেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান।

ব্রিফিংকালে তিনি বলেন, অভিযোগপত্রে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেনসহ ৫ পুলিশ সদস্য ও কথিত সাংবাদিক পলাতক আব্দুল আল নোমানকে আসামি করা হয়েছে। অভিযুক্ত অন্য ৪ পুলিশ সদস্যরা হলেন, বন্দরবাজার ফাঁড়ির সাবেক টুআইসি এসআই হাসান উদ্দিন, এএসআই আশেকে এলাহী, কনস্টেবল হারুনুর অর রশিদ, টিটু চন্দ্র দাস। তবে কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান ব্যাতিরেকে আসামিদের ৫ জনই কারাগারে আছেন।

তিনি বলেন, আমরা ১৯৬২ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছি। এতে সাক্ষী রাখা হয়েছে ৬৯ জনকে। এরমধ্যে ১০ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ৭ জন পুলিশ আদালতে সাক্ষি দিয়েছেন।

চার্জশিট দিতে গিয়ে বিলম্বের কারণ ব্যাখায় বলেন, আমরা সাক্ষীদের জবানবন্দি নিয়েছি, তা পর্যালোচনা করেছি, সিভিআর পর্যালোচনা করেছি। রায়হানকে নির্যাতনে এসআই আকবর হোসেন, এএসআই আশেকে এলাহী, হারুনুর অর রশিদ, টিটু চন্দ্র দাসের সংশ্লিষ্টতা ও ফাঁড়ির সিসি ক্যামেরার ফুটেজ গায়েবে এসআই হাসান উদ্দিন ও কোম্পানীগঞ্জের কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানের সংশ্লিষ্টতা মিলেছে।

এছাড়া তদন্তভার পাওয়ার পর রায়হান ও এসআই আকবরের মোবাইল ফোনের সিভিআর পর্যবেক্ষণ করা হয়। রায়হান গ্রেফতারের পর টিম বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে আসা পূর্ব বিরোধ থেকে নয়। ইয়াবা ব্যবসার সংশ্লিষ্টতায় তাকে ফাঁড়িতে আনার পর জিজ্ঞাসাবাদকালে মারধরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল নেওয়ার পর রায়হান মারা যান।

আর ঘটনার পর ছিনতাই সাইদুল শেখের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে কারণ  সাইদুল সঙ্গীয় রনি শেখসহ ওইরাতে কাস্টঘর এলাকায় যান ইয়াবা কিনতে। ইয়াবা নিয়ে আসে এক শিশু। কিন্তু নকল ইয়াবা দেওয়ায় টাকা ফেরত চান। তখন শিশুটি যে লোকগুলোকে ডেকে আনে, তাদের একজন রায়হানও ছিল বলেও জানান পিবিআই’র পুলিশ সুপার।

ঘটনার রাতে ভিকটিম রায়হান কেনো ওখানে ছিলেন, এর সূত্র ধরে তদন্তে পুলিশ দেখতে পায়, ২০০৮ সালে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় রায়হান আসামি ছিলেন পরবর্তীতে খালাস পান। তার বিরুদ্ধে আরেকটি মাদক মামলাও আদালতে বিচারাধীন পাওয়া যায়।

এসপি খালেদ উজ জামান বলেন, মামলায় অভিযোগপত্র পিবিআইর ডিআইজি বনজ কুমার মজুমদার পুরোটা দেখেছেন। এছাড়া মামলায় ৩০২ ধারাসহ মৃত্যু নিবারণ আইনে মৃত্যুদণ্ড কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

সিলেট আদালতের পরিদর্শক (কোর্ট) প্রদীপ কুমার দাস বলেন, বহুল আলোচিত রায়হান হত্যা মামলার অভিযোগপত্র পিবিআই পুলিশের কাছে হস্তান্তর করেছে। করোনা ভাইরাসের কারণে আদালতের কার্যক্রম ভার্চ্যুয়াল পদ্ধতিতে চলার কারণে অভিযোগপত্র আদালতে দাখিল করা হচ্ছে না।

গত বছরের ১১ অক্টোবর রাতে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে এনে রাতভর নির্যাতন করে ভোর সাড়ে ৬টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে রায়হান মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তন্নী পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করা হয়।

ভারতে করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড

গত দু’তিন দিন দৈনিক মৃত্যু না কমলেও সাড়ে তিন হাজারের নিচেই ছিল। এবার গত ১ মে’র রেকর্ড ছাড়িয়ে মৃত্যুতে নতুন রেকর্ড গড়লো ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে আরো ৩ হাজার ৭৮৬ জন। এর আগে ১ মে মারা যায় ৩৬শ ৮৮ জন। বুধবার (৫ মে) এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো দু’লাখ ২৬ হাজার। এর মধ্যে আবার পাঁচটি রাজ্য ২৪ ঘণ্টায় দেখলো এ যাবৎকালের রেকর্ড মৃত্যু। রাজ্যগুলো হলো- উত্তর প্রদেশ, কর্নাটক, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিমবঙ্গ।

বরাবরের মতোই প্রাণহানির শীর্ষে মহারাষ্ট্র। দিনে ৯শর কাছাকাছি মানুষ মারা গেছে রাজ্যটিতে। পরের অবস্থানেই রয়েছে দিল্লি।
গত ক’দিন ধরেই ৪ শতাধিক প্রাণহানি লিপিবদ্ধ করছে রাজধানী। শনাক্ত হয়েছে ১৮ হাজারের বেশি সংক্রমিত রোগী।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে মৃত্যু হার বেড়েছে ২২ শতাংশ পর্যন্ত। দেশটিতে এদিন আরও ৩ লাখ ৮২ হাজারের ওপর মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। মোট সংক্রমিত রোগী ছাড়িয়েছে ২ কোটি।

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৫৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনে।

বুধবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২৭ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬ টি, জিন এক্সপার্ট ৩৫ টি, র‌্যাপিড অ্যান্টিজেন ২৬৬ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ২১৭ টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৮৪ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ৬০ হাজার ৬৭৮টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুইজন ও রাজশাহী বিভাগে একজন রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৫ জন, বেসরকারি হাসপাতালে ১২ জন ও বাড়িতে ৩ জন মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪১১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪২৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ২৪ হাজার ৭২৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৫ হাজার ৫০৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ২১৬ জন।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বরিশালে নিহতদের বাড়িতে শোকের মাতম ॥ দাফন সম্পন্ন

শামীম আহমেদ॥ মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। এরমধ্যে তিনজনের বাড়ি একই গ্রামে। নিহতদের মরদেহ মঙ্গলবার সকালে নিজ নিজ বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে ওঠে।

মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন জানান, মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছার পর জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, এর আগে সোমবার পথে কিছুটা বিলম্ব হওয়ায় তাদের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়েছিলো। পরবর্তীতে সোমবার সন্ধ্যায় মরদেহগুলো স্বজনরা বুঝে পেয়েছেন। এরপর অ্যাম্বুলেন্সযোগে সড়কপথে মরদেহগুলো নিয়ে মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে মঙ্গলবার সকালে নিজ নিজ বাড়িতে পৌঁছার পর সকাল নয়টার দিকে উলানিয়া ইউনিয়নের পূর্বষাট্টি গ্রামের তিন বাসিন্দার জানাজা শেষে দাফন করা হয়েছে। আর পাতারহাটের ব্যবসায়ীর সকাল ১০ টায় জানাজা শেষে দাফন করা হয়।

ইউপি সদস্য আরও জানান, দুর্ঘটনায় তার আপন চাচাতো ভাই ও মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকী এলাকার আব্দুল মান্নান চাপরাশির পুত্র এবং পাতারহাট বন্দরের মুদি ব্যবসায়ী মনির চাপরাশি (৩৫) নিহত হয়েছেন। সে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ঢাকায় মালামাল আনতে গিয়েছিলেন। মালামাল জাহাজে তুলে দিয়ে নিজে সড়ক পথে ফিরছিলেন। দোকানের জন্য কেনা ঈদের মালামাল এখনো বন্দরে পৌঁছেনি কিন্তু তার আগে পথিমধ্যে স্পিডবোট দুর্ঘটনায় চির বিদায় নিতে হয়েছে মনিরকে। পরিবারের একমাত্র ছেলে মনিরের দুটি কন্যা সন্তান রয়েছে।

অপরদিকে এ দুর্ঘটনায় মৃত্যুবরণ করা বাকি তিনজন হলেন, মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের পূর্বষাট্টি গ্রামের বাসিন্দা সাদেক বেপারীর পুত্র ও উলানিয়া বাজারের আহাদ ফ্যাশনের স্বত্বাধিকারী দুই ভাই রিয়াজ হোসেন (৩৩) এবং সাইফুল ইসলাম (৩৫)। এছাড়া একই ইউনিয়নের আশা গ্রামের বাসিন্দা রতন হাওলাদারের পুত্র উলানিয়া বাজারের কাপড় ব্যবসায়ী সাইদুল ইসলাম (২৭)।

নিহত রিয়াজ ও সাইফুলের বড় ভাই আজাদ হোসেন জানান, তার দুই ভাই দোকানের মালামাল কেনার জন্য ঢাকায় গিয়েছিলো। ফেরার সময় পদ্মা পাড়ি দিতে তারা প্রথমে গাছবাহী একটি ট্রলারে ওঠেছিলো। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী নামিয়ে দেওয়ার পর তারা স্পিডবোটে উঠে দুর্ঘটনায় দু’জনই প্রাণ হারায়। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার খবরে তার ভাইদের নাম প্রথমে জানতে পারেন। পরে শিবচর থানা পুলিশের পক্ষ থেকে ফোনে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করা হয়। তিনি জানান, নিহত সাইফুল মাত্র তিন মাস আগে বিয়ে করেন, আর রিয়াজের দুটি কন্যা সন্তান রয়েছে।

অপরদিকে অপর নিহত উলানিয়া বাজারের বোরকার দোকানের ব্যবসায়ী সাইদুল ইসলামও একই দুর্ঘটনায় নিহত আজাদের ভাইদের সাথে ঢাকায় গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের দূর্ঘনায় চারজনের এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো মেহেন্দিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। মেহেন্দীগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম জানান, শিবচরের দুর্ঘটনায় মেহেন্দিগঞ্জের চারজন নিহত হয়েছেন, যাদের মরদেহ মঙ্গলবার সকালে স্ব-স্ব এলাকায় দাফন করা হয়েছে।

এছাড়া একই দুর্ঘটনায় বিভাগের মধ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। যারমধ্যে বরিশালের বন্দর থানার ভেদুরিয়া এলাকার আলী আহমেদের পুত্র আনোয়ার চৌকিদার (৫০), বানারীপাড়া উপজেলার হাশেম বেপারীর পুত্র আলাউদ্দিন বেপারী (৪৫), ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত আব্দুল কুদ্দুস শিকদারের পুত্র নাসির উদ্দিন (৪৫), পিরোজপুর সদর উপজেলার চরখানা এলাকার ওহিদুরের পুত্র বাপ্পী (২৮) এবং ভান্ডারিয়া উপজেলার পসারিয়াবুনিয়া এলাকার রঞ্জন অধিকারীর পুত্র জনি অধিকারী (২৬)।

বরিশালে গত এপ্রিলে ৩ হাজার ২৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন

 বরিশাল বিভাগে গত এপ্রিলে ৩ হাজার ২৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা বিভাগের মোট সংক্রমণের ২২ দশমিক ৪৪ শতাংশ। গত মাসে এই বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২৭ জন, যা বিভাগে করোনায় মোট মৃত্যুর ১০ দশমিক ১১ শতাংশ।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় একজন করোনার রোগী মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় মারা যান দুজন। এ দুজনের মধ্যে একজন করোনা শনাক্ত ও অপরজনের করোনার উপসর্গ ছিল। এ নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬১১ জন রোগীর মৃত্যু হলো। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা যান ৪৩৩ জন। গতকাল সোমবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

হাসপাতাল সূত্র জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২০০ জনের করোনার নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৩১ জন করোনা শনাক্ত হন। ১৫৫ জনের ফল নেগেটিভ আসে। এতে শনাক্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩২ জন নেগেটিভ ও ৫৩ জন পজিটিভ হয়েছেন। অর্থাৎ করোনা শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৪ শতাংশ। হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে ৮৩জন চিকিৎসাধীন। এর মধ্যে ৫৫ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। আর ২৮ জন করোনা শনাক্ত রোগী।

এই বিভাগে করোনায় সংক্রমিত মোট রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৬৮। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল জেলায় ৬ হাজার ৬৭৩ জন এবং পটুয়াখালীতে ২ হাজার ১৩৬, ভোলায় ১ হাজার ৭৭৭, পিরোজপুরে ১ হাজার ৫৮৪, বরগুনায় ১ হাজার ২১৯ ও ঝালকাঠিতে ১ হাজার ২৭৯ জন।
এ দিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগের ৬ জেলায় গতকাল সোমবার পর্যন্ত ৬২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত মোট রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৬৮। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল জেলায় ৬ হাজার ৬৭৩ জন এবং পটুয়াখালীতে ২ হাজার ১৩৬, ভোলায় ১ হাজার ৭৭৭, পিরোজপুরে ১ হাজার ৫৮৪, বরগুনায় ১ হাজার ২১৯ ও ঝালকাঠিতে ১ হাজার ২৭৯ জন।

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২৬৭। এর মধ্যে বরিশাল জেলায় রয়েছেন ১১৩ জন, পটুয়াখালীতে ৫০, ভোলায় ২৪, পিরোজপুরে ৩১, বরগুনায় ২৪ ও ঝালকাঠিতে ২৫ জন মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সংক্রমণের গতি কয়েক দিন কিছুটা কম এবং তা ওঠানামা করছে। তবে আগের চেয়ে অনেকটা নিম্নমুখী। এর পেছনে সর্বাত্মক লকডাউনের সুফল রয়েছে। তবে সংক্রমণের নিম্নমুখী অবস্থা ধরে রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

বরিশালে ডায়রিয়ায় আরও একজনের মৃত্যু

 বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৫৬৫ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৪ মে) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, বিভাগর কোথাও কোথাও হাল্কা বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ কমছে।

ডা. বাসুদেব কুমার বলেন, ৯০ দশকের পর দক্ষিণাঞ্চলে এবারই এতো বেশি ডায়রিয়া সংক্রমণ হলো। মানুষ বিশুদ্ধ পানি পান করলেও অন্যান্য কাজে দূষিত পানি ব্যবহার করছে। তাছাড়া এই অঞ্চলের খাল, ডোবা, নালা ও নদীর পানিতে আইইডিসিআর মলের জীবাণু পেয়েছে। সংক্রমণের পর প্রথম অবস্থায় স্বাস্থ্য বিভাগ কিছুটা হিমশিম খেলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। তাছাড়া ৪০টি উপজেলায় শুরুতে ১৮টি উপদ্রুত অঞ্চল চিহ্নিত করে মেডিকেল টিম কাজ করেছে। বর্তমানে এলাকা বাড়িয়ে ২৭টি করা হয়েছে। এসব অঞ্চলে ৪০৫টি মেডিকেল টিম ডায়রিয়া প্রতিরোধে কাজ করছে। স্বাস্থ্য দফতর থেকে মানুষকে সচেতন করতে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে।

 

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ মে পর্যন্ত বরিশাল জেলায় ছয় হাজার ৪২৫ জন, পটুয়াখালীতে ১০ হাজার ১০১ জন, ভোলায় ১২ হাজার ১৯২ জন, পিরোজপুরে পাঁচ হাজার ৯৫৭ জন, বরগুনায় সাত হাজার ৫২০ জন, ঝালকাঠিতে পাঁচ হাজার ৩৭০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বিভাগে এখন পর্যন্ত মোট ১৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশাল জেলার পাঁচজন, পটুয়াখালীর পাঁচজন, ভোলার একজন এবং বরগুনার তিনজন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা নগরের হাট গ্রামের বাসিন্দা পিয়ারা বেগম (৩৫) ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন। আর মোট আক্রান্তের মধ্য থেকে ৪৬ হাজার ৬৩০ জন রোগী সুস্থ হয়েছেন।

বরিশালে রেনু পোনা জব্দ, ৪ জনকে জরিমানা

বরিশাল নগরীর রূপাতলী এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে অভিযান চালিয়ে ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু জব্দ করেছে নৌ-পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরের চেকপোস্ট বসিয়ে ট্রাকে থাকা চিংড়ি রেনু জব্দ করার সময় এর সাথে জড়িত চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালতের বিচারে জরিমানা প্রদানকারীরা হলো-জাকির হোসেন, লিটন, রিয়াজ ও টুলু। নৌ-সদর থানার ইনচার্জ (এসআই) অলোক চৌধুরী বলেন, কলাপাড়া থেকে ট্রাকে করে গলদা রেনু পোনা খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।

খবরে পেয়ে রূপাতলী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসিয়ে (ঢাকা মেট্রো ট-১৬-৭২৭২) ট্রাকটি আটক করা হয়।

এসময় ট্রাক থেকে প্লাষ্টিকের ড্রামে রক্ষিত আনুমানিক তিন কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।

ট্রাকের থাকা চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নিশাত তামান্না প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার জরিমানা করেন।

জব্দকৃত চিংড়ি রেনুগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বরিশালে দুই শতাধিক ছিন্নমূলকে রাতের খাবার দিলেন সাংসদ পংকজ নাথ

বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীদের স্বেচ্ছাসেবী প্লাটফর্ম উদ্যোগের সাথে একাত্মতা জানিয়ে দুই শতাধিক ছিন্নমূলকে রাতের খাবার দিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

মঙ্গলবার (৪মে) রাতে বরিশাল নদী বন্দরে তাঁর অর্থায়নে খাবার দেওয়া হয়। উদ্যোগের সমন্বয়ক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন জানান, এটি অত্যান্ত আনন্দের সংবাদ উদ্যোগ’র সাথে সংসদ সদস্য পংকজ নাথ অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।

তিনি সব সময় অসহায় মানুষের পাশে দাড়ান। তিনি উদ্যোগের মাধ্যমে ছিন্নমূল মানুষদের খাবার দিয়ে আমাদের কাজের উৎসাহ আরো বাড়িয়ে দিয়েছেন। মাননীয় সংসদ সদস্য জানিয়েছেন, তিনি সব সময় গণমাধ্যমকর্মীদের কাজের সাথে থাকবেন। মঙ্গলবার চর্তুদশতম দিনে খাবার বিতরণ করা হয়।

চলতি বছরে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনেরমেয়রসেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। খাবার বিতরণে পৃষ্ঠপোষকতা করেছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ প্রশাসনিক কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সমাজসেবক, সাংবাদিক নেতা, ব্যবসায়ী।

এর আগে ২০২০ সালে ২৬ মার্চ সর্ব প্রথম রান্না করা খাবার বিতরণ শুরু করে উদ্যোগ। ওই বছর টানা ৭৮ দিন দুপুর, রাত এবং সেহরী মিলিয়ে প্রতিদিন চারশ’ মানুষকে খাবার বিতরণ করেছে উদ্যোগ।